PDA

View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে/পর্ব-২৫



Mamun13
2018-03-17, 07:16 PM
কারেন্সী কো-রিলেশন দেখে নিন- ট্রেড করার পূর্বে অবশ্যই কারেন্সি কো-রিলেশনের বিষয়টি আমাদেরকে লক্ষ রাখতে হবে৷যেমন us ডলারের ওপর যদি কোনো বড় ধরনের নিউজ প্রকাশিত হয় তখন us ডলারের বিপরীতে যতগুলো পেয়ার যুক্ত থাকবে সে গুলোকে অবশ্যই লক্ষ করতে হবে৷যদি us ডলারের ওপর মূল্য বৃদ্ধি হয় তাহলে অবশ্যই euro/gbp/jpy/aud/nzd/cad ইত্যাদি কারেন্সিগুলোর মূল্য হ্রাস ঘটে থাকে৷অর্থাৎ যদি us ডলারের মূল্যবৃদ্ধি হয় এবং ট্রেডারগণ যদি usd পেয়ারে buy করতে শুরু করেন তাহলে eur/usd,gbp/usd,aud/usd,nzd/usd,cad/usd ইত্যাদি পেয়ারগুলোতে buy করা উচিত নয়৷অবশ্যই sell এন্ট্রী করতে হবে৷ঠিক একইভাবে যদি us ডলারের মূল্য হ্রাস ঘটে এবং আমরা যদি এইসব পেয়ারে sell এন্ট্রী করি তাহলে কখনই সেগুলো প্রফিট নিয়ে আসবে না বরং লস গুণতে গুণতে হারিয়ে যাবেন৷এভাবে প্রত্যেকটি কারেন্সির কো-রিলেশন অর্থাৎ একটি কারেন্সির মূল্যের সাথে অন্য আরেকটি কারেন্সীর মূল্যের হ্রাস-বৃদ্ধির একটা প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে৷এটা অবশ্যই লক্ষ রেখে ট্রেড করতে হবে৷

Rokibul7
2020-05-17, 02:34 PM
খুবই সুন্দর পোষ্ট করেছেন ভাই,কোরিলেশন টেড সম্পকে ধারনা দিলেন।ঠিকই বলেছেন কোন মূদ্রা মান বৃদ্ধি পেলে তার সাথে রিলেটেড সকল পেয়ারেই সেই মূদ্রা বৃদ্ধি পাওয়ারই কতা। ধন্যবাদ