Log in

View Full Version : ব্যক্তিগত ভোগজনিত খরচ( pce)



habibi
2018-03-25, 05:32 PM
pce হল ভোক্তার পণ্য এবং সেবার মূল্য পরিবর্তন পরিমাপক। ব্যক্তিগত ভোগজনিত ব্যয়ের মধ্যে আছে গৃহস্থালির প্রকৃত এবং আরোপিত খরচ; এই পরিমাপের মধ্যে আছে টেকসই, স্বল্পস্থায়ী পণ্য ও সেবা।
সিপিআই এর মত পিসিই হল বাণিজ্য মন্ত্রণালয় এর ব্যুরো অব ইকোনমিক্স উপস্থাপিত একপ্রকার প্রতিবেদন যা ব্যক্তিগত আয় প্রতিবেদনের অংশ।
পিসিই হল একটি ভালোভাবে আনুমানিক প্রতিবেদন বাজারে যার ছোট খাটো প্রভাব আছে।

jasminbd
2018-08-29, 04:47 PM
আগামীকাল ৩০ শে অগাস্ট রোজ বৃহস্পতিবার মার্কিন ইকোনিমিক্স ব্যুরো বাংলাদেশ সময় 6:30pm এ মার্কিন ডলার প্রবাভিত করে এমন নিউজ Personal Spending m/m এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি মার্কিন ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.4%আর এই মাসে এর পূর্বাভাস হল 0.4% । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলার কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলার কে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।

Rokibul7
2020-05-13, 08:54 PM
ভাই এই pce নিউজ মাকেট এ কেমন প্রভাব ফেলে বা এই নিউজ এর ভোলাটিলিট কেমন। আর এই নিউজ usd এর কত তারিখ প্রকাশিত হয়,জানালে উপকৃত হবো।