Log in

View Full Version : ফরেক্স এর লক্ষ্য....



expkhaled
2018-03-14, 08:31 PM
আমরা সবাই ফরেক্স এ টাকা ইনকাম করার জন্য লক্ষ্য নিয়ে আসি। যার কারনে আমাদের লক্ষ্য থাকে কিভাবে লাভ করা যায়। এবং আমরা লাভ করার জন্য তাই বার বার ট্রেড অপেন করি, লস হলেও আবার অপেন করি। যার দরুন আমাদের লাভ তো হয়ই না একাউন্ট হয় জিরো। আমাদের লক্ষ্য থাকতে হবে সিস্টেমের প্রতি সিস্টেম কিভাবে কাজ করে সেই লক্ষ্য থাকতে হবে আর আমাদের চিন্তা থাকতে হবে সিস্টেমকে আরও কত উন্নত করা যায়। মোট কথা ফরেক্স এর ভালবাসতে হবে সিস্টেমকে লভ্যাংশকে নয়।

hasem79
2018-03-15, 12:48 PM
আহারে লক্ষ্য! আজ পর্যন্ত তারেই সেট করতে পারলাম না। খালি মনে হয় আজ না হয় কাল, কিন্তু পরশু দিন আবার মনে হয় কেন? এভাবেই চলছে বেশ অনেক দিন ধরে। আজও এর ভেতর থেকে বের হতে পারছি না। কোন উপায়ও খুজে পাচ্ছি না যেটা দিয়ে বের হয়ে আসতে পারব।

riponinsta
2018-03-15, 01:01 PM
আমি চাই ফরেক্স মার্কেট থেকে আমি প্রতিমাস এ ২০০০ ডলার এর ও বেশি ডলার ইনকাম করবো সেই মত আমি ফরেক্স মার্কেট এ কাজ করছি আমি আশা করছি এই ভাবে আমি যদি ট্রেড করে যেতে পারি তাহলে আমি আমার টার্গেট পুরন করতে পারবো তাই আপনি ও যদি টার্গেট করে কাজ করেন তাহলে আপনি ও ফরেক্স মার্কেট এ থেকে অনেক ডলার ইনকাম করতে পারবেন

Mamun13
2018-03-15, 07:14 PM
ফরেক্স মার্কেটে পেশাদার trader রূপে ট্রেড করতে হলে অবশ্যই আমাদেরকে প্রফিটের দিকে না তাকিয়ে সঠিক,বাস্তবসম্মত ও কার্যকরী ট্রেডিং system গুলির প্রতি বা ট্রেডিং স্ট্রাটেজির প্রতি বা ট্রেডিং কৌশলগুলোর প্রতি গুরুত্বসহকারে দৃষ্টি দিতে হবে৷আমরা আমাদের সিস্টেম বা trading strategy গুলোকে যতই মজবুত করে নিতে পারবো ততই আমাদের profitও ততই নিয়মিত আসতে থাকবে এবং এটা 100% নিশ্চিত৷তাই শুধু লাভের কথা চিন্তা না করে বরং কিভাবে আমাদের trading system গুলোকে আরো বেশি নিখুঁত করা যায় সেদিকে লক্ষ রাখতে হবে৷

hasem79
2018-03-15, 10:23 PM
লক্ষ্য একটাই তা হল ঠিকে থাকতে হবে। অাতিকায় হস্তী লোপ পেয়ে যাক কিন্তু ক্ষুদ্র তেলাপোকা ঠিকে থাক না হলে রক্ষা নাই। আমি ও এই জিনিসটাই চাই যে আমার একাউন্ট ঠিকে থাক দিনের পর দিন। লাভ আহামরি না হলেও সমস্যা নাই কিন্তু একবার স্টপ আউট খাইলে সেই বৃত্ত থেকে বের হওয়া যার পর নাই কঠিন।

samun
2022-01-16, 03:20 PM
প্রত্যেকেই এক একজন তার নিজস্ব গন্তব্যের পিছনে ছুটতে থাকে ফরেক্স মার্কেটে ও মানুষ আসে শুধুমাত্র আয় করার জন্য এছাড়া ফরেক্স মার্কেটে অন্য কোন কারণে বা সময় পাস করার জন্য কেউ আসে না তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে যদি আয় করতে চান তাহলে অবশ্যই নিজেকে ফরেক্স এর যোগ্য করে তুলতে হবে