PDA

View Full Version : ট্রেডার ক্যালকুলেটর



Tofazzal Mia
2018-03-12, 01:35 PM
বেশিরভাগ ট্রেডার কোন ট্রেডে অতি সহজেই প্রতি পিপ এর মুল্য বা ভ্যালু এবং মার্জিন পিপ ভ্যালু বের করার জন্য ট্রেডার ক্যালকুলেটর ব্যবহার করে সঠিক সময়ে প্রত্যেকটি ট্রেডের ঝুঁকি মূল্যায়ন, মুনাফা এবং ক্ষতি পর্যবেক্ষন করে থাকে। সিদ্ধান্ত নিতে এবং তাদের ট্রেড থেকে বেশি মুনাফা অর্জন করতে সাহায্য করবে। সুতরা ট্রেডার ক্যালকুলেটর একটি খুবই উপযোগী টুল যা আপনাকে প্রয়োজনীয় মার্জিন, পিপ প্রাইস এবং আরো অনেক প্যারামিটার হিসাব ক রতে সাহায্য করবে।
ট্রেডার ক্যালকুলেটর ব্যবহার করেতে ভিজিট করুন https://www.instaforex.com/bd/forex_calculator

Montu Zaman
2018-04-16, 04:46 PM
ক্যালকুলেটরও ব্যবহার করতে না চাইলে নিজেরাই হিসাব বের করবে পারেন, প্রতি পিপ অনুসারে হিসাব বের করার জন্য তার জন্য প্রথমে আপনাকে লট সম্পর্কে ধারনা থাকতে হবে এবং কিছু নিয়ম জানতে হবে। তথ্যগুলো নিচে দেওয়া হল
০.০১ ইন্সটাফরেক্স লট লেনদেন = ০.০১ মার্কিন ডলার পিপ মূল্য
০.১ ইন্সটাফরেক্স লট লেনদেন = ০.১ মার্কিন ডলার পিপ মূল্য
১ ইন্সটাফরেক্স লট লেনদেন = ১ মার্কিন ডলার পিপ মূল্য
১০ ইন্সটাফরেক্স লট লেনদেন = ১০ মার্কিন ডলার পিপ মূল্য
১০০ ইন্সটাফরেক্স লট লেনদেন = ১০০ মার্কিন ডলার পিপ মূল্য
১০০০ ইন্সটাফরেক্স লট লেনদেন = ১০০০ মার্কিন ডলার পিপ মূল্য

প্রতি পিপের মূল্য হিসাব করার নিয়ম: অন্য কারেন্সীগুলোতে দিয়ে ডলার লেনদেনে 1. XXX/USD এর ক্ষেত্রে p.v. = 1 * (ট্রেড ভলিউম)
ডলার দিয়ে অন্য কারেন্সীগুলোতে লেনদেনে ক্রশ কারেন্সীগুলোতে 2. USD/XXX p.v. = 1/ (USD/XXX) গুন (ট্রেড ভলিউম)
জাপানীজ ইয়েনে ক্ষেত্রে USD/JPY p.v. এর জন্য = 100 / (USD/JPY) গুন (ট্রেড ভলিউম)
রুবল এর ক্ষেত্রে USD/RUB and EUR/RUB p.v. এর জন্য= 10 /ভাগ (USD/RUB) গুন (ট্রেড ভলিউম)
ডলার বাদে অন্যান্য কারেন্সীগুলোর লেনদেনে 3. AAA/BBB এর ক্ষেত্রে p.v. = (AAA/USD) ভাগ (AAA/BBB) গুন (ট্রেড ভলিউম)

কারেন্সী পেয়ার এবং সিএফডি এর মূল্য গণনার পদ্ধতি হল: p.v. = ভলিউম গুন কনট্রাক্ট সাইজ গুন মিনিমাম প্রাইস চেঞ্জ

FXBD
2018-04-24, 05:42 PM
ব্রোকারের লট অনুসারে পিপস এর হিসাব করতে হয়, যেমন স্ট্যান্ডার্ড লট অনুসারে ১ লট = $১০/পিপস। কিন্তু মিনি লট অনুসারে ১ লট = $১/পিপস। আর মাইক্রো লট অনুসারে ১০ লট = $১/পিপস।
তারমানে, আপনার ব্রোকারে যদি স্ট্যান্ডার্ড লট থাকে তাহলে ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হবে $১০x১০=$১০০. অনুরুপ লস হলেও $১০০ হবে।
কিন্তু, আপনার ব্রোকারে যদি মিনি লট অনুসারে হয় তাহলে ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $১x১০=$১০. অনুরুপ লস হলেও $১০ হবে।
আর ঠিক তেমনি আপনি মাইক্রো লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $০.১x১০=$১. অনুরুপ লস হলেও $১ হবে।
অধিকাংশ ব্রোকার আপনাকে সর্বনিম্ন ০.০১ লটে ট্রেড করতে দিবে। অর্থাৎ, স্ট্যান্ডার্ড লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ১০ সেন্ট। কিন্তু মিনি লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ১ সেন্ট। আর মাইক্রো লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ০.১ সেন্ট। সুতরাং আপনার ক্যাপিটাল যদি কম হয়ে থাকে, তাহলে আপনি মিনি লট বা মাইক্রো লট ব্রোকারে কম রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন।

Rokibul7
2020-05-15, 02:15 PM
ধন্যবাদ ভাই আপনাদের মূল্যবান পোষ্ট শেয়ার করার জন্য।ফরেক্স মাকেটে যারা টেড করেন তাদের সবারই এই ক্যালকুলেশন জান দরকার।লট সাইজ জানা অবশ্যক,নইলে মানিম্যানেজমেন্ট ঠিক রাখতে ঝামেলা বা গড়মিলের ভেতর পড়তে হবে।তাই এই ক্যালকুলেট শিখতে হবে।যাতে প্রতিটা টেড শুষ্ট ভাবে পরিচালনা করার যায়।

Sakib42
2020-06-27, 10:50 PM
একজন ফরেক্স ব্যবসায়ীর ক্যালকুলেটর সফল ব্যবসায়ের জন্য একটি কার্যকর সরঞ্জাম। ফরেক্সে লাভের ক্যালকুলেটর একটি নির্দিষ্ট সম্পদে সম্ভাব্য লাভের পূর্বাভাস সরবরাহ করে বা ব্যবসায়ীকে একটি নির্দিষ্ট বাণিজ্যের জন্য ঝুঁকি দেখতে দেয়।
ক্যালকুলেটর একটি পাইপের মান, বর্তমান বিনিময় হার এবং একটি মার্জিন আকারের তথ্য দেয়।

ফরেক্সে মার্জিন গণনা করতে আপনার একটি ট্রেডিং ইনস্ট্রুমেন্ট, লিভারেজ, প্রচুর আকার এবং অ্যাকাউন্টের মুদ্রা নির্বাচন করতে হবে। ক্যালকুলেটর স্বয়ংক্রিয়ভাবে গণনা তৈরি করে তথ্য প্রদর্শন করবে। ফরেক্স ক্যালকুলেটর তাদের জন্য সুবিধাজনক হবে যারা একই সময়ে বেশ কয়েকটি মুদ্রা জোড় ব্যবসায় করত

DhakaFX
2020-07-09, 04:04 PM
ফরেক্স ক্যালকুলেটর একটি খুবই উপকারী টুল, যার মাধ্যমে ট্রেডাররা খুব সহজেই প্রয়োজনীয় মার্জিন, পিপ প্রাইস এবং আরো অনেক প্যারামিটার হিসাব করাতে পারে। মুলত দক্ষতার সাথে এটা ব্যবহার করতে পারলে প্রত্যেকটি ট্রেডের ঝুঁকি ও প্রফিট অনুমান করা সহজ হয়, যা ট্রেডারকে কোন সঠিক সিদ্ধান্ত বা অর্ডার নেবার জন্য মূল্যায়ন করে থাকে। আপনি চাইলেই এক মুহুর্তে আপনার অর্ডারটির পরিস্থিতি যাচাই করতে পারেন। এজন্য আপনাকে ভিজিট করতে হবে https://www.instaforex.org/bd/forex_calculator সাইটিতে।

Shole33
2020-07-10, 12:01 AM
ট্রেডার ক্যালকুলেটর
ট্রেডার ক্যালকুলেটর ব্যবহার করতে না চাইলে নিজেরাই হিসাব বের করবে পারেন, প্রতি পিপ অনুসারে হিসাব বের করার জন্য তার জন্য প্রথমে আপনাকে লট সম্পর্কে ধারনা থাকতে হবে এবং কিছু নিয়ম জানতে হবে। তথ্যগুলো নিচে দেওয়া হল
০.০১ ইন্সটাফরেক্স লট লেনদেন = ০.০১ মার্কিন ডলার পিপ মূল্য
০.১ ইন্সটাফরেক্স লট লেনদেন = ০.১ মার্কিন ডলার পিপ মূল্য
১ ইন্সটাফরেক্স লট লেনদেন = ১ মার্কিন ডলার পিপ মূল্য
১০ ইন্সটাফরেক্স লট লেনদেন = ১০ মার্কিন ডলার পিপ মূল্য
১০০ ইন্সটাফরেক্স লট লেনদেন = ১০০ মার্কিন ডলার পিপ মূল্য
১০০০ ইন্সটাফরেক্স লট লেনদেন = ১০০০ মার্কিন ডলার পিপ মূল্য

প্রতি পিপের মূল্য হিসাব করার নিয়ম: অন্য কারেন্সীগুলোতে দিয়ে ডলার লেনদেনে 1. XXX/USD এর ক্ষেত্রে p.v. = 1 * (ট্রেড ভলিউম)
ডলার দিয়ে অন্য কারেন্সীগুলোতে লেনদেনে ক্রশ কারেন্সীগুলোতে 2. USD/XXX p.v. = 1/ (USD/XXX) গুন (ট্রেড ভলিউম)
জাপানীজ ইয়েনে ক্ষেত্রে USD/JPY p.v. এর জন্য = 100 / (USD/JPY) গুন (ট্রেড ভলিউম)
রুবল এর ক্ষেত্রে USD/RUB and EUR/RUB p.v. এর জন্য= 10 /ভাগ (USD/RUB) গুন (ট্রেড ভলিউম)
ডলার বাদে অন্যান্য কারেন্সীগুলোর লেনদেনে 3. AAA/BBB এর ক্ষেত্রে p.v. = (AAA/USD) ভাগ (AAA/BBB) গুন (ট্রেড ভলিউম)

কারেন্সী পেয়ার এবং সিএফডি এর মূল্য গণনার পদ্ধতি হল: p.v. = ভলিউম গুন কনট্রাক্ট সাইজ গুন মিনিমাম প্রাইস চেঞ্জ।

Rokibul7
2020-07-12, 12:35 PM
ধন্যবাদ ভাই,সুন্দর একটা ক্যালকুলেট হিসাব পোষ্ট করার জন্য।আসলে আমরা অবেকেই হয়তো আমার মত নতুন এরা এই হিসাব জানি না।আপনার পোষ্টটা ভাল হইছে,এটা আমাদের সবার জানা উচি।

Md.shohag
2020-08-16, 07:21 PM
আপনাদের মূল্যবান পোষ্ট শেয়ার করার জন্য।ফরেক্স মাকেটে যারা টেড করেন তাদের সবারই এই ক্যালকুলেশন জান দরকার।লট সাইজ জানা অবশ্যক,নইলে মানিম্যানেজমেন্ট ঠিক রাখতে ঝামেলা বা গড়মিলের ভেতর পড়তে হবে।তাই এই ক্যালকুলেট শিখতে হবে।যাতে প্রতিটা টেড শুষ্ট ভাবে পরিচালনা করার যায়।