View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে/পর্ব-৩১
Mamun13
2018-03-17, 08:28 PM
প্রতিদিনের নিউজ ইমপেক্টগুলো দেখে নিন- প্রতিদিন ট্রেড করার পূর্বে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রয়োজনে বিভিন্ন নিউজ সাইট থেকে ছোট-বড় কমবেশি সব গুলো নিউজ একনজরে দেখে নিবেন৷এই নিউজ আওয়ার গুলোতে যারা বেশ দক্ষ-অভিজ্ঞ ট্রেডার তারা প্রচুর প্রফিট করে থাকেন৷তারা সারাদিন মার্কেটের বা পিসির সামনে বসে থাকেন না৷বসে থাকার কোনো প্রয়োজনই নাই৷তারা শুধু নির্দিষ্ট নিউজ ইম্প্যাক্ট গুলোর অপেক্ষায় থাকেন এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদের নিতে সক্ষম হন৷কাঙ্ক্ষিত প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যান বসে থকেন না৷আমরা নতুন শিক্ষার্থীরা অবশ্যই এইসব নিউজগুলো গুরুত্ব সহকারে লক্ষ্য করবো এবং মার্কেট সেন্টিমেন্ট এনালাইসিস করবো৷কারণ এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মূল বিষয় হচ্ছে এই নিউজ ইমপেক্টগুলো প্রতিনিয়ত লক্ষ্য করা৷
hasem79
2018-03-17, 10:13 PM
অনেক সময় দেখি , কিন্তু বেশিরভাগ সময়ই দেখা হয়ে উঠে না। এক সময় প্রতিদিনই দেখতাম এবং লিখেও রাখতাম। এখন আর তা করি না। হয়ত বা আবারও ফুল টাইম ট্রেড করলে করতে পারি। ঠিক নেই এই মার্কেট এ থাকব কি না। তবে না থাকলেই মনে হয় ভাল করব। থাকলে ঠিক মত করে সব কিছু করার চেষ্টা করব।
alamsat
2018-03-18, 11:17 AM
মামুন ভাই আপনার মূল্যবান পোস্ট এর জন্য অনেক ধন্যবাদ। আমি ফরেক্স এর অনেক নিউস পড়ি. কিন্তু আপনি যদি জানতেন কোথায় ভালো ও নতুন নতুন নিউস পাবো খুব উপকার হতো. আর একটা কথা নিউস পড়ে কিভাবে কোন কারেন্সি তে ট্রেড করলে ভালো লাভ হবে জানাবেন প্লিজ।
Rokibul7
2020-05-17, 01:28 PM
আমি ফরেক্স মাকেটে নতুন। আমি তেমন নিউজ এনালাইসিস বুঝি না।আমি ইদানিং নতুন করে স্ট্রটেজি তৈরি করতেছি,তাই শুধু মেজর পেয়ার গুলোর হাই ইম্পেক্ট নিউজ গুলো সেট করে রাখছি।আমি my fxbook এপস থেকে নিউজ পড়ি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.