PDA

View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে/পর্ব-৩০



Mamun13
2018-03-17, 08:11 PM
নিয়মিত লেগে থাকুন দীর্ঘদিন ব্যাপী-ফরেক্স মার্কেটে ট্রেডাররূপে প্রতিষ্ঠিত হতে চাইলে আপনাকে অবশ্যই দীর্ঘদিন যাবৎ শিখার জন্য মন মানসিকতা তৈরি করে লেগে থাকতে হবে৷হতে পারে কয়েক বছর ! কারণ আপনি কখনোই কারোও কাছ থেকে হাতে কলমে ফরেক্স এর সঠিক,বাস্তব সম্মত ও কার্যকরী সকল কৌশল গুলো শিখতে পারবেন না৷এটা সম্ভব নয়৷তাই অসংখ্য সোর্স থেকে ফরেক্স ট্রেডের খুঁটিনাটিসহ সকল কৌশলাদি একটু একটু করে ধীরে ধীরে সংগ্রহ করতে হয় এবং সেগুলো দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হয়৷এজন্য দীর্ঘ সময় যাবত অত্যন্ত ধৈর্য্য ধরে লেগে থাকতে হয়৷যারা ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হয়েছেন তারা ৫/৬ বছর যাবত একটানা লেগে থেকেই শিখেছেন৷তাই আমাদেরকে অবশ্যই ফরেক্স ট্রেড শিক্ষার জন্য নিয়মিত দীর্ঘদিন লেগে থাকতে হবে এবং এর কোন বিকল্প নাই৷

hasem79
2018-03-17, 10:14 PM
লেগে থাকার ইচ্ছা ছিল কিন্তু মাঝে মাঝে নিজের এমন পর্যায়ের ভূল হয়ে যায় যার জন্য মন চায় মার্কেট ছেড়ে ছুড়ে চুপচাপ বসে থাকি। যদি খালি লসিই করতে হয় তবে কি দরকার এই মার্কেট এ ঘুরাঘুরি করার। লস করার অনেক জায়গা আছে সেখানে গেলেই তো হয়। কেন শুধু শুধু সময় আর শ্রম নষ্ট করা।

alamsat
2018-03-18, 11:11 AM
আমি ফরেক্স মার্কেট এ নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই. এর জন্য নিয়মিত ফোরাম এর সকল পোস্ট পড়ি. বিভিন্ন নিউজ পড়ি. আমি জানি আমি ফরেক্স মার্কেট এ এখনো একটি শিশু। তারপর ও লেগে আছি একদিন তো অনেক কিছু শিখতে পারবো। তাই ৫ বছর ১০ বছর যাই লাগুক না কেন.

Rokibul7
2020-05-17, 01:38 PM
প্রথম প্রথম শুধু টেড করতাম,না বুঝেই করতাম।লাভ লস দুটোই হতো।তার পর বেশি লটে শুরু করলাম লস গুনতে লাগলাম।এবার একটু মাথায় চিন্তা চাপলো কিরে লস হয়ে যাচ্চে।এভাবের দিন যাচ্চে আর ফরেক্স এর লোড মাথায় শাখা প্রশাখা গজাচ্ছে।আমি বেশি দিন না বছর খানেক হবে ফরেক্স এ ডুকেছি তাও আবার বোনাস দিয়ে।তবে একানে একটা ব্যাপার ফলো করলাম যে এটা খুবই রিক্সি একটা মাকেট এখানে দক্ষতা আর অভিজ্ঞতা না থাকলে টিকে থাকা দুস্কর।তাই মবে নতুন চিন্তা এলো,ফরেক্স এর সাথে লেগে থাকার দেখি কতটা শিখতে পারি।