PDA

View Full Version : ভাল ট্রেডিং সিস্টেম কোনটা



riponinsta
2018-03-18, 11:27 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক ট্রেডিং সিস্টেম পাওয়া যায় আমার কাছে এর মধ্য থেকে ট্রেড করার জন্য ভাল ট্রেডিং সিস্টেম মনে হয় যে ট্রেডিং সিস্টেম এর রিস্ক রেওয়াড ভাল মানে ১ঃ৩ এর বেশি আর যে ট্রেডিং সিস্টেম এ ১০০ টা ট্রেড করলে ৮০ তার বেশি লাভ হয় এমন ট্রেডিং সিস্টেম এ ট্রেড করলে অনেক ভাল করা যাবে ফরেক্স মার্কেট এ

hasem79
2018-04-21, 06:28 PM
আসলে রিক্স রিওয়ার্ড কোন কাজের জিনিস আজকেই আমি প্রথম শুনলাম। আমি আমার কোন ট্রেড এ স্টপলস ব্যবহার করি না। সবগুলোতে ভার্চুয়াল স্টপলস ইউজ করি এবং বেশির ভাগ সময় তা লিখেও রাখি না। আমার একুরেসি এখন পযন্ত ৯০% এর উপরে। হ্যা, আমি কখনও কোন পজিশনে লস নিতে আগেও রাজি ছিলাম না এখনও রাজি নই। জানি না আমার সিস্টেম ভাল না খারাপ। তবে মাঝে মধ্যে বেশ বড় লস নিতেই হয়।

souravkumarhazra6763
2018-06-27, 10:08 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য বিভিন্ন সিস্টেম আছে,কিন্তু আমার কাছে প্রাইস একশান ট্রেডিং সিস্টেম টি সবচেয়ে ভালো লাগে,আর আমি নিজেই এই টা ব্যবহার করি,আমি মনে করি আমরা যদি ভাল ভাবে প্রাইস একশান সিস্টেম লার্ন করি তাহললে মাসিক ১০০০ পিপ্স সহজে বের করতে পারবো।

rafiuqlislam
2018-06-27, 10:23 AM
ফরক্সে ট্রেডিং করার জন্য অনেক ভাল ভাল সিস্টেম আছে।আমার জানা মতে ফরেক্সে যারা ট্রেড করেন তাদের একেক জনের একেক সিস্টেম ভাল লাগে ।আপনি ও ট্র্রেডের ক্ষেত্রে আপনার যে সিস্টেম ভাল লাগে সেই সিস্টেমে ট্রেড করতে পারেন।

abdulguffer
2018-06-29, 06:07 PM
আসলে রিক্স রিওয়ার্ড কোন কাজের জিনিস আজকেই আমি প্রথম শুনলাম। আমি আমার কোন ট্রেড এ স্টপলস ব্যবহার করি না। সবগুলোতে ভার্চুয়াল স্টপলস ইউজ করি এবং বেশির ভাগ সময় তা লিখেও রাখি না। আমার একুরেসি এখন পযন্ত ৯০% এর উপরে। হ্যা, আমি কখনও কোন পজিশনে লস নিতে আগেও রাজি ছিলাম না এখনও রাজি নই। জানি না আমার সিস্টেম ভাল না খারাপ। তবে মাঝে মধ্যে বেশ বড় লস নিতেই হয়।

ভাই , কোন প্রফেশনাল ফরেক্স ট্রেডার কখনো স্টপ লস ছাড়া ট্রেড করেন না । কারণ ফরেক্স মার্কেট হচ্ছে অতিরিক্ত রিস্কি, মার্কেট বিপরীতে দাঁড়িয়ে গেলে ব্যালেন্স জিড়ো হয়ে যেতে পারে । আপনি বলেছেন " তবে মাঝে মধ্যে বেশ বড় লস নিতেই হয়। ", ভাই আপনার একাউন্ট এ পর্যন্ত কতবার জিরো হয়েছে ? নাকি এখনো ডিমো একাউন্ট নিয়েই বসে আছেন ?

abdulguffer
2018-06-29, 06:17 PM
ভালো ট্রেডিং সিস্টেম বলে কিছু নেই, আবার সব সিস্টেমই ভালো । একেক জন ট্রেডার একেক রকম স্ট্রাটেজি ব্যবহার করে ট্রেড করেন । আপনি যেটা ব্যবহার কব্য 85% প্রফিট করেন , ঐ টা ব্যবহার করে আমি হয়তো 20% ও প্রফিট করতে পারবোনা । আবার আমি যেটা দিয়ে ভালো করতে পারি, ঐ টা দিয়ে আপনি হয়তো কন্টিনিউ লস করবেন। আর রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে মানি ম্যানেজ ম্যান্ট এর একটা অংশ । ভালো মানি ম্যানেজ ম্যান্ট , ভালো প্রফিট দিতে পারে ।

Yousuf Habib
2018-09-30, 11:44 PM
আসলে আমি অনেক ব্রকারে দেখেছি এক একটা ব্রকারেএক একটা ট্রেডিং সিস্টেম সো আমার কাছে ইনেস্টাফরেস্ক সব চেয়ে ভাল একটি ট্রেডিং সিস্টেম যেটা সহজে আপনি উপলদ্ধ করতে পারবেন,

SHARIFfx
2018-10-01, 01:24 AM
আমি মনে করি অনেক ট্রেডার অনেক সিস্টেম ফলো করে ভালো আয় করে থাকে। তবে আমি যে বাবে সফলতা পেয়েছি সেটি হচ্ছে নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নিয়ে লাভ বের করা। আর এটিতে আপনাকে ডেইলি কেন্ডেলের উপর চোখ রাখতে হবে কারন ডেইলি কেন্ডেল কোনদিকে মোড় নেয় সেটি বুজতে পারলে প্রফিট করা অনেক সহজ।আর আর একটি বেপার হল লাভ আর লস জা আসুক ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে।

jakaria991
2018-10-24, 10:03 AM
আসসালামুয়ালাইকুম, ভাই ট্রেডিং সিস্টেম সেইটাই ভাল যে ভাবে আপনি কাজ করলে আপনা্র লাভ বেশি হয় । একজন ভাল ট্রেডারকে অনেক নিয়ম মানতে হয় । আপনাকে প্রথমে মার্কেটের অবস্তা জানতে হবে, এনালাইসিস করতে হবে, কেন্দেল স্ত্রিক স্মপ্রকে ভাল ধারনা থাকতে হবে, মানি মেনেজমেন্ত জানতে হবে তারপর সব বুঝে আপনি যখন ট্রেড করবেন তখন সব সিস্তেম ই আপনার কাছে ভাল লাগবে। প্রথমে শিখতে হবে পরে ট্রেড করতে হবে ট্রেডিং সিস্টেম টা হল পরের বিসয়।

shohanjacksion
2018-11-03, 10:01 PM
রিস্ক রিওয়ার্ড থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ফরেক্স ট্রেডিং করার জন্য কি রকম মানের স্ট্র্যাটেজি আপনি ব্যবহার করেন তার উপর। আপনার স্ট্যাটেজি যত ভাল হবে আপনার প্রফিট তত ভাল হবে। ফরেক্স মার্কেটে ১০০% ট্রেডিং সফল স্ট্র্যাটেজির কথা বলতে গেলে আমাকে অনেকেই মারদর করার সম্ভবনাও থাকতে পারে। তবে, ধৈর্য্য ধরে বসে থাকতে পারলে আপনি ১০০% সফল ট্রেডিং করতে পারবেন বলে আমার ধারনা। যদিও দীর্ঘ সময় ধৈর্য্য ধরে আমরা বসে থাকতে পারিনা। সর্বদা মনে হয় যে, এই বুঝি প্রফিট ট্রেড পেয়ে গেছি, কিছুক্ষণ পরেই মনে হয় যে, আর একটু পরে ট্রেড ওপেন করলেই আর একটু ভাল হতো ইত্যাদি। অর্থাৎ সর্বদাই একটি বিভ্রান্তির মধ্যে ট্রেড করে থাকি। আমি প্রতি মাসে ২ থেকে ৫ টি ট্রেড ওপেন করতে পারি যা সব সময়ই প্রফিট করে থাকি। এটি হলো মার্কেট ওপেনিং গেপ দেখে ট্রেড করা।

jakaria991
2018-12-03, 12:01 AM
আসসালামুয়ালাইকুম, ভাই ট্রেডিং সিস্টেম সেইটাই ভাল যে ভাবে আপনি কাজ করলে আপনা্র লাভ বেশি হয় । একজন ভাল ট্রেডারকে অনেক নিয়ম মানতে হয় । আপনাকে প্রথমে মার্কেটের অবস্তা জানতে হবে, এনালাইসিস করতে হবে, কেন্দেল স্ত্রিক স্মপ্রকে ভাল ধারনা থাকতে হবে, মানি মেনেজমেন্ত জানতে হবে তারপর সব বুঝে আপনি যখন ট্রেড করবেন তখন সব সিস্তেম ই আপনার কাছে ভাল লাগবে। প্রথমে শিখতে হবে পরে ট্রেড করতে হবে ট্রেডিং সিস্টেম টা হল পরের বিসয়। তবে, ধৈর্য্য ধরে বসে থাকতে পারলে আপনি ১০০% সফল ট্রেডিং করতে পারবেন ।

abcdilip
2019-09-09, 09:21 AM
ফরেক্স এ ট্রেড করার জন্য অনেক সিস্টেম আছে। অনেক সিস্টেম থেকে প্রফিট করা যায়। যে যে সিস্টেম বা কৌশল থেকে প্রফিট করে তাকে সেই সেস্টেম ফলো করে ট্রেড করা ভাল।

FX7
2019-11-27, 03:28 PM
আমি ভাই নতুন ফরেক্স মাকেটে,ঋমি বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের সিগলান ফলো করি,আর ফোরামে অভিজ্ঞদের কমেন্ট এ অংশ গ্রহন করি।তাতে আমি কিছুটা লাভ করি আর কিছু শিখি।তবে টেলিগ্রটেলিগ্রাম গ্রুপের সিগনাল গুলো বেশির ভাগ প্রফিট দেয়

Rokibul7
2020-03-11, 01:38 PM
ভাই ঠিক আছে স্টপ লস ব্যবহার করলে অতিরিক্ত লস নেওয়া লাগে না তবে আমার তো লস দিতে মনে চায় না ভাই এরকম করে আমি স্টপ লস না লাগিয়ে আমি কিন্তু দুইটা অ্যাকাউন্ট জিরো করে ফেলছি আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে আমি টিপি এবং স্টপ লস সেট করে ট্রেড ওপেন করব তাতে যদি আমার লস হয় হোক

md mehedi hasan
2020-03-14, 02:08 PM
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট প্লেস যেখানে ট্রেড করার জন্য ট্রেডিং সিস্টেমের অভাব নেই।কেউ ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড করে আবার কেউ স্কালাপিং কেউবা সর্ট ট্রেড,লং ট্রেড,রোবট দিয়ে ট্রেড,প্রাইসএকশন ট্রেড,৫০ পারসেন্ট রিটেসমেন্ট ট্রেড,সুইং ট্রেড ইন্ডিকেটার দিয়ে ট্রেড যা বলে শেষ করা যাবেনা।তবে সমস্ত ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করে প্রফিট করা যায়।যদি আপনি উক্ত ট্রেডিং সিস্টেমটি ভালোভাবে আয়ত্ত করতে পারেন।আমি ফরেক্স মার্কেটে মূলত প্রাইসএকশন ট্রেডিং সিস্টেম,নিউজ ট্রেড ও spns সিস্টেমে ট্রেড করছি।

Wajih Toushif
2020-03-15, 03:38 PM
ট্রেডিং ব্যবস্থা বলতে আপনি কোনটি বুঝিয়েছেন তা আমি বুঝতে পারছি না। লেভারেজ এর কথা বলছেন নাকি আমি কোন প্লেন করে ট্রেডিং করছি সেই নিয়ম এর কথা বলছেন ?

Fxxx
2020-03-31, 08:34 PM
আপনি যদি ১০০ টা ট্রেড করে তার মধ্যে ৮০ টাতে প্রফিট করতে পারেন তবে তা অবশ্যই একটি ভালো স্ট্রাটেজি হবে এবং একজন দক্ষ ট্রেডার হিসেবে পরিগনিত হবেন। এরকম ট্রেডার আসলে খুব কমই পাওয়া যাদের উইনিং রেশিও ৮০%।

FREEDOM
2020-04-14, 09:06 PM
প্রত্যেক ট্রেডারের একটি নিজস্ব কৌশল রপ্ত করা উচিত যাতে করে সে নিয়মিত সাফল্য পেতে পারে। আমি সাধারনত কিছু বেসিক নিয়ম মেনেই ট্রেড করে থাকি আমার ট্রেডে রিস্ক রেশিও থাকে ১ঃ২ অর্থ্যাত স্টপলস যা টেক প্রফিট তার দ্বিগুন হয়ে থাকে। আর লট সেট করি নির্দিষ্ট সর্বনিম্ন ০.০১ থেকে ০.০৩ এর মধ্যে।

nubiswas3
2020-04-27, 08:56 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক ধরনের ট্রেডিং সিস্টেম বা কৌশল রয়েছে। প্রত্যেকেই তার নিজস্ব কৌশলে অনুযায়ী ট্রেড করে। তারপরও যারা অভিজ্ঞ ট্রেডার তাদের কৌশলটা অবশ্যই অনুসরণীয়। তবে আমি মনে করি প্রত্যেকে তার নিজস্ব কৌশল অবলম্বন করে সফল হতে পারে।