PDA

View Full Version : ফরেক্স ট্রেড বেসিক থেকে শুরু করুন



majeed
2018-03-11, 01:15 PM
একজন ট্রেডার হতে হলে প্রথমে ফরেক্স মারকেট বেসিক টার্মগুলো জানতে হয়। প্রতি দিন আস্তে আস্তে বিষয় গুলো শিখতে হয়, কোন রকম তাড়াহুড়ো করা ঠিকনা। একদিনে একসাথে সব গুলো বিষয় শিখে বিশাল জ্ঞানী হওয়ার চিন্তা করা যাবেনা। সময় নিয়ে ডেমো প্রাকটিস চালিয়ে লাগতার ৬ মাস লাভে থাকলে মনে করতে পারেন কিছু্ ট্রেড শিখেছেন, এর পরেও খুব বেশি এক্সসাইটেড হবেন না।

শিমুলআক্তার
2018-03-11, 02:27 PM
হ্যা আপনি একদমই ঠিক বলেছেন আপনি যদি ফরেক্স মার্কেটে একজন ভাল ট্রেডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তবে আপনাকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেক ভালমত জ্ঞান অর্জন করতে হবে আর এটা করার জন্য আপনি সর্ব প্রথম ফরেক্স এর বেসিক জিনিস গুলো জানুন তার পরে ধিরে ধিরে দক্ষতা অর্জন করুন কারন না জেনে ফরেক্স করলে শুধু লস আর লস ই হবে, ধন্যবাদ।

souravkumarhazra6763
2018-03-11, 02:57 PM
আমি আপনার সাথে এক মত,ফরেক্স বিজিনেস করতে হলে আমাদের সব থেকে বেশি দরকার বেসিক ধারণা গুলি শিখা,বেসিক ধারনা ছাড়া এই বিজিনেস এ সফলতা সম্ভব না,তাই আমাদের ফরেক্স করার আগে ৬ মাস ফরেক্স এর বেসিক নিয়ে পরতে হবে তাহলে আমরা লস ছাড়া ভাল ভাবে এই বিজিনেস এ টিকতে পারবো। তাই বেসিক জ্ঞান এই বিজিনেস এর গুরু।

Mamun13
2018-03-11, 08:21 PM
আপনারা যদি কেউ ফরেক্স মার্কেটে পেশাদার ট্রেডাররূপে প্রতিষ্ঠিত হতে চান তাহলে অবশ্যই ফরেক্স ট্রেডের সকল খুঁটিনাটি বিষয় সহ ট্রেডিং কৌশল গুলো খুব ধীরে ধীরে একটু একটু করে বিভিন্ন সোর্স থেকে খুঁজে খুঁজে বের করে শিখতে শুরু করুন৷ফরেক্স ট্রেডে অনেক অনেক বেসিক বিষয় রয়েছে যেগুলো আমরা অনেকেই শুরুতে তেমন একটা গুরুত্ব দেইনা৷ আর এজন্যই পরবর্তীতে আমাদেরকে অনেক লস গুনতে হয়৷তাই ফরেক্স বেসিক বিষয়গুলো প্রথমে ভালোভাবে জানুন,শিখুন এবং দীর্ঘদিন যাবৎ সেগুলো প্রয়োগ করুন৷যখন সেগুলো মোটামুটি আয়ত্ত হয়ে যাবে তারপর advance trading টেকনিকগুলো ধীরে ধীরে শিখবেন৷এজন্য ধৈর্য্য ধরে আমাদের এই ফোরাম,ইন্সটাফরেক্সের লাইভ ভিডিও টিউটোরিয়াল,এনালাইটিক্যাল টিউটোরিয়াল,ফরেক্স ট্রেইনার নামের সফটওয়্যার... ইত্যাদি দীর্ঘদিন ব্যাপী নিয়মিত স্টাডি করতে পারেন৷আরো ব্যাপক জানা ও শেখার জন্য ইউটিউব চ্যানেল থেকে ফরেক্স ট্রেড সংশ্লিষ্ট সকল ভিডিও টিউটোরিয়াল স্টাডি করতে পারেন৷

hasem79
2018-03-11, 08:35 PM
শুরু তো করতেই চাই কিন্তু বেসিকটাই যে কোথায় তাই আজও খুজে পাইনি। খুজার চেষ্টা করেছি অনেক দিন ধরে কিন্তু আগা মাথা আজও কিছু বের করতে পারি নি। চেষ্টায় আছে কোন কিছু বের করতে পারি কি না। তবে না পারার সম্ভাবনা খুবই প্রকট। পারলে সবাইকে জানাব যে আমি কি আবিষ্কার করেছি।

samun
2022-01-16, 03:54 PM
ফরেক্স মার্কেটে ট্রেড বিষয়ক জ্ঞান অর্জন করা কয়েকদিনের কাজ নয় বহুদিনের দীর্ঘতম সময়ের প্রয়োজনে' আপলোড করে কেউ এসব ফরেক্স মার্কেটে কাজ কোনভাবেই শুরু করতে পারবে না তার কারণ তার মধ্যে ফরেক্সের বেশি কোন নলেজ নেই যে সে কাজ করবে পরে তো মার্কেটে একজন দক্ষ ট্রেডার হতে ন্যূনতম 6 মাস এর মত সময় লাগে তার কারণ আনুষঙ্গিক বিষয়াদি জানায় এবং দীর্ঘদিন ধরে ডেমো ট্রেডিং করে একজন ট্রেডার কে ফরেক্স ট্রেডার হতে হয় তাছাড়া এরমধ্যে রিয়েল ট্রেডিং এ ঢুকলে ও সেজে লাভ করবে এমন কোন কথা নেই তাতেও দীর্ঘ সময়ের প্রয়োজন তাই ফরেক্স মার্কেটে লাভ নয় বরং টিকে থাকাটাই সর্বোত্তম পন্থা

EmonFX
2022-01-16, 04:47 PM
একজন ট্রেডার হতে হলে প্রথমে ফরেক্স মারকেট বেসিক টার্মগুলো জানতে হয়। প্রতি দিন আস্তে আস্তে বিষয় গুলো শিখতে হয়, কোন রকম তাড়াহুড়ো করা ঠিকনা। একদিনে একসাথে সব গুলো বিষয় শিখে বিশাল জ্ঞানী হওয়ার চিন্তা করা যাবেনা। সময় নিয়ে ডেমো প্রাকটিস চালিয়ে লাগতার ৬ মাস লাভে থাকলে মনে করতে পারেন কিছু্ ট্রেড শিখেছেন, এর পরেও খুব বেশি এক্সসাইটেড হবেন না।

জীবনের যেকোনো পেশাতেই মূল বিষয়গুলো সম্পর্কে ধারণা না থাকলে কখনোই সেখানে ভালো করা সম্ভব নয়। সে ক্ষেত্রে ফরেক্স ট্রেডিংয়ের বিষয়টি তো আরো একধাপ এগিয়ে। ফরেন এক্সচেঞ্জ মার্কেট বিশ্বজুড়ে অনেক পরিমানে নতুন ট্রেডারদের আকর্ষিত করে আর দারুন সুযোগসুবিধা প্রদান করে এবং আসলেই অর্জনযোগ্য সুবিধা।
প্রথমত, কারেন্সি মার্কেট সম্পর্কে প্রাথমিক ধারনা থাকা এবং মাইক্রোইকনোমিক ভেরিয়েবল যা মার্কেটে ওঠানামা করায় সেসম্পর্কে ধারনা থাকাটা প্রয়োজন। মানুষ সফল ট্রেডার হয় এই জেনে যে কীভাবে দীর্ঘ সময় ধরে সফল থাকতে। ফরেক্স ট্রেডে অভিজ্ঞতা হয় চর্চা, জ্ঞান এবং মানুষের কারেন্সি মার্কেট সম্পর্কে জ্ঞানের ওপর। নিশ্চয়ই সবার সর্বশেষ লক্ষ্য হচ্ছে লাভজনক হওয়া। কিন্তু সেখান পর্যন্ত পৌছাতে, সবার আগে নতুনদের শিখতে হবে।

ফরেক্স সম্পর্কে প্রাথমিক ধারনা পাওয়ার পরে বাস্তবসম্মত ট্রেডের লক্ষ্য নির্ধারণ করাটা বাধ্যতামূলক। একবার নির্ধারণ করে নিলে যে আপনি ট্রেডিং থেকে কি চান, আপনি পদ্ধতি অনুসারে নিজের ট্রেডিং ক্যারিয়ারের জন্য একটি সময়সীমা এবং কাজের পরিকল্পনা নির্ধারণ করে নিতে পারেন। লক্ষ্য যদি পরিষ্কার থাকে তাহলে প্রচেষ্টা কম করাটা সহজ হয়ে যাবে সেই ক্ষেত্রে যেখানে রিস্ক / রিটার্ন অ্যানালিসিস লাভজনক ফলাফলকে নিশ্চয়তা প্রদান করে না।

md mehedi hasan
2022-01-21, 08:08 AM
অবশ্যই ফরেক্স শিখতে হলে আপনাকে বেসিক লেভেল থেকে শিখতে হবে।এক ইঞ্চি ফাকা রেখে যেমন দোতলার ভিত্তি দেওয়া যায় না তেমনি ফরেক্স মার্কেটে আপনি যদি বিগেনার লেভেলে কিছু না শেখেন তাহলে ফরেক্স মার্কেটে উন্নতি করতে পারবেন না।ফরেক্স মার্কেটে বেসিক জিনিশ গুলো আমাদের ভালো ভাবে আয়ত্ত করতে হবে।এরপর এডভান্স লেভেল শিখতে হবে।