PDA

View Full Version : কোন সময় ট্রেড করবো



riponinsta
2018-03-17, 09:57 AM
ফরেক্স মার্কেট এ অনেক নতুন ট্রেডার আছে যারা বুঝতে পারে না তারা কোন সময় এ ট্রেড করবে আমি তাদের বলবো আপনি আপনার ট্রেডিং সিস্টেম টা ভাল করে দেখুন যেই সময় এ সব থেকে বেশি ট্রেড আসে সেই সময় এ আপনি ট্রেড করুন কারন সেই সময় ট্রেড করলে আপনি অনেক বেশি লাভ করতে পারবেন আর একবার ট্রেডিং সিস্টেম কে ভাল মত কাজে লাগাতে পারলে আর পিছে ফিরে তাকাতে হবে না

Mamun13
2018-03-21, 06:44 PM
আমি বলব আপনারা আপনাদের প্রত্যেকের নিজ নিজ ট্রেডিং স্ট্রেটিজি অনুসারে ট্রেডিং চার্ট গুলো সঠিকভাবে এনালাইসিস করে নিশ্চিত হয়ে নিন-কখন ট্রেড করা উচিত এবং কখন ট্রেড করা উচিত নয়৷এটা অবশ্যই আপনার trading strategy বলে দিতে পারে৷ এছাড়াও ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সারা বিশ্বব্যাপী ৪টি ট্রেডিং সেশন রয়েছে যে সময় গুলোতে নির্দিষ্ট পেয়ারগুলো সর্বাধিক লেনদেন হয়ে থাকে৷তাই প্রতিটি trading সেশনে নির্দিষ্ট পেয়ারগুলোতে ট্রেড করা সর্বাধিক লাভজনক বলে প্রমাণিত৷এজন্য নির্দিষ্ট সেশন দেখে বুঝে নির্দিষ্ট পেয়ারে ট্রেড করার চেষ্টা করুন৷

iloveyou
2018-03-21, 07:02 PM
ভাই ফরেক্স মার্কেটে আপনি যখন ইচ্ছে তখন ট্রেড করে প্রফিট নিতে পারবেন। কেননা এখানে ট্রেডিং এর ভাল কিংবা মন্দ এরকম কোন নির্ধারিত সময়সীমা নেই। তাই আপনি যে কোন সময় আপনার সিস্টেম অনুযায়ী যেখানেই সিগনাল পাবেন সেখানেই ট্রেড করবেন, এখন সেটা দিন কিংবা রাত যে কোন সমেয়েই হোক না কেন, সেটাই হবে আপনার উপযুক্ত সময়।

Md.shohag
2020-07-23, 04:10 PM
ভাই ফরেক্স মার্কেটে আপনি যখন ইচ্ছে তখন ট্রেড করে প্রফিট নিতে পারবেন। কেননা এখানে ট্রেডিং এর ভাল কিংবা মন্দ এরকম কোন নির্ধারিত সময়সীমা নেই। তাই আপনি যে কোন সময় আপনার সিস্টেম অনুযায়ী যেখানেই সিগনাল পাবেন সেখানেই ট্রেড করবেন, এখন সেটা দিন কিংবা রাত যে কোন সমেয়েই হোক না কেন, সেটাই হবে আপনার উপযুক্ত সময়।

Devdas
2020-07-23, 04:22 PM
ফরেক্স এ ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই। ফরেক্স মার্কেট সাপ্তাহি ৫ দিন ই ২৪ ঘন্টা খোলা থাকে। আপনি আপনার পজিশন ও সঠিক টার্গেট করে ফরেক্স এ ট্রেড করে ফরেক্স থেকে আয় করতে পারেন। এছাড়া ফরেক্স মার্কেট এ অনেক ধরনের টুলস ও এনালাইসিস করে নিউজ দেখে সঠিক ধারনা নিয়ে পজিশন মত ট্রেড করে আয় করতে পারেন। ধন্যবাদ।

Emamul
2020-07-23, 04:33 PM
ফরেক্স মার্কেট সপ্তাহের ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে।কতো গুলো সেশন আছে মার্কেট সেশন অনুযায়ী মুভমেন্ট করে। অবে আমার দেখা মতে মার্কেট দুপুর দুইটার পর থেকে মার্কেটে ভোলাটিলিটি বেড়ে যায়। তাই এই সময় ট্রেড করা ভালো । দুপুর দুইটা থেকে রাত ১০ টা পর্যন্ত মার্কেটে ভোলাটিলিটিওনেক বেড়ে যায়।

habibi
2020-07-23, 04:39 PM
USD ট্রেড করার সর্বোত্তম সময়

যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র। ইউরোপীয় সেশনের পরে, এটা দিনের তৃতীয় ট্রেডিং সেশন। এই অধিবেশন চলাকালীন সময়ে দিনের বিশ্বের মোট কারেন্সি ট্রেডিং ভলিউমের প্রায় ২০% এই অধিবেশনে হয়ে থাকে। যেহেতু নিউ ইয়র্ক রিজিওনে ট্রেডিং ভলিউম বৃহত্তম অংশ প্রায় ১৯ শতাংশ পায়, তাই এটি মার্কিন ট্রেডিং সেশনের জন্য সদর দপ্তর। মার্কিন অধিবেশনের প্রধান ফোকাস কারেন্সি হল মার্কিন ডলার (USD) হয়। এই সময় মার্কিন ডলার লেনদেনের সর্বচ্চো লেনদেন হয় বলে এর ভোলাটিলিটিও বেড়ে যায়।

মার্কিন সেশন 8am (ET) থেকে 5pm (ET) পর্যন্ত চলে আর বাংলাদেশ সময় সন্ধ্যা 6PM থেকে শুরু হয়ে 3 AM পর্যন্ত চলে।
রিস্ক-টেকার ট্রেডার জন্য:
মার্কিন সেশনের সময় ট্রেডার জন্য মধ্যম থেকে উচ্চ পর্যায়ের ঝুঁকি থাকে। এটি স্টক এবং বন্ড মার্কেটের সঙ্গে তার সংযুক্ততা থাকার কারণে রিস্ক-টেকার ট্রেডার জন্য এই সময় ট্রেড করা বড় চ্যালেঞ্জের।
এই সেশনের সময় নিচের এই পেয়ারগুলোর মোটামুটি ভালই পিপ্স মুভমেন্ট হয়:
* GBP/USD
* GBP/JPY
* USD/JPY

এই সময় এই পেয়ারগুলোর গড় পিপ্স মুভমেন্ট রেঞ্জ হল ৯৫ পিপস। এছাড়াও এই সেশনের সময় EUR/USD পেয়ারও একটি শক্তিশালী বিকল্প হতে পারে, তবে ইউরোপীয়-আমেরিকান ক্রসওভারের সময় এটির সবচেয়ে বেশি মুভমেন্ট হয়ে থাকে।

আরেকটি কার্যকরী বিকল্প পেয়ার হল হল USD/CAD, এই সময় গড়ে ৮০ পিপ্স এর মত উঠানামা করে।