PDA

View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে/পর্ব-৩২



Mamun13
2018-03-19, 06:42 PM
টাইমফ্রেম স্হির রেখে এনালাইসিস ও ট্রেড করা অত্যাবশ্যক- আমরা অনেকেই আমাদের টাইমফ্রেমগুলোকে খুব ঘনঘন পরিবর্তন করতে থাকি যা আমাদের একপ্রকার অধৈর্য্য ও অস্থিরতার বহিঃপ্রকাশ৷অথচ যে কোন একটি নির্দিষ্ট হায়ার টাইমফ্রেম অনুযায়ী স্থিরভাবে অ্যানালাইসিস করতে হবে৷এটা এই মার্কেটে ট্রেড করার জন্য অন্যতম প্রধান নিয়ম৷আমরা অনেকেই একটি টাইমফ্রেম থেকে আরেকটি টাইমফ্রেম,আরেকটি থেকে আরেকটি এভাবে ঘনঘন টাইমফ্রেম পরিবর্তন করতে থাকি৷এটা আমাদেরকে সঠিকভাবে অ্যানালাইসিস করার প্রতিবন্ধকতা সৃষ্টি করে৷যেহেতু ফরেক্স ট্রেড সম্পূর্ণই অ্যানালাইসিস নির্ভর এজন্য আমাদের অ্যানালাইসিসকে অত্যন্ত সঠিক,নিখুত এবং কার্যকরী করার জন্য আমাদের দৃষ্টি অবশ্যই একটি নির্দিষ্ট টাইমফ্রেমে স্থির রাখতে হবে৷টাইমফ্রেম ঘন ঘন পরিবর্তন করার অর্থই হচ্ছে আমাদের technical analysis কে ঘন ঘন ভুলের দিকে ঠেলে দেওয়া৷তখন আমাদের দৃষ্টি এবং ব্রেইন এলোমেলো হয়ে যায়৷ফলে নিশ্চিতভাবে অ্যানালাইসিস ভুল হতে থাকে আর আমরা লসের ট্রেডে এন্ট্রি করতে থাকি৷তাই যথাসম্ভব টাইমফ্রেমগুলো ঘন ঘন পরিবর্তন না করে স্থির ভাবে অ্যানালাইসিস করা উচিৎ৷

Rokibul7
2020-05-16, 01:57 PM
হুম ভাই তাইতো।আমিও তো এমন করি।আচ্চা কোন টাইমফ্রেমে গুলো এনালাইসিস করা বেষ্ট বলে আপনি মনে করেন।আমাদের মত নতুন টেডারদের কোন টাইমফ্রেমে এনালাইসিস করা উচিৎ বলে আপনি মনে করেন???