Log in

View Full Version : এক্সপার্ট হওয়ার সুপ্ত বাসনা



majeed
2018-03-11, 02:20 PM
দিনে দিনে আপনার স্বাভাবিক শিখার ফলাফলই হচ্ছে এক্সপার্ট এর আরেক রুপ। কারন অভিজ্ঞতার আলোকেই এক্সপার্ট হওয়া যায় তাই নিজ অভিজ্ঞতা গুনে আপনার স্বপ্ন সফল করুন। এক্সপার্ট এর অভিজ্ঞতা তার সম্পূর্ণ নিজের আপনি যতক্ষণ পর্যন্ত নিজে ঐ পথ পাড়ি দিবেন না ততক্ষণ পর্যন্ত তা কেবল আপনার স্বপ্নই থেকে যাবে।

hasem79
2018-03-11, 08:39 PM
অনেক দিন অনেক কাঠ খড় পুড়িয়ে এখন নিজের সুপ্ত বাসনাকে সুপ্তই রেখে দিতে মনস্থ করেছি। কারণ এক্সপার্ট হতে গেলে যে বিশেষ দুই তিনটা গুন লাগে তার কোনটাই আমার মধ্যে নেই বলেই আমার ধারণা। আমি এখন এক্সপার্ট হতে চাই না - শুধু চাই এভারেজ হতে। তাও যদি পারতাম তবে নিজের মনরে বোঝাতে পারতাম। এটাই বা কম কি ছিল আমার জন্য

Mamun13
2018-03-11, 08:48 PM
ফরেক্স মার্কেটে expert ট্রেডার হওয়ার জন্য আমরা সবাই আশা আকাঙ্ক্ষা করে থাকি৷ কারণ এখানে expert বা দক্ষ ও অভিজ্ঞ বা প্রতিষ্ঠিত পেশাদার ট্রেডার হতে পারলে ঘরে বসেই নিয়মিত প্রচুর প্রফিট করতে পারব৷তাই আমরা স্বপ্ন দেখি৷এখানে শুধুমাত্র ট্রেডিং কৌশলগুলো দীর্ঘদিন যাবৎ শিখতে হয়,জানতে হয় এবং প্রয়োগ করে করে অভিজ্ঞতা অর্জন করতে হয়৷এজন্য আমাদের প্রয়োজন একটা লম্বা সময়,দৃঢ়-প্রতিজ্ঞা,একাগ্রতা,নিজের ধৈর্য ও লোভকে নিয়ন্ত্রণ করা,কষ্ট করে শেখার মন-মানসিকতা...ইত্যাদি৷যেকোনো পেশাতেই expert বা দক্ষ হওয়ার জন্য সকলেরই সুপ্ত বাসনা থাকে এবং বাসনা থাকা অবশ্যই ভালো৷ মনের যেকোনো বাসনাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য নিজেকে অনেক ত্যাগ করতে হয়,কষ্ট করতে হয়,অনেক খড়কুঁটো পুড়িয়ে তবেই বাসনার সফলতা আসে৷

maziz6989
2018-03-11, 11:39 PM
এক্সপার্ট! এক সময় পার্ট নেবার জন্য হলেও খুব স্বপ্ন দেখতাম। কিন্তু এখন সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। আর আগের মত স্বপ্ন দেখতেও সাহসে কুলায় না। এখন মনে হয় এত এত ভড়ং ধরার কোন মানেই হয় না। এক্সপার্ট হতে হলে বিশেষ কিছু যোগ্যতা থাকতে হয়। সবার আগে দরকার ধৈর্য আর অধ্যবসায়।আমার দুটার কোনটাই নাই।

expkhaled
2018-03-12, 01:49 PM
এক্সপার্ট তখনই হওয়া যায় যখন ওই বিশেষ কাজ করা ছাড়া অন্য কোন কিছু করতে ভাল লাগে না। তখন আপনি না চাইলেও এক্সপার্ট আপনা আপনি হয়ে যাবেন। অর্থাত যেকোন বিষয়ের উপর যদি আপনার আগ্রহ থাকে প্রচুর পরিমানে তাহলে আপনি এক্সপার্ট হতে বাধ্য। কারণ সারাক্ষন আপনি ওই বিষয় নিয়েই চিন্তা করতে থাকবেন। আর যেকোন বিষয়ই যত বেশী চিন্তা করবেন ততবেশী পরিমানে পরিস্কার হতে থাকবে। আপনি আজকে যে বিষয়ে বুঝতে পারছেন না ধৈর্য্য ধারন করুন আর ওই বিষয় নিয়ে জানার এবং বোঝার চেষ্টা করুন প্রাকৃতিকভাবেই আপনি সেটা বুঝতে সক্ষম হবেন।

riponinsta
2018-03-13, 11:19 AM
আমার মতে যে ফরেক্স মার্কেট এ শিখে কাজে লাগাতে পারবে সে ফরেক্স মার্কেট এ সফল হতে পারবে ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করে তার কারন এ আবার নতুন করে শুরু করতে এই কারন এ অনেকে সফলতা থেকে দূরে চলে যায় তাই আপনি যদি সফল হতে চান তাহলে তাহলে যা শিখলেন তা কাজে লাগাতে হবে

Nishpap Papi
2018-03-13, 12:37 PM
কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হলে সেই বিষয়ে অনেক স্টাডি করতে হয় এবং বার বার অনুশীলন করতে হয়. তবেই আসে দক্ষতা. তেমনি ফরেক্স মার্কেটে একজন দক্ষ হতে চাইলে তার প্রয়োজন দীর্ঘ সময় দৈর্য্য ধরে ট্রেড করা.

samun
2022-01-15, 11:10 AM
প্রতিটা পদক্ষেপে মানুষ নিজের দক্ষতা টাকে ফুটিয়ে তুলতে খুব বেশি অ্যাগ্রেসিভ কিন্তু এই নিজের অভিজ্ঞতা টাকে বৃদ্ধি করার জন্য অবশ্যই নিজের কাজকে খুব সুন্দর ভাবে যত্ন সহকারে পরিশ্রম ও মনোযোগ দিয়ে করা উচিত ফরেক্স মার্কেট আসলে 1, 2 দিনের ব্যাপার নয় বরং দীর্ঘদিনের সাধনার একটি ফল মার্কেটে যার যত বেশি দক্ষতা অভিজ্ঞতা তার তত বেশি মুনাফা তাই আমি মনে করি যদি নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে বৃদ্ধি করতে হয় তাহলে প্রচুর পরিমাণে চর্চা করতে হবে না হলে ফরেক্স মার্কেটে টিকে থাকা শুধু কঠিন নয় বরং অসম্ভব

md mehedi hasan
2022-01-15, 04:29 PM
ফরেক্স মার্কেটে এক্সপার্ট হওয়ার সুপ্ত বাসোনা সবার মাঝে থাকে।কিন্তু সকলে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারেনা।ফরেক্স মার্কেটে নিজেকে প্রফেশনাল মানের ট্রেডার হিসাবে গড়ে তুলতে চাইলে অনেক সময় ও প্রচুর ধৈর্য্য থাকতে হবে।এক মাস বা এক বছরে ফরেক্স মার্কেটে সব কিছু জানা সম্ভব না।ফরেক্স মার্কেটে একটি প্রফিটেবল স্ট্র্যাটেজি তৈরি করে সেট হতে অনেক বছর লাগে।সেখানে আমরা কয়েক মাস কাজ করে একটা দুটো ট্রেড লাভ করে নিজেকে দক্ষ ট্রেডার এর কাতারে দার করাই।