PDA

View Full Version : ফরেক্স মার্কেটে লস কিভাবে নিয়ন্ত্রন করা ÷



Tofazzal Mia
2018-03-27, 01:00 PM
ট্রেডারদের কাছে ফরেক্স মার্কেটে লস্ ট্রেডিংয়ের আর একটি অংশ। এবং এখানে লাভ করার জন্য প্রতিনিয়ত ছোট ছোট লস্ এর মুখোমুখি হতে হয়। তাই লস নিয়ন্ত্রণ করা মানে আপনার ঝুকি কমিয়ে আনতে হবে এর জন্য আপনি যে কাজগুলো করবে সেগুলো হল -
# লট সাইজ কমিয়ে আনতে পারেন ।
# স্টপ লস ব্যবহার করতে পারেন ।
# কম লাভের আশায় ট্রেড করতে হবে ।
# কম ট্রেড করতে হবে ।
মূল কথা আপনি মানি ম্যানেজমেন্ট মেনে একাউন্টের সব্বর্চ্চ ২ ভাগ এর বেশি রিস্ক নিবেন প্রতিটি ট্রেডে । আর মাসে ২০ থেকে ৩০ ভাগ প্রফিটের আশা করবেন । তাহলেই খুব বেশি লাভ না হলেও অন্তত এই মার্কেটে টিকে থাকতে পারবেন ।

riponinsta
2018-03-27, 03:51 PM
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় স্টপ লস ব্যবহার করি এতে আমার ফরেক্স মার্কেট এ বড় লস হয় না আর আমি ট্রেড করার সময় ১ % থেকে ২ % রিস্ক নিয়ে ট্রেড করি এই কারন এ আমার ফরেক্স মার্কেট এ বড় লস হয় না আর লাভ এর পরিমান বেশি থাকে আপনি ও এই ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন লস এ থাকবেন না আশা করি

Mamun13
2018-03-27, 06:13 PM
প্রতিমাসে 20%-30% প্রফিট আমার মতে অনেক অনেক বেশী প্রফিট !! প্রতিমাসে মাত্র 5%-10% প্রফিট করলেই আমি মনে করি ফরেক্স মার্কেটে প্রচুর প্রফিট ! আর লস হওয়ার জন্য অনেক অনেক কারণ রয়েছে৷সেই সকল কারণগুলো অবশ্যই লক্ষ্য রেখে ট্রেড করতে হবে৷যেমন-# লিভারের যত সম্ভব কম নেওয়া উচিত৷#technical analysis নিখুঁতভাবে করা উচিত৷#একটি কার্যকরী,বাস্তবসম্মত ও সঠিক trading strategy অনুসারে ট্রেড করা উচিত৷#প্রতিদিন নির্দিষ্ট সেশনের নির্দিষ্ট কারেন্সি পেয়ার গুলোর উপর নিউজ ইম্প্যাক্ট গুলো লক্ষ্য করা উচিত৷#মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা উচিত৷ #টেক প্রফিট এবং স্টপলস যথাযথ স্থানে সেট করে সঠিকভাবে risk reward ratio প্রয়োগ করে ট্রেড করা উচিত৷#বেশি লাভের আশায় লোভে পড়ে ওভার ট্রেডিং না করা উচিত৷

maziz6989
2018-03-29, 10:05 PM
ফরেক্স মার্কেট এ নো লস কোন স্ট্রাটেজি আছে বলে আজও শুনি নি। তবে এখানে কিছু ট্রেডিং সিস্টেম আছে যে গুলোকে অনেকে নো লস সিস্টেম বলে থাকে। এই সিস্টেম এর প্রথম এবং প্রধান শর্ত হল - কম ট্রেডে বেশি প্রফিট করা। এখানে আপনি যদি আপনার লস ফিল্টার করতে চান তবে ট্রেড এর সংখ্যা কমিয়ে আনতেই হবে। এর কোন বিকল্প আছে বলে আমি মনে করছি না।

Grimm
2019-01-15, 03:53 PM
ফরেক্স যেহেতু একটি ব্যবসা সেহেতু এই ব্যবসায় লস হবেই। তবে হ্যা আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের লস কে কমিয়ে আনতে পারি। আর সে জন্য দরকার অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা। তাই এই ব্যবসা শুরুর প্রথমে অবশ্যই আমাদেরকে জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়াতে হবে এবং এর পাশাপাশি আমাদেরকে অবশ্যই ডেমোতে অনুশীলণ করতে হবে। কারণ ডেমোতে অনুশীলন করলে আমরা মার্কেট সম্পর্কে খুব সহজেই জানতে পারবো যা আমারদেরক অনেক ভাল ডিসিশন নিতে সাহায্য করবে এবং লস কমানোয় ভূমিকা রাখবে।

Mahidul84
2019-01-15, 05:13 PM
যেহেতু এটি একটা ব্যবসা সেহেতু ফরেক্স ব্যবসা করলে লাভ লস দুটোই থাকবে। তবে আপনি যদি একটু ধৈর্য্যসহকারে এই ব্যবসাকে নিজের মধ্যে আয়ত্ব করতে পারেন তাহলে হয়তো কিছুটা হলেও আপনি লস কমিয়ে নিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। আর এজন্য আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য্য সহকারে ফরেক্স সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর পাশাপাশি আপনাকে অবশ্যই নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে। তাহলে অবশ্যই ভবিষ্যতে ধীরে ধীরে লস অনেকাংশ কমিয়ে আনতে সক্ষম হতে পারবেন।

FXBD
2019-03-25, 12:49 PM
লস নিয়ন্ত্রন করার জন্য দরকার একটি স্ট্রাটেজী এবং মানি ম্যানেজমেন্ট। যেমন দুইজন ট্রেডারের উদাহরন দেই।
১ম ট্রেডার টেস্টপলস ছাড়া স্ক্যাল্পিং ট্রেড করে ৯০% প্রফিট একুরেসীতে। যেমনঃ ১০ টি ট্রেডের মাঝে তার প্রফিটের ৯ টি ট্রেডে সে ১০ পিপ্স করে ৯x১০= ৯০ পিপ্স প্রফিট পেল। আর বাকি একটি ট্রেড এক ধাক্কায় ১২০ পিপ্স লসে ক্লোজ করে দিল সে। এখানে তার টোটালঃ ৯০-১২০= ৩০ পিপ্স লস তার অন এভারেজ!! 😬 তার মানে ৯০% প্রফিট একুরেসী থাকার পরেও ১ম ট্রেডার অন এভারেজ ৩০ পিপ্স লসেই রইল!!
আবার ২য় ট্রেডার ১ঃ২ রেশিও মেনে চলে লেভেল ধরে ধরে ট্রেড করে তার একুরেসী ৫০%। ফলাফল ১০ টা ট্রেডে ৫ টায় লাভ করে, ৫ টায় লস করল সে। ৫ টায় ১০ পিপ্স করে লস হলে ৫x১০= ৫০ পিপ্স লস হল তার! আর বাকি ৫ টায় ১ঃ২ রেশিও ধরে ৫x২০ = ১০০ পিপ্স প্রফিট হল ২য় ট্রেডার এর। অন এভারেজ তার ১০০-৫০= ৫০ পিপ্স প্রফিট পেল সে।
এখন ৯০% একুরেসী নিয়ে ট্রেড করা ১ম ট্রেডার হল লস করা ট্রেডার এবং ৫০% একুরেসী নিয়ে ট্রেড করা ২য় ট্রেডার হল একজন সফল ট্রেডার

bdunity
2019-03-25, 03:32 PM
আমার মতে প্রথমত লোভকে নিয়ন্ত্রন করে লসকে নিয়ন্ত্রন করা যায়।আর দ্বিতিয়ত মানিম্যানেজমেন্ট করে লস কে নিয়ন্ত্রন করতে হবে।ফরেক্স এ মানিম্যানেজমেন্ট হলো একটা গুরুত্বপূর্ন বিষয়।

SAGOR_HALDER944
2019-03-25, 04:01 PM
ফরেক্স ট্রেডিং এ লস কে নিয়ন্ত্রণ করতে হলে আগে আপনাকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে।কারণ ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকলে আপনি ট্রেডিংয়ে বারবার ভুল করবেন এবং লসে পড়ে যাবেন।ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতাই আপনার লসের ট্রেডগুলোর হার কমিয়ে দেবে।তাই আমি মনে করি ট্রেডিংয়ে যত অভিজ্ঞ হবেন তত লসকে কন্ট্রোল করতে পারবেন।

NasirMollah739
2019-03-25, 08:53 PM
ফরেক্স যেহেতু একটি ব্যবসা সেহেতু লাভ ও লস এই ট্রেডিং গুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত।তবুও ট্রেডার গণ যদি কিছু কিছু বিষয় লক্ষ্য রেখে ট্রেডিং এ অংশগ্রহণ করেন তবে ক্ষতির তুলনায় প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হলো-
# লট সাইজ কমিয়ে আনতে পারেন ।
# স্টপ লস ব্যবহার করতে পারেন ।
# কম লাভের আশায় ট্রেড করতে হবে ।
# কম ট্রেড করতে হবে ।
উপরোক্ত বিষয়গুলো প্রতিটি ট্রেডার লক্ষ্য রেখে ট্রেডিং অংশগ্রহণ করতে পারেন ফলে প্রফিট কম হলেও ক্ষতির সম্ভাবনা খুবই কম।

Hafizfx
2019-03-26, 09:10 PM
আমাদের অতিরিক্ত লোভের কারনেই তো আমরা বার বার লস করে থাকি এমনকি একাউন্ট শুন্য পর্যন্ত করে ফেলি কিন্তু কোন নিয়ম মানতে রাজি নয়। আমি নিজেও সব জানা সত্বেও প্রতিদিন ১০০ ডলারের টার্গেন নিয়ে ট্রেড করি কিন্তু ব্যালেন্ড কত ৫০০ ডলার। তাই বার বার লস করি আবার লাভ ও করি কিন্তু সব লাভের টাকা একদিনে চলে যাই নিয়ম না মানার কারনে তাই প্রতিনিয়ত এবং প্রতিটি ট্রেডে যদি নিয়ম মানা যাই তাহলে খুব সহজে প্রফিট করা সম্ভব।

KF84
2019-08-04, 10:09 PM
প্রত্যেকটি ব্যবসাতে যেমন লস হয় তেমনি ফরেক্সেও লস হতে পারে এটাই স্বাভাবিক । তাই লস মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে । তারপর অতিরিক্ত লোভ না করে একাউন্ট ব্যালেন্স অনুযায়ী প্রত্যেকটি ট্রেডের লট সাইজ নির্বাচন করতে হবে । স্টপ লস ব্যবহার বাধ্যতামূলক হওয়া উচিত বলে মনে করি । অনেকেই বলতে পারেন স্টপ লস ব্যবহার না করেই ট্রেড করা যায় । হ্যাঁ যদি অভিজ্ঞতা থাকে তাহলে করতে পারে । আর স্কাল্পিং বা নিউজ আওয়ারের সময় ট্রেড না করাই ভাল ।

souravkumarhazra6763
2019-08-05, 12:10 PM
ফরেক্স মার্কেট এ লস নিয়ন্ত্রণ এর দুইটি মাত্র উপায় আছে,তাহলো ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ছোট ছোট লট এ এন্ট্রি নেওয়া এবং এন্ট্রি এর সাথে সাথে স্টপলস মাস্ট ইউজ করা,আপনি যদি এই দুইটি রুল অনুসীরণ করেন তাহলে আপনি এই বিজিনেস হতে আপনার লস সহযে নিয়ন্ত্রণ করতে পারবেন।

KaziBayzid162
2019-08-05, 02:55 PM
ফরেক্স মার্কেট একজন ট্রেডার একটিমাত্র কারণে লস করে থাকে না, বরংঅনেকগুলো কারণে লস হতে পারে, আর এই লস এর পরিমানকে কমিয়ে আনতে হলে: ১/সর্বপ্রথম আপনাকে ফরেক্স সম্পর্কে যথেষ্ট জ্ঞানী অভিজ্ঞ হতে হবে,২/দীর্ঘদিন সময় নিয়ে ডেমো ট্রেডিং এর অভিজ্ঞতা থাকতে হবে কেননা ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনি কি কারনে ফরেক্স এ লস হয়ে থাকে সেই সকল কারণগুলো সম্পর্কে নিজেকে সচেতন করে তুলতে পারবেন,৩/কোন ট্রেড ওপেন করার পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস মানি ম্যানেজমেন্ট করে নিতে হবে, ৪/অধিক লাভের আশায় ঝুঁকি নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে, ৫/ছোট ছোট লটে ট্রেড করতে হবে,৬/স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে ট্রেডিং করতে হবে,৭/লোভ ও ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং করতে হবে, ৮/ধৈর্য সহকারে সঠিক সময় ও সুযোগের অপেক্ষা করতে হবে এবং উপযুক্ত সময় আসা মাত্র সঠিকভাবে কাজে লাগাতে হবে।
উপরোক্ত বিষয়গুলো যদি কোন ট্রেডার নিজের মাথায় রেখে ট্রেডিং করতে পারে তাহলে আশা করি ফরেক্সে তার রসের পরিমাণ কমিয়ে আনতে সক্ষম হবে।

samun
2019-08-05, 03:01 PM
ফরেক্স মার্কেট থেকে লসের পরিমাণ কমিয়ে আনতে করনিয় কাজ হল ঃঃ
১. এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে।
২. বেশি লাভের আশা না করে কম লটে ট্রেড করতে হবে।
৩. অবশ্যই ষ্টপ লস ব্যবহার করতে হবে,যেন একাউন্ট শূন্য না হয়ে যায়।
৪. ট্রেডিং এর জন্য সকল বিষয় ধারণা অর্জন করতে হবে।
৫. লোভ এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে।

ARIFULISLAM1996
2019-08-08, 08:34 PM
ফরেক্স মার্কেটে লস নিয়ন্ত্রণ করার জন্য সর্বপ্রথম যা প্রয়োজন তা হচ্ছে ধৈর্য।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ধৈর্যের কোন বিকল্প নেই।নতুন ট্রেডাররা সাধারণত লস হলে সেই লসকে পুষিয়ে নেওয়ার জন্য অধিক ঝুঁকি নিয়ে ট্রেড করে কিন্তু এতে হিতে বিপরীত হয়।লস নিয়ন্ত্রণ রাখতে হলে নিজের ক্যাপিটাল এর উপর গুরুত্ব রেখে মানি ম্যানেজমেন্ট করতে হবে। সর্বোচ্চ আপনি ২ শতাংশ রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন। মার্কেট সম্পর্কে নিশ্চিত না হয়ে ট্রেড না করাই উত্তম। ডেইলি চার্ট পর্যবেক্ষণ করে দেখতে পারেন। অধিক লটে ট্রেড না করাই উত্তম। রাতে ঘুমানোর আগে স্টপ লস নির্ধারণ করে নেওয়া উত্তম। ডেমো ট্রেডিং এ বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। লস এর হার কমাতে আপকামিং নিউজ গুলো পর্যবেক্ষণ করে নিতে পারেন। এছাড়াও ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং দক্ষ না হয়ে রিয়েল ট্রেড না করাই বেটার। আগে ফরেক্স কি তা সম্পর্কে জানুন এবং তারপরেই ট্রেড করুন তাহলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে।

SOMARANITHAKUR1995
2019-08-08, 11:45 PM
প্রথমে ট্রেডিং ভাল করে আয়ত্ত করে দক্ষ হতে হবে তবেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে লস নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে লস নিয়ন্ত্রণে আনার কিছু টেকনিক আছে এগুলো মানতে হবে আপনাকে। সব সময় চেষ্টা করতে হবে কম ঝুঁকি নিয়ে ট্রেড করার। এই ক্ষেত্রে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে আপনাকে ট্রেড করতে হবে। মানি ম্যানেজমেন্ট অনুযায়ী মূলধনের সর্বোচ্চ ১০ পার্সেন্ট থেকে ১৫ পার্সেন্ট ঝুঁকি নিয়ে আপনি ট্রেড করতে পারেন। তবে এর বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করাটা রিস্কি। তাই সব সময় চেষ্টা করতে হবে ছোট ছোট লট নিয়ে ট্রেড করার। লোভে বশীভূত হয়ে অতিরিক্ত লট নিয়ে ট্রেড করা যাবে না। ট্রেড করার সময় প্রাথমিক অবস্থায় কিছু সময় ট্রেড লসে থাকতে পারে তবে এটার জন্য ভেঙে পড়লে চলবে না। কখনো লস পজিশন থেকে ট্রেড ধরবেন না। মার্কেট যদি আরো বিপরীতে চলে যায় তাহলে আপনার ব্যালেন্স শুন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। ট্রেড করার সময় কখনও হতাশাগ্রস্থ বা এক্সাইটেড হওয়া যাবে না। এই নিয়মগুলো মেনে চললে আপনি লস কে নিয়ন্ত্রণ করতে পারবেন।

DJSUMON777
2019-08-09, 12:33 AM
ফরেক্স একটি ব্যবসায় আর ব্যবসায় লাভ লস দুটোই থাকে। সবাই ব্যবসায় করে লাভের আশায় কিন্তু অনিবার্য কারণবশত হয়তো লস হয়ে থাকে। আমাদের লক্ষ রাখা উচিত যেন লস না হয় আর লসকে এড়ানোর যতগুলো পদ্ধতি রয়েছে সেগুলো কে অবলম্বন করা।ফরেক্স মার্কেটে লস না করতে চাইলে বা লস কে এড়াতে চাইলে আপনাকে ফরেক্স এর রুলস গুলো নিয়মিত মেনটেন করে ট্রেড করতে হবে। এনালাইসিস সঠিকভাবে করতে হবে মানি ম্যানেজমেন্ট রুলস ফলো করতে হবে মার্কেট এর অবস্থান গুলো বুঝে ট্রেডে এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করে সঠিক লটে ট্রেড করতে হবে তাহলে আশা করি আপনি লসকে এড়াতে পারবেন।

Sid
2020-12-17, 09:03 AM
যেহেতু এটি একটা ব্যবসা সেহেতু ফরেক্স ব্যবসা করলে লাভ লস দুটোই থাকবে। তবে আপনি যদি একটু ধৈর্য্যসহকারে এই ব্যবসাকে নিজের মধ্যে আয়ত্ব করতে পারেন তাহলে হয়তো কিছুটা হলেও আপনি লস কমিয়ে নিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। আর এজন্য আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য্য সহকারে ফরেক্স সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর পাশাপাশি আপনাকে অবশ্যই নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে। তাহলে অবশ্যই ভবিষ্যতে ধীরে ধীরে লস অনেকাংশ কমিয়ে আনতে সক্ষম হতে পারবেন।

FRK75
2021-06-12, 10:26 PM
ফরেক্স মার্কেট এ নো লস কোন স্ট্রাটেজি আছে বলে আজও শুনি নি। তবে এখানে কিছু ট্রেডিং সিস্টেম আছে যে গুলোকে অনেকে নো লস সিস্টেম বলে থাকে। এই সিস্টেম এর প্রথম এবং প্রধান শর্ত হল - কম ট্রেডে বেশি প্রফিট করা। এখানে আপনি যদি আপনার লস ফিল্টার করতে চান তবে ট্রেড এর সংখ্যা কমিয়ে আনতেই হবে।

EmonFX
2021-06-12, 11:03 PM
ট্রেডারদের কাছে ফরেক্স মার্কেটে লস্ ট্রেডিংয়ের আর একটি অংশ। এবং এখানে লাভ করার জন্য প্রতিনিয়ত ছোট ছোট লস্ এর মুখোমুখি হতে হয়। তাই লস নিয়ন্ত্রণ করা মানে আপনার ঝুকি কমিয়ে আনতে হবে এর জন্য আপনি যে কাজগুলো করবে সেগুলো হল -
# লট সাইজ কমিয়ে আনতে পারেন ।
# স্টপ লস ব্যবহার করতে পারেন ।
# কম লাভের আশায় ট্রেড করতে হবে ।
# কম ট্রেড করতে হবে ।
মূল কথা আপনি মানি ম্যানেজমেন্ট মেনে একাউন্টের সব্বর্চ্চ ২ ভাগ এর বেশি রিস্ক নিবেন প্রতিটি ট্রেডে । আর মাসে ২০ থেকে ৩০ ভাগ প্রফিটের আশা করবেন । তাহলেই খুব বেশি লাভ না হলেও অন্তত এই মার্কেটে টিকে থাকতে পারবেন ।

ফরেক্স মার্কেটে আমাদেরকে অবশ্যই লস নিয়ন্ত্রণ করতে হবে। লস নিয়ন্ত্রণ করার জন্য সর্বপ্রথম লোভ নিয়ন্ত্রণ করতে হবে, ছোট ছোট লটে ট্রেড করতে হবে, অবশ্যই স্টপ লস অর্ডার ব্যবহার করতে হবে এবং ঘন ঘন ট্রেড থেকে দূরে থাকতে হবে। ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ এবং সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই আগে আপনাকে লসের কারণ গুলো খুজে বের করতে হবে। প্রথমিক পর্যােয়ে ফরেক্স মার্কেটে কিছু লস হতে পারে, তাই বলে ভেঙ্গে পড়া যাবে না। বরং এখান থেকে উত্তরনের পথ খুজে বের করতে হবে। ফরেক্স মার্কেটে লস হলে সর্বোপ্রথমে লসের কারন ও দুর্বলতাগুলো খুজে বের করতে হবে। সে অনুযায়ী ভুলগুলো সংশোধন করতে হবে। আসলে এই ব্যাপারটা আমরা বলার সময় বলি কিন্তু কাজের সময় অনেকেই মেনে চলি না বিধায় লসের বৃত্ত থেকেও বের হতে পারি না। এর জন্য বেশি বেশি ভিডিও ও টিউটোরিয়াল দেখতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে। বেশি বেশি ডেমো প্রাকটিস করতে হবে। মার্কেটে এসেই আপনি সফলতা অর্জন করবেন ব্যাপারটা এমন করে ভাবা যাবে না।

প্রথমিক পর্যায়ে আপনি যতগুলো ট্রেড নিবেন দেখা যাবে তার ৫০% আপনি লস করছেন। চেস্টা করে যেতে হবে এই % যেনো ৫৫% বা ৬০% এ উন্নিত করা যায়। ৬০% ট্রেডে ভালো করলে ধরে নিতে পারেন নিঃশন্দেহে আপনি একজন ভালো ট্রেডার। এর পরে ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই % আরো বৃদ্ধি পাবে। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে নিষ্ঠার সাথে ট্রেড করে যান, সফলতা একদিন নিশ্চয়ই আসবে।

FRK75
2021-08-01, 11:43 AM
ফরেক্স মার্কেট এ নো লস কোন স্ট্রাটেজি আছে বলে আজও শুনি নি। তবে এখানে কিছু ট্রেডিং সিস্টেম আছে যে গুলোকে অনেকে নো লস সিস্টেম বলে থাকে। এই সিস্টেম এর প্রথম এবং প্রধান শর্ত হল - কম ট্রেডে বেশি প্রফিট করা। এখানে আপনি যদি আপনার লস ফিল্টার করতে চান তবে ট্রেড এর সংখ্যা কমিয়ে আনতেই হবে। এর কোন বিকল্প আছে বলে আমি মনে করছি না।

Starship
2021-08-01, 10:13 PM
ফরেক্স ট্রেড করে লস কমানোর জন্য আমি দীর্ঘ সময় এটা নিয়ে গবেষণা করছি। আমরা প্রত্যেকেই চাই লস কমানোর জন্য ও বেশি পরিমাণে প্রফিট করার জন্য। আমরা তখনই প্রফিট করতে পারব যখন আমরা লস কমিয়ে আসতে পারবো। লস কমানোর অন্যতম লোভের সম্মুখীন হয়ে অতিরিক্ত লটে ট্রেড না করা। অতিরিক্ত লোভ যদি আপনাকে গ্রাস করে ফেলে তাহলে আপনি ট্রেড করার নিয়মাবলী মেনে চলবেন না। অপরের সিগ্ন্যাল অনুসরণ বা ফলো করা থেকে বিরত থাকতে হবে। মার্কেট এনালাইসিস করে ট্রেড করা জানতে হবে। অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে এবং সকল ট্রেড করার নিয়মাবলী অনুসরণ করতে হবে। তাহলেই লস প্রতিরোধ করা যাবে।

Smd
2021-10-26, 09:56 PM
এখানে কিছু ট্রেডিং সিস্টেম আছে যে গুলোকে অনেকে নো লস সিস্টেম বলে থাকে। এই সিস্টেম এর প্রথম এবং প্রধান শর্ত হল কম ট্রেডে বেশি প্রফিট করা। এখানে আপনি যদি আপনার লস ফিল্টার করতে চান তবে ট্রেড এর সংখ্যা কমিয়ে আনতেই হবে। কারণ ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকলে আপনি ট্রেডিংয়ে বারবার ভুল করবেন এবং লসে পড়ে যাবেন।ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতাই আপনার লসের ট্রেডগুলোর হার কমিয়ে দেবে।

Smd
2022-01-25, 09:19 AM
ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে।কারণ ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকলে আপনি ট্রেডিংয়ে বারবার ভুল করবেন এবং লসে পড়ে যাবেন।ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতাই আপনার লসের ট্রেডগুলোর হার কমিয়ে দেবে।তাই আমি মনে করি । আপনি যদি একটু ধৈর্য্যসহকারে এই ব্যবসাকে নিজের মধ্যে আয়ত্ব করতে পারেন তাহলে হয়তো কিছুটা হলেও আপনি লস কমিয়ে নিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। আর এজন্য আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য্য সহকারে ফরেক্স সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর পাশাপাশি আপনাকে অবশ্যই নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে।

Smd
2022-01-25, 11:22 AM
আপনাকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে।কারণ ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকলে আপনি ট্রেডিংয়ে বারবার ভুল করবেন এবং লসে পড়ে যাবেন।ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতাই আপনার লসের ট্রেডগুলোর হার কমিয়ে দেবে।তাই আমি মনে করি।আপনি যদি একটু ধৈর্য্যসহকারে এই ব্যবসাকে নিজের মধ্যে আয়ত্ব করতে পারেন তাহলে হয়তো কিছুটা হলেও আপনি লস কমিয়ে নিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। আর এজন্য আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য্য সহকারে ফরেক্স সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর পাশাপাশি আপনাকে অবশ্যই নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে।