PDA

View Full Version : নিউজ ট্রেডিং সিস্টেম



riponinsta
2018-03-11, 09:55 AM
আমি আপনার সাথে একটা ট্রেডিং সিস্টেম শেয়ার করবো আর সেটা যদি আপনি ঠিক থাক মত করতে পারেন তাহলে আপনি ভাল লাভ করতে পারবেন এটা মূলত একটা নিউজ ট্রেডিং সিস্টেম ।
যখন বড় বড় নিউজ থাকবে তখন আপনি এই ট্রেডিং সিস্টেম দিয়ে ভাল লাভ করতে পারবেন । যেই পেয়ার এর নিউজ আসবে সেই পেয়ার এ নিউজ আশার ৫ মিনিট আগে আপনি মার্কেট যে খান এ আছে তার ২০ পিপ্স উপর এ বাই স্টপ আর ২০ পিপ্স নিচে সেল স্টপ মারতে হবে নিউজ রিলিজ হবার পর ট্রেড যেটা চালু হবে সেটা রাখতে হবে আর যেটা চালু হবে না সেটা বন্ধ করে দিতে হবে । আপনি h4 এর সাপোর্ট লাইন দেখে টিপি দিতে পারেন আবার আপনি ২০ থেকে ৫০ পিপ্স মুভ করলে আপনি লাভ ট্রেড বন্ধ করে দিতে পারবেন এই ভাবে নিউজ ট্রেড করে লাভ করা যায় ।


এই নিউজ গুলতে এই ট্রেডিং সিস্টেম ভাল কাজ করে । তবে আগে ডেমো তে টেস্ট করে নিবেন


5493

hasem79
2018-03-21, 09:51 PM
ভাইজান এরকম সময়ে দুইটা ট্রেডই এক সাথে ট্রিগার হয়ে একেবারে লেজগুবরে অবস্থা হতে সময় লাগে না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তাই আমার সাজেশন - বড় নিউজ রিলিজ এর আগে কনফার্ম না হয়ে কোন অবস্থাতেই ট্রেড করা উচিত হবে না।

habibi
2018-04-17, 11:21 AM
আজকের দিনে যারা GBP তে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আজ বাংলাদেশের লোকাল টাইম দুপুর ২:৩০ ঘটিকায় যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস গড় আয় সূচক 3M/y পর্যন্তএর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে গড় আয় সূচক 3M/y 3.0% হবে। আগে মাসে এটি ছিল 2.8% । যদি Services PMI এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা GBP জন্য ভাল হবে। সেক্ষেত্রে GBP বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় GBP ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর GBP ভোলাটিলিটি বাড়তে পারে।

hasem79
2018-04-21, 04:43 PM
আজকের দিনে যারা GBP তে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আজ বাংলাদেশের লোকাল টাইম দুপুর ২:৩০ ঘটিকায় যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস গড় আয় সূচক 3M/y পর্যন্তএর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে গড় আয় সূচক 3M/y 3.0% হবে। আগে মাসে এটি ছিল 2.8% । যদি Services PMI এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা GBP জন্য ভাল হবে। সেক্ষেত্রে GBP বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় GBP ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর GBP ভোলাটিলিটি বাড়তে পারে।

দেখতে অনেক দেরী হয়ে গেল। আমি মনে করেছিলাম এই নিউজে আমি একটু ট্রেড করে দেখব। কিন্তু সময় মত দেখা হয় নি। যাই হোক আপনি এফোর্ট দিয়েছেন এজন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। ভাল থাকবেন

alamsat
2018-06-03, 10:54 PM
নিউজ সময় ট্রেড করতে পারলে নাকি অনেক লাভ করা যায় শুনেছি কিন্তু অনেকে এ সময় ট্রেড করতে মানা করে কারন যদি কোন ভুল বসত আপনি ভুল ট্রেড করে ফেলেন তাহলে অনেক লস হতে পারে কারন নিউজ প্রকাশের পর মার্কেট উপরে ওঠার কথা থাকলেও অনেক সময় নীচে নামতে শুরু করে তাই ভাল করে ডেমো তে চেষ্টা না করে রিয়েল ট্রেড করা ঠিক হবে না।

alamsat
2018-06-03, 11:08 PM
নিউজ সময় ট্রেড করতে পারলে নাকি অনেক লাভ করা যায় শুনেছি কিন্তু অনেকে এ সময় ট্রেড করতে মানা করে কারন যদি কোন ভুল বসত আপনি ভুল ট্রেড করে ফেলেন তাহলে অনেক লস হতে পারে কারন নিউজ প্রকাশের পর মার্কেট উপরে ওঠার কথা থাকলেও অনেক সময় নীচে নামতে শুরু করে তাই ভাল করে ডেমো তে চেষ্টা না করে রিয়েল ট্রেড করা ঠিক হবে না।

SumonIslam
2018-06-04, 04:35 PM
আপনি ছোট না বড় ট্রেডার সেটা বড় কথা না। নিউজ ট্রেডিয়ে মুল বিষয় হল আপনি কত তারাতারি নিউজটা পেয়েছেন এবং এটা সম্পর্কে কতটা বুঝেন বা আসলে এটার ফলাফলেন উপর ভিত্তি করে আপনি কি করতে চাচ্ছেন। যদিও আপনার এসব বিষয় মার্কেট জানতে চায় না। তাই আপনি কোন নিউজে শুধুমাত্র আবেগতাড়িত হয়ে ট্রেডিং করবেন না। কেননা মার্কেট শুধু নিউজের উপর প্রতিক্রিয়া দেখাবে না যা থেকে আপনি ট্রেড করার জন্য কোন পজিশন নেবার ইচ্ছা প্রকাশ করেছেন, মুলত এই মার্কেটে যোগান ও চাহিদার হিসাবে আরে একজন ব্যাক্ত্যি আপনার ইচ্ছার উল্টো ইচ্ছা প্রকাশ করবে এটাও মাথায় রাখতে হবে।

souravkumarhazra6763
2018-06-27, 10:01 AM
আসলে আমার কাসে নিউজ ট্রেডিং টা রিস্ক মনে হয় তাই আমি নিউজ ট্রেড হতে সব সময় বিরত থাকি,কারণ আমরা যা ভাবি নিউজ রেজাল্ট তার উল্টো হয় তাই লস হবার চ্যান্স বেশি থাকে তাই আমি নিউজ ট্রেড করিনা,আর নিউজ ট্রেড এর সিস্টেম ও জানা নেয়।

shohanjacksion
2019-01-28, 01:46 PM
আমি আপনার সাথে একটা ট্রেডিং সিস্টেম শেয়ার করবো আর সেটা যদি আপনি ঠিক থাক মত করতে পারেন তাহলে আপনি ভাল লাভ করতে পারবেন এটা মূলত একটা নিউজ ট্রেডিং সিস্টেম ।
যখন বড় বড় নিউজ থাকবে তখন আপনি এই ট্রেডিং সিস্টেম দিয়ে ভাল লাভ করতে পারবেন । যেই পেয়ার এর নিউজ আসবে সেই পেয়ার এ নিউজ আশার ৫ মিনিট আগে আপনি মার্কেট যে খান এ আছে তার ২০ পিপ্স উপর এ বাই স্টপ আর ২০ পিপ্স নিচে সেল স্টপ মারতে হবে নিউজ রিলিজ হবার পর ট্রেড যেটা চালু হবে সেটা রাখতে হবে আর যেটা চালু হবে না সেটা বন্ধ করে দিতে হবে । আপনি h4 এর সাপোর্ট লাইন দেখে টিপি দিতে পারেন আবার আপনি ২০ থেকে ৫০ পিপ্স মুভ করলে আপনি লাভ ট্রেড বন্ধ করে দিতে পারবেন এই ভাবে নিউজ ট্রেড করে লাভ করা যায় ।


এই নিউজ গুলতে এই ট্রেডিং সিস্টেম ভাল কাজ করে । তবে আগে ডেমো তে টেস্ট করে নিবেন


5493

ভাই আপনার সিস্টেমটি আমি ডেমোতে দেখেছি। আমি প্রায় মাসব্যাপী আমার ডেমো একাউন্টে প্রায় অনেকগুলো নিউজের উপর প্রয়োগ করে দেখেছি। কিন্তু মজার বিষয়হলো যে, পেনডিং অর্ডারগুলো বেশিরভাগ সময়ই ব্যবহৃত হচ্ছে কিন্তু বাই স্টপ অর্ডারটি ওপেন হওয়ার পরই মার্কেট সেল মোডে চলে যাচ্ছে এবং সেলস্টপ অর্ডারটি সেল অর্ডার নেওয়ার পর মার্কেট বাই এর দিকে যাচ্ছে। এমনকি বাই এবং সেল এ দুইটি অর্ডারই ওপেন হয়েছে এবং আমার এ দুইটি ট্রেডে প্রায় ৪০ পিপসের একটি ব্যাপক ফারাক হয়ে গেছে। তাই আমি প্রত্যেক ট্রেডারদের বলব যে, সবাই যেন প্রথমে ডেমো একাউন্টে চেক করে দেখেন। সর্বশেষে আমার সারমর্ম্ হলো, আমি এই পদ্ধতিতে দুইটি ট্রেড পেয়েছি যা অদ্যাবদী ১০০% কাজে আসছি। আপনারা একটু চেষ্টা করে বের করে নিবেন। এই পোষ্টটির জন্য আমার ভাইকে ধন্যবাদ।

FX7
2019-12-10, 02:57 PM
নিউজ সম্পকে এখনও সঠিক কিছু বুঝে ওঠতে পারি নি।আমার বতমান অবস্তা হল একজন আবেগ টেডার।ফান্ডামেন্ াল বা টেকনিক্যাল সম্পকে কোন ধারনাই হয় নি আমার।সবে নতুন ঠকতে বসেছি।শুধু কিছু টেলিগ্রাম গ্রুপের সিগনাল দেখে টেড করি।এনালাইসিস এর দায়িত্ব আমি ও সব টেলিগ্রাম গ্রুপের নিকট ছেড়ে দিয়েছি।তবে নিজেও কিছু শিখতেছি আপনাদের কাছ থেকে

Rokibul7
2020-02-23, 12:39 PM
বড় বড় নিউজ প্রকাশের পরে মার্কেটে খুব বেশি মুভমেন্ট দেখা যায়। তাই অনেকে বলে যে পরবর্তী সময়ে ট্রেড থেকে বিরত থাকা উচিত। কেন বলে জানেন আসলে যারা না বুঝে ট্রেড করে তারা যদি বিপরীতে ট্রেড করে তাহলে তাদের অনেক লসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নিউজ ট্রেডার যদি হতে হয় তাহলে অবশ্যই নিউজ বুঝিয়ে দিতে হবে নইলে কিন্তু আপনার যদি বিপরীতে চলে যায় তাহলে আপনারা নয় সবই তো মাস্ট তাই নিউজ না বুঝে কখনো ট্রেড করবেন না। ধন্যবাদ

FREEDOM
2020-04-18, 08:59 PM
আমি আপনার সাথে একটা ট্রেডিং সিস্টেম শেয়ার করবো আর সেটা যদি আপনি ঠিক থাক মত করতে পারেন তাহলে আপনি ভাল লাভ করতে পারবেন এটা মূলত একটা নিউজ ট্রেডিং সিস্টেম ।
যখন বড় বড় নিউজ থাকবে তখন আপনি এই ট্রেডিং সিস্টেম দিয়ে ভাল লাভ করতে পারবেন । যেই পেয়ার এর নিউজ আসবে সেই পেয়ার এ নিউজ আশার ৫ মিনিট আগে আপনি মার্কেট যে খান এ আছে তার ২০ পিপ্স উপর এ বাই স্টপ আর ২০ পিপ্স নিচে সেল স্টপ মারতে হবে নিউজ রিলিজ হবার পর ট্রেড যেটা চালু হবে সেটা রাখতে হবে আর যেটা চালু হবে না সেটা বন্ধ করে দিতে হবে । আপনি h4 এর সাপোর্ট লাইন দেখে টিপি দিতে পারেন আবার আপনি ২০ থেকে ৫০ পিপ্স মুভ করলে আপনি লাভ ট্রেড বন্ধ করে দিতে পারবেন এই ভাবে নিউজ ট্রেড করে লাভ করা যায় ।


এই নিউজ গুলতে এই ট্রেডিং সিস্টেম ভাল কাজ করে । তবে আগে ডেমো তে টেস্ট করে নিবেন


5493

আসলে এই সিস্টেমে আমি অনেকবারই ট্রেড করেছি এতে করে লাভের সম্ভাবনা যেমন থাকে তেমনি যথেষ্ট রিস্কও থাকে। খুব বেশি দক্ষ না হলে আসলে এ ধরনের স্ট্রাটেজিও কোন কাজে আসবে না। আমিও আপনার মত ১৫/২০ পিপস গ্যাপেই বাই স্টপ ও সেল স্টপ সেট করতাম। মাঝে মাঝে যেমন লাভ হতো তেমনি অনেক সময় রিস্কেও পড়ে যেতাম। কারন নিউজের ইমপ্যাক্ট অনেক সময় এতো বেশি হয় যে ৫০/৬০ পিপস গ্যাপ দিয়েই ট্রেড ওপেন হয় সেক্ষেত্রে যথেষ্ট রিস্কে পড়ে যেতে হয়। তবে ভালো দক্ষ হলে এসকল পবলেম হয়তো সলভ করা যায়।

nubiswas3
2020-04-27, 08:38 PM
আমি আপনার সাথে একটা ট্রেডিং সিস্টেম শেয়ার করবো আর সেটা যদি আপনি ঠিক থাক মত করতে পারেন তাহলে আপনি ভাল লাভ করতে পারবেন এটা মূলত একটা নিউজ ট্রেডিং সিস্টেম ।
যখন বড় বড় নিউজ থাকবে তখন আপনি এই ট্রেডিং সিস্টেম দিয়ে ভাল লাভ করতে পারবেন । যেই পেয়ার এর নিউজ আসবে সেই পেয়ার এ নিউজ আশার ৫ মিনিট আগে আপনি মার্কেট যে খান এ আছে তার ২০ পিপ্স উপর এ বাই স্টপ আর ২০ পিপ্স নিচে সেল স্টপ মারতে হবে নিউজ রিলিজ হবার পর ট্রেড যেটা চালু হবে সেটা রাখতে হবে আর যেটা চালু হবে না সেটা বন্ধ করে দিতে হবে । আপনি h4 এর সাপোর্ট লাইন দেখে টিপি দিতে পারেন আবার আপনি ২০ থেকে ৫০ পিপ্স মুভ করলে আপনি লাভ ট্রেড বন্ধ করে দিতে পারবেন এই ভাবে নিউজ ট্রেড করে লাভ করা যায় ।


এই নিউজ গুলতে এই ট্রেডিং সিস্টেম ভাল কাজ করে । তবে আগে ডেমো তে টেস্ট করে নিবেন


5493

ভাই আমি ফরেক্স মার্কেটে নতুন এসেছি। কিভাবে নিউজ ট্রেডিং করতে হয় বা কখন নিউজ আসছে এটা আমি এখনো বুঝতে পারিনা। যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব উপকার হত।