PDA

View Full Version : লসে কোন ট্রেড ক্লোজ করি না- কিন্তু---



hasem79
2018-03-10, 03:50 PM
আমি সাধারণত কোন ট্রেড লসে ক্লোজ করি না। আমি সচরাচর যতক্ষণ আমার ফ্রি মার্জিন এভেইলএবল থাকে আমি কখনও আমার পজিশন থেকে সরে যাই না। এটা আমার জানামতে সব থেকে খারাপ একটা দোষ এই মার্কেট এর জন্য। কিন্তু এই বস্তু থেকে কোন ভাবেই ওভারকাম করতে পারছি না। চেষ্টা যে করি নি তা নয় কিন্তু সব সময় একটা ইগো কাজ করে মনে মধ্যে। কি দিয়ে যে কি করব মাথায় ধরছেঁ না।

expkhaled
2018-03-10, 05:43 PM
আমরা অধিকাংশ যারা ট্রেডার আছি তাদের মোটামুটি অনেক এরই একই সমস্যা লস হলে সেই ট্রেড ধরে রাখা। এটা আসলে কোনভাবেই রাখা ঠিক নয় তাই তো মানিম্যানেজমেন্ট করা শিখতে হবে ভালভাবে। আর একটা কথা স্টপলস ব্যবহার করতে হবে। আপনার সাইকোলজিটা পরিস্কার রাখতে হবে যে কতটুকু লস নিবেন প্রতিটি ট্রেড এ। যদি আপনি আপনার মনকে কন্ট্রোল না করতে পারেন তাহলে তো আর ট্রেড করে লাভ করতে পারবেন না। সুতরাং আগে নিজের মনকে প্রশ্ন করুন যে আপনি কি সফল ট্রেডার হতে চান নাকি লুজার হতে চান।

iloveyou
2018-03-10, 06:56 PM
ভাই প্রতিটি ট্রেডিং এ আপনার মানি ম্যানেজম্যান্ট যদি ঠিক থাকে তাহলে আপনার কোন সমস্যাই হবে না। তাই এর পরেও যদি কোন রকম লসের স্বীকার হতে হয় তাহলে সেটা হবে কোন নিউজের ইম্পেক্ট। সুতরাং আপনি আপনার সিস্টেম ধরে ট্রেড করতে থাকেন। এখানে লাভ কিংবা লস হওয়াটা এটা আপনাকে স্বাভাবিক ভাবে নিতে হবে। কেননা এই লসগুলো থেকে আপনি অনেক কিছু শিখতেও পারবেন, তাই মন খারাপ করার কোন প্রশ্নই আসেনা বা মার্কেটের আপ- ডাউনের কারনে তাড়াহুড়া করে কখনই ট্রেড ক্লোজ করা উচিৎ* হবে না।

Mamun13
2018-03-10, 07:35 PM
ফরেক্স মার্কেটে নগদ ডলারের লোভে পড়ে বেশি লাভের আশায় আমরা চাই সবসময় আমাদের প্রত্যেকটি ট্রেড যেন প্রফিটেবল হয়৷আমরা কখনোই চাইনা কোন ট্রেড লসে ক্লোজ করি৷কারণ লসের ট্রেড আমাদেরকে খুবই কষ্ট দেয়৷তাই আমরা কেউই লস দিয়ে ট্রেড ক্লোজ করতে পারিনা৷ আমাদের নিজেদের মানষিক দূর্বলতা,অস্থিরতা,অধৈর্য ইত্যাদি রিপুর কারণে আমরা প্রায়ই এধরনের সমস্যায় পড়ি৷এজন্য আমাদের একাউন্টের পুরো ব্যালেন্সই একসময় শুন্য হয়ে যায়৷অথচ আমরা যদি ঠিক সময় মতো অল্প লস দিয়ে running ট্রেডগুলো ক্লোজ করে দেই তাহলে হয়তো পুরো ব্যালেন্সটাই শূন্য হওয়া থেকে বেঁচে যেত৷ আমাদের ভিতর এক ধরনের একঘেয়েমি স্বভাব কাজ করে বলেই আমরা অল্প লসে ট্রেডগুলো ক্লোজ করতে চাই না৷অথচ পুরো ব্যালেন্সটাই চোখের সামনে শূন্য করে ফেলি৷ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে চাইলে এই ধরনের মন মানসিকতা পরিহার করে আমাদের নিজেদেরকে অনেক নমনীয় করে গড়ে তুলতে হবে৷

hasem79
2018-03-11, 11:51 PM
সহমত আপনার সাথে। কিন্তু এই প্রাকটিশ করতে গিয়ে এই পর্যন্ত অনেক একাউন্ট জিরো করেছি। এখন এই প্রাকটিশ করতেও ভয় লাগে। আগের মত আর সাহসও নাই যে ধুমধাম ট্রেড করে মার্কেট থেকে হয় প্রফিট না হল লস নিয়ে বের হয়ে যাব সেই সুযোগও সীমিত হয়ে গেছে।

riponinsta
2018-03-12, 11:16 AM
আমি ফরেক্স মার্কেট এ স্টপ লস আর টিপি দিয়ে ট্রেড করি তার কারন এ আমার ফরেক্স মার্কেট এ বড় কোন লস হয় না আর আমি রিস্ক রেওয়াড মেনে ট্রেড করি এর কারন এ আমি ১০ টা ট্রেড এর মধ্য যদি ৫টা ট্রেড এ লাভ করতে পারি তাহলে আমার লাভ থাকে তাই আমি বলবো স্টপ দিয়ে ট্রেড করতে আর রিস্ক রেওয়াড মেনে ট্রেড করলে ফরেক্স মার্কেট এ ভাল করবেন

souravkumarhazra6763
2018-03-12, 02:06 PM
লাভ এবং লস নিয়ে ফরেক্স বিজিনেস,তাই সব সময় লাভ এর আশা না করাই ভালো,আপনি যদি অল্প কিছু লস এ ট্রেড ক্লোজ না করেন হতেও পারে এর জরনে আপনি বিশাল লস এর সামনে পরতে পারেন,তাই আমি মনে করি যদি মার্কেট আমাদের বিপরীত এ থাকে বেশি তাহলে আমাদের ট্রেড ক্লোজ করাই ভালো হবে,কারন আমরা লাভ এর ট্রেড অনেক পাবো।

mdsakil
2018-03-12, 02:25 PM
ফরেক্রে লস হবে এটাকে সহজ ভাবে মেনে নিতে হবে। আপনার যা করা উচিৎ তা হলো, লসের ট্রেড অল্প লসে ক্লোজ করে দিতে হবে,এবং লাভের ট্রেড ধরে রেখে বেশি লাভ করতে হবে। সেজন্য প্রয়োজন সঠিক মানিম্যানেজমেন্ট পরিচালনা করা। আপনি মানিম্যানেজমেন্টের এক চুল এদিকওদিক করলে হয় আপনি জুয়াড়ে, না হয় মাকের্ট ত্যাগি হয়ে যাবেন। ইন্টারনেটে অনেক ভালো মানিম্যানেজমেন্ট পাওয়া যায় আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন বা নিজেও মানিম্যানেজমেন্ট তৈরি করে নিতে পারেন।

samun
2022-01-15, 10:29 AM
আসলে এ ধরনের টেন্ডেন্সি আমাদের ট্রেডারের মন-মানসিকতা কে নষ্ট করে দেয় এবং পরবর্তীতে যখন ব্যালেন্স না থাকে তখন কাজ করার প্রতি আর কোন আগ্রহ থাকে না এমন ভুল আমি অসংখ্য বার করেছি যখন আমার রসের পরিমাণ দীর্ঘ হয়ে যায় তখন আমি কাটতে একদমই ইচ্ছুক হয়না যেন মনে হয় একটু পরে আবার ফিরে আসবে কিন্তু এভাবে পরবর্তী সময়ে একটি পর্যায়ে দেখা যায় আমার ব্যালেন্স সম্পূর্ণ শূন্য হয়ে গেছে এটি আমাদের ট্রেডারের এক ধরনের মানসিক ব্যর্থতা এই ব্যর্থতা থেকে আমরা যদি নিজেদেরকে পরিত্রান করতে চাই তাহলে অবশ্যই আরো বেশি জ্ঞান ভালোভাবে এনালাইসিস করার অভিজ্ঞতা কি বৃদ্ধি করতে হবে না হলে আমরা কখনই ফরেক্স মার্কেটে সফল হতে পারব না

samun
2022-01-15, 10:30 AM
এমন ভুল আমি অসংখ্য বার করেছি যখন আমার রসের পরিমাণ দীর্ঘ হয়ে যায় তখন আমি কাটতে একদমই ইচ্ছুক হয়না যেন মনে হয় একটু পরে আবার ফিরে আসবে কিন্তু এভাবে পরবর্তী সময়ে একটি পর্যায়ে দেখা যায় আমার ব্যালেন্স সম্পূর্ণ শূন্য হয়ে গেছে এটি আমাদের ট্রেডারের এক ধরনের মানসিক ব্যর্থতা । আসলে এ ধরনের টেন্ডেন্সি আমাদের ট্রেডারের মন-মানসিকতা কে নষ্ট করে দেয় এবং পরবর্তীতে যখন ব্যালেন্স না থাকে তখন কাজ করার প্রতি আর কোন আগ্রহ থাকে না এই ব্যর্থতা থেকে আমরা যদি নিজেদেরকে পরিত্রান করতে চাই তাহলে অবশ্যই আরো বেশি জ্ঞান ভালোভাবে এনালাইসিস করার অভিজ্ঞতা কি বৃদ্ধি করতে হবে না হলে আমরা কখনই ফরেক্স মার্কেটে সফল হতে পারব না

md mehedi hasan
2022-01-15, 04:47 PM
ফরেক্স মার্কেটে একটি নিয়মে ট্রেড করলে আপনি টিকে থাকতে পারবেন।আপনি যখনি আপনার নিয়ম বা স্ট্র্যাটেজি এর বাহিরে গিয়ে ট্রেড করবেন তখনি লস করবেন।আর আমাদের মত ট্রেডার একটি বদ অভ্যাস আছে যে আমরা লস ট্রেড কে দীর্ঘায়িত করে একাউন্ট্ ফাকা করি।আর লাভ ট্রেড তারাতারি ক্লজ করি।আমি নিজেই এই সমস্যার মাঝে আছি।যখন দেখি একটা ট্রেড লসে আছে তখন এস এল আরো বাড়িয়ে দিই।যে টা করা ফরেক্স মার্কেটে ঠিক না।আর লাভ ট্রেড সামান্য ব্যাক করলে অল্প লাভে ক্লজ করি।

Mas26
2022-01-15, 10:53 PM
আমি ফরেক্স মার্কেট এ স্টপ লস আর টিপি দিয়ে ট্রেড করি তার কারন এ আমার ফরেক্স মার্কেট এ বড় কোন লস হয় না আর আমি রিস্ক রেওয়াড মেনে ট্রেড করি এর কারন এ আমি ১০ টা ট্রেড এর মধ্য যদি ৫টা ট্রেড এ লাভ করতে পারি তাহলে আমার লাভ থাকে তাই আমি বলবো স্টপ দিয়ে ট্রেড করতে আর রিস্ক রেওয়াড মেনে ট্রেড করলে ফরেক্স মার্কেট এ ভাল করবেন

FRK75
2022-05-02, 07:50 PM
অধিকাংশ যারা ট্রেডার আছি তাদের মোটামুটি অনেক এরই একই সমস্যা লস হলে সেই ট্রেড ধরে রাখা। এটা আসলে কোনভাবেই রাখা ঠিক নয় তাই তো মানিম্যানেজমেন্ট করা শিখতে হবে ভালভাবে। আর একটা কথা স্টপলস ব্যবহার করতে হবে। আপনার সাইকোলজিটা পরিস্কার রাখতে হবে যে কতটুকু লস নিবেন প্রতিটি ট্রেড এ। যদি আপনি আপনার মনকে কন্ট্রোল না করতে পারেন তাহলে তো আর ট্রেড করে লাভ করতে পারবেন না। সুতরাং আগে নিজের মনকে প্রশ্ন করুন যে আপনি কি সফল ট্রেডার হতে চান নাকি লুজার হতে চান।এমন ভুল আমি অসংখ্য বার করেছি যখন আমার রসের পরিমাণ দীর্ঘ হয়ে যায় তখন আমি কাটতে একদমই ইচ্ছুক হয়না যেন মনে হয় একটু পরে আবার ফিরে আসবে কিন্তু এভাবে পরবর্তী সময়ে একটি পর্যায়ে দেখা যায় আমার ব্যালেন্স সম্পূর্ণ শূন্য হয়ে গেছে এটি আমাদের ট্রেডারের এক ধরনের মানসিক ব্যর্থতা । আসলে এ ধরনের টেন্ডেন্সি আমাদের ট্রেডারের মন-মানসিকতা কে নষ্ট করে দেয় এবং পরবর্তীতে যখন ব্যালেন্স না থাকে তখন কাজ করার প্রতি আর কোন আগ্রহ থাকে না এই ব্যর্থতা থেকে আমরা যদি নিজেদেরকে পরিত্রান করতে চাই তাহলে অবশ্যই আরো বেশি জ্ঞান ভালোভাবে এনালাইসিস করার অভিজ্ঞতা কি বৃদ্ধি করতে হবে না হলে আমরা কখনই ফরেক্স মার্কেটে সফল হতে পারব না