PDA

View Full Version : রোবট ট্রেড করতে চাই



riponinsta
2018-03-19, 09:50 AM
আপনি যদি ফরেক্স মার্কেট এ রোবট দিয়ে ট্রেড করতে চান তাহলে আপনি যেই রোবট দিয়ে ট্রেড করবেন সেই রোবট এর ট্রেডিং সিস্টেম যদি আপনি জানতে পারেন তাহলে অনেক ভাল লাভ করা যাই আর রোবট দিয়ে ট্রেড করার আগে ডেমো অ্যাকাউন্ট এ টেস্ট করে নিবেন আর কোন সময় কোন টাইম ফেম এ রোবট ভাল কাজ করে তা আপনাকে জানতে হবে

Mamun13
2018-03-20, 07:51 PM
ফরেক্স মার্কেটের রোবট ব্যবহার করে ট্রেড করাটা মোটেই নিরাপদ নয়৷যদিও আমরা নতুন অবস্থায় না জেনে না বুঝে অনেকেই রবোট সিস্টেম দিয়ে প্রফিটেবল ট্রেড করার চেষ্টা করি৷ হয়ত প্রথমদিকে এসব রবোট সিস্টেম দিয়ে কিছু profit করাও সম্ভব হয়৷কিন্তু পরবর্তীতে এসব রবোট অকার্যকর হয়ে যায়৷আর তখন আমরা এসব রবোটের উপর নির্ভরশীলতা হারিয়ে ফেলি৷এজন্য রবোটের উপর নির্ভরশীল না হয়ে আমরা নিজেরা যদি স্বয়ংসম্পূর্ণ ট্রেডার হতে পারি তাহলে সর্বদিক থেকে উত্তম হয়৷এজন্য অন্যের তৈরির সিস্টেম এর পিছনে না দৌড়িয়ে আপনি নিজেই কষ্ট করে দীর্ঘ সময় ব্যয় করে ট্রেডিং কৌশল গুলো আয়ত্ত করতে থাকুন৷এটা সবদিক থেকে নিরাপদ৷আর পরনির্ভরশীলতা কখনোই সঠিক ও ভালো হতে পারে না৷

hasem79
2018-03-21, 06:23 AM
আপনি চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু এটা এমন এক জিনিস যা আপনার একাউন্ট জিরো করার জন্য যথেষ্ট। আমি মনে করি আমাদের রোবটের পেছনে না ছুটে নিজের স্ট্রাটেজি দাড় করানোর পেছনে ছোটা উচিত। কারণ একবার যদি নিজের স্ট্রাটেজি দাড় করাতে পারেন তবেই আপনার কাজ অর্ধেক শেষ।

jasminbd
2018-03-21, 11:30 AM
কোন রোবটই ১০০% সফলতা দিতে পারেননা। আমি অনেকের কাছ থেকে শুনি যে তারা রোবটের কারনে লস করেছে। এর কারন হল না জেনে না বুঝে যেমন তেমন রোবট দিয়ে ট্রেড করা। রোবট সেট করার আগে যা করতে হবে তা হল, প্রথমত হল কোন রোবট দিয়ে লাইভ অ্যাকাউন্টে ট্রেড করার আগে অন্তত এক মাস এটিকে ডেমো অ্যাকাউন্টে মাধ্যমে যাচাইবাছাই করা দরকার। যদি এই একমাস ধারাবাহিক ভাবে রোবট আপনাকে ভাল ফলাফল দিতে পারে তাহলে এটি দিয়ে লাইভ অ্যাকাউন্টে ট্রেড করুন। দ্বিতীয়ত BackTest করুন এবং দেখুন এটি প্রফিট লস রেসিও। রোবটের জন্য ভাল VPS ব্যবহার করুন।

expkhaled
2018-03-21, 02:29 PM
ফরেক্স ব্যবসায় রোবট একটি ধান্দাবাজি ব্যাবসা ছাড়া কিছু নয়। আমি এখনও শুনিনি ফরেক্স এ রোবট ব্যবহার করে লাভবান হয়েছেন। যা শুনেছি শুধু লস। যদি রোবট ভাল কাজ করতো তাহলে তো সবার হাতে হাতে অনেক টাকা থাকতো। কারণ ফরেক্স রোবট ব্যবহার করার মত অনেক মানুষ রয়েছে এই পৃথিবীতে। কিন্ত যারা বুঝে ফরেক্স রোবটের ব্যপারে তারা কখনও রোবট ব্যবহার করেন না। এবং অধিকাংশ ভাল ট্রেডার কখনও ফরেক্স রোবটের ব্যাপারে উতসাহ প্রদান করে না। আমার মতামত ফরেক্স রোবট ব্যবহার করার চেয়ে মার্কেট এনালাইসিস করতে শিখুন।

souravkumarhazra6763
2018-03-21, 04:45 PM
ফরেক্স আপনি যদি চান রোবট দিয়ে করতে পারবেন,কিন্তু আমি মনে করি রোবট ট্রেডিং না করাই উওম,কারণ বেশির ভাগ রোবট ভুল সিগনাল দিয়ে থাকে ফলে আপনি লস এর সামনে পরবেন।এমন কি আপনি একাউন্ট জিরো করে ফেলবেন রোবট এর ভুল সিগনাল এর জরনে তাই মেনুয়াল ট্রেড সব চেয়ে উওম,আর আপনি যদি রোবট দিয়ে ট্রেড করতে চান তাহলে আগে আপনাকে ডেমো তে রোবট এর টেস্ট করতে হবে।

iloveyou
2018-10-05, 09:18 PM
ভাই করিয়েন না, কোন লাভ নেই। আপনি নিজেই রোবট হয়ে যান তাহলেই দেখবেন যে অনেকদূর অগ্রসর হতে পারবেন। কারন ফরেক্স মার্কেটকে বোঝার মতো ক্ষমতা রোবটের নেই। কেননা এই মার্কেটে ট্রেডারের ট্রেডিং দক্ষতা ও জ্ঞানের অভিজ্ঞতাই হলো তার সাফল্যের মূলমন্ত্র। সুররাং সময়কে অবহেলা না করে বরং সেটাকে এখানে মার্কেটে এ্যানালাইসিসের কাজে ব্যবহার করুন।

SHARIFfx
2018-10-06, 12:13 AM
আমার মতে রোবট ট্রেডিং করা টা বোকামি ছাড়াই আর কিছু না। কারন আমরা গরীব জাতি আমাদের এত কেপিটাল নাই যে রোবট কে সাপোর্ট দিবো।আমি এক্সপার্ট এডভাইজার নিয়ে প্রায় ৬ বছর গবেষণা করেছি তবে আমার কাছে মনে হয়েছে যে রোবট ট্রেডিং এ আপনাকে ৭০-৮০% রিস্ক নিয়ে ট্রেডিং চালাতে হবে।রোবট ব্যবহারের ফলে প্রফিট হবে কম আর সময় লাগবে বেশি।তাই মেনুয়ালি ট্রেড নেওয়া টা উত্তম।তবে জারা ভালো রোবট ড্রাইভ জানে তারা ভালো প্রফিট বের করতে পারে ১০০% রিস্ক এ।

expkhaled
2018-10-06, 12:59 PM
রোবট ব্যবহার করার জন্য আপনাকে অভিজ্ঞ হতে হবে আগে না হলে রোবট দিয়ে ট্রেড করে লস করবেন। রোবট কিন্তু আপনার কাজকে দ্রুততার সাথে করার জন্য সাহায্যে করবে কিন্তু পুরো বিষয়টা আপনাকে জানতে হবে। অর্থাত আপনি যে ট্রেডিং সিস্টেম নিয়ে ট্রেড করে সফলতার সাথে ট্রেড করতে পারবেন দীর্ঘ দিন সেই ট্রেডিং সিস্টেম এর উপর বেস করে আপনি রোবট ডেভেলপ করলে আপনি লাভবান হবেন। যেমন আপনি যদি ট্রেন্ড ট্রেডার হন তাহলে আপনি আপ ট্রেন্ড/ডাউন ট্রেন্ড এ রোবট চালিয়ে সম্ভাব্য ট্রেড গুলো তারাতারি নিতে পারবেন এবং লাভ বা লস হলে তারাতারি ক্লোজ করে দিতে পারবেন রোবটের মাধ্যেমে।