PDA

View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে/পর্ব-২৬



Mamun13
2018-03-17, 07:31 PM
নিরাপদ কারেন্সী পেয়ার eur/usd তে ট্রেড করা উচিৎ ও লাভজনক৷ফরেক্স মার্কেটে অনেকগুলো কারেন্সি পেয়ারের মধ্যে সর্বাধিক জনপ্রিয় এবং নিরাপদ কারেন্সি পেয়ার হচ্ছে eur/usd৷কারণ eur/usd পেয়ারটিতে সারা পৃথিবীর সর্বাধিক লেনদেন হয়ে থাকে৷তাই বিশ্বের সকল ট্রেডারগণ eur/usb তে সর্বাধিক ট্রেড করতে পছন্দ করে থাকেন৷eur/usd পেয়ারের ভলাটিলিটি অন্যান্য কারেন্সি পেয়ারের তুলনায় কিছুটা কম এবং অবশ্যই নিরাপদ৷এজন্য নবাগত শিক্ষার্থী ট্রেডারদের জন্য শুরুর দিকে eur/usd পেয়ারে ট্রেড করা অত্যন্ত সুবিধাজনক ও নিরাপদ৷পক্ষান্তরে usd/jpy,gbp/usd, eur/jpy,gbp/jpy ইত্যাদি পেয়ারে ট্রেড করা একটু বেশি ঝুঁকিপূর্ণ যদিও এগুলোতে তুলনামূলক বেশি প্রফিট করা যায়৷তবে এইসব অন্যান্য পেয়ারগুলোতে ট্রেড করতে হলে দীর্ঘদিনের নিয়মিত বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন পড়ে৷এজন্য এইসব পেয়ারগুলো তুলনামূলক ঝুঁকিপূর্ণ৷তাই নবাগত শিক্ষানবীস ট্রেডারগণ দীর্ঘদিন যাবৎ eur/usd পেয়ারে নিয়মিত ট্রেড করতে চেষ্টা করবেন ৷

alamsat
2018-03-19, 09:52 PM
আমি ও অনেক গুলা পেয়ার এ ট্রেড করছি। কিন্তু eur/usd তে ট্রেড করে কখনো লস হয়নি. হলে ও খুব ই সামান্য. কিন্তু অন্যান পেয়ার এ ট্রেড করলে লস হলে অনেক বেশি হয়. তাই আমি মনে করি নিয়মিত লাভ করতে হলে eur/usd তে ট্রেড করাটা অনেক ভালো.

expkhaled
2018-03-20, 06:48 PM
eur/usd তে ভোলাটিলিটি কম থাকার কারনে ঠান্ডা মাথায় এনলাইসিস করা যায়। তবে অনেক সময় দেখা যায় মার্কেট সাইডওয়েতে চলে যায় তখন ট্রেড না করাই ভাল। যেকোন পেয়ারে মার্কেট যখন সাইডওয়েতে চলে তখন ট্রেড না করাই উত্তম। শুধু মাত্র eur/usd তে এনালাইসিস করতে আমাদের অনেক সময় ধৈর্য নিয়ে ট্রেড করতে হবে কারণ লং টাইমফ্রেমে সিগ্ন্যাল কম পাওয়া অবশ্য ছোট টাইমফ্রেমে সিগ্ন্যাল পাওয়া ভালই। আমার ট্রেডিং সিস্টেম লং টাইম ফ্রেমে সেই কারনে অনেক সময় নিয়ে নিতে হয়।

Rokibul7
2020-05-16, 01:47 PM
আমি শুরুতে বিভিন্ন ক্রস কারেন্সিতে এলো মেলো টেলিগ্রাম গ্রুপের সিগনালে টেড দিতাম,লস হতো পুরাটাই।আমি এখন ভাবছি শুধু মাত্র মেজর পেয়ার গুলো তে টেড করবো।এর ভেতরেeur/usd এবংgbp/usd তপ টেড করবো।

JUHAIRJABIR2
2020-05-16, 03:10 PM
আমি একটা পেয়ার এ ট্রেড করতে ভালবাসি। আর আমার পছন্দের পেয়ার কি হচ্ছে ইউরোইউএসডি। কারন একজন সুইং ট্রেডার হিসেবে আমার ট্রেডিং কৌশল সব সময় ভালো কাজ করে এই পেয়ার এ।