View Full Version : কোন ট্রেডিং সিস্টেম এ ট্রেড করবো
riponinsta
2018-03-24, 10:29 AM
আপনি ভাল বুঝতে পারেন আপনি যখন সময় পান সেই সময় এ যদি ট্রেড আসে আর যেই ট্রেডিং সিস্টেম এর রিস্ক রেওয়াড ভাল যেই ট্রেডিং সিস্টেম এ আপনি ট্রেড করতে পারেন তাহলে আপনি অনেক ভাল করবেন কারন সেই ট্রেডিং সিস্টেম ভাল করে বুঝা যায় সেই ট্রেডিং সিস্টেম এ ট্রেড করলে ভাল লাভ ও করা যায়
hasem79
2018-03-24, 11:04 AM
ট্রেডিং সিস্টেমই ত এখনও দাড় করাতে পারলাম না আবার লাভ করা! অনেক দিন ধরে এর পেছনে সময় দিয়ে যাচ্ছি একটা স্ট্রাটেজি তৈরী করার জন্য। কিন্তু যেই স্ট্রাটেজিতে ই ট্রেড করতে শুরু করি প্রথমে খুব ভাল কাজ করলেও এক পর্যায়ে তা ফেইল মারে। এখন পর্যন্ত অনেকগুলো দেখলাম। কোনটাতে সাসটেইনএবল প্রফিট করতে পারি নি।
Mamun13
2018-03-24, 07:17 PM
কে কোন ট্রেডিং সিস্টেম ব্যবহার করবে এবং নিয়মিত প্রফিট করতে পারবে এটা নির্ভর করে তাদের নিজেদের ট্রেডিং অভিজ্ঞতা ও দক্ষতার ওপর৷সারা বিশ্বব্যাপী যেহেতু ফরেক্স মার্কেটে একযোগে ট্রেড করে থাকে এজন্য ট্রেডার ভেদে তাদের ট্রেডিং সিস্টেমগুলোও ভিন্ন ভিন্ন হয়ে থাকে৷প্রফিটেবল ট্রেড করার জন্য প্রফেশনাল ট্রেডারগণ তাদের ডেমো ট্রেডে দীর্ঘদিন বিভিন্ন ধরনের ট্রেডিং সিস্টেম ব্যবহার করে করে একটি সুনির্দিষ্ট,সঠিক,বাস্তবসম্মত,কার্যকরী ও প্রফিটেবল স্ট্র্যাটেজী তৈরী করে নেন৷তাই যার যেমন সুবিধা সে তেমনি ভাবে ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করে ট্রেড করে থাকেন৷একটি কার্যকরী ট্রেডিং স্ট্রাটেজি দাঁড় করাতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়৷হতাশ হয়ে trading strategy ঘনঘন পরিবর্তন না করে বরং একটি সুনির্দিষ্ট স্ট্র্যাটেজিতে দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করতে থাকুন একসময় ঠিকই কমবেশি নিয়মিত প্রফিট আসতে থাকবে৷
maziz6989
2018-03-24, 09:39 PM
ট্রেডিং স্ট্রাটেজি বিল্ড করেছি আরও অনেক দিন আগে কিন্তু আজও তা শত ভাগ প্রফিটেবল করতে পারলাম না। আমি অবশ্য হাল ছাড়ি নি এবং ছাড়ার সম্ভাবনাও নেই যে বের হয়ে যাব। তবে যখন অনাকাঙ্খিত লস হয়ে যায় ট্রেডিং স্ট্রাটেজির কারণে তখন মেজাজ যার পর নাই খারাপ হয়। অনেক সময় মনে হয় কিছুদিনের জন্য বিশ্রাম নেই। পরেই মনে হয় অনেক সময় হেলায় নষ্ট করেছি আর কত।
Tofazzal Mia
2018-03-25, 11:27 AM
একজন ট্রেডার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের পর, একজন ট্রেডার কারেন্সীর গতিবিধির উপর নজর রেখে প্রফিট করার জন্য তার নিজের অথবা অন্য ট্রেডিং স্ট্রাটেজি নিয়ে ট্রেডিং করতে পারে। এক্ষেত্রে কোন ট্রেডার স্বাধীনভাবে কারেন্সী মার্কেটে কাজ করে একজন পেশাদারীত্বে এবং ট্রেডিংয়ের ধারা উন্নয়ন করতে পারে এবং তার ট্রেডিং স্ট্রাটেজি অনুসারে তার পছন্দনুসারে যে কোন টুলস্, ইন্ডকেটর বা কোন সিষ্টেম ব্যবহার করতে পারে।
iloveyou
2018-08-02, 05:11 PM
ভাই ট্রেডিং এর জন্য অাপনি যে কোন একটা সিস্টেম নিয়ে কাজ করলেই হবে। কেননা এখানে আপনি যে কোন একটা সিস্টেমে এবং সেটাকে ধীরে ধীরে উন্নত করে কাজে লাগাতে পারেন, তাহলে আশা করা যায় আপনি একদিন সফলতা অর্জন করবেন। তবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে আপনাকে
sumon918
2019-06-18, 07:15 AM
আপনি যেকোনো ট্রেডিং সিস্টেম নিয়ে কাজ করেন না কেন সেই ট্রেডিং সিস্টেমটাকে প্রাকটিসের মাধ্যমে একটি এরকম জায়গায় নিয়ে যেতে হবে যেন সেটা আপনার কাজে আসে এর জন্য ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করতে হবে। আপনার অভিজ্ঞতা ও দক্ষতা প্রমাণ করে দেবে আপনি কতটুকু ডিপেন্ডেন্ট। আমি মনে করি যেকোনো একটি সিস্টেম কে বেছে নিয়ে সেটাকে ডেমোতে খুব ভালভাবে প্র্যাকটিস করে নিয়ে ট্রেডিং শুরু করা উচিত।
TanjirKhandokar1994
2019-06-26, 04:58 PM
ফরেক্সে আপনি যেকোনো ট্রেডিং সিস্টেম নিয়ে কাজ করেন না কেন। সেই ট্রেডিং সিস্টেমটাকে আপনার দক্ষতার মাধ্যমে এরকম জায়গায় নিয়ে যেতে হবে যেন সেটা আপনার কাজে আসে।এবং এর জন্য আপনার একটা ভালো ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করতে হবে।যাতে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা প্রমাণ করে দেবে আপনি কতটুকু ডিপেন্ডেন্ট। আর আমি মনে করি যেকোনো একটি সিস্টেম কে বেছে নিয়ে সেটাকে ডেমোতে খুব ভালভাবে প্র্যাকটিস করে নিয়ে ট্রেডিং শুরু করা উচিত।তাহলেই আপনি এখানে সফল হতে পারবেন। ধন্যবাদ
alamsat
2019-06-30, 12:58 PM
ট্রেডিং সিস্টেম বলতে আপনি যে নিয়মে ট্রেড করেন তাকে বোঝায় তাই আপনি যে নিয়মে ট্রেড করেন সেটা বহুদিন ধরে প্রাকটিস করার মাধ্যমে একটি সুন্দর স্টাটেজি তৈরি করতে পারলে সেই স্টাটেজি দিয়ে ভাল প্রফিট করতে পারবেন। তাই ট্রেডিং সিস্টেম টি আপনি নিজে নিজেই তৈরি করে নিতে হবে। তাহলে আপনি সেই নিয়ম ফলো করলে নিয়মিত প্রফিট করিতে পারিবেন। তাই সিস্টেম টা শুধুমাত্র আপনার উপরই নির্ভর করে থাকে যে আপনি কোন সিস্টেমের উপর ট্রেড করবেন।
KANIZFATEMA1997
2019-07-02, 10:42 AM
সবার পছন্দ একরকম না আবার সবার মেধাও একরকম না।যে যার সুবিধা অনুযায়ীই তার প্রয়োজনঅনুসারে সিস্টেম বেছে নিতে পারেন। তবে অবশ্যই তার উপর ভালো জ্ঞান ওদক্ষতা থাকতে হবে।তাহলে ভালো ট্রেড করা যাবে।আপনি যেকোনো ট্রেডিং সিস্টেম নিয়ে কাজ করেন না কেন সেই ট্রেডিং সিস্টেমটাকে প্রাকটিসের মাধ্যমে একটি এরকম জায়গায় নিয়ে যেতে হবে যেন সেটা আপনার কাজে আসে এর জন্য ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করতে হবে। আপনার অভিজ্ঞতা ও দক্ষতা প্রমাণ করে দেবে আপনি কতটুকু ডিপেন্ডেন্ট। আমি মনে করি যেকোনো একটি সিস্টেম কে বেছে নিয়ে সেটাকে ডেমোতে খুব ভালভাবে প্র্যাকটিস করে নিয়ে ট্রেডিং শুরু করা উচিত।
আর বেশী করে এনালাইসিস করতে হবে।
fxjaman
2019-07-02, 03:21 PM
ভাই আপনি এখানে যে কোন একটা ট্রেডিং সিস্টেম নিয়ে ট্রেড করতে পারেন, তবে আপনাকে এই মার্কেট সম্পর্কে শুধু একটু ধারণা নিয়ে স্বাভাবিকভাবে কাজ করার মন-মানসিকতা গড়ে তোলার অভ্যাস করতে হবে, লস সমূহ মেনে নিয়ে সেটার যথাযথ কারনগুলো খুঁজে পেতে হবে। তাহলেই একটা সময় গিয়ে দেখবেন আপনার নিজস্ব একটা সিস্টেম বা স্ট্রাটিজি আপনি নিজেই তৈরি করে ফেলেছেন।
AMIRSHIKDER976
2019-07-02, 11:11 PM
ইন্সটাফরেক্স সে অনেক ধরনের লোক কাজ করে তবে এখানে যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা প্রত্যেকেই তার নিজের মতে বা যে কোন একটি সিস্টেম অবলম্বন করে কাজ করে। যেহেতু ট্রেডিং করাটা একটি ব্যবসায় ইনভেস্ট করা বা ব্যবসায় সম্মিলিত কাজ সে ক্ষেত্রে অবশ্যই ট্রেডিং করতে হলে আপনাকে স্থির ভাবে চিন্তা ভাবনা সবকিছু বুঝে শুনে পরিবেশ-পরিস্থিতির উপরে ডিপেন্ড করে তারপরে আপনাদের ট্রেড করতে হবে। আপনি যখন সবকিছু বুঝতে পারবেন কোনটা কোন ভাবে করা উচিত তখন আপনার ব্যালেন্স অনুযায়ী অথবা মুনাফা অর্জন করার চাহিদা অনুযায়ী আপনি ট্রেড করতে পারেন। তবে আমার মতে ট্রেড করার নির্দিষ্ট কোনো সিস্টেম নেই, প্রতিনিয়ত মার্কেট যেহেতু আপডাউন করে থাকে এবং আমরা তার উপর ডিপেন্ড করে কাজ করে সেতু কোন সিস্টেমের প্রশ্নই আসে না। তবে হ্যাঁ আপনি যখন সকল বিষয়টি বুঝতে পারবেন তখন আপনি নিজেই ট্রেড করার সময় বুঝবেন আপনার কোনটা করা উচিৎ হয়তোবা অনেকেই এটাকে সিস্টেম বলে ধরে থাকে।
Grimm
2019-11-24, 08:51 AM
আসলে আমি এই ব্যবসা বর্তমানে পার্ট টাইম হিসেবে ব্যবহার করতাছি তাই যখন আমি অতিরিক্ত সময় পাই ঠিক তখনই আমি এই ব্যবসায় ট্রেড করি। যার প্রেক্ষিতে আমি সবসময় দীর্ঘমেযাদী ট্রেড করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকি। ফলে যে সমস্ত স্ট্রেটেজি দীর্ঘমেয়াদী ট্রেড করতে সাহায্য করে থাকে আমি ঐসকল স্ট্রেটেজি ব্যবহার করে থাকি। তাই আমি মনে করি যারা আমার মত এই ব্যবসায় কম সময় দিতে পারে তারা আমার মতই যেন দীর্ঘমেয়াদী ট্রেড করে থাকে। কারণ দীর্ঘমেয়াদী ট্রেড অনেক লাভজনক এবং সেখানে মানষিক কোন প্রেসার থাকে না।
হাই বন্ধুরা এখন আপনি প্রযুক্তিগত বিশ্লেষণের প্রাথমিক বিষয়গুলি শিখেছেন। আসুন এখন এই সমস্ত তথ্য একত্রিত করুন এবং একটি সহজ ট্রেডিং সিস্টেম তৈরি করুন এটি আপনাকে নিজের বৈদেশিক মুদ্রার ট্রেডিং সিস্টেম বিকাশ করার সময় আপনার কী সন্ধান করা উচিত সে সম্পর্কে ধারণা দেওয়া উচিত। এই সিস্টেমটি গড় ক্রসওভার সিস্টেমে চলছে, যা দীর্ঘ বা সংক্ষিপ্ত যেতে হবে তা নির্ধারণ করতে চলন্ত গড় ব্যবহার করে। কোনও ব্যবসায় প্রবেশের পূর্বে নিশ্চিতকরণের জন্য অতিরিক্ত প্রযুক্তিগত সূচকগুলিও ব্যবহৃত হয়। নির্দিষ্ট "স্ফটিক পরিষ্কার" এন্ট্রি এবং প্রস্থান স্তরগুলি স্থাপন করতে আপনি এই বিভিন্ন প্রযুক্তিগত সূচকগুলি ব্যবহার করতে শিখবেন। ট্রেডিং সিস্টেমটি 3 টি সহজ ধাপে তৈরি করা যেতে পারে: আপনার টাইম ফ্রেমটি সংজ্ঞায়িত করুন আপনার এন্ট্রি ট্রিগার (গুলি) নির্ধারণ করুন আপনার প্রস্থান ট্রিগার (গুলি) নির্ধারণ করুন
uzzal05
2019-12-31, 07:12 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের একটা ভালো স্ট্রেটিজি প্রয়োজন। কেননা কোন সিস্টেম ছাড়া আমরা নিয়মিত প্রফিট করতে পারব না। প্রফিট করার জন্য যে কোন একটি সিস্টেম মেনে ট্রেড করতে হবে। আর সিস্টেম ছাড়া ফরেক্স থেকে আয় করা সম্ভব না।
expkhaled
2019-12-31, 07:21 PM
আসলে ট্রেডিং সিস্টেম নির্বাচন করার ক্ষেত্রে দেখতে হবে কোন সিস্টেম থেকে আপনি ভাল উপার্যন করতে পারেন। দীর্ঘদিন ডেমোতে আপনি একটি একটি সিস্টেম ট্রাই করে নিজেকে সংযুক্ত করে নিতে হবে। আর সব সময় একটি সিস্টেম দিয়ে আপনি লাভবান হতে পারবেন না কখনও কখনও দেখবেন মার্কেট বুঝতে পারছেন না তখন ট্রেড থেকে বিরত থাকবেন এবং শুধু দেখতে থাকবেন কি হয়। আসলে ফরেক্স ট্রেড এর জন্য পারফেক্ট কোন স্ট্রেটেজি বা সিস্টেম নেই। আপনাকে যা করতে হবে সেটা হলো মানিম্যানেজমেন্ট করে লাভ বের করে নিতে হবে।
uzzal05
2019-12-31, 07:22 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের একটা ভালো স্ট্রেটিজি প্রয়োজন। কেননা কোন সিস্টেম ছাড়া আমরা নিয়মিত প্রফিট করতে পারব না। প্রফিট করার জন্য যে কোন একটি সিস্টেম মেনে ট্রেড করতে হবে। আর সিস্টেম ছাড়া ফরেক্স থেকে আয় করা সম্ভব না।
PK_SHIKDER
2020-01-02, 12:59 AM
ফরেক্স মার্কেটে কোন ট্রেডিং সিস্টেমে ট্রেড করলে ভালো হবে সেটা নির্ভর করে একান্তই ট্রেডারের দক্ষতার উপর । একাক জনের ট্রেডিং সিস্টেম একাক রকমের হয়ে থাকে । তাই যে যেমন ভাবে ট্রেড করতে পছন্দ করে সেভাবেই ট্রেড ওপেন করা উচিত,,, তাহলে নেই সিস্টেমর উপর তার অনেক ভরসা সৃষ্টি হবে এবং পরবর্তীতে ভালো প্রফিট অর্জন করতে পারবে,,,, ধন্যবাদ ।
IFXmehedi
2020-01-19, 11:18 PM
ফরেক্স মার্কেটে অনেকে অনেক ট্রেডিং কৌশল ব্যাবহার করে ট্রেড করে । আমি সাধারণত লং টার্ম ট্রেডিং কৌশল ব্যাবহার করি । তবে আমি মনে করি নতুন অবস্থায় আপনি শর্ট টার্ম ট্রেডিং কৌশল ব্যাবহার করতে পারেন । যখন ট্রেডিং করতে করতে আপনার ট্রেডিং অভিজ্ঞতা ভালো হয়ে যাবে তখন আপনি লং টার্ম ট্রেডিং করতে পারেন । লং টার্ম ট্রেডিং করতে মূলধনটা বেশি হলে অনেক সুবিধা হয় ।
Hredy
2020-01-20, 10:06 AM
ট্রেডিং সিস্টেমই ত এখনও দাড় করাতে পারলাম না আবার লাভ করা! অনেক দিন ধরে এর পেছনে সময় দিয়ে যাচ্ছি একটা স্ট্রাটেজি তৈরী করার জন্য। কিন্তু যেই স্ট্রাটেজিতে ই ট্রেড করতে শুরু করি প্রথমে খুব ভাল কাজ করলেও এক পর্যায়ে তা ফেইল মারে। এখন পর্যন্ত অনেকগুলো দেখলাম। কোনটাতে সাসটেইনএবল প্রফিট করতে পারি নি।
Nishpap Papi
2020-01-20, 12:52 PM
ফরেক্স মার্কেটে আমি ট্রেড করার জন্য প্রাইস অ্যাকশন ট্রেডিং মেথড (https://www.instaforexbd.com/What-is-Price-Action) অনুসরণ করি. প্রাইস অ্যাকশন ট্রেডিং মেথড (https://www.instaforexbd.com/What-is-Price-Action) অনেক লাভজনক একটা ট্রেডিং সিস্টেম। প্রাইস একশনের মূল কথা হলো মার্কেট তার অতীত মুভমেন্টকে মনে রাখে এবং তার অতীতকে সম্মান করে যার ফলে প্রায়ই দেখা যাই মার্কেট তার পূর্বের জায়গা থেকে রিভার্স করেছে।
amreta
2020-01-21, 04:58 PM
আমরা হব! যখন আমরা প্রযুক্তিগত ব্যবসায়ের কথা বলছি তখন মুলতুবি অর্ডারগুলি আমাদের জন্য আশীর্বাদ। এটি সত্য যে আমাদের পক্ষে সর্বদা বাজারের সাথে যোগাযোগ রাখা সম্ভব নয় তবে এই সরঞ্জামটির সাহায্যে আমরা আমাদের লক্ষ্য স্তরগুলি থেকে সহজেই বাণিজ্য করতে পারি এবং কোনও সমস্যা ছাড়াই এগুলি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করতে পারি। সত্য যে এই সপ্তাহে ইউএসডি আবার ইউর এবং জিবিপি দুর্বল তবে এর অর্থ এই নয় যে এই জিনিসটি সমস্ত জোড়ায় ঘটছে। আমি আশা করি অড / ইউএসডি এই সপ্তাহে পড়বে বা সম্ভবত পরবর্তী সপ্তাহের শুরুতে কোনও দিকনির্দেশে কোনও শক্ত প্রবণতা তৈরি করার আগে।
saraa
2020-02-26, 02:19 PM
বাণিজ্য সর্বদা নমনীয় সময় হওয়া উচিত দীর্ঘমেয়াদী বাণিজ্যকে বেছে নিতে, বাজারের প্রবণতাটি বোঝার পক্ষে সহজ, তবে ইন্ট্রাডে ট্রেডিংয়ে আপনাকে বাণিজ্যকে ঠিক সময়ে বন্ধ করতে হবে তাই স্বল্প মেয়াদের ব্যবসায়ীদের জন্য ধৈর্য এবং দক্ষতার সাথে বাণিজ্য পরিচালনা করা সহজ করুন বারবার বাজার বিশ্লেষণ করতে তবে দীর্ঘমেয়াদী বাণিজ্যের জন্য সাপ্তাহিক বা মাসিকের এক সময় প্রয়োজন।
Sapna1212
2020-02-27, 01:29 AM
অবশ্যই আমরা যে কোনও ট্রেডিং সিস্টেমকে বাণিজ্য করতে পারি, তবে বাজারটি বুঝতে পারলে আমাদের এটি বাণিজ্য করা উচিত এবং আমরা জানি যে আমরা লাভজনক হব তবেই আমাদের লাভের জন্য এটি বাণিজ্য করা উচিত। এই ফোরএক্স বাণিজ্যে সফল হতে সক্ষম হোন
Hredy
2020-04-26, 07:28 PM
ট্রেডিং সিস্টেমই ত এখনও দাড় করাতে পারলাম না আবার লাভ করা! অনেক দিন ধরে এর পেছনে সময় দিয়ে যাচ্ছি একটা স্ট্রাটেজি তৈরী করার জন্য। কিন্তু যেই স্ট্রাটেজিতে ই ট্রেড করতে শুরু করি প্রথমে খুব ভাল কাজ করলেও এক পর্যায়ে তা ফেইল মারে। এখন পর্যন্ত অনেকগুলো দেখলাম। কোনটাতে সাসটেইনএবল প্রফিট করতে পারি নি।
FATEMAKHATUN
2020-04-26, 08:19 PM
ট্রেডিং সিস্টেম কি? আমি ফরেক্সে নতুন। ট্রেডিং সিস্টেম সম্পর্কে কয়েকজনের পোস্ট পড়লাম। কিন্তু পুরোপুরি বুঝতে পারলাম না যে ট্রেডিং সিস্টেম টা আসলে কি?
Lubna1212
2020-05-29, 07:43 PM
কে কোন ট্রেডিং সিস্টেম ব্যবহার করবে এবং কীভাবে নিয়মিত লাভ করা যায় তা তাদের নিজস্ব ট্রেডিং অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করে। তারা সারা বিশ্ব জুড়ে ফরেক্স মার্কেটে বাণিজ্য করার সাথে সাথে তাদের ট্রেডিং সিস্টেমগুলি ব্যবসায়ী থেকে ব্যবসায়ী পর্যন্ত পরিবর্তিত হয়। পেশাদার ব্যবসায়ীদের বিভিন্ন ধরণের ডেমো থাকে একটি সুনির্দিষ্ট, নির্ভুল, বাস্তববাদী, কার্যকর এবং লাভজনক কৌশল তৈরি করতে ট্রেডিং সিস্টেমটি ব্যবহার করে। সুতরাং তিনি যেমন সুবিধা পান তেমনিভাবে বাণিজ্য কৌশল তৈরি করে বাণিজ্য করেন। কার্যকর ব্যবসায়ের কৌশল সেট করতে দীর্ঘ সময় লাগে time আপনি যতক্ষণ না দৃ conv়তা ও আত্মবিশ্বাসের সাথে এটি বলতে না পারছেন ততক্ষণ মহড়া দিয়ে যান।
uzzal05
2020-05-31, 03:17 AM
এমন একটা ট্রেডিং সিস্টেম ব্যবহার করতে হবে যেটা প্রায় ৬০% প্রফিট দিয়ে থাকে। আর যদি ভালো একটা পদ্ধতিতে ট্রেড না করি তাহলে দেখা যাবে আমাদের লাভ এবং সব সমান হয়ে যাবে। এজন্য আমাদের খুব ভেবে চিন্তে ট্রেড দিতে হবে। আমি মূলত প্রাইচ একশন ট্রেড করি।
Hredy
2020-05-31, 09:06 AM
ট্রেডিং স্ট্রাটেজি বিল্ড করেছি আরও অনেক দিন আগে কিন্তু আজও তা শত ভাগ প্রফিটেবল করতে পারলাম না। আমি অবশ্য হাল ছাড়ি নি এবং ছাড়ার সম্ভাবনাও নেই যে বের হয়ে যাব। তবে যখন অনাকাঙ্খিত লস হয়ে যায় ট্রেডিং স্ট্রাটেজির কারণে তখন মেজাজ যার পর নাই খারাপ হয়। অনেক সময় মনে হয় কিছুদিনের জন্য বিশ্রাম নেই। পরেই মনে হয় অনেক সময় হেলায় নষ্ট করেছি আর কত।
MdRubelShaikh
2020-05-31, 09:15 AM
আপনি আপনার নিজের প্রচেষ্টাকে কাজে লাগিয়ে ট্রেডিং করবেন। কারণ আপনি অন্যকে অনুসরণ না করে নিয়েকে ভালো করে তৈরি করুন এবং মনে রাখবেন আপনি যেমন অন্যকে ফলো করে ঠিক তেমুনিভাবে অন্যরা যেন আপনাকে ফলো করে এমুন ভাবে নিজেকে তৈরি করুণ।
IFXmehedi
2020-05-31, 10:51 AM
আপনি ভাল বুঝতে পারেন আপনি যখন সময় পান সেই সময় এ যদি ট্রেড আসে আর যেই ট্রেডিং সিস্টেম এর রিস্ক রেওয়াড ভাল যেই ট্রেডিং সিস্টেম এ আপনি ট্রেড করতে পারেন তাহলে আপনি অনেক ভাল করবেন কারন সেই ট্রেডিং সিস্টেম ভাল করে বুঝা যায় সেই ট্রেডিং সিস্টেম এ ট্রেড করলে ভাল লাভ ও করা যায়
ফরেক্স মার্কেট এ আপনি আপনার পছন্দমত যেকোন ট্রেডিং সিস্টেম ট্রেড করতে পারেন যেমন আপনি ইচ্ছা করলে লং টাইম ট্রেডিং করতে পারেন আবার ইচ্ছে করলে শর্ট টার্ম ট্রেডিং করতে পারেন। লং ট্রাম্ ট্রেডিং অনেক প্রফিটেবল কিন্তু শর্ট টার্ম ট্রেডিং ও অনেক ভালো। লং টাইম ট্রেডিং অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয় কিন্তু শর্ট টার্ম ট্রেডিং এ আপনি আপনার জ্ঞান কাজে লাগিয়ে ট্রেড করলেই প্রফিট করতে পারবেন।
Mas26
2020-05-31, 10:56 AM
ট্রেডিং সিস্টেমই ত এখনও দাড় করাতে পারলাম না আবার লাভ করা! অনেক দিন ধরে এর পেছনে সময় দিয়ে যাচ্ছি একটা স্ট্রাটেজি তৈরী করার জন্য। কিন্তু যেই স্ট্রাটেজিতে ই ট্রেড করতে শুরু করি প্রথমে খুব ভাল কাজ করলেও এক পর্যায়ে তা ফেইল মারে। এখন পর্যন্ত অনেকগুলো দেখলাম। কোনটাতে সাসটেইনএবল প্রফিট করতে পারি নি।
konok
2020-08-23, 12:50 PM
আসলে আমি এই ব্যবসা বর্তমানে পার্ট টাইম হিসেবে ব্যবহার করতাছি তাই যখন আমি অতিরিক্ত সময় পাই ঠিক তখনই আমি এই ব্যবসায় ট্রেড করি। যার প্রেক্ষিতে আমি সবসময় দীর্ঘমেযাদী ট্রেড করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকি। ফলে যে সমস্ত স্ট্রেটেজি দীর্ঘমেয়াদী ট্রেড করতে সাহায্য করে থাকে আমি ঐসকল স্ট্রেটেজি ব্যবহার করে থাকি। আপনি অন্যকে অনুসরণ না করে নিয়েকে ভালো করে তৈরি করুন এবং মনে রাখবেন আপনি যেমন অন্যকে ফলো করে ঠিক তেমুনিভাবে অন্যরা যেন আপনাকে ফলো করে এমুন ভাবে নিজেকে তৈরি করুণ।
SHARIFfx
2020-08-23, 01:13 PM
আসলে সাপোর্ট আর রেজিস্টেন্স স্ট্যাটেজি দেখে ট্রেড নিলে ভালো রেজাল্ট পাবেন। তা ছাড়া ডেইলি কেন্ডেল ফেলো করে ট্রেড নিতে পারেন। আবার কেন্ডেলের আচার-আচরণ দেখে ট্রেড নিলে ভালো রেজাল্ট আসে। তবে খেয়াল রাখতে হবে ডেইলি ১% এর বেশি রিস্ক জেনো না হয়।
Soh1952
2020-08-23, 04:11 PM
ব্যবসা বর্তমানে পার্ট টাইম হিসেবে ব্যবহার করতাছি তাই যখন আমি অতিরিক্ত সময় পাই ঠিক তখনই আমি এই ব্যবসায় ট্রেড করি। যার প্রেক্ষিতে আমি সবসময় দীর্ঘমেযাদী ট্রেড করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকি। ফলে যে সমস্ত স্ট্রেটেজি দীর্ঘমেয়াদী ট্রেড করতে সাহায্য করে থাকে আমি ঐসকল স্ট্রেটেজি ব্যবহার করে থাকি।কিন্তু যেই স্ট্রাটেজিতে ই ট্রেড করতে শুরু করি প্রথমে খুব ভাল কাজ করলেও এক পর্যায়ে তা ফেইল মারে। এখন পর্যন্ত অনেকগুলো দেখলাম। কোনটাতে সাসটেইনএবল প্রফিট করতে পারি নি।
sss21
2020-08-23, 04:20 PM
অবশ্যই আমরা যে কোনও ট্রেডিং সিস্টেমকে বাণিজ্য করতে পারি, তবে বাজারটি বুঝতে পারলে আমাদের এটি বাণিজ্য করা উচিত এবং আমরা জানি যে আমরা লাভজনক হব তবেই আমাদের লাভের জন্য এটি বাণিজ্য করা উচিত। এই ফোরএক্স বাণিজ্যে সফল হতে সক্ষম হোন
FREEDOM
2020-08-23, 04:26 PM
আসলে আমি এই ব্যবসা বর্তমানে পার্ট টাইম হিসেবে ব্যবহার করতাছি তাই যখন আমি অতিরিক্ত সময় পাই ঠিক তখনই আমি এই ব্যবসায় ট্রেড করি। যার প্রেক্ষিতে আমি সবসময় দীর্ঘমেযাদী ট্রেড করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকি। ফলে যে সমস্ত স্ট্রেটেজি দীর্ঘমেয়াদী ট্রেড করতে সাহায্য করে থাকে আমি ঐসকল স্ট্রেটেজি ব্যবহার করে থাকি। তাই আমি মনে করি যারা আমার মত এই ব্যবসায় কম সময় দিতে পারে তারা আমার মতই যেন দীর্ঘমেয়াদী ট্রেড করে থাকে। কারণ দীর্ঘমেয়াদী ট্রেড অনেক লাভজনক এবং সেখানে মানষিক কোন প্রেসার থাকে না।
KAZIMAJHARULISLAM
2020-08-23, 04:32 PM
আপনি কোন ট্রেডিং সিস্টেমে কাজ করবেন, এটা নির্ভর করে আপনার ট্রেডিং স্ট্রাটেজি এবং ফরেক্স সম্পর্কে আপনার অভিজ্ঞতার উপর।তবে হ্যাঁ যেহেতু ফরেক্স একটি আন্তর্জাতিক বাজার, এবং এখানে বিশ্বের প্রায় কোটি মানুষ,এখানে বিভিন্ন ট্রেডিং স্টাইলে কাজ করে যাচ্ছে।তাই আপনি যদি আপনার ট্রেডিং স্টাইল অনুযায়ী লেগে থাকেন এবং মার্কেটে টিকে থাকতে পারেন তাহলে সফলতার মুখ অবশ্যই দেখবেন।এছাড়াও সকলের মেধা ও দক্ষতা একই রকম না থাকায়, একেকজনের ট্রেডিং স্টাইল ভিন্ন, তাই আমি বলবো ফরেক্স সম্পর্কে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি আপনার নিজস্ব স্টাইল গড়ে তুলুন এবং সেইভাবে কাজ করুন।সফলতার মুখ খুব শীঘ্রই দেখতে পারবেন।
ট্রেডিং স্ট্রাটেজি বিল্ড করেছি আরও অনেক দিন আগে কিন্তু আজও তা শত ভাগ প্রফিটেবল করতে পারলাম না। আমি অবশ্য হাল ছাড়ি নি এবং ছাড়ার সম্ভাবনাও নেই যে বের হয়ে যাব। তবে যখন অনাকাঙ্খিত লস হয়ে যায় ট্রেডিং স্ট্রাটেজির কারণে তখন মেজাজ যার পর নাই খারাপ হয়। অনেক সময় মনে হয় কিছুদিনের জন্য বিশ্রাম নেই। পরেই মনে হয় অনেক সময় হেলায় নষ্ট করেছি আর কত।
muslima
2020-08-25, 02:04 AM
যে সমস্ত স্ট্রেটেজি দীর্ঘমেয়াদী ট্রেড করতে সাহায্য করে থাকে আমি ঐসকল স্ট্রেটেজি ব্যবহার করে থাকি। তাই আমি মনে করি যারা আমার মত এই ব্যবসায় কম সময় দিতে পারে তারা আমার মতই যেন দীর্ঘমেয়াদী ট্রেড করে থাকে। কারণ দীর্ঘমেয়াদী ট্রেড অনেক লাভজনক এবং সেখানে মানষিক কোন প্রেসার থাকে না। অনেক দিন ধরে এর পেছনে সময় দিয়ে যাচ্ছি একটা স্ট্রাটেজি তৈরী করার জন্য। কিন্তু যেই স্ট্রাটেজিতে ই ট্রেড করতে শুরু করি প্রথমে খুব ভাল কাজ করলেও এক পর্যায়ে তা ফেইল মারে। এখন পর্যন্ত অনেকগুলো দেখলাম। কোনটাতে সাসটেইনএবল প্রফিট করতে পারি নি।
jimislam
2020-09-19, 01:43 PM
আসলে আমি এই ব্যবসা বর্তমানে পার্ট টাইম হিসেবে ব্যবহার করতাছি তাই যখন আমি অতিরিক্ত সময় পাই ঠিক তখনই আমি এই ব্যবসায় ট্রেড করি। যার প্রেক্ষিতে আমি সবসময় দীর্ঘমেযাদী ট্রেড করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকি। তবে যখন অনাকাঙ্খিত লস হয়ে যায় ট্রেডিং স্ট্রাটেজির কারণে তখন মেজাজ যার পর নাই খারাপ হয়। অনেক সময় মনে হয় কিছুদিনের জন্য বিশ্রাম নেই। পরেই মনে হয় অনেক সময় হেলায় নষ্ট করেছি আর কত।
Fahim420
2020-09-19, 04:06 PM
ফরেক্সে আপনি যে কোন উপায়ে ট্রেড করেন না কেন । সেটা আপনার জ্ঞান দক্ষতার উপর নির্ভর করে এবং ট্রেডিং কারেন্সি এর গতি বিধি এর উপর আপনার নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রেড করে যেতে হবে। এবং মার্কেটে ডুকলে আপনার কিছুক্ষন মার্কেটের গতিবিধির উপর এনালাইসিস করে মার্কেটে আপনার দক্ষতার জ্ঞানকে কাজে লাগিয়ে ট্রেডিং প্রেস করতে হবে। এবং ট্রেডিং সিস্টেমটকে আপনার দক্ষতার মাধ্যমে এরকম জায়গায় নিয়ে যেতে হবে যেটা আপনার পরবর্তীতে কাজে লাগে।
Md.shohag
2020-09-28, 05:55 PM
আপনি যেকোনো ট্রেডিং সিস্টেম নিয়ে কাজ করেন না কেন সেই ট্রেডিং সিস্টেমটাকে প্রাকটিসের মাধ্যমে একটি এরকম জায়গায় নিয়ে যেতে হবে যেন সেটা আপনার কাজে আসে এর জন্য ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করতে হবে। আপনার অভিজ্ঞতা ও দক্ষতা প্রমাণ করে দেবে আপনি কতটুকু ডিপেন্ডেন্ট। আমি মনে করি যেকোনো একটি সিস্টেম কে বেছে নিয়ে সেটাকে ডেমোতে খুব ভালভাবে প্র্যাকটিস করে নিয়ে ট্রেডিং শুরু করা উচিত।
ট্রেডিং স্ট্রাটেজি বিল্ড করেছি আরও অনেক দিন আগে কিন্তু আজও তা শত ভাগ প্রফিটেবল করতে পারলাম না। আমি অবশ্য হাল ছাড়ি নি এবং ছাড়ার সম্ভাবনাও নেই যে বের হয়ে যাব। তবে যখন অনাকাঙ্খিত লস হয়ে যায় ট্রেডিং স্ট্রাটেজির কারণে তখন মেজাজ যার পর নাই খারাপ হয়। অনেক সময় মনে হয় কিছুদিনের জন্য বিশ্রাম নেই। পরেই মনে হয় অনেক সময় হেলায় নষ্ট করেছি আর কত।
FRK75
2021-01-23, 06:16 PM
ইন্সটাফরেক্স সে অনেক ধরনের লোক কাজ করে তবে এখানে যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা প্রত্যেকেই তার নিজের মতে বা যে কোন একটি সিস্টেম অবলম্বন করে কাজ করে। যেহেতু ট্রেডিং করাটা একটি ব্যবসায় ইনভেস্ট করা বা ব্যবসায় সম্মিলিত কাজ সে ক্ষেত্রে অবশ্যই ট্রেডিং করতে হলে আপনাকে স্থির ভাবে চিন্তা ভাবনা সবকিছু বুঝে শুনে পরিবেশ-পরিস্থিতির উপরে ডিপেন্ড করে তারপরে আপনাদের ট্রেড করতে হবে। আপনি যখন সবকিছু বুঝতে পারবেন কোনটা কোন ভাবে করা উচিত তখন আপনার ব্যালেন্স অনুযায়ী অথবা মুনাফা অর্জন করার চাহিদা অনুযায়ী আপনি ট্রেড করতে পারেন। যেই স্ট্রাটেজিতে ই ট্রেড করতে শুরু করি প্রথমে খুব ভাল কাজ করলেও এক পর্যায়ে তা ফেইল মারে। এখন পর্যন্ত অনেকগুলো দেখলাম। কোনটাতে সাসটেইনএবল প্রফিট করতে পারি নি।
EK092
2021-01-23, 06:20 PM
কে কোন এক্সচেঞ্জিং কাঠামোটি ব্যবহার করবে এবং স্ট্যান্ডার্ড বেনিফিট তৈরি করবে তা তাদের নিজস্ব এক্সচেঞ্জিং অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করে। তারা একই সাথে বিশ্বের যে কোনও জায়গায় ফরেক্স মার্কেটের বিনিময় করে, তাদের এক্সচেঞ্জিং ফ্রেমওয়ার্কগুলি বণিক থেকে ডিলারে পরিবর্তিত হয়। দক্ষ দালালদের উপকারী এক্সচেঞ্জের জন্য বিভিন্ন ধরণের এক্সচেঞ্জ রয়েছে। সঠিক, সঠিক, যুক্তিসঙ্গত, শক্তিশালী এবং উপকারী পদ্ধতিটি তৈরি করতে এক্সচেঞ্জিং কাঠামোর ব্যবহার framework তাই তিনি এক্সচেঞ্জিং পদ্ধতিটিকে অনুরূপ পথে পরিণত করে বিনিময় করেন কারণ তার পছন্দের অবস্থান রয়েছে। একটি কার্যক্ষম এক্সচেঞ্জিং কৌশল বানাতে এর জন্য কিছু বিনিয়োগ প্রয়োজন। যতক্ষণ না আপনি দৃiction়তা এবং দৃ with়তার সাথে এটি বলতে না পারছেন ততক্ষণ অনুশীলন চালিয়ে যান।
আমি আমার অভিজ্ঞতা থেকে বলব যে আপনি নিজের জন্য কার্যকর একটি ট্রেডিং সিস্টেম তৈরি করুন । অন্যের দেখানো সিস্টেম আপনার ট্রেডিং স্টাইলের সাথে নাও যেতে পারে । অনেকেই হয়ত বলতে পারে যে ট্রেডিং সিস্টেমটি যদি ভাল লাভ দেয় তাহলে ব্যবহার করতে সমস্যা কোথায় । আসলে কোন সমস্যা নেই কিন্তু একবার ভালভাবে ভেবে দেখলেই বুঝা যায় যে আমরা জানা সত্ত্বেও অনেক সময় তা ট্রেডিং এ প্রয়োগ করি না ফলে লস করে বসি । তাই ট্রেডার এর মন মানসিকতার উপর নির্ভর করে যে একটি ট্রেডিং সিস্টেম থেকে কটটুকু সফলতা পাওয়া যাবে ।
jedi1212
2021-01-26, 07:50 PM
আপনি আরও ভালভাবে বুঝতে পারেন যে সময় আসার সময় যদি আপনি বাণিজ্য করেন এবং ট্রেডিং সিস্টেমের ঝুঁকি পুরস্কার ট্রেডিং সিস্টেমে আরও ভাল হয়, আপনি বাণিজ্য করতে পারেন, তবে আপনি আরও অনেক ভাল কাজ করতে পারবেন কারণ ভালভাবে বোঝা ট্রেডিং সিস্টেমে ট্রেডিং ভাল। লাভও করা যায়,
EmonFX
2021-03-07, 07:59 PM
আপনি ভাল বুঝতে পারেন আপনি যখন সময় পান সেই সময় এ যদি ট্রেড আসে আর যেই ট্রেডিং সিস্টেম এর রিস্ক রেওয়াড ভাল যেই ট্রেডিং সিস্টেম এ আপনি ট্রেড করতে পারেন তাহলে আপনি অনেক ভাল করবেন কারন সেই ট্রেডিং সিস্টেম ভাল করে বুঝা যায় সেই ট্রেডিং সিস্টেম এ ট্রেড করলে ভাল লাভ ও করা যায়
আমি শুরুর দিকে শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিসের উপর ভিত্তি করেই ট্রেডিং করেছি। তবে তাতে সফলতার পরিমাণ বলতে গেলে একেবারেই নেই। তবে উপলব্ধি করতে পেরেছি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস এর উপর ভিত্তি করেই ট্রেডিং করে মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। এখন আমি প্রাইজ একশন ট্রেডিং এর উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাশাপাশি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেডিং করে থাকি। ফরেক্স মার্কেট এমন একটা মার্কেটপ্লেস যেখানে শুধুমাত্র একটি স্ট্র্যাটেজির উপরে নির্ভর করে ট্রেডিং করে সফলতা অর্জন করা অনেকটা কঠিন। তাই সফল ট্রেডার হতে হলে অবশ্যই মার্কেট সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে এবং সকল ধরনের স্ট্রাটেজি ডেভলপ করে সে অনুযায়ী ট্রেডিং করতে হবে।
Mas26
2021-03-07, 11:44 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য আপনি কয়েকটি প্রেয়ার নির্বাচন করতে পারেন। এর উপরে আপনি স্টাডি করে দেখতে পারেন যে আপনি কোনটার উপরে বেশি প্রফিটেবল হতে পারে আপনি সেটার উপরে ট্রেড করতে পারেন। তবে দেখা গেল আপনার অনেক সময়ে আপনার পক্ষে আসলো আবার অনেক সময় আপনার বিপক্ষেও যেতে পারে। কিন্তু হাল ছেড়ে দেয়া যাবে না কারণ সব সময় আপনার পক্ষে আসবেনা। আপনি এমন একটা পেয়ার নির্বাচন করতে পারেন যেটা মার্কেট মার্কেট আপডাউন খুব কম করে সেক্ষেত্রে আপনার লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও লস হওয়ার সম্ভাবনা কম থাকে।যেমনঃ eur/uds,,eur/jpy,,can/usd ইত্যাদি।
Starship
2021-03-08, 07:07 PM
ফরেক্সে ট্রেডিং দক্ষতা অতিব গুরুত্বপূর্ন বিষয়। আপনার ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করবে আপনার প্রফিট বা লসের পারসেন্ট। যার ট্রেডিং কৌশল যত উন্নত সে তত বেশি প্রফিট করতে পারেন। তাই ফরেক্স ট্রেডিং কৌশল বৃদ্ধি করা অতিব গুরুত্বপূর্ন। আর আপনার ট্রেডিং দক্ষতা যাচাই করার জন্য সর্বোত্তম মাধ্যমে হলো ডেমো একাউন্ট। তাই ডেমো একাউন্টে অনুশীলন করার কোন বিকল্প নেই। অনুমানের উপর ভিত্তি করে ট্রেড করার চেয়ে উন্নত কৌশল যাচাই করে ট্রেড করা উচিত।
Mas26
2021-03-10, 09:20 PM
ফরেক্্র ট্রেডিং স্ট্রাটেজি বিল্ড করেছি আরও অনেক দিন আগে কিন্তু আজও তা শত ভাগ প্রফিটেবল করতে পারলাম না। আমি অবশ্য হাল ছাড়ি নি এবং ছাড়ার সম্ভাবনাও নেই যে বের হয়ে যাব। তবে যখন অনাকাঙ্খিত লস হয়ে যায় ট্রেডিং স্ট্রাটেজির কারণে তখন মেজাজ যার পর নাই খারাপ হয়। অনেক সময় মনে হয় কিছুদিনের জন্য বিশ্রাম নেই। পরেই মনে হয় অনেক সময় হেলায় নষ্ট করেছি আর কত।
তবে ভুল বার বার যাতে না হয় সেদিকে খেয়ল রাখতে হবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.