PDA

View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে/পর্ব-২৭



Mamun13
2018-03-17, 07:39 PM
প্রথমে নিউজ ট্রেডিং দেখুন-শিখুন-বুঝুন-নিউজ ট্রেড করতে আমরা অনেকেই খুব আগ্রহী থাকি কারণ আমরা দেখি নিউজ আওয়ারেই মার্কেটে প্রচুর লেনদেন হয় এবং অনেক বেশি পিপস এ সময় movement করে থাকে৷আর এজন্যই নিউজ আওয়ারে ট্রেড করতে পারলে প্রচুর প্রফিটও পাওয়া সম্ভব হয়৷কিন্তু এই নিউজগুলি মূলত অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারদের জন্যই সম্ভব হয়৷আর নতুন শিক্ষার্থী ট্রেডারদের এই নিউজ আওয়ারে ট্রেড না করে বরং মার্কেট সেন্টিমেন্ট ভালোভাবে দেখা ও পরিষ্কারভাবে বোঝা খুবই জরুরী৷আমরা যদি কোনো কাজ করতে চাই তাহলে প্রথমে সেই কাজ সম্পর্কে ভালভাবে দেখতে হবে,বুঝতে হবে,জানতে হবে এবং ধীরে ধীরে সেগুলো প্রয়োগ করতে হবে৷ এভাবেই আমাদের কিছু কিছু করে অভিজ্ঞতা অর্জন হতে থাকবে৷ফরেক্স ট্রেডেও ঠিক একই রকম বিষয় ঘটে থাকে৷নিউজ ট্রেডিং করতে হলে অবশ্যই প্রথমে নিউজ ট্রেড দেখতে হয়,জানতে হয়৷এজন্য নিউজ আওয়ারে ট্রেড না করে বরং চুপচাপ বসে থেকে মার্কেট সেন্টিমেন্ট দেখায় নতুনদের জন্য নিরাপদ হবে৷

Rokibul7
2020-05-17, 02:31 PM
হুম ভাই,নতুনদের নিউজ টেডের খুব ভাল একটা অভিজ্ঞতা শেয়ার করলেন।আমি আসলে নিউজ সম্পকে কোন কিছু জানি না বা ধারনা নেই।আমি জানি না কোন নিউজ কেমন মুভমেন্ট তৈরি করে।তবে আমও নিউজ এর সময় টেড করি না। এনালাইসিস এ ব্যাস্ত আছি।