PDA

View Full Version : কন্টিনিউশন চার্ট প্যাটার্ন গুলি কি?



majeed
2018-03-22, 10:49 AM
আমরা জানা মতে, যে সকল প্যাটার্নে প্রাইস এর ধারাবাহিক মুভমেন্ট থাকে অর্থাৎ বিপরীত না হয়ে একটি ধারাবাহিক পন্থা অবলম্বন করে সেই সব চার্ট প্যাটার্নকে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন বলা হয়। ভিবিন্ন রকমের কন্টিনিউশন চার্ট প্যাটার্ন আছে, কিছু সেই কন্টিনিউশন চার্ট প্যাটার্ন গুলি কি?

habibi
2018-03-22, 12:05 PM
আমরা জানা মতে, যে সকল প্যাটার্নে প্রাইস এর ধারাবাহিক মুভমেন্ট থাকে অর্থাৎ বিপরীত না হয়ে একটি ধারাবাহিক পন্থা অবলম্বন করে সেই সব চার্ট প্যাটার্নকে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন বলা হয়। ভিবিন্ন রকমের কন্টিনিউশন চার্ট প্যাটার্ন আছে, কিছু সেই কন্টিনিউশন চার্ট প্যাটার্ন গুলি কি?

কন্টিনিউশন চার্ট প্যাটার্নগুলো হল
ফলিং ওয়েজ
বুলিশ রেক্টাঙ্গেল
বুলিশ পেনান্ট
রাইজিং ওয়েজ
বিয়ারিশ রেক্টাঙ্গেল
বিয়ারিশ পেনান্ট
এই চার্টটি দেখুন -
5624

Mamun13
2018-03-22, 10:37 PM
কন্টিনিউশন চার্ট প্যাটার্ন অনুযায়ী আমরা সাধারনত ট্রেডে এন্ট্রি করার জন্য অবশ্যই retracement বা PullBack লেভেলগুলো খুঁজে বের করি৷কারণ এসব চার্ট প্যাটার্নে অবশ্যই নির্দিষ্ট retracement বা PullBack লেভেল থাকে যেখানে প্রফিটেবল ট্রেডের জন্য এন্ট্রি করতে হয়৷অন্য ভাষায় এসব retracement বা PullBack লেভেলগুলিই হচ্ছে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল৷এজন্য উল্লেখিত ছবিসহ কন্টিনিউশন চার্ট প্যাটার্ণ গুলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করা উচিত৷এধরনের কন্টিনিউশন চার্ট প্যাটার্ন আমরা আমাদের ট্রেডিং চার্চগুলোতে প্রায়ই দেখে থাকি৷এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ চার্ট৷ছবিসহ পোষ্ট কারীকে অনেক ধন্যবাদ৷

শিমুলআক্তার
2018-03-23, 09:05 AM
প্রিয় বন্ধু, কন্টিনিউশন চার্ট প্যাটার্ন হল এমন একটা চার্ট প্যাটার্ন যেখানে মার্কেট যে দিকেই মুভ করুক না কেন সে দিকে কন্টিনিউয়াস মুভ করতে থাকে অর্থাৎ বিপরীদ মুভ করে না সেক্ষেত্রে অনেক ধারনের কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন তৈরী হয়ে থাকে যেমন, বুলিশ রেক্টাঙ্গেল, বুলিশ পেনান্ট, রাইজিং ওয়েজ, ফলিং ওয়েজ,বিয়ারিশ পেনান্ট, বিয়ারিশ রেক্টাঙ্গেল ইত্যাদি।

samun
2022-01-29, 11:12 AM
ভাই অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ভাবে আসলে এই বিষয়টিকে উপস্থাপন করার জন্য তবে এটি বিস্তারিত জানতে পারলে আরো বেশি ভালো হতো যদিও এটি খুব সংক্ষিপ্ত একটি বক্তব্য কারণ আমাদের মত নতুন ট্রেডার অনেক সময় সংক্ষিপ্ত অনেক কিছুই বোঝে না যার কারণে এটি যদি একটু বিস্তারিত আলোচনা করা হতো তবে হয়তো বা আরো ভালোভাবে বিষয়টি অবগত হত