PDA

View Full Version : আমি সময় পাই না আমি কীভাবে ট্রেড করবো



riponinsta
2018-03-13, 11:53 AM
অনেকে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চাই কিন্তু সময় এর অভাব এ ট্রেড করতে পারছে না তাদের জন্য আমি বলবো আপনি ডেলি চাট এ ট্রেড করা শিখেন তাহলে দিনে একবার মার্কেট দেখলেই আপনি ট্রেড করতে পারবেন এই কারন ডেলি চার্ট এতো জনপিয় কারন একটা ট্রেড ধরতে পারলে মার্কেট এ অনেক দিন লাভ এ মুভ করে তখন অনেক লাভ করা যায় মার্কেট এর সামনে সারাদিন বসে না থেকে

expkhaled
2018-03-13, 02:37 PM
সময় না পেলেও আপনি ট্রেড করতে পারেন যখন সময় পাবেন তখনই আপনি মার্কেট দেখতে পারেন। যদি সম্ভব হয় তাহলে ট্রেড নিলেন। আপনার জন্য উপযুক্ত টাইমফ্রেম হলো ডেইলি বা এইচ৪। আপনি এই দুইটি টাইমফ্রেমে যদি নজর রাখেন তাহলে আপনি হয়তো সপ্তাহে ২/১ টি ট্রেড পেতে পারেন নিশ্চিত। তাই বেশী সময় না পেলেও ট্রেড করা যায় যদি আপনি চান তাহলে । তবে ভালভাবে শিখে নিবেন ট্রেড করার আগে। কারণ ফরেক্স মার্কেট না বুঝে ট্রেড করলে আপনার লস হতে পারে।

alamsat
2018-03-13, 10:29 PM
আমি ও ট্রেড এ সময় দিতে পারি না. তাই যখন সময় পাই. একটা ট্রেড ওপেন করে Take Profit দিয়া ট্রেড করি যখন লাভ হয় তখন অটোমেটিক ট্রেড Close হয়ে যাই.

hasem79
2018-03-14, 06:08 AM
আমি নিতান্ত নবিন এবং নগন্য একজন শিক্ষানবিস ট্রেডার। এই কয়েকদিনে যা জেনেছি এখানে সময় দেওয়া সবার আগে। যদি আপনি সময়ই না দিতে পারেন তবে আয় করবেন কিভাবে। তবে এখানে সময় দেবার ও কিছু লেভেল আছে। তার মধ্যে একটা হল - আপনি মাসের নির্দিষ্ট কিছু দিন ট্রেড করলেন, অথবা সপ্তাহের কয়েকদিন ট্রেড করলেন। এভাবেও করতে পারেন।

Nishpap Papi
2018-03-14, 07:20 AM
ফরেক্স ট্রেড করতে হলে সারাদিন মার্কেটের সামনে বসে থাকার প্রয়োজন পড়েনা. একজন যদি দিনে একবার অথবা সপ্তাহে দুই থেকে তিনবার চার্ট এর সামনে বসতে পারেন তবেই সে যেকোনো ট্রেড এন্ট্রি নিতে পারবেন.

habibi
2018-03-14, 11:51 AM
ফরেক্স মার্কেট ২৪/৫ খোলা থাকে। আপনি প্লান করে ২৪ ঘণ্টার মধ্যে এমন সময় বেছে নিতে পারেন যে সময় আপনি ফ্রী থাকবেন। আপনি প্রতিদিন সেই সময়ে ট্রেড করতে পারবেন। আর প্রায় সকল ব্রোকারের মোবাইল প্লাটফর্ম রয়েছে, তাই আপনাকে সারাক্ষন পিসি সামনে বসে থাকতে হবে। আপনি আপনার আনাল্যসিস অনুযায়ী ট্রেড নিবেন তার স্টপ অর্ডার এবং ট্রেক প্রফিট সেট করে নিবেন। এখানে আহামরি সময় দিতে হয় না।

আরেকটি পথ আছে তা হল PAMM। দুই ধরনের PAMM আচ্চউন্ট থাকে একটি হল PAMM Investor এবং অন্যটি হল PAMM Trader, আপনি যদি সময়ের অভাবে নিজে ট্রেডিং করতে না পারেন তাহলে আপনি PAMM Investor অ্যাকাউন্ট খুলে PAMM Trader এর অ্যাকাউন্টে বিনিয়োগ করতে পারেন। এখানে প্রফিট ভাগাভাগি হবে একটি নির্দিষ্ট অনুপারে। তবে আপনাকে ভাল রেটিং আচ্ছে যে ধারাবাহিকভাবে প্রফিট করছে এমন PAMM Trader খুজে নিতে হবে। ইন্সটাফরেক্সের PAMM সিস্টেম রয়েছে। আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে এই ব্যপারে বিস্তারিত জানতে পারবেন।

iloveyou
2018-03-14, 07:09 PM
ভাই এখানে একটা ট্রেড নেবার জন্য আপনার বেশি সময়ের প্রয়োজন হবে না। কেননা আপনি যদি ডেলি চার্টে কিংবা h4 চার্ট নিয়ে ট্রেড করেন তাহলে, মনে করেন যে আপনাকে মার্কেট নিয়ে বসে থাকতে হবে না। কারন আপনার ট্রেডগুলো ক্লোজ হবে কমপক্ষে ১ থেকে ২ সপ্তাহ সময় লেগে যাবে। তাই আমার সাজেশন হল আপনি লং টাইম ফ্রেম নিয়ে কাজ করতে পারেন।

hasem79
2018-03-14, 07:21 PM
আমি তেমন একটা সময় পাই না ট্রেড করার জন্য। কিন্তু সময় বের করতেই হয় কারণ যদি এখান থেকে দুই পয়সা কামাই করতেই হয় তবে সময় না দিলে হবে কেন? তাই আমিও চেষ্টা করি সময় বের করতে সব সময় হয়েও উঠে না আবার কখনও সখনও হয়ে উঠে। তবে চেষ্টা সব সময়ই থাকে কিছুটা করার জন্য।

Mamun13
2018-03-14, 08:27 PM
ভাই,ফরেক্স মার্কেটে গত চার বছর সময় দিয়েছি এবং আশা করি এই মার্কেটে বাকি জীবনের সম্পূর্ণ সময় নিয়মিত দিয়েই যাবো৷আমার এখানে সময় ব্যয় করতে খুবই আনন্দ লাগে৷এই মার্কেটে আমি ব্যবসা করে নিজেকে অনেক গর্বিত বোধ করি৷মার্কেট অ্যানালাইসিস করতে ভালোই লাগে যদিও অল্প profit পাই৷এছাড়াও এই ব্যবসা নিয়ে ফোরামে নিয়মিত আলোচনা করছি,লেখাপড়া করছি,সকলের সাথে সবকিছু শেয়ার করতে পারছি,সবমিলিয়ে প্রত্যেক দিন-প্রত্যেক সপ্তাহ-প্রত্যেক মাস ফরেক্স ট্রেড নিয়েই আছি এবং থাকব আশা করি৷আমি প্রতিদিনই কিছু সময় market সেন্টিমেন্ট দেখি৷সুযোগ পেলে entry করি৷যেহেতু আমি হায়ার টাইমফ্রেম দেখে long term ট্রেড করি৷এজন্য আমার ট্রেডে অনেক কম এন্ট্রী হয়ে থাকে কিন্তু মার্কেটে সময় দেই অনেক বেশি৷

Grimm
2019-02-03, 10:29 PM
ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা খোলা থাকার পরও যে আপনি সময় পান না এই মার্কেটে ট্রেড করার এটা খুবই চিন্তার বিষয়। আমি বর্তমানে একটি চাকুরি করে থাকি আর সেটার পাশাপাশি আমি খুব সহজেই ট্রেড করতে পারতাছি। তাই আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনিও সময় পাবেন ট্রেড করার জন্য। তবে হ্যা কোন কাজের পাশাপাশি যদি আপনি এটি করতে চান তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। আপনি যদি দীর্ঘ মেয়াদী প্ল্যান করেন তাহলে আপনি এই ব্যবসা হতে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। কারণ দীর্ঘ মেয়াদী প্ল্যানে আপনাকে বেশি সময় দেওয়া লাগবে না।

TanjirKhandokar1994
2019-02-17, 09:22 PM
ফরেক্স ট্রেডিং এ ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই। এখানে আপনি সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা ট্রেড করতে পারেন।এখানে অনেকেই আছেন যারা কাজের ফাঁকে ফাঁকে এখানে সময় দেয়। তবে এখানে একটি সুবিধা আছে যেটা হলো একটা ট্রেড ওপেন করে Take Profit দিয়া ট্রেড করি যখন লাভ হয় তখন অটোমেটিক ট্রেড Close হয়ে যাই। যা অন্য কোন কাজে করা যায়না।

SHARIFfx
2019-02-17, 09:43 PM
আপনাকে ফরেক্স ট্রেডিং শিখতে হলে অবশ্যই সময় বের করে আনতে হবে। আসল কথা হলো আপনি যদি ফরেক্সে সফলতা পেতে চান তা হলে অন্তত সাপ্তাহে ৩ দিন সময় বের করুন। আর এই বাবে ৬ মাস থেকে ১ বছর ডিমো ট্রেডিং এ সময় দিন। আর আপনি যখন দক্ষ ট্রেডার হয়ে উঠবেন তখন এতো সময় ব্যায় করতে হবে না শুধু মাত্র নিউজ প্রকাশ হবার পরে ট্রেড করে সল্প লাভে মার্কেট থেকে বের হয়ে আসতে হবে।

Ronesh186
2019-02-19, 05:24 PM
আসলে কেউই ২৪ ঘন্টা একটানা কজে ব্যস্ত থাকে না। ২৪ ঘন্টার মধ্যে অবসর সময় অবশ্যই আসে। এই অবসর সময়ে আপনি ফরেক্সে ট্রেড করতে পারেন। আপনি যদি একান্তই ব্যাস্ত থাকেন তাহলে আপনাকে দীর্ঘ মেয়াদী ট্রেডিং প্লান করতে হবে৷ এই ক্ষেত্রে চার্টের মধ্যে আপনি h4 অথবা d1 টাইম ফ্রেম নিয়ে কাজ করতে পারেন। আপনার সময় মতো ট্রেড ওপেন করে মার্কেটের মুভমেন্ট পর্যবেক্ষন করে ট্রেড করুন এবং টেক প্রফিট অপশনে একটা এমাউন্ট উল্লেখ করে দিন। বাজার ওই পজিশনে গেলে আপনার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। তবে আপনাকে উপযুক্ত ট্রেনিং নিয়ে তারপর ট্রেড করতে হবে।

fxjaman
2019-02-19, 10:08 PM
ভাই আপনি ট্রেডিং এর জন্য সময় বের করতে পারছেন না, এটা আসলে জটিল কোন সমস্যা নয়। আপনি চাইলে সেভাবেই সাজিয়ে-গুছিয়ে সবকিছু ম্যানেজ্যম্যান্ট করে এখানে ট্রেড করতে পারবেন। এটাই এই ব্যবসার একটা ভাল বৈশিষ্ট্য, সুতরাং আপনি লং টাইমফ্রেম নিয়ে কাজ করেন।

SAGOR_HALDER944
2019-02-24, 12:01 AM
আপনি যদি ফরেক্স সম্পর্কে মোটামুটি ভাল ভাবে জানেন তাহলে খুব বেশি সময় না দিলেও চলবে। আপনি যে টুকু সময় দিতে পারবেন সেই টুকু সময় শেয়ার মার্কেট ভাল করে দেখে নেবেন। তখন সুযোগ বুঝে দুই একটা ট্রেড ধরবেন এবং যদি বোঝেন যে আপনি সময় দিতে পারবেন না তখন টেক প্রফিট সেট করে রাখবেন। যদি মার্কেট সেই লেভেল এ পৌঁছায় তাহলে ট্রেড গুলো আপনাআপনি বন্ধ হয়ে যাবে। এবং আপনি আপনার প্রাপ্য প্রফিট পেয়ে যাবেন।

sumon918
2019-02-24, 05:03 AM
আপনি সময় পান না এটা মানা যায় না,কারন প্রত্যেকটা মানুষ অবশ্যই কিছুটা ব্যাক্তিগত সময় কাটায় তাই অবসর সময় টা কাজে লাগানো যায় এটা সত্য যে সব মানুষ ফরেক্সে একরকম সময় দিতে পারে না। তাই আপনি স্বল্প সময়ে ট্রেড গুলো করতে পারেন এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন ট্রেড ওপেন করে টেক প্রফিট লাগিয়ে রাখতে পারেন লং ট্রেডের উদ্দেশ্যে তবে এক্ষেত্রে আপনার অবশ্য ব্যালেন্স যথেষ্ট থাকতে হবে।

Saykat5279
2019-02-24, 11:04 AM
যদি ফরেক্সকে পার্ট টাইম হিসেবে নেন, তাইলে আপনি কাজের পাশাপাশি ফরেক্স ট্রেড এ করতে পারেন। মার্কেট সপ্তাহে.৫ দিন খোলা থাকে। যদি লং টাইম ফ্রেমে ট্রেড করেন, তাইলে আপনার থেকে সব সময় মার্কেট দেখতে হচ্ছে না। তাই লং টাইম ফ্রেমে ট্রেড করুন। তবে ট্রেড এ এন্ট্রি নিলে স্টপ লস অ্যান্ড টেক প্রফিট সেট করে দিবেন। যেইটা আগে হিট হবে, অটোমেটিক ক্লোজ হইয়ে যাবে।

MdPiashHasan6080892
2019-02-24, 12:53 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্যে অনেক সময় আর প্রয়োজন হই না.
তবে ফরেক্স এ ট্রেড করার জন্যে যেটা খুব বেশি প্রয়োজন
সেতা হল ইচ্ছা শক্তি।
দিনের নিদিষ্ট একটা সময় ফিক্সট করে নেন
হক না সেতা অল্প সময় কিন্তু প্রতিদিন করার জন্যে চেস্টা করুন
আর আর আপনি ফরেক্স এর টাইম ফ্রেম দেখে কাজ করুন তাহলে আপনার কাজ অনাক সহজ হয়ে যাবে
আপনার আস পাশে জারা ফরেক্স করে তাদের থেকে হেল্প নেন
ফরেক্স এ দীর্ঘ মেয়াদি প্ল্যান নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনাকে সব সময় ফরেক্স নিয়ে বসে থাকতে হবে না
আপনি চাইলে ফরেক্স এ অনেক মাধ্যমে আছে যেখানে অল্প সময় ব্যয় করেউ ফরেক্স মার্কেটে এ ট্রেড করতে পারবেন

Grimm
2019-11-23, 03:41 PM
ফরেক্স মার্কেটে যে আপনাকে ফুলটাইম দিতে হবে এটা কোন নির্দিষ্টতা নেই। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে যে কোন সময় আপনি এই মার্কেটে দিলেই চলবে। আপনি যদি বেশি সময় না পান তাহলে আপনি দীর্ঘমেয়াদী ট্রেড করতে পারেন। আমার মনে হয় না যে আপনি ২৪ ঘণ্টার মধ্যে সেটার জন্য কোন সময় বের করতে পারবেন না। আমিও তেমন একটা সময় পাই না এই ব্যবসা করার জন্য কারণ আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আর আপনি তো জানেনই সেখানে জব করে সময় বের করা কতটা কঠিন। তারপরও আমি যতটুকু সময় পাই সেখান হতে কিছু সময় আমি এই মার্কেটে ব্যয় করি এনালাইসিস করার জন্য। যখন আমি কোন পেয়ার পাই ট্রেড করার জন্য তখন আমি সেখানে দীর্ঘমেয়াদী এন্ট্রি হই তারপর আর মার্কেট না দেখলেও চলে আমার।

KaziBayzid162
2019-11-23, 04:26 PM
ফরেক্স মার্কেট যেহেতু 24 ঘন্টাই খোলা থাকে এবং একজন ট্রেডার চাইলে তার পছন্দমত যেকোন সময় এই মার্কেটে ট্রেডিং করতে পারে।তাই আপনাকে বলব আপনি যখনই সময় পাবেন তখনই এই মার্কেটে ট্রেড ওপেন করতে পারবেন এবং ট্রেড ওপেন করার সময় অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট এর ব্যবহার করবেন।তাহলে সব সময় আপনাকে মার্কেটের দিকে নজর রাখার প্রয়োজন হবে না আপনি মার্কেটে একটিভ না থাকলেও মার্কেট আপনার নির্ধারিত পজিশনে পৌঁছানো মাত্রই অটোমেটিকভাবে আপনার ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে। তাছাড়া আপনি ডে অন চাট ব্যবহার করে ট্রেডিং করতে পারেন। কেননা ডে অন চ্যাট ব্যবহার করার মাধ্যমে আপনি শুধুমাত্র একবার মার্কেটে প্রবেশ করেও ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারবেন। তাই আমার কাছে মনে হয় আপনার জন্য ডে অন চার্ট ব্যবহার করে ট্রেডিং করাই লাভজনক হবে।

Starship
2021-02-14, 10:54 PM
ফরেক্স ট্রেড করার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন হয় না। কিংবা ট্রেড এর সঙ্গে লেগে থাকতে হয় না। শুধু আপনার সুবিধামতো ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করবেন। প্রয়োজনে স্টপ লস এবং টেক প্রফিট সেট করে রাখবেন। তাহলে আপনি অনুপস্থিত না থাকার পরেও ফরেক্স থেকে ট্রেড করে আয় করতে পারবেন। মানুষ যতই ব্যস্ত থাকুক ট্রেড করার জন্য ইচ্ছা করলে সময় ব্যয় করতে পারে। এক্ষেত্রে ইচ্ছা শক্তিটা হবে গুরুত্বপূর্ণ। ট্রেড করার জন্য আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে।

samun
2021-02-17, 11:52 PM
ভাই সময় আমিও পাই না। যার জন্য ফরেক্সকে পার্ট টাইম ব্যবসায় হিসেবে বেছে নিয়েছি। কারণ আমার কাজের ফাঁকে ফরেক্স মার্কেটে খুব বেশি হলে ৩-৪ ঘণ্টা সময় দিতে পারি। তাতে ফরেক্সে আমার কোনরুপ সমস্যার সম্মুখীন হতে হয় না। এছাড়া আমি লং টাইম ফ্রেমে ট্রেড করে থাকি। তাই আমি ট্রেড করার পূর্বে অবশ্যই একটু সময় অপচয় করে এনালাইসিস করে ট্রেড করি।

Mas26
2021-02-18, 12:41 PM
যদি সম্ভব হয় তাহলে ট্রেড নিলেন। আপনার জন্য উপযুক্ত টাইমফ্রেম হলো ডেইলি আমি বর্তমানে একটি বাবসা করে থাকি আর সেটার পাশাপাশি আমি খুব সহজেই ট্রেড করতে পারতাছি। তাই আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনিও সময় পাবেন ট্রেড করার জন্য।

IFXmehedi
2021-02-18, 05:46 PM
অনেকে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চাই কিন্তু সময় এর অভাব এ ট্রেড করতে পারছে না তাদের জন্য আমি বলবো আপনি ডেলি চাট এ ট্রেড করা শিখেন তাহলে দিনে একবার মার্কেট দেখলেই আপনি ট্রেড করতে পারবেন এই কারন ডেলি চার্ট এতো জনপিয় কারন একটা ট্রেড ধরতে পারলে মার্কেট এ অনেক দিন লাভ এ মুভ করে তখন অনেক লাভ করা যায় মার্কেট এর সামনে সারাদিন বসে না থেকে

এটা আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেটে কাজ করার জন্য কখনোই কোন সময় নির্দিষ্ট করে দেয়া থাকে না । ফরেক্স মার্কেট সপ্তাহের 5 দিন এবং 24 ঘন্টা সব সময়ই খোলা থাকে । আমি একজন মানুষ ইচ্ছা করলে এই সময়ের মধ্যে যেকোনো ভাবেই সে কাজ করতে পারে । আমাদের দেশে অনেকেই এটাকে ফুলটাইম কাজ হিসেবে আবার অনেকেই পার্ট টাইম কাজ হিসেবে নিয়ে থাকে । তাই আমি মনে করি আপনার যখন সুবিধা হয় সেই সময় বুঝে ফরেক্স এ কাজ করা উচিত ।

Smd
2021-05-04, 05:29 PM
আপনি যদি ফরেক্সে সফলতা পেতে চান তা হলে অন্তত সাপ্তাহে ৩ দিন সময় বের করুন। আর এই বাবে ৬ মাস থেকে ১ বছর ডিমো ট্রেডিং এ সময় দিন। আর আপনি যখন দক্ষ ট্রেডার হয়ে উঠবেন তখন এতো সময় ব্যায় করতে হবে না। আমিও তেমন একটা সময় পাই না এই ব্যবসা করার জন্য কারণ আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আর আপনি তো জানেনই সেখানে জব করে সময় বের করা কতটা কঠিন। তারপরও আমি যতটুকু সময় পাই সেখান হতে কিছু সময় আমি এই মার্কেটে ব্যয় করি এনালাইসিস করার জন্য।

Mas26
2021-05-04, 07:12 PM
আপনি যদি ফরেক্স মার্কেটে সঠিকভাবে সময় দিতে না পারেন।বা আপনার অনেক সময়ের অভাব থেকে থাকে তাহলে আপনাকে একটা কথা বলতে পারি আসলে ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন 24 ঘন্টা খোলা থাকে 24 ঘন্টার মধ্যে যেকোনো একটি সময়ে আপনি একটি ট্রেড নিতে পারেন টেক প্রফিট এবং স্টপ লস দিয়ে রাখতে পারেন। তাহলে আপনার আর মার্কেটে ফলো না করলেও হবে যখন আবার দেখবেন তখন আপনার যদি প্রফিট হয় তাহলে আপনি টেক প্রফিট নিয়ে কেটে গেল অটোমেটিকলি এবং স্টপ লস হলেও স্টপ লস দিয়ে কেটে গেল অটোমেটিক ধন্যবাদ।

EmonFX
2021-05-05, 09:55 AM
অনেকে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চাই কিন্তু সময় এর অভাব এ ট্রেড করতে পারছে না তাদের জন্য আমি বলবো আপনি ডেলি চাট এ ট্রেড করা শিখেন তাহলে দিনে একবার মার্কেট দেখলেই আপনি ট্রেড করতে পারবেন এই কারন ডেলি চার্ট এতো জনপিয় কারন একটা ট্রেড ধরতে পারলে মার্কেট এ অনেক দিন লাভ এ মুভ করে তখন অনেক লাভ করা যায় মার্কেট এর সামনে সারাদিন বসে না থেকে

আপনার পরামর্শগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিও মনে করি যারা মার্কেটে পর্যাপ্ত সময় দিতে পারেন না তাদের লং টাইম তথা ডেইলি চার্ট বা উইকলি চার্ট দেখে এনালাইসিস করে ট্রেড করা উচিত। কেননা লং টাইম এ ট্রেড করলে মার্কেটে অনেক বেশি সময় দিতে হয় না বা বার বার মার্কেট দেখতে হয় না। আর তাছাড়া লংটাইম এ ট্রেড করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় মার্কেট এনালাইসিস করার জন্য। তবে লংটাইম এ ট্রেড করার জন্য ভালো অভিজ্ঞতার পাশাপাশি বড় মূলধন এর প্রয়োজনীয়তা রয়েছে। ছোট মূলধন নিয়ে ট্রেড করলে যেকোন সময় ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

KF84
2021-05-08, 03:05 PM
অনেকে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চাই কিন্তু সময় এর অভাব এ ট্রেড করতে পারছে না তাদের জন্য আমি বলবো আপনি ডেলি চাট এ ট্রেড করা শিখেন তাহলে দিনে একবার মার্কেট দেখলেই আপনি ট্রেড করতে পারবেন এই কারন ডেলি চার্ট এতো জনপিয় কারন একটা ট্রেড ধরতে পারলে মার্কেট এ অনেক দিন লাভ এ মুভ করে তখন অনেক লাভ করা যায় মার্কেট এর সামনে সারাদিন বসে না থেকে
আমি মনে করি মার্কেট থেকে অর্থ উপার্জনের জন্য সব সময় মার্কেট ফলো করার প্রয়োজন নেই । শুধু দিনের একটি নির্দিষ্ট সময় বিশেষ করে নিউজ আওয়ারের পরবর্তী সময় মার্কেট দেখুন । তারপর মার্কেটের গতি প্রকৃতি বুঝে ট্রেড করুন তাহলেই হবে । আর ট্রেড ওপেন করার পর বার বার মার্কেট ওপেন করে দেখা ঠিক না । তাই স্টপ লস এবং টেক প্রফিট টুল ব্যবহার করে আপনি মার্কেট থেকে বের হয়ে আসুন ।

Smd
2021-08-30, 11:12 PM
এই কয়েকদিনে যা জেনেছি এখানে সময় দেওয়া সবার আগে। যদি আপনি সময়ই না দিতে পারেন তবে আয় করবেন কিভাবে। তবে এখানে সময় দেবার ও কিছু লেভেল আছে। তার মধ্যে একটা হল - আপনি মাসের নির্দিষ্ট কিছু দিন ট্রেড করলেন। কেননা আপনি যদি ডেলি চার্টে কিংবা h4 চার্ট নিয়ে ট্রেড করেন তাহলে, মনে করেন যে আপনাকে মার্কেট নিয়ে বসে থাকতে হবে না। কারন আপনার ট্রেডগুলো ক্লোজ হবে কমপক্ষে ১ থেকে ২ সপ্তাহ সময় লেগে যাবে।

Mas26
2021-08-30, 11:54 PM
আমি নিতান্ত নবিন এবং নগন্য একজন শিক্ষানবিস ট্রেডার। এই কয়েকদিনে যা জেনেছি এখানে সময় দেওয়া সবার আগে। যদি আপনি সময়ই না দিতে পারেন তবে আয় করবেন কিভাবে। তবে এখানে সময় দেবার ও কিছু লেভেল আছে।আমি ও ট্রেড এ সময় দিতে পারি না।তাই যখন সময় পাই একটা ট্রেড ওপেন করে tp/sl দিয়া ট্রেড করি যখন লাভ হয় তখন অটোমেটিক ট্রেড Close হয়ে যাই তার মধ্যে একটা হল - আপনি মাসের নির্দিষ্ট কিছু দিন ট্রেড করলেন, অথবা সপ্তাহের কয়েকদিন ট্রেড করলেন। এভাবেও করতে পারেন।

Sakib42
2021-08-31, 12:04 AM
আমার মনে হয় আপনি একেবারেই সময় পান না বিষয়টি এমন নয়, 24 ঘণ্টার মধ্যে কয়েক ঘণ্টা আপনি অবসর সময় অতিবাহিত করে থাকেন। সেই সময়টুকু যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই ততটুক সময় ভাল প্রফিট করা সম্ভব। আমি আপনার সাথে একমত যে দিনে একবার ডেইলি চার্ট দেখলে অনেকটা সুবিধা পাওয়া যায় কিন্তু অনেক সময় নিউজ এর ভিত্তিতে অনেক মুভমেন্ট হয় তখন মাঝে মাঝে বিভিন্ন পরিস্থিতির শিকার। আপনি যখন সময় পান না কেন তখন যদি একটি ভাল এনালাইসিস করে স্টপ লস টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করেন তাহলে আমার মনে হয় আপনার কর্ম এর পাশাপাশি আরও একটি অর্থ উপার্জনের উৎস আপনি খুঁজে পাবেন।

Smd
2021-11-27, 09:15 PM
আসল কথা হলো আপনি যদি ফরেক্সে সফলতা পেতে চান তা হলে অন্তত সাপ্তাহে ৩ দিন সময় বের করুন। আর এই বাবে ৬ মাস থেকে ১ বছর ডিমো ট্রেডিং এ সময় দিন। আর আপনি যখন দক্ষ ট্রেডার হয়ে উঠবেন তখন এতো সময় ব্যায় করতে হবে। আপনি যদি বেশি সময় না পান তাহলে আপনি দীর্ঘমেয়াদী ট্রেড করতে পারেন। আমার মনে হয় না যে আপনি ২৪ ঘণ্টার মধ্যে সেটার জন্য কোন সময় বের করতে পারবেন না। আমিও তেমন একটা সময় পাই না এই ব্যবসা করার জন্য কারণ আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আর আপনি তো জানেনই সেখানে জব করে সময় বের করা কতটা কঠিন। তারপরও আমি যতটুকু সময় পাই সেখান হতে কিছু সময় আমি এই মার্কেটে ব্যয় করি এনালাইসিস করার জন্য।

Sakib42
2021-11-29, 11:00 PM
আমার কাছে মনে হয় ফরেক্স কোন তাড়াহুড়া করে সফলতা অর্জন করার জায়গা নাই যদি আপনার একদমই সময় না থাকে তাহলে আমি বলব এই ব্যবসা থেকে আপনি দূরে থাকুন না হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। ফরেক্স মার্কেট মুভমেন্ট কেমন হবে সেটি কোন চার্ট বলতে পারবে না। বিভিন্ন নিউজের কারণে মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে যা আপনি চার্ট এনালাইসিস করে বের করতে পারবেন না। ফরেক্স করার জন্য সবগুলো চার্ট উপযোগী কিন্তু এর চেয়ে বেশি দরকার হচ্ছে নিউজ সম্পর্কে বুঝতে পারা। ফরেক্স থেকে সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই সময় বের করে তারপর কাজ করতে হবে না হলে আপনি শুধু লস এর সম্মুখীন হবেন।

Mas26
2021-11-29, 11:10 PM
ফরেক্স ট্রেড করতে হলে সারাদিন মার্কেটের সামনে বসে থাকার প্রয়োজন পড়েনা একজন যদি দিনে একবার অথবা সপ্তাহে দুই থেকে তিনবার চার্ট এর সামনে বসতে পারেন তবেই সে যেকোনো ট্রেড এন্ট্রি নিতে পারবেন।আমি ও ট্রেড এ সময় দিতে পারি না তাই যখন সময় পাই. একটা ট্রেড ওপেন করে Take Profit দিয়া ট্রেড করি যখন লাভ হয় তখন অটোমেটিক ট্রেড Close হয়ে যাই।ফরেক্স মার্কেট ২৪/৫ খোলা থাকে। আপনি প্লান করে ২৪ ঘণ্টার মধ্যে এমন সময় বেছে নিতে পারেন যে সময় আপনি ফ্রী থাকবেন। আপনি প্রতিদিন সেই সময়ে ট্রেড করতে পারবেন।

FRK75
2022-02-27, 12:25 PM
ফরেক্স ট্রেড করতে হলে সারাদিন মার্কেটের সামনে বসে থাকার প্রয়োজন পড়েনা. একজন যদি দিনে একবার অথবা সপ্তাহে দুই থেকে তিনবার চার্ট এর সামনে বসতে পারেন তবেই সে যেকোনো ট্রেড এন্ট্রি নিতে পারবেন.