PDA

View Full Version : ট্রেড এন্ট্রি নেয়ার স্টেপ বা ধাপ গুলো কি ক



Nishpap Papi
2018-03-15, 05:30 PM
ট্রেডে এন্ট্রি নেয়ার পূর্বে আমাদের সকলের নির্দ্ধিষ্টকিছু প্ল্যান বা পরিকল্পনা থাকে. আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করে ট্রেড করতে কিছু ধাপ বা স্টেপ অনুসরণ করি.
আমি ট্রেড দেয়ার পূর্বে যে ধাপ গুলো অনুসরণ করি সেগুলো হলো________
১. চার্ট ওপেন করে খোঁজে দেখি কোন কোন পেয়ার এর প্রাইস সাপোর্ট অথবা রেসিস্টেন্স এর কাছে আছে এবং কোনো প্রাইস অ্যাকশন সিগন্যাল আছে কিনা.
২. যদি কোনো সিগন্যাল খোঁজে পাই তখন দেখি এই ট্রেডে এন্ট্রি নিলে আমার স্টপ লস কত পিপ্স হবে
৩. যদি স্টপ লসএর পিপ্স আমার কন্ট্রোলে থাকে তখন দেখি এই ট্রেড এর রিস্ক:রিওয়ার্ড কত হবে. যদি কমপক্ষে ১:২ হয় তবেই ট্রেডে এন্ট্রি নেয়ার চেষ্টা করি.
৪. রিস্ক রিওয়ার্ড ঠিক করার পর আমি লট সাইজ ক্যালকুলেটর দিয়ে বের করি কত লটেএই ট্রেডে এন্ট্রি নিবো. আমি যদি একটা ট্রেডে $১০ রিস্ক নেই তখন লট বের করার জন্য স্টপ লস যত ততকে $১০ দিয়ে ভাগ করে যা হবে তত লটে ট্রেড এন্ট্রি নেই. লট size= নম্বর অফ পিপ্স ফর স্টপ লস/এমাউন্ট অফ $ ই ওয়ান্ট তো তাকে রিস্ক.
আমার তা জানলেন এবার আপনাদের তা বলুন শুনি.

Mamun13
2018-03-15, 08:20 PM
আমি অধম যদিও ফরেক্স ট্রেডের সবকিছুই পরিষ্কারভাবে জানি না তার পরেও যখন ট্রেড করতে বসি তখন অল্প কিছু বিষয় লক্ষ্য করেই entry করি৷প্রথমে ট্রেডিং সেশন দেখি, তারপর সেশন অনুসারে সংশ্লিষ্ট পেয়ারগুলোর প্রতিদিনের ছোট বড় কি কি নিউজ রয়েছে সেগুলো এক নজরে দেখে থাকি৷এরপর টেকনিক্যাল এনালাইসিসের ক্ষেত্রে হায়ার টাইমফ্রেম অনুসারে trend দেখি, support/resistance লেভেলগুলো পরিষ্কারভাবে দেখে থাকি৷ যদি সংশ্লিষ্ট পেয়ারের ক্যান্ডেলস্টিক গুলো কোন সাপোর্ট লেভেল এ বিভিন্ন ধরনের Indecision form তৈরি করে close হচ্ছে তাহলে Buy entry করি আর যদি রেসিসট্যান্স লেভেলে ক্যান্ডেলস্টিক গুলো বিভিন্ন ধরনেরIndecision form তৈরি করে close হচ্ছে তাহলে Sell entry করি৷এরপরে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সের তুলনায় মানি মেনেজমেন্ট হিসাব করে টেকপ্রফিট +স্টপলস দিয়ে risk reward ratio 1:2/1:3 সেট করে এন্ট্রি করি৷সর্বনিম্ন লট সাইজে এন্ট্রী করি যেন মার্কেটে টিকে থাকতে পারি৷

hasem79
2018-03-15, 10:06 PM
আমি চোখ বন্ধ করে বাই/সেল খেলি। আমি এত এত চিন্তা করে সময় নষ্ট করার পক্ষপাতি না। তাই হুতাশে যখন যে পেয়ারে মন চায় ট্রেড নিতেই থাকি যতক্ষণ ফ্রি মার্জিন থাকে। এক পর্যায়ে সেই চিরাচরিত স্টপ আউট এবং নতুন নতুন হতাশা। আজ পর্যন্ত কন্টিনিউ প্রফিট বা ব্রেক্ ইভেন এ থাকতে পারলাম না। এই দুঃখ রাখারও জায়গা পেলে হয়।

maziz6989
2018-03-15, 10:23 PM
আমার মতে একটা এন্ট্রি নেবার আগে সবার আগে আপনার দেখা উচিত এই ট্রেড টা কতটা লজিক্যাল। যদি লজিক্যাল লেভেল থেকে প্রপার এন্ট্রি নিতে পারেন তবেই হয়তবা প্রফিট এর আশা করলেও করতে পারেন। আর যদি ঠিক ভাব এন্ট্রি না নিতে পারেন ( লেইট/আর্লি) তবেই সেরেছে।

Nishpap Papi
2018-03-16, 05:41 AM
আমি চোখ বন্ধ করে বাই/সেল খেলি। আমি এত এত চিন্তা করে সময় নষ্ট করার পক্ষপাতি না। তাই হুতাশে যখন যে পেয়ারে মন চায় ট্রেড নিতেই থাকি যতক্ষণ ফ্রি মার্জিন থাকে। এক পর্যায়ে সেই চিরাচরিত স্টপ আউট এবং নতুন নতুন হতাশা। আজ পর্যন্ত কন্টিনিউ প্রফিট বা ব্রেক্ ইভেন এ থাকতে পারলাম না। এই দুঃখ রাখারও জায়গা পেলে হয়।

ভাই আপনি নিজের ট্রেডিং এর জন্য একটা মডেল দ্বারা কোরান যে মডেলে আপনি সবসময় ট্রেড করবেন. সবচেয়ে বড় কথা হচ্ছে ফরেক্স নিয়ে আপনাকে পড়তে হবে. আপনাকে টেকনিকাল এনালাইসিস অথবা ফান্ডামেন্টাল এনালাইসিস এর মধ্যে যেকোনো একটা শিখতেই হবে. আপনার সফলতার জন্য আপনাকে বলতেসি এই ওয়েব সাইট (http://www.learntotradethemarket.com/) তা থেকে ঘুরে আসুন. এখানে অনেক কিছু শিখতে পাবেন. নিয়াল ফুলারের এই ওয়েব সাইট টাই আমার ট্রেডিং লাইফ কে পাল্টে দিসে.

expkhaled
2018-03-16, 12:14 PM
আসলে কি মোটামুটি সবাই একই সিস্টেমে ট্রেড করেন যারা ভাল ট্রেড করতে চান বা যারা মোটামুটি ফরেক্স এ ভাল আয় করতে পারেন। কারণ ফরেক্স মানে কিছুই না শুধু কিছু নিয়মাবলী ঠিক রেখে ট্রেড করে সাইকোলজি ডেভেলপ করা। মার্কেট এ টিকে থাকার একটি কৌশল হলো মানিম্যানেজমেন্ট এবং যতটা পারা যায় নিজস্ব নির্ভর যোগ্য সিস্টেম এর মধ্যে ট্রেড করা। আসলে ফরেক্স মার্কেট শুধু ট্রেড এ এন্ট্রি নিয়েই লাভবান হওয়া যাবে না। একটি সিস্টেম এর সিগ্ন্যাল অনুযায়ী ট্রেড করতে হবে তাহলেই হলো। অার রিস্ক সব সময় পুরো একাউন্টের ১% তাহলে মার্কেট এ টিকে থাকতে পারবেন। এই কয়েকটি নিয়ম মানতে পাড়লে আর বেশী কিছু করা লাগবে না।

Starship
2022-04-11, 11:23 PM
আমাদের প্রত্যেকেরই উচিত যে ট্রেডটি নেওয়ার পূর্বে নিজস্ব কিছু কৌশল অবলম্বন করে ট্রেড সিদ্ধান্ত নেওয়া। ট্রেড সিদ্ধান্তের উপর ভিত্তি করে আপনার সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে। কেননা আপনি যদি সঠিকভাবে চলছে কিন্তু নিতে না পারেন তাহলে করেছে প্রফিট করতে পারবেন না। আমি ট্রেড নেওয়ার পূর্বে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করে থাকি ট্রেড নেওয়ার পূর্বে। কেননা এনালাইসিস এর উপর ভিত্তি করে মার্কেটে অনেক মুভমেন্ট হয়ে থাকে। এছাড়াও সাপোর্ট লাইন থেকে buy এবং রেসিসটেন্স লাইন থেকে sell দিয়ে ট্রেড করে থাকি।

samun
2022-05-31, 09:22 AM
মার্কেটে ট্রেড নেওয়ার আগে সর্বপ্রথম কারেন্সি নির্বাচন করতে হবে সেই কারেন্সি এর ওপর কোন নিউজ আছে কিনা তা দেখতে হবে দীর্ঘ সময় যাবত প্রতিটি টাইমফ্রেমে মার্কেটের মুভমেন্ট বুঝতে হবে সে কারেন্সির উপরে খুব ভালোভাবে এনালাইসিস করতে হবে তারপরে সকালের ট্রেড নিতে হবে, না হলে অ্যাকাউন্ট ঝুঁকির মুখে পড়ে যেতে পারে