PDA

View Full Version : দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থায় বাঁচুন



Tofazzal Mia
2018-03-08, 05:26 PM
https://scontent-sin6-2.xx.fbcdn.net/v/t1.0-9/19756417_563466387157279_5425255933881261487_n.jpg ?_nc_eui2=v1%3AAeHz2DlsGK5-8bAi18otxiSbUjK57AVX97MWoRBjp-mW0j3iW32H-dIq-Aeb4Hw-ZIyQL-mp14vIG_cPK__NKcJO7uqXPrTm9Pfeg3otwkDRFg&oh=7f5a9250f05a972fd268b705424d20cd&oe=5B0E17F5
আপনার অ্যাকাউন্টে হ্যাকিং থেকে বাঁচার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন কেননা আপনার সকল বিনিয়োগ সহজে অনের হয়ে যাবে তা আপনি কখনোই চাইবেন না! এজন্য ইন্সটাফরেক্স গ্রাহকদেরদের বিনামুল্যে গ্যারান্টী দিয়ে অ্যাকাউন্টে কঠোর নিরাপত্তার ব্যবস্থা চালু করেছে যা দুই ধাপ বিশিষ্ট একটি পরিচয় প্রমাণ ব্যবস্থা। আর দুই ধাপের এই পরিচয় প্রমাণের পদ্ধতিটির মাধ্যমে কোন ট্রেডারের অ্যাকাউন্টের একান্ত পাসওয়ার্ড এর সার্বিক কঠোর নিরাপত্তা নিশ্চিত হয় ।
ট্রেডার যখন ক্লায়েন্ট ক্যাবিনেটে লগ-ইন করবেন তখন সিস্টেমটিতে ট্রেডারের পাসওয়ার্ড ছাড়াও একটি ব্যক্তিগত সনাক্তকরণ নম্বর (PIN) নির্ভরযোগ্য গুগল এর প্রমাণকারীদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তৈরী করার পর সেই এপ্লিকেশন বা প্রোগ্রামটি দিয়ে অফলাইনে কাজ করতে পারবেন। ইন্সটাফরেক্স গ্রাহকরা অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য-উপাত্তের নিরাপত্তা ও সুরক্ষা আরও শক্তিশালী করার জন্য ক্লায়েন্ট-ক্যাবিনেটে থেকে নিজেরাই এই অপশনটি সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারবেন।
বিস্তারিত জানার জন্য ভিজিট করুন: https://goo.gl/mLPvQm

Montu Zaman
2018-03-12, 02:53 PM
হ্যাকারদের কবল থেকে মুক্তির জন্য এবং আমার অ্যাকাউন্টে চুপিসারে লগইন করে টাকা উত্তোলন যেন না করতে পারে সেজন্য অবশ্যই আমাদের এই সুরুক্ষা ব্যবস্থা গ্রহন করতে হবে। যেমন প্রতিবার আমার অ্যাকাউন্টে লগইন এবং অর্থ উত্তোলন যাচাই করার জন্য প্রতিবার তাত্ক্ষণিক একটি এসএমএস কোড আমার মোবাইল ফোনে চলে আসে, এছাড়া গুগল থেকৈ অথেনটিক পারসোনাল আইডেন্টিফিকেশন নম্বর (pin) দেওয়া হয়। ফলে ঐ কোডগুলেঅ ব্যবহার করার পরই সফলভাবে লগইন এবং টাকা উত্তোলনে আমার অ্যাকাউন্টকে রক্ষা করে।