PDA

View Full Version : খেলা দেখার জন্য প্রস্তুত তো?



hasem79
2018-03-21, 09:53 PM
আগামী কাল বেশ মাপের ঝড় হতে পারে মার্কেট এ। যারা নবীন ট্রেডার তারা যদি সম্ভব হয় তবে সব ট্রেড ক্লোজ করে মার্কেট এর বড় স্পাইক এর খেলা দেখতে পারেন। এক সময় আমি খুব দেখতাম। মাঝে মাাঝে দুএকটা ট্রেড করেও বেশ প্রফিটও করেছি। লসও হিউজ হয় এই রকম সময়ে। কালকেও আমি খেলার সময়ে উপস্থিত থাকব। আপনারা থাকবেন তো।

maziz6989
2018-03-21, 10:03 PM
আপনার উপস্থাপনটা ভাল লাগল না। আপনি একটু ভাল ভাবে বলতে পারতেন যে কারা কারা আগামী কালকের রেইট হাইকের সময় মার্কেট এ প্রেজেন্ট থাকবে। আপনি আসলে পুরো ব্যাপারটাকে খেলা বানিয়ে ফেলেছেন। জিনিসটা যার পর নাই দৃষ্টি কটু। একটু রয়ে সয়ে পোস্ট করেন যা অন্যের কাছে ভাল লাগে। ঠিকাছে জনাব!

শিমুলআক্তার
2018-03-21, 11:07 PM
প্রিয় বন্ধু আসলে আপনার উপস্থাপনার বিরুদ্ধে আমার কোন মন্তব্য নেই কারন এটা টোটালি নির্ভর করে একটা হাই ইম্পেক্ট নিউজ নিয়ে কে কতটা ফিলিংস শো করে তবে আমার মতে এই ধারনেই খেলাই এটেন্ড না করাই ভাল কারন আপনি যদি ইনস্টা বোকারে ট্রেড করেন তবে বড় প্রফিটের কারনে একাউন্টে প্রবলেম হতে পারে আর ক্যাশ একাউন্টে বিপরীদ টেন্ডে গেলে তো বুঝবেন ঠেলা কারে কয়?

iloveyou
2018-10-05, 09:08 PM
হ্যাঁ দাদা আমি প্রস্তুত এখানে খেলা দেখার জন্য। আমাদের লাইফটাই তো একটা খেলাঘর। সুতরাং জীবন হলো খেলা, এটা নিয়ে খেল কিন্তু সৎ*ভাবে। তাই আজ হটাৎ* মনে পড়ে গেল যখন আমি এই মার্কেটে নতুন তখন এই মার্কেট আমাকে অনেক খেলা দেখিয়েছে, আমি হতবাক ছিলাম কি করবো ট্রেড নিলেই মার্কেট উল্টা দিকে যায়, এ কিরকম খেলারে বাবা ? শুধু লস আর লস। তবে এখন আর এই সমস্যাটা সেরকম হয়না।

alamsat
2018-10-06, 10:55 AM
আসলে হাই ইম্পেক্ট নিউজ এর সময় মার্কেট খুব বেশি মুভ করে সাথে আর যদি হয় সেটা মাসের প্রথম শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিট এর নিউজ। এ সময় ইউএসডি তে অনেক বড় আকারের নিউজ বের হয়। অনেকে এই সময় ট্রেড করে বেশ বড় আকারের লাভ করে থাকে। আর অনেকে এই সময় ট্রেড করা থেকে বিরত থাকে। কিন্তু যারা নিউজ ট্রেড করেন তারা এই সময়ের অপেক্ষায় বসে থাকেন কারন শুধু এই সময়ে আপনি ১০০ ডলার খুব সহজে নিতে পারবেন।

Hredy
2020-03-20, 02:56 PM
আপনার উপস্থাপনটা ভাল লাগল না। আপনি একটু ভাল ভাবে বলতে পারতেন যে কারা কারা আগামী কালকের রেইট হাইকের সময় মার্কেট এ প্রেজেন্ট থাকবে। আপনি আসলে পুরো ব্যাপারটাকে খেলা বানিয়ে ফেলেছেন। জিনিসটা যার পর নাই দৃষ্টি কটু। একটু রয়ে সয়ে পোস্ট করেন যা অন্যের কাছে ভাল লাগে। ঠিকাছে জনাব!