PDA

View Full Version : নিউজ ট্রেডিং এর জন্য উত্তম পেয়ার



habibi
2018-03-11, 05:08 PM
নিচের এই পেয়ারগুলো নিউজ ট্রেডের জন্য ভাল কারণ এদের প্রতিদিন অনেক নিউজ থাকে এবং মার্কেট প্রতিক্রিয়াও ভাল।
EURUSD
USDJPY
EURJPY
GBPUSD
AUDUSD
USDCAD
USDCHF

যদি আপনার প্রতি পেয়ারে ৪ টি করে বিগ নিউজ থেকে প্রতি মাসে ট্রেড নেওয়ার জন্য 4 x 7 = 28 টি সম্ভাবনা রয়েছে।
নিউজ ট্রেডিং অনেক সহজ এবং সেট করতে শুধুমাত্র ৫ মিনিট সময় লাগবে। এখানে আপনাকে কি করতে হবে:

১। এই দিনের বিগ নিউজগুলো চেক করুন
২। বাজার পরিস্থিতি চেক করুন
৩। নিউজ পাবলিশ হওয়ার ৮-১০ মিনিট আগে বাই স্টপ এবং সেল স্টপ সহ ২টি পেন্ডিং অর্ডার সেট করুন
৪। ট্রেক প্রফিট সেট করুন।

নিউজ ট্রেডিংএর সময় ইনডিকেটর ব্যবহার করার দরকার নেই,

souravkumarhazra6763
2018-03-11, 05:21 PM
আসলে নিউজ ট্রেড অনেক জনপ্রিয় অনেক এর কাছে,আমি অনেক ট্রেডার কে দেখছি যে তারা সুধু নিউজ ট্রেড করে থাকেন,আর নিউজ ট্রেড এ অনেক দক্ষ,আমি নিজে কখনো নিউজ ট্রেড করিনা,আমার নিউজ ট্রেড এর উপর তেমন ভাল দক্ষ নেই,আমি শিখার চেষ্টা করছি, আমি জানি নিউজ ট্রেড খুব লাভ জনক।

hasem79
2018-03-11, 07:41 PM
নিচের এই পেয়ারগুলো নিউজ ট্রেডের জন্য ভাল কারণ এদের প্রতিদিন অনেক নিউজ থাকে এবং মার্কেট প্রতিক্রিয়াও ভাল।
EURUSD
USDJPY
EURJPY
GBPUSD
AUDUSD
USDCAD
USDCHF

যদি আপনার প্রতি পেয়ারে ৪ টি করে বিগ নিউজ থেকে প্রতি মাসে ট্রেড নেওয়ার জন্য 4 x 7 = 28 টি সম্ভাবনা রয়েছে।
নিউজ ট্রেডিং অনেক সহজ এবং সেট করতে শুধুমাত্র ৫ মিনিট সময় লাগবে। এখানে আপনাকে কি করতে হবে:

১। এই দিনের বিগ নিউজগুলো চেক করুন
২। বাজার পরিস্থিতি চেক করুন
৩। নিউজ পাবলিশ হওয়ার ৮-১০ মিনিট আগে বাই স্টপ এবং সেল স্টপ সহ ২টি পেন্ডিং অর্ডার সেট করুন
৪। ট্রেক প্রফিট সেট করুন।

নিউজ ট্রেডিংএর সময় ইনডিকেটর ব্যবহার করার দরকার নেই,


ওয়াও, মনে হয় আমার হলি গ্রেইল পেয়ে গেছি। এত এত সোজা প্রফিট করা। আগে কোথায় ছিলেন ভাই? আপনার এই থিউরী আগে পাইলে আামার এত এত লস মাথা পেতে নিতে হত না। আজকে আমিও বড় বড় পোস্ট দিতাম সবাইকে দেখিয়ে যে আমিও পারি। আামার মনে হচ্ছে আমার লস গুলোর পেছনেও আপনার হাত আছে। কেন আরও আগে এই পোস্ট দেখি নি?
বাই দ্যা ওয়ে কত পয়েন্ট থেকে কত পয়েন্ট এর মধ্যে পেন্ডিং ওর্ডার সেট করতে হবে? যদি এক সাথে দুটাই ট্রিগার হয়ে যায় তবে করণীয় কি ? মাসে ২৮ টা ট্রেড, একটু কম হয়ে গেল না? টেকপ্রফিট কত তে সেট করতে হবে?
আরও অনেক পয়েন্ট মনের মধ্যে খোচাচ্ছে কিন্তু লিখতে পারছি না।

Mamun13
2018-03-11, 08:11 PM
আমি আমার গত চার বছরের নিয়মিত বাস্তব ট্রেডিং অভিজ্ঞতা থেকে দেখেছি যে বিশেষ করে নিউইয়র্ক সেশনে u.s ডলারের নিউজ ইম্প্যাক্ট এর কারনে মেজর কারেন্সি পেয়ার গুলোতে প্রচুর লেনদেন হয়ে থাকে৷এই নিউজ ইম্প্যাক্ট এবং টেকনিক্যাল এনালাইসিসের সমন্বয় ঘটিয়ে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারগণ উল্লেখিত মেজর পেয়ার গুলোতে পর্যাপ্ত প্রফিট করে থাকেন৷এখানে মুখ্য বিষয় হচ্ছে “নিউজ ইম্প্যাক্ট এবং ট্রেডিং চার্টের টেকনিক্যাল এনালাইসিস”৷নিউজ আওয়ারে ট্রেড করতে হলে পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা থাকা অপরিহার্য৷নিউজ আওয়ারে মূলত নতুন শিক্ষানবিস ট্রেডারদের ট্রেড না করা উচিত৷নতুন ট্রেডার তাদের অদক্ষতা ও অনভিজ্ঞতার কারণে নিউজ আওয়ারে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারে না ফলে ট্রেডে ভূল এন্ট্রি করে৷দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলে নিউজ আওয়ারে আপনার অ্যাকাউন্টের ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যালেন্সগলো খুব দ্রুত কয়েক মিনিটের মধ্যেই শূন্য হয়ে যেতে পারে তা সে যত ভালো পেয়ারই হোক না কেন৷

samun
2022-01-15, 09:48 AM
নিউজ ট্রেডিং এর জন্য তুম পেয়ার হল জিবিপি ইউএসডি, ইউরো ইউএসডি, ইউরও জেপিওয়াই, ইউএসডি ক্যাড এগুলো প্রতিনিয়ত নিউজের মাধ্যমে মার্কেটের মুভমেন্ট পরিলক্ষিত হয় এবং এই কয়টি কারেন্সিতে তুলনামূলক অন্যসকল কারেন্সি থেকে ঝুঁকি কম থাকে এছাড়াও এটি মার্কেট নিউজ ছাড়াও কিছু কিছু সময় এর মুভমেন্ট পরিলক্ষিত হয় এসকল কারেন্সিতে নতুন ট্রেডার যদি ট্রিট করে তাহলে অনেকাংশেই ঝুঁকি কম থাকে বিধায় তারা খুব সুন্দর ভাবে এসকল কারেন্সিতে ট্রেড করে টিকে থাকতে পারে