PDA

View Full Version : বিশ্ব অর্থনীতি ও রাজনীতি সাথে ফরেক্স/সিএফ



Montu Zaman
2018-03-25, 12:21 PM
একজন ট্রেডারের টেডিং লাভজনক হতে মৌলিক বিশ্লেষণ হল বিশ্ব অর্থনীতিতে ঘটে যাওয়া গুরত্বপূর্ণ সংবাদগুলো জানা, যা তার ট্রেডিং কার্যত্রুমকে আরো গতিশিীল করতে সাহায্য করে। তাই সবার কাছে এই থ্রেডটিতে বিশ্ব অর্থ নীতিতে প্রভাব ফেলে এমন প্রধান সংবাদগুলো নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ থাকবে। আর এই নিউজগুলোই বর্তমানে এবং নিকট ভবিষৎতে ফরেক্স ও সিএফডি মার্কেটে প্রভাব বিস্তার করবে।
https://forex-images.ifxdb.com/humor/source/insta/img5ab3a8052a8c0.png
যেমন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানিকৃত প্রায় ১০০টি পণ্যের উপর ৬০ বিলিয়ন ডলার শুল্ক আদায়ের পরিকল্পনায় সই করেছেন পাশাপাশী বিভিন্ন অর্থনৈতিক খাতে পুঁজি বিনিয়োগকারী চীনা পুঁজিপতিদের ওপর কড়াকড়ি আরোপ করেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের পাল্টা কর্ম সূচি হিসেবে চীনও কিছু মার্কিন পণ্যে শুল্ক আরোপ করেছে। যদিও চীনা এখনো সংযত আচরন করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা মনে করছেন। আর এই বাণিজ্যযুদ্ধের ভয়ে সারা পৃথিবীজুড়ে শেয়ারবাজারের পতন হচ্ছে।

BDFOREX TRADER
2018-03-25, 12:27 PM
ফেসবুকে থেকে ডাটা লিক্যাজে বা তথ্য বেহাত হয়ে যাবার কারনে ফেইসবুক কোম্পানীটির শেয়ার মুল্য ধস নেমেছে এবং বাজার মূল্যে কোটি কোটি ডলারের লোকসান হয়েছে! শুক্রবার লেনদেন বন্ধ হওয়ার আগে ফেইসবুকের প্রতি শেয়ারের মূল্য ছিল ১৬০ ডলারের নিচে।
5635
মুলত ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় প্রায় পাঁচ কোটি ফেইসবুক ব্যবহারকারীর ডেটা অপব্যবহার করেছিল ডেটা বিশ্লেষণা প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা, এমন অভিযোগ ওঠার পর থেকেই তীব্র সমালচনার মুখে আছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। যুক্তরাষ্ট্র আর ইউরোপে এ নিয়ে আইনপ্রণেতাদের নানা প্রশ্নের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এই খবর প্রকাশের পরপর ১৯ মার্চ প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য কমে যায় প্রায় সাত শতাংশ।

FXBD
2018-04-10, 01:05 PM
আজ মঙ্গলবার ইয়েন এর বিপক্ষে ডলারের দাম বাড়ছে! যেহেতু মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক বৃদ্ধির পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পরে পণ্য আমদানি শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ ঘোষনার পর যা বিনিয়োগকারী ভয় কাটানোর সাহায্য করবে। এশিয়াতে হাইনান প্রদেশে একটি বায়ো ফোরামের ভাষনে, শি জিনপিং দেশের অর্থনীতির ভবিষৎ এবং পণ্য দ্রব্যে বেশি রপ্তানী শুল্কের ফলে বাণিজ্য দ্বন্দ্ব হতাশ হয়ে পড়েছে, কারণ গত মঙ্গলবার ওয়াশিংটনে ও বেইজিংয়ের মধ্যে প্রথমবারের মতো জনসাধারণের প্রতিক্রিয়াতে শি জিনপিং কাছ থেকে বিরত থাকার কথা ছিল।

Tofazzal Mia
2018-05-09, 04:19 PM
যে কোন দেশের অর্থনীতির সাথে ঐ দেশের কারেন্সির ভেলুর একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। যখন ঐ দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় তখন ঐ দেমের কারেন্সির উন্নতি হয়। একারনেই ফরেক্স ট্রেডারদের তাদের ট্রেডকে প্রফিটেবল করতে সবসময় অর্থনৈতিক নিউজের উপর খোজ রাখতে হয়। যেমন কোন দেশের ইন্টারেস্ট রেইট বাড়ার বা কমার সাথে সাথে ঐ কারেন্সির ও পরিবর্তন হয় এবং কেন্দ্রীয় ব্যাংক ভিন্ন ভিন্ন কারেন্সির ইন্টারেস্ট রেইট এর উঠানামার সাথে সাথে ঐ কারেন্সির ভেলু ও পরিবর্তন করে থাকে। অথবা কেন্দ্রীয় ব্যাংক সাধারণত মুদ্রাস্ফীতি হলেও কারেন্সির ভেলু ও পরিবর্তন হয়।

FXBD
2018-06-11, 01:08 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং বর্তমানে সিঙ্গাপুরে একটি নজিরবিহীন মিটিং করছেন যার জন্য সিঙ্গাপুর সরকারকে প্রায় দুই কোটি ডলার খরচ করতে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় কোন নেতার মধ্যকার প্রথম মিটিং বলে কথা। অবশ্য এই মিটিংয়ের পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে পিয়ংইয়ং ‘নতুন একটি সম্পর্ক তৈরী হতে পারে যেখানে পারমানবিক নিরস্ত্রীকরণের এর পাশাপাশি এটি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার ব্যবসায়িক সম্পর্ক তৈরী করে নতুন দিনের সূচনা করবে বলে আমার মনে হচ্ছে।

rafiuqlislam
2018-06-11, 02:18 PM
বিশ্ব অর্থনীতি ও রাজনীতির ফরেক্সের সম্পর্ক খুবই নিবীড়।কারন বিশ্ব রাজনীতি যখন উত্তাল থাকে তখন বিশ্ব অর্থনীতির উপর এর প্রভাব লক্ষকরা যায়।ফরেক্স যেহেতুু বিশ্বব্যাপি একটি বড় ট্রেড প্রতিষ্ঠান, তাই ফরেক্স ট্রেডের প্রতি এর প্রভাব লক্ষনীয়।

Tofazzal Mia
2018-07-24, 04:41 PM
বিশ্ব অর্থনীতিতে কারেন্সি ওয়ার প্রকট আকার ধারণ করেছে। এই যুদ্ধে বিভিন্ন দেশের মুদ্রার মান ব্যাপকভাবে ওঠানামা করেছে। সবচেয়ে বেশি ওঠানামা করেছে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড, ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো ও যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের দাম। সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা ইউয়ান ও অস্ট্রেলিয়ান ডলার। শুধুমাত্র মুদ্রা নয়, এর পাশাপাশি হার্ড কারেন্সি বলে খ্যাত ‘স্বর্ণ’-এর দামও ব্যাপকভাবে ওঠানামা করেছে। ফলে বিভিন্ন দেশের অর্থনীতি, রপ্তানিকারক, প্রবাসীরা এর দ্বারা প্রভাবিত হয়েছেন। সব মিলিয়ে এর নেতিবাচক প্রভাব পড়েছে, যেমন আমদানির ক্ষেত্রে দাম বেড়ে যাচ্ছে আবার রপ্তানির ক্ষেত্রে কমে যাচ্ছে। মুদ্রার অবমূল্যায়নজনিত মূল্যস্ফীতির কারণে বেড়ে যাচ্ছে প্রায় সব পণ্যের দাম।

rafiuqlislam
2018-07-24, 05:20 PM
বিশ্ব অর্থনীতি ও রাজনীতির সাথে ফরেক্স ট্রেডের সম্পর্ক অত্যন্ত নীবিড়। কারন বিশ্ব রাজনৈতিক পরিবেশের উপর ফরেক্স মার্কেটের প্রভাব লক্ষনীয়।

Rassel Vuiya
2020-01-26, 04:22 PM
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আপিল ও বিচার ব্যবস্থা ব্যবহার করে বাণিজ্যবিরোধ নিরসনে ১৬ দেশের সঙ্গে জোট করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।মুলত যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতির কারণে কোণঠাসা হয়ে পড়া ডব্লিউটিও সচল রাখার স্বার্থে এ পদক্ষেপ নেয়া হয়েছে সুইজারল্যান্ডের দাভোসে ওয়াল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে এ ১৬টি রাষ্ট্রের সঙ্গে জোট গঠনে সম্মত হয় ইইউ। ১৬টি দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, গুয়াতেমালা, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, নরওয়ে, পানামা, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও উরুগুয়ে।