View Full Version : এক সাথে কত টি ফোরাম থেকে বোনাস পাওয়া যায় পো
MD ARSED ALI
2018-03-26, 10:50 AM
বর্তমান সময়ে অনেক গুলো গুলো জনপ্রিয় ফোরাম রয়েছে যেগুলো তে ফরেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং ফরেক্স শিখানো হয় এবং এখানে প্রতিটি পোস্টের জন্য ফোরাম ভেদে বিভিন্ন মানের বোনাস প্রদান করা হয়ে থাকে যা আমরা ইন্সটাফরেক্স একাউন্ট এর মাধ্যমে পেয়ে থাকি এবং সেই ব্যলেন্স ব্যবহার করে ট্রেড করে ইনকাম করলে তা উত্তলন করতে পারি এখন আমার প্রশ্ন একজন ব্যাক্তি একটি একাউন্ট কত টি ফোরামে যোগ করতে পারে এবং এক সাথে কত টি ফোরাম থেকে সে বোনাস পেতে পারে?
hasem79
2018-03-26, 04:16 PM
এই ভাবে কখনও ভেবে দেখি নি। সত্যি সত্যি এই জিনিসটা নিয়ে চিন্তা করার অবকাশও পাই নি। তবে আপনি মডারেটরদের সাথে আলাপ করতে পারেন। তবে আমার জানামতে একাধিক ফোরাম একাউন্ট একই ব্যক্তির জন্য প্রযোজ্য হবার চান্সই খুব কম। তারপরও আপনি যে সমস্যার কথা উল্লেখ করেছেন তা মডারেটরদের দৃষ্টি আকর্ষিত হলে মনে হয় সমস্যার সমাধান পেতে পারেন।
Mamun13
2018-03-26, 08:02 PM
আমার জানামতে সম্ভবত আপনার একটি একাউন্ট একাধিক ফোরামের সাথে সংযুক্ত করতে পারবেন না৷যেহেতু বিভিন্ন ফোরামের সাথে একাউন্ট যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে ওইসব ফোরাম থেকে bonus সংগ্রহ করা৷সেজন্য একটি নির্দিষ্ট ফোরামের সাথে একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট সংযুক্ত থাকা বাঞ্ছনীয়৷কারণ একটি ফোরাম একটি প্রোফাইলের একটি একাউন্টই প্রোভাইড করে থাকে৷একাধিক ফোরামে কখনোই একটি অ্যাকাউন্ট সংযুক্ত করা বৈধ নয়৷ তারপরেও এই বিষয়টা নিয়ে ফোরামের অন্যান্য সিনিয়র সদস্য এবং মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি তাদের কাছ থেকে আরও সুস্পষ্ট তথ্য পাওয়ার জন্য৷
habibi
2018-03-27, 11:01 AM
বর্তমান সময়ে অনেক গুলো গুলো জনপ্রিয় ফোরাম রয়েছে যেগুলো তে ফরেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং ফরেক্স শিখানো হয় এবং এখানে প্রতিটি পোস্টের জন্য ফোরাম ভেদে বিভিন্ন মানের বোনাস প্রদান করা হয়ে থাকে যা আমরা ইন্সটাফরেক্স একাউন্ট এর মাধ্যমে পেয়ে থাকি এবং সেই ব্যলেন্স ব্যবহার করে ট্রেড করে ইনকাম করলে তা উত্তলন করতে পারি এখন আমার প্রশ্ন একজন ব্যাক্তি একটি একাউন্ট কত টি ফোরামে যোগ করতে পারে এবং এক সাথে কত টি ফোরাম থেকে সে বোনাস পেতে পারে?
ইস্টাফরেক্সের স্পন্সর করা অনেক গুলো ফোরামরয়েছে যার মধ্যে বাংলাদেশের দুটি ফোরামে বেশী প্রচলিতি। একটি হল এই ফরেক্স বাংলা ফোরাম এবং অন্যটি হল mt5 ফোরাম। আপনি ইন্সটাফরেক্সের রুলগুলো পড়লে বুঝতে পারবেন সেখানে উল্লেখ করা আছে যে একজন গ্রাহক ইন্সটাফরেক্সের স্পন্সর করা বিভিন্ন ফোরামের লেখালেখি করতে পারবে, তবে বোনাস শুধু মাত্র একটি ফোরাম থেকে পোস্টিং বোনাস গ্রহন করতে পারে। যদি কেউ এক সাথে একাধিক ফোরাম থেকে বোনাস গ্রহনের জন্য আবেদন করে তবে তার ফোরাম অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট ব্লক করে দিবে। আশা করি এই ফোরামের কেউ এই ভুল করবেন না।
alamsat
2018-03-27, 11:14 AM
আপনি যত ফোরামে আপনার একাউন্ট যুক্ত করেন না কোনো। বোনাস তো ইন্সটাফরেক্স প্রদান করবে. তাই যত ফোরামে আপনি একাউন্ট যুক্ত করেন না কেন বোনাস একটি ফোরামে থেকে পাবেন. আর বেশি ফোরামে একাউন্ট যুক্ত করলে হয়তো আপনার একাউন্ট ব্যান্ড হতে পারে। ধন্যবাদ.
আমার জানামতে একটি একাউন্টে একটি ফোরাম একাউন্টই যুক্ত করা যায়।একাধিক ফোরামে কাজ করে অধিক বোনাস সংগ্রহ করাটা ঠিক নয়।ফোরাম কর্তৃপক্ষ আপনাকে একটি ফোরামের বোনাসই প্রদান করে থাকবে বলে আমি মনে করি।
Md.shohag
2020-07-24, 11:07 AM
আমার জানামতে একটি একাউন্টে একটি ফোরাম একাউন্টই যুক্ত করা যায়।একাধিক ফোরামে কাজ করে অধিক বোনাস সংগ্রহ করাটা ঠিক নয়।ফোরাম কর্তৃপক্ষ আপনাকে একটি ফোরামের বোনাসই প্রদান করে থাকবে বলে আমি মনে করি।
IFXmehedi
2020-07-24, 11:37 AM
বর্তমান সময়ে অনেক গুলো গুলো জনপ্রিয় ফোরাম রয়েছে যেগুলো তে ফরেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং ফরেক্স শিখানো হয় এবং এখানে প্রতিটি পোস্টের জন্য ফোরাম ভেদে বিভিন্ন মানের বোনাস প্রদান করা হয়ে থাকে যা আমরা ইন্সটাফরেক্স একাউন্ট এর মাধ্যমে পেয়ে থাকি এবং সেই ব্যলেন্স ব্যবহার করে ট্রেড করে ইনকাম করলে তা উত্তলন করতে পারি এখন আমার প্রশ্ন একজন ব্যাক্তি একটি একাউন্ট কত টি ফোরামে যোগ করতে পারে এবং এক সাথে কত টি ফোরাম থেকে সে বোনাস পেতে পারে?
ভাই ইন্সতাফরেক্স এর স্পন্সরকৃত ফোরাম হতে আপনি যদি বোনাস পেতে চান সে ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটি নির্দিষ্ট ফোরাম থেকে বোনাস পাবেন । আপনি যদি বেশি বোনাসের আসা বিভিন্ন ফোরামের সঙ্গে যুক্ত করেন আপনার অ্যাকাউন্ট তাহলে আপনার অ্যাকাউন্টটি ইন্সটাফরেক্সের এন্ট্রি ফর ডিপার্টমেন্ট ব্লক করে দেবে । ভাই একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন যে কোন কাজ সততার সাথে করবেন দেখবেন সেই কাজ অবশ্যই সফলতা আসবে । ইন্সটাফরেক্স আমাদেরকে বোনাস দিচ্ছে এটা অনেক বড় ইচ্ছে বেশি কিছু আশা করেন না ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.