PDA

View Full Version : প্রাইস অ্যাকশান আনাল্যসিসের ব্যবহার



habibi
2018-03-13, 12:30 PM
আপনি যদি ফরেক্সে সফল হতে চান তবে আপনাকে ভালভাবে ট্রেড করতে হবে। এই ব্যবসায় লসের সম্মুখিন হতে হয় বেশিরভাগ সময়ই। তাই এখানে আপনাকে লসের সম্ভাবনার তুলনায় প্রফিটের সম্ভাবনা বেশি বৃদ্ধি করতে হবে। তাই প্রতিটি ট্রেডে ট্রেডে আপনকে মনযোগী হতে হবে। এই কারণে, আপনি কারেন্সি পেয়ার সম্পর্কে ভাল বিশ্লেষণ করতে হবে যদি আপনি প্রফিটের সঙ্গে ট্রেড করতে চান।

প্রাইস অ্যাকশান কি?

মূলত প্রাইস অ্যাকশান এক ধরনের বিশ্লেষণ যা আপনাকে বর্তমান মার্কেট প্রাইসের উপর ভিত্তি করে করতে হয়। এটি সবচেয়ে কার্যকরী আনাল্যসিস। মূলত এই বিশ্লেষণ আপনি আপনাকে বর্তমান মার্কেট ট্রেন্ড দেখাবে, এটি কি আপট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড। তবে এর আগে আপনাকে সাপোর্ট লেভেল এবং রেসিস্টেন্স লেভেল সঠিকভাবে সনাক্ত করতে সক্ষম হতে হবে। তারপর আপনি ভালভাবে ট্রেড করতে সক্ষম হবেন।

প্রাইস অ্যাকশানের শ্রেণীবিভাগ
১। আপ ট্রেন্ড( বাই)
২। ডাউন ট্রেন্ড (সেল)
৩। বাটারফ্লাই প্যাটার্ন
৪। ab=cd প্যাটার্ন

riponinsta
2018-04-18, 10:25 AM
ফরেক্স মার্কেট এ সবাই প্রাইস অ্যাকশন এ ট্রেড করতে চায় কিন্তু প্রাইস অ্যাকশন এ শুরুতে ট্রেড করা অনেক কঠিন তাই তারা ট্রেড করতে চাই না এই কারন এ বেশির ভাগ ট্রেডার ইনডিকেটর দিয়ে ট্রেড করে তবে ফরেক্স মার্কেট এ ইনডিকেটর দিয়ে ট্রেড করেও অনেক ডলার লাভ করা যায় তবে প্রাইস অ্যাকশন এ ট্রেড করলে সব থেকে ভাল হয় কারন এতে করে মার্কেট ভাল করে বুঝা যায়

expkhaled
2018-06-01, 05:08 PM
প্রাইজ একশন হলো সর্বাধীক গ্রহন যোগ্য ট্রেডিং সিস্টেম। এই সিস্টেম এ সরাসরি চার্ট দেখে এনালাইসিস করতে হয় কোন প্রকারের ইন্ডিকেটর ছাড়া। এই পদ্ধতিতে সফলতা আসতে অনেক সময়ের প্রয়োজন যে কারনে অধিকাংশ নবাগতরা শিখতে চায় না। কিন্তু যদি এটার সাথে লেগে থাকা যায় তাহলে ফরেক্স ট্রেড সবচেয়ে সহজ হয়ে যায়। কারণ সরাসরি চার্টে যেটা দেখা সেটাই সবচেয়ে সঠিক ধারনা। ইন্ডিকেটর কখনও কখনও সিগ্ন্যাল সটিক দিতে পারে না। তাই শুধু ইন্ডিকেটরের উপর নির্ভর করাটা বোকামী। আমাদের যদি সঠিক পন্থায় ফরেক্স ট্রেড করতে হয় তাহলে সরাসরি চার্ট বোঝার ক্ষমতা তৈরী করা উচিত সবারই।

FREEDOM
2020-04-22, 12:45 AM
ফরেক্স মার্কেটে প্রাইস একসন বোঝা খুবই গুরুত্বপূর্ণ কারন ভালো করে প্রাইস একসন বুজতে পারলে ট্রেড করতে খুব সোজা হয়ে যায়। আমরা যখন প্রাইস একসন ভালো বুজতে পারবো তখন মার্কেট দেখলেই খুব সহজেই হায়ার হাই হায়ার লো বের করতে পারবো, এছারা সাপোর্ট রেজিস্টান্স, আপট্রেন্ড ডাউনট্রেন্ড সবই প্রাইস একসন দেখেই বুজতে পারবো। এজন্য বেশি করে মার্কেট এনালাইসিস করে মার্কেট সম্পর্কে ধারনা নিতে হবে।

Rokibul7
2020-05-03, 10:46 AM
ভাই চমি ফরেক্স মাকেটে নতুন,তেমন কিছু বুঝি না।প্রাইজ একশন কি সেটা বুঝতে পারতেছি না।আপনাদের কমেন্ট পড়লাম কিন্তু প্রাইজ একশন সম্পকে বুঝতে পারলাম না।আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একটু বিস্তারিত লিখে দিলে বুঝতে সুবিধা হতো

md mehedi hasan
2020-11-19, 09:38 AM
ফরেক্স মার্কেটে প্রাইজ একশনট্রেডিংসিস্ট ম একটি খুব জনপ্রিয় একটি পদ্ধতি।এই সিস্টেম এর মুল কনসেপ্ট হলো ক্লিন চার্টে কী সাপোর্ট লেভেল এবং কী রেসিসটেন্স লেভেল ড্র করে ট্রেড আনুসারে সিগন্যাল এর মাধ্যমে নিশ্চিত করে ট্রেড করা হয়।প্রাইস একশন ট্রেডিংএ সিস্টেম তিনটি মূল বিষয় মাথায় রেখে ট্রেড সেটাপ দিতে হবে।ট্রেন্ড + লেভেল + সিগন্যাল এই তিনটি যদি আপনার পক্ষে থাকে তাহলে আমরা ট্রেড সেটাপ করবো।