Log in

View Full Version : Usd ট্রেড করার সর্বোত্তম সময়



habibi
2018-03-15, 12:47 PM
যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র। ইউরোপীয় সেশনের পরে, এটা দিনের তৃতীয় ট্রেডিং সেশন। এই অধিবেশন চলাকালীন সময়ে দিনের বিশ্বের মোট কারেন্সি ট্রেডিং ভলিউমের প্রায় ২০% এই অধিবেশনে হয়ে থাকে। যেহেতু নিউ ইয়র্ক রিজিওনে ট্রেডিং ভলিউম বৃহত্তম অংশ প্রায় ১৯ শতাংশ পায়, তাই এটি মার্কিন ট্রেডিং সেশনের জন্য সদর দপ্তর। মার্কিন অধিবেশনের প্রধান ফোকাস কারেন্সি হল মার্কিন ডলার (USD) হয়। এই সময় মার্কিন ডলার লেনদেনের সর্বচ্চো লেনদেন হয় বলে এর ভোলাটিলিটিও বেড়ে যায়।

মার্কিন সেশন 8am (ET) থেকে 5pm (ET) পর্যন্ত চলে আর বাংলাদেশ সময় সন্ধ্যা 6PM থেকে শুরু হয়ে 3 AM পর্যন্ত চলে।
রিস্ক-টেকার ট্রেডার জন্য:
মার্কিন সেশনের সময় ট্রেডার জন্য মধ্যম থেকে উচ্চ পর্যায়ের ঝুঁকি থাকে। এটি স্টক এবং বন্ড মার্কেটের সঙ্গে তার সংযুক্ততা থাকার কারণে রিস্ক-টেকার ট্রেডার জন্য এই সময় ট্রেড করা বড় চ্যালেঞ্জের।
এই সেশনের সময় নিচের এই পেয়ারগুলোর মোটামুটি ভালই পিপ্স মুভমেন্ট হয়:
* GBP/USD
* GBP/JPY
* USD/JPY

এই সময় এই পেয়ারগুলোর গড় পিপ্স মুভমেন্ট রেঞ্জ হল ৯৫ পিপস। এছাড়াও এই সেশনের সময় EUR/USD পেয়ারও একটি শক্তিশালী বিকল্প হতে পারে, তবে ইউরোপীয়-আমেরিকান ক্রসওভারের সময় এটির সবচেয়ে বেশি মুভমেন্ট হয়ে থাকে।

আরেকটি কার্যকরী বিকল্প পেয়ার হল হল USD/CAD, এই সময় গড়ে ৮০ পিপ্স এর মত উঠানামা করে।

hasem79
2018-03-15, 12:53 PM
খুব কঠিন সাবজেক্ট মনে হল! বোঝার চেষ্টা করেছি কিন্তু এখনও করে উঠতে পারি নি। তবে চেষ্টা থাকবে যতদিন না বুঝতে পারি। আমি মনে করি কোন নির্দিষ্ট সেশনের মধ্যে পেয়ারকে আবদ্ধ করা বুদ্বিমানের কাজ না হবার চান্সই বেশি। আমার মনে হয় এত এত চিন্তা ভাবনা না করে আমাদের সেটাপ খুজে বের করাই উত্তম।

riponinsta
2018-03-15, 01:08 PM
আমার দেখা ফরেক্স মার্কেট এ দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মার্কেট ভাল মুভ করে তাই এই সময় মার্কেট ভাল মুভ করে আর মার্কেট একদিন যদি ভাল মুভ করে তাহলে পরের দিন ঘুমায় তাই মার্কেট এ একদিন ভাল মুভ করলে তারপরের দিন আমি আর ট্রেড করি না আমি এই ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করি আপনি দেখবেন মার্কেট এ আপনি ও অনেক কিছু বুঝতে পারবেন

Mamun13
2018-03-15, 07:19 PM
যেহেতু ফরেক্স মার্কেটে ৪টি ট্রেডিং সেশন রয়েছে৷তাই প্রত্যেক সেশনে সংশ্লিষ্ট পেয়ারগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে৷কারণ ঐ নির্দিষ্ট সেশনেই সংশ্লিষ্ট পেয়ারগুলোতে সর্বাধিক লেনদেন হয়ে থাকে৷এজন্য অফ-সেশনে কখনোই ভাল ট্রেড করা সম্ভব হয় না৷আমাদের বাংলাদেশের সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত তিনটা পর্যন্ত নিউইয়র্ক সেশনের ইউএস ডলার সর্বাধিক লেনদেন হয়ে থাকে৷তাই ইউএস ডলারে পেয়ার নিয়ে যদি কেউ ট্রেড করতে চান তাহলে অবশ্যই নিউইয়র্ক সেশনের সময় অনুযায়ী ট্রেড করা সর্বোত্তম৷যেমন-eur/usd,gbp/usd,usd/jpy...ইত্যাদি মেজর পেয়ার৷

habibi
2018-03-18, 02:35 PM
ঝুঁকি-বিমুখ ট্রেডারদের জন্য:

ইউরোপীয় সেশন ট্রেডারদের জন্য মধ্যম থেকে উচ্চ ঝুঁকির সম্ভাবনা থাকে। এই অধিবেশনের সময়, ইউরোপীয় মুদ্রার সঙ্গে প্রাইস পরিবর্তন দ্রুত এবং অনিয়ন্ত্রিত হতে পারে,উরোপীয় মুদ্রার সঙ্গে মূল্য পরিবর্তন দ্রুত এবং অনিয়মিত হতে পারে, বিশেষত ইউরোপীয় অধিবেশন বন্ধ হওয়ার পরে।

এই সেশনের সময় কম ঝুঁকির কারেন্সি পেয়ারগুলো হল:
Eur/gbp
eur/chf
nzd/usd

এই সময় গড়ে ৪৫ পিপ্স উঠানামা করে

নন-ফার্ম পেরোল, ism ম্যানুফ্যাকচারিং সার্ভে, কনজিউমার প্রাইস ইনডেক্স (cpi), gdp এবং রিটেলার সেলস রিপোর্টগুলো হল ডলারের সবচেয়ে বড় মুভারস। এছাড়াও ফেড মিটিং এবং সিদ্ধান্ত ডলারকে বড় মুভ করায় এবং কখনও কখনও উঠানামা করে অস্বাভাবিকভাবে । পাশাপাশিক, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) এবং ব্যাঙ্ক অফ ইংল্যান্ড (বিওও)- ডলারকে কেমন চাপে রাখতে পেরেছে তার কথাও উপেক্ষা করা উচিত নয়।

expkhaled
2018-03-18, 05:35 PM
আমি ডেইলি টাইমফ্রেমে ট্রেড করি এবং প্রাইজ একশন সিস্টেম দিয়ে। সুতরাং আমার কাছে সেশন কে খুব একটা গুরুত্ব পূর্ন মনে হয় না আমি যখন সময় পাই তখনই মার্কেট দেখি এবং আমি দেখি কোন সেটাপ পাওয়া যায় কি না। তবে সেশনের সময় মার্কেট তারাতারি মুভ করে এতটুকুই বোঝা যায়। আমার সিস্টেম দিয়ে বেশী ট্রেড নিতে পারি না সপ্তাহে ২/১টি সিগ্ন্যাল পাওয়া যায় আবার কোন সপ্তাহে সেটাও পাওয়া যায় না। তাই সেশন কে আমার কাছে গুরুত্ব পূর্ন মনে হয় না।

habibi
2018-03-19, 01:14 PM
আমি ডেইলি টাইমফ্রেমে ট্রেড করি এবং প্রাইজ একশন সিস্টেম দিয়ে। সুতরাং আমার কাছে সেশন কে খুব একটা গুরুত্ব পূর্ন মনে হয় না আমি যখন সময় পাই তখনই মার্কেট দেখি এবং আমি দেখি কোন সেটাপ পাওয়া যায় কি না। তবে সেশনের সময় মার্কেট তারাতারি মুভ করে এতটুকুই বোঝা যায়। আমার সিস্টেম দিয়ে বেশী ট্রেড নিতে পারি না সপ্তাহে ২/১টি সিগ্ন্যাল পাওয়া যায় আবার কোন সপ্তাহে সেটাও পাওয়া যায় না। তাই সেশন কে আমার কাছে গুরুত্ব পূর্ন মনে হয় না।

আসলে যারা প্রাইজ অ্যাকশান স্ট্রেটেজি ব্যবহার করে তাদের জন্য নিউজ ফলো করা মুখ্য নয়। তবে সেন্টিমেন্টাল আনাল্যসিসের জন্য টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আনাল্যসিস দুটির আনাল্যসিস ব্যবহার করতে হয়।
আর আমি বলব যে যার স্ট্রেটেজি ব্যবহার করে ভাল ফল পায় সে তার সেই স্ট্রেটেজি ট্রেড করা ভাল।

শিমুলআক্তার
2018-03-19, 02:26 PM
হ্যা বন্ধু আপনি ঠিকই বলেছেন ফরেক্স ট্রেডিং মার্কেটে যত কারেন্সি পেয়ার রয়েছে তার মাঝে সবচেয়ে গতিশীল পেয়ার হল ইউ এস ডি পেয়ার কারন ইউ এস ডির সাথে যত কারেন্সি জোড় রয়েছে আমার মতে ইউরো ইউএসডি পেয়ারেই মুভমেন্ট সবচেয়ে বেশি এব এই পেয়ারের মুভমেন্ট সবচেয়ে বেশি হয় আবার বাংলাদেশ টাইম সন্ধা ৬টা থেকে রাত ৯টা এই সেষনটা।

jasminbd
2018-03-20, 01:05 PM
আমাদের অধিকাংশই শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপর নির্ভর করে ট্রেড করে কিন্তু এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ ফান্ডামেন্টাল আনাল্যসিস ছাড়া কেবল টেকনিক্যাল আনাল্যসিসের উপর নির্ভর করে নিউজ সেশনের সময় ট্রেড করেন মার্কেট আপনার বিপরীতে চলে গেলে ১০০-২০০ পিপস পর্যন্ত লসের সম্মুখিন হতে পারেন। তাই আমার পরামর্শ হল যারা শুধু টেকনিক্যাল আনাল্যসিসের উপর ভিত্তি করে ট্রেড করেন তার নিউজ সেশনের ট্রেড করা থেকে বিরত থাকুন। নিউজের প্রাভব শেষ হওয়ার পর মার্কেট ট্রেড করুন।

নিউজ টাইম গুলো জানার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে তার মধ্যে একটি হল ইন্সটাফরেক্সের ক্যালেন্ডার- https://www.instaforex.com/bd/forex_calendar
এই ক্যালেন্ডার থেকে আমারা আগে থেকে গুরুত্বপূর্ণ নিউজ গুলো সময় জানতে পারব। আর লাল চিহ্ন গুলো হল হাই ইমপ্যাক্ট নিউজ।

samun
2022-01-16, 04:06 PM
আসলে প্রতিটা কারেন্সিতে ট্রেড করার পূর্বে সেই কারেন্সির ওপর নিউজ প্রকাশিত হওয়ার পরবর্তী সময়ে ট্রেড করাটা সর্বোত্তম সময় এবং এটি সাধারণত ফরেক্স ফ্যাক্টরি নামক সাইটের মাধ্যমে এসকল বিষয় জানা যায় ফরেক্স ফ্যাক্টরি সাইডে বিভিন্ন প্রকারের নিউজ সময় গুলো দেওয়া থাকে যার কারণে অনেক ট্রেডার সেই নির্দিষ্ট সময় গুলোকে কাজে লাগিয়ে ট্রেড করে প্রফিট অর্জন করতে পারে বলে মনে করি

md mehedi hasan
2022-01-21, 08:13 AM
ইউএসডি পিয়ারে ট্রেড করার সর্বোচ্চ উত্তম সময় হলো।দুপুর এর পর থেকে।আপনি যদি মেজর কারেন্সি তে ট্রেড করে থাকেন তাহলে দুপুর থেকে রাত বারোটা পর্যন্ত আপনি ট্রেড করতে পারবেন।আর যদি লং ট্রেড করে থাকেন তাহলে সকালে আপনাকে মার্কেটে ওয়ার্চ করতে হবে।তবে দুপুর এর পর থেকে মার্কেটে এর ভলালিটি ভালো থাকে।

FRK75
2022-04-11, 05:41 PM
আমার দেখা ফরেক্স মার্কেট এ দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মার্কেট ভাল মুভ করে তাই এই সময় মার্কেট ভাল মুভ করে আর মার্কেট একদিন যদি ভাল মুভ করে তাহলে পরের দিন ঘুমায় তাই মার্কেট এ একদিন ভাল মুভ করলে তারপরের দিন আমি আর ট্রেড করি না আমি এই ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করি আপনি দেখবেন মার্কেট এ আপনি ও অনেক কিছু বুঝতে পারবেন।প্রতিটা কারেন্সিতে ট্রেড করার পূর্বে সেই কারেন্সির ওপর নিউজ প্রকাশিত হওয়ার পরবর্তী সময়ে ট্রেড করাটা সর্বোত্তম সময় এবং এটি সাধারণত ফরেক্স ফ্যাক্টরি নামক সাইটের মাধ্যমে এসকল বিষয় জানা যায় ফরেক্স ফ্যাক্টরি সাইডে বিভিন্ন প্রকারের নিউজ সময় গুলো দেওয়া থাকে যার কারণে অনেক ট্রেডার সেই নির্দিষ্ট সময় গুলোকে কাজে লাগিয়ে ট্রেড করে প্রফিট অর্জন করতে পারে বলে মনে করি

Starship
2022-04-11, 09:46 PM
ফরেক্স মার্কেটের অনেক ট্রেডার রয়েছে যারা পেয়ার নির্বাচন করতে পারে না। যার ফলে একজন সফল ট্রেডার হতে পারেনা। সফল ট্রেডার হওয়ার জন্য সঠিক পেয়ার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। ফরেক্স মার্কেটে এমন অনেকেই রয়েছে যেগুলো মুভমেন্ট অত্যন্ত বেশী। উক্ত পেয়ারগুলোতে ট্রেড করলে ব্যালেন্স 0 হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন- ক্রুড অয়েল, গোল্ড, বিটকয়েন। আবার অনেক পেয়ার রয়েছে যেগুলো ট্রেড করা নিরাপদ। তার মধ্যে USD রিলেটেড যেসকল রয়েছে সে সকল পেয়ারগুলো ট্রেড করা নিরাপদ। যেমন- eur/usd, gbp/usd, usd/jpy.