View Full Version : সিগন্যাল দিয়ে ট্রেড করা কি ভাল
riponinsta
2018-03-10, 10:18 AM
ফরেক্স মার্কেট এ সিগন্যাল দিয়ে ট্রেড করা ভাল না কারন আপনি সিগন্যাল দিয়ে ট্রেড করলে কিছু শিখতে পারবেন না কারন সিগন্যাল দিয়ে ট্রেড করলে সেই সিগন্যাল যদি বন্ধ করে দেয় তখন আপনি কি করবেন ? তাই ফরেক্স মার্কেট এ নিজে নিজে ট্রেড করা সব থেকে ভাল আর আপনি যদি অনেক কিছু করার পর যদি লাভ না করতে পারেন তখন সিগন্যাল দিয়ে ট্রেড করতে পারেন
expkhaled
2018-03-10, 10:28 AM
ফরেক্স ট্রেড এমন একটি ব্যবসা যা নিজে করতে না পারলে অন্য কারোও সাহায্যে নিয়ে করা সম্বব নয়। ফরেক্স সম্পূর্ন নিজের বিচার বুদ্ধিতে করতে হবে। তাই সময় নিয়ে আগে শিখতে হবে মার্কেট এনালাইসিস করা শিখতে হবে। একজন সয়ংসম্পূর্ন ট্রেডার হতে হলে অন্তত ৫ বছর সময় তো আর এমনিতেই লাগে না অনেক কিছু নিয়ে স্টাডি করার পরই হয় একজন সফল ট্রেডার হয়। অন্যের সিগ্ন্যাল নিয়ে আপনি ট্রেড করে কিছু্ই বুঝতে পারবেন না। তাই চেষ্টা করুন নিজের একটি সিস্টেম দার করাতে।
hasem79
2018-03-10, 04:07 PM
আমার মতে এটার ভাল খারাপ উভয় দিকই আছে। এখানে যদি কেউ আমাকে নিজে থেকে সিগন্যাল দেয় এবং সেটা যদি আমার সিস্টেম এর সাথেও খাপ খায় আমি ট্রেড নিতেই পারি। কিন্তু অন্ধের মত করে অনুসরণ করে ট্রেড করার আমি ঘোর বিরুধী। আমার কথা হল আমি যদি সিগন্যাল এ সেটিসফাইড হই তবে ট্রেড করতেই পারি কিন্তু যদি সেটিসফাইড নাই হই তবে কোন অবস্থাতেও ট্রেড করব না।
iloveyou
2018-03-10, 07:02 PM
ভাই এখানে আপনি আপনার সিগন্যাল ফলো করে কাজ করবেন, এটা হলো একজন ভাল ট্রেডারের লক্ষণ। কেননা অন্যর সিগন্যাল দিয়ে বা নিয়ে আর কতদিন। তাই লাইভ টাইমের জন্য যদি এই প্রফেশনে থাকতে পরিকল্পনা করে থাকেন, তাহলে এখানে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করে সেটাকে আপনার ট্রেডিং এ কাজে লাগানোর চেষ্ট করুন।
Mamun13
2018-03-10, 07:27 PM
নবাগত শিক্ষানবিস ট্রেডারগন এখানে এসেই মনে করেন খুব সহজেই এবং খুব দ্রুত প্রফিট করা সম্ভব৷তখন তারা দ্রুত ধনী হওয়ার আশায় বিকল্প পথ হিসেবে বিভিন্ন জনের কাছ থেকে লোভনীয় বিভিন্ন ধরনের প্রফিটেবল-E.A,রোবট এবং আকর্ষণীয় signal সমুহ নগদ অর্থের বিনিময়ে ক্রয় করে থাকেন৷যেহেতু ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট করা কঠিন ব্যাপার এবং দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার৷সে জন্য নবাগত ট্রেডার বাধ্য হয়েই বিভিন্ন প্রফিটেবল সিগনাল খুঁজতে থাকেন এবং তারা সেগুলো পেয়েও থাকেন৷অথচ কিছুদিন পর তারা ঠিকই বুঝতে পারেন এসব signal সম্পূর্ণই অকার্যকর এবং ভাঁওতাবাজি৷সিগন্যাল এর উপর নির্ভর করে যারা ট্রেড করে থাকেন তারা কখনোই অন্তত নিজে ট্রেডার হতে পারেন না৷তাই অন্যের দেওয়া signal নির্ভর ট্রেড করার চিন্তা বর্জন করতে হবে৷
samun
2022-01-13, 10:59 AM
সিগনাল দিয়ে ট্রেড করে সাধারণত খুবই অভিজ্ঞ গান রেডার নতুন ট্রেডারদের জন্য সিগন্যাল মোটেও উপযুক্ত নয় সিগন্যাল ব্যবহার করলে যে আপনি 100 ভাগ সফলতা অর্জন করবেন এমন কোন কথা নেই কারণ এই সিগন্যাল সাধারণত আপনার আমার মত ট্রেডার দিয়ে থাকে তাই আমি মনে করি নিজ দক্ষতায় যদি আপনি ট্রেড করেন তাহলে ফরেক্স মার্কেটে খুব দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন
samun
2022-01-13, 10:59 AM
সিগনাল দিয়ে ট্রেড করে সাধারণত খুবই অভিজ্ঞ ট্রেডারগণ নতুন ট্রেডারদের জন্য সিগন্যাল মোটেও উপযুক্ত নয় সিগন্যাল ব্যবহার করলে যে আপনি 100 ভাগ সফলতা অর্জন করবেন এমন কোন কথা নেই কারণ এই সিগন্যাল সাধারণত আপনার আমার মত ট্রেডার দিয়ে থাকে তাই আমি মনে করি নিজ দক্ষতায় যদি আপনি ট্রেড করেন তাহলে ফরেক্স মার্কেটে খুব দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন
jasminbd
2022-01-13, 02:43 PM
কোন প্রকার আনাল্যসিস ছাড়া ট্রেড নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। আপনি কোন আনাল্যসিস না করে বা কোন সিগন্যাল ছাড়া কিভাবে বাই সেল করবেন? আপনি কোন প্রকার আনাল্যসিস ছাড়া বা প্লান ছাড়া মার্কেটে এন্ট্রি নিয়েছেন। ফান্ডামেন্টাল হোক, বা টেকনিক্যাল হোক বা সেন্টিমেন্টাল আনাল্যসিস হোক এর যে কোন একটি মাধ্যমে আপনাকে ট্রেড করতে হবে, তা না হলে এই ধরনের পরিস্থিতি বারেবারে ঘটবে।
আর আপনি যদি নিজে আনাল্যসিস করতে না পারেন তাহলে আপনি অন্যদের আনাল্যসিসগুলো থেকে সাহায়তা নিতে পারেন। এই ফোরামে ইদানিং অনেকে সিগন্যাল দিয়ে থাকে। এছাড়াও ইন্সটাফরেক্সের অনেক অভিজ্ঞ আনাল্যসিস্ট বিভিন্ন পেয়ারের সিগন্যাল দিয়ে থাকে সেখান থেকেও মার্কেটে এন্ট্রি এবং এক্সিট সম্পর্কে ধারনা পাওয়া যায়।
md mehedi hasan
2022-01-14, 08:56 AM
ফরেক্স মার্কেটে আপনি যদি অন্যের সিগনাল এর উপর নির্ভর করে ট্রেড করেন।তাহলে আপনি বিশাল বড় ভুল করবেন।অন্যের উপর নির্ভর না করে নিজের উপর নির্ভর করে কিছু করা ভালো।অপনি সিগনাল কিনে ট্রেড করলে যদি আপনি সেই সিগনাল এর উপর নির্ভর করে ট্রেড করে একাউন্ট্ ফাকা করলে।তখন কি করবেন।তাই ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন।তাহলেই অন্যের উপর নির্ভর করতে হবে না।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.