PDA

View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে/পর্ব-৩৩



Mamun13
2018-03-19, 06:59 PM
ক্যান্ডেলস্টিক গুলো অ্যানালাইসিস করা অত্যন্ত জরুরী এবং গুরুত্বপূর্ণ বিষয়৷কারণ কেন্ডেলস্টীকগুলো মার্কেটের price মুভমেন্ট পরিষ্কারভাবে দেখিয়ে থাকে৷আমরা যখন মার্কেটে ট্রেড করি তখন অবশ্যই হায়ার টাইমফ্রেমগুলো আনুযায়ী নির্দিষ্ট ক্যান্ডেলের প্যাটার্ণ এনালাইসিস করেই এন্ট্রী করি৷ট্রেডিং চার্টগুলোতে এসব ক্যান্ডেলস্টিক গুরুত্বপূর্ণ trend এবং support/resistance level গুলো নির্ভুলভাবে দেখিয়ে থাকে৷প্রত্যেকটি ক্যান্ডেলস্টিক বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করে এক একটি নির্দিষ্ট সিগন্যাল প্রদান করে থাকে আর এই সিগনাল দেখেই ট্রেডারগণ তাদের ট্রেডে এন্ট্রি করে থাকেন৷মার্কেটের সেন্টিমেন্ট বুঝার জন্য ক্যান্ডেলস্টিকগুলো ভালোভাবে দেখতে হবে,বুঝতে হবে,ক্যান্ডেল কেন ও কি অবস্থায় এবং কোথায় ক্লোজ হচ্ছে ? অ্যানালাইসিস করা অপরিহার্য৷

Rokibul7
2020-05-16, 01:41 PM
আমি নতুন করে টেকনিক্যাল এনালাইসিস স্ট্রটেসি তৈরি করতপছি ব্রেন এ।আপনার টেকনিক্যাল এনালাইসিস আমার কাছে দারুন লাগছে।যে বড় টাইমফ্রেম ফলো করে টেড এ অংশ নিতে হবে।আমি ক্যান্ডেলস্টিক এর নমুনা সংগ্রহ করা শুরু করেছি।