PDA

View Full Version : নতুন বাড়ি বিক্রয়



habibi
2018-03-15, 01:25 PM
এই সূচক গত মাসে বিক্রি হওয়া নতুন বাড়ির সংখ্যাকে প্রকাশ করে। বাড়ি বিক্রি বেড়ে যাওয়া মানে আবাসন খাতের দ্রুত অগ্রগতি যা সমগ্র অর্থনীতিতে ভাল প্রভাব ফেলে। নতুন বাড়ি বিক্রির সূচক আবাসন খাতের প্রবণতা তৈরি করে যা ভবন তৈরির অনুমতি পাওয়া এবং তৈরির কাজ সম্পন্ন করার প্রাথমিক পর্যায় এবং বৃহদাকারে অর্থনৈতিক অগ্রগতি নির্দেশক হিসেবে কাজ করে।
নমুনা সংখ্যা হল বাড়ি বিক্রিতে গত মাসের চেয়ে কম পরিবর্তিত সংখ্যা।

hasem79
2018-03-17, 10:10 PM
এই নিউজটাই আমার কাছে যার পর নাই অপরিচিত মনে হচ্ছে। আমার মনে পড়ে না এমন কোন নিউজের নাম শুনেছি। তবে থাকলে থাকতে পারে। কারণ এত বিচিত্র জগতে কয়টা জিনিসেরেই বা খেয়াল রাখতে পারি আমরা। তবে আরও বিস্তারিত বললে এবং একই সাথে ইংরেজিতে এটাকে কি বলে প্রকাশ করা হয় তাও উল্লেখ করলে আমার মত নবীন ট্রেডারের খুবই উপকার হত।

habibi
2018-03-18, 02:02 PM
এই নিউজটাই আমার কাছে যার পর নাই অপরিচিত মনে হচ্ছে। আমার মনে পড়ে না এমন কোন নিউজের নাম শুনেছি। তবে থাকলে থাকতে পারে। কারণ এত বিচিত্র জগতে কয়টা জিনিসেরেই বা খেয়াল রাখতে পারি আমরা। তবে আরও বিস্তারিত বললে এবং একই সাথে ইংরেজিতে এটাকে কি বলে প্রকাশ করা হয় তাও উল্লেখ করলে আমার মত নবীন ট্রেডারের খুবই উপকার হত।

নতুন বাড়ি বিক্রয় এই ইনডিকেটরটির ইংরেজি নাম হল New Home Sales। আপনি হয়ত খেয়াল করেননি করান New Home Sales এই নিউজের ইমপ্যাক্ট হল মধ্যম মানের। আসলে অনেক আছে যারা শুধু মাত্র হাই ইমপ্যাক্ট নিউজগুলো ফলো করে। নিচের এই স্ক্রীনশর্টটি দেখুন- আগামি ২৩শে মার্চ বাংলাদেশ সময় রাত ৮ বাজে এই নিউজটির ডাটা প্রকাশ পাবে।
5567

jasminbd
2018-06-24, 03:05 PM
আমি সকলকে অবহিত করছি যে আগামীকাল ২৫শে জুন রোজ মঙ্গল বার বাংলাদেশ সময় 8:00pm মার্কিন আদমশুমারি ব্যুরো নতুন বাড়ি বিক্রয় ( New Home Sales)এর ইকনোমিক নিউজ নিউজ প্রকাশ করবে। এটি একটি মিডিয়াম ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 662K আর এই মাসে এর পূর্বাভাস হল 665K। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।

Rokibul7
2020-05-15, 11:43 AM
usd কারেন্সির এই নিউজ মাসের কত তারিক রিলিজ করে এবং এর ইফেক্ট মাকেটের কেমন মুভমেন্ট না কত পিপস উঠানামা করে।কেও জানাবেন plz।