PDA

View Full Version : ক্যান্ডেলস্টিক এর উপর রচিত বাংলা বই



Nishpap Papi
2018-03-09, 04:16 PM
আমি সাধারণত কোন ইনডিকেটর এর উপর নির্ভর না করে শুধু ক্যান্ডেলস্টিক এর উপর নির্ভর করে ট্রেড করি। যারা আমার ট্রেডিং কমেন্তেরি পরেছেন তারা দেখলেই বুজবেন আমি শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর উপর নির্ভর করে ট্রেড দেই। আর ক্যান্ডেলস্টিক সম্পর্কে আমি খুব সহজভাবে বোজতে পেরেছি যে বইটা পড়ে তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেসি। বইটির নাম প্যাটার্ন পরিচিতি। লিখেছেন নাসিম সাহেব। আপনাদের উপকারের স্বার্থে বইতই শেয়ার করলাম। বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক (http://fxnoman.blogspot.com/2018/03/pattern-porichiti-bangla-bookk.html) করুন।

maziz6989
2018-03-09, 04:52 PM
ভাই এই সব প্যাটার্ণ আরও অন্যান্য বস্তু নিয়ে অনেক আগেই ঘাটাঘাটি করেছি কিন্তু সত্যি কথা বলতে এই সব আমার কাছে বোগাসই মনে হয়েছে। আমার কাছে সব থেকে ইফেকটিভ মনে হয়েছে ট্রেডার সেন্টিমেন্ট। পার্টিসিপেন্ট যে দিকে বেশি মার্কেট তার বিপরীত দিকেই মূভ করে।

Nishpap Papi
2018-03-09, 05:09 PM
ভাই এই সব প্যাটার্ণ আরও অন্যান্য বস্তু নিয়ে অনেক আগেই ঘাটাঘাটি করেছি কিন্তু সত্যি কথা বলতে এই সব আমার কাছে বোগাসই মনে হয়েছে। আমার কাছে সব থেকে ইফেকটিভ মনে হয়েছে ট্রেডার সেন্টিমেন্ট। পার্টিসিপেন্ট যে দিকে বেশি মার্কেট তার বিপরীত দিকেই মূভ করে।

ভাই আপনি তাহলে সবসময় আপনার বিপরীত দিকে ট্রেড দিয়ে দেখেন মার্কেট কি বলে। শুধু মাত্র মজা করার জন্যই বললাম, দয়া করে কিছু মনে করবেন না।

Mamun13
2018-03-09, 08:42 PM
ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিটেবল ট্রেডের জন্য আমরা বিভিন্ন টেকনিক্যাল ট্রেডিং চার্ট ব্যবহার করে থাকি৷বিভিন্ন টাইমফ্রেমের অর্থাৎ প্রত্যেকটি ট্রেডিং চার্টের একেকটি ক্যান্ডেল হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য একেকটি পেয়ারের মূল্য বৃদ্ধি বা হ্রাসের প্রকাশ৷সুতরাং প্রত্যেকটি ক্যান্ডেলস্টিক আমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে নির্দিষ্ট পেয়ারের প্রাইস ভ্যালূ নির্দিষ্ট সময়ে কি পরিমান হাস/বৃদ্ধি ঘটাচ্ছে৷এভাবে কেন্ডেলস্টীকগুলোর বিভিন্ন প্যাটার্ণ এনালাইসিস করেই অভিজ্ঞ ট্রেডারগণ ট্রেড করে থাকেেন৷এজন্য ক্যান্ডেলস্টিক এনালাইসিস করা সর্বাধিক কার্যকরী ও প্রফিটেবল পদ্ধতি৷এসব ক্যান্ডেলস্টিক গুলোর অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেডিং চার্টগুলোতে নির্দিষ্ট পেয়ারের trend এবং support/resistance level গুলো পরিষ্কার বোঝা যায়৷

riponinsta
2018-03-10, 10:14 AM
ফরেক্স মার্কেট এ শুধু ক্যান্ডেলস্টিক দিয়ে ট্রেড করা নতুন দের জন্য অনেক কঠিন হবে কারন ফরেক্স মার্কেট এ ক্যান্ডেলস্টিক দিয়ে ট্রেড করা শিখতে অনেক সময় লাগে যা বেশির ভাগ ট্রেডার শিখতে পারে না তাই ফরেক্স মার্কেট এ বেশির ভাগ ট্রেডার ইনডিকেটর দিয়ে ট্রেড করে আর ইনডিকেটর দিয়ে ট্রেড করেও ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক লাভ করা যায়

expkhaled
2018-03-10, 11:27 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং এর সিস্টেম এর অভাব নেই। আসলে আপনি যেই সিস্টেম বুঝতে পারবেন সেই সিস্টেমটাই আপনার জন্য সঠিক। তবে মনে রাখা দরকার কোন সিস্টেম এ লাভবান হতে হলে দীর্ঘদিন সিস্টেমটি পর্যালোচনা করার প্রয়োজন। আসলে কোন সিস্টেম ই তারাতারি কাজ করে না। কারন প্রতিটি সিস্টেম ই আপনার নিজস্ব সাইকোলজির সমন্বয়ে কাজ করে সুতরাং একটি সিস্টেম এই উপর সাইকোলজি ডেভেলপ হতে সময় লাগে। তাই যেকোন সিস্টেমকে ভাল বা খারাপ নির্ধারণ করার আগে অন্তত ৬মাস কাজ করতে হবে।

hasem79
2018-03-10, 04:10 PM
জিনিসটা আমারও লাগবে। কিন্তু আপনি যে লিংক দিয়েছেন এখানে কিছুই তো পেলাম না। একটু ভাল করে দেন যাতে আমার মত নব্য ট্রেডারের একটু সুুবিধা হয়। কারণ লস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আর ভাল লাগে না। এখন মনে চাচ্ছে যদি লাভই না করতে পারি তবে কেন শুধু শুধু এই মার্কেট এ নিজের কষ্টার্জিত টাকা নষ্ট করব?

Nishpap Papi
2018-03-11, 10:21 AM
জিনিসটা আমারও লাগবে। কিন্তু আপনি যে লিংক দিয়েছেন এখানে কিছুই তো পেলাম না। একটু ভাল করে দেন যাতে আমার মত নব্য ট্রেডারের একটু সুুবিধা হয়। কারণ লস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আর ভাল লাগে না। এখন মনে চাচ্ছে যদি লাভই না করতে পারি তবে কেন শুধু শুধু এই মার্কেট এ নিজের কষ্টার্জিত টাকা নষ্ট করব?

ভাই কি বলেন লিঙ্ক কাজ করেনা! এটাতে ক্লিক করুন http://download1586.mediafire.com/93e4ba1tddog/n9vxwidp1s22lb2/08-Candlesticks.pdf

Nishpap Papi
2018-03-11, 10:28 AM
অনেকে ইনডিকেটর এর কথা বলতেছেন কিন্তু সত্য বলতে কি আমি এখনো কোন ইনডিকেটর ইউজ করিনি। যখন আমি নতুন ছিলাম তখন এই সাইটেই কোন এক ভাই এর পোস্টে পড়েছিলাম ইনডিকেটর এর খারাপ দিক গুলো পড়েছিলাম তারপর র জানতেও ইচ্ছে করেনি ইনডিকেটর কি। আমি ক্যান্ডেলস্টিক এর উপর মোটামুটি ৭/৮ তা বই পড়েছিলাম যা এখন আমাক খুব ই উপকার করছে। Naked Forex নামে একটা বই আছে বইটা আমার ট্রেডিং সম্পর্কে চিন্তা ভাবনাই পাল্টে দিয়েছে। আমার সফলতার জন্য বইটা অনেক দায়ী।

samun
2022-02-16, 03:39 PM
আসলে এ বিষয়টির ওপর আমি বেশ কয়েকবার জানার চেষ্টা করেছি এবং অভিজ্ঞদের মাধ্যমে আমি ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানতে চেয়েছি তবে এ বিষয়ে আমি যতটুকু জানতে পেরেছি তা সম্পূর্ণরূপে ভিত্তিপ্রস্থর নয় বরং আমাকে আরো ভালোভাবে এ বিষয়টি সম্পর্কে সুন্দর ভাবে জানতে হবে তাই অভিজ্ঞদের আরেকটু সুন্দর হবে বিস্তারিত মতামত ও বর্ণনা আশা করছি