Log in

View Full Version : সঠিক সময়ে প্রফিট টেকিং



marjahan
2018-03-27, 08:59 PM
এখন একটি বিষয়ে খুব ভালোভাবে উপলব্ধি করছি সঠিক সময়ে প্রফিট টেকিং কতটা গুরুত্বপূর্ন ।ফরেক্স মার্কেটে ট্রেড করার পর যখন আমরা লাভ করি তখন আরো লাভের আশায় অনেক সময় অপেক্ষা করতে থাকি যে কারনে লাভের ট্রেডটি লসে পরিনত হয় যা অনেক হতাশার কারন ।এ কারনেই সঠিক সময়ে প্রফিট টেকিং সম্পর্কে আমাদের আরো ভালো করে বুঝতে হবে এবং অনেক বেশি মার্কেট এনালাইসিস করতে হবে ।

hasem79
2018-03-27, 09:58 PM
আমরা সচরাচর এই ভূলটাই করে বসি এবং এর জন্য আমাদের চরম মূল্যও দিতে হয়। আমি নিজে প্রফিট ট্রেড থেকে এক্সিট এর পক্ষপাতি যদি না আপনার ট্রেড টার্গেট ফিল আপ হয়ে গিয়ে থাকে বা আপনার গোল অনেক দূরে থাকে। আমি সাধারণত ছোট প্রফিট নিতেই বেশি স্বাচন্দ্য বোধ করি।

maziz6989
2018-03-27, 10:22 PM
আসলেই সাফল্যের প্রথম এবং প্রধান শর্ত হল সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারা। আপনি যদি বেটিক সময়ে জগন্য কাজটা করে বসেন এই দায় কে নিবে। আপনি নিজের জন্য ঠিক সেই সময় টা নির্ধারণ করুন কোন সময়ে কোন কাজটা করবেন। যদি ঠিক সময়ে ঠিক কাজটা করতে না পারেন তবে মার্কেট থেকে আজ অথবা কাল আপনি ছিটকে পড়বেনই।

riponinsta
2018-03-28, 12:01 PM
কেও যদি ফরেক্স মার্কেট এ সঠিক সময় এ বন্ধ করতে পারেন তাহলে আপনি অনেক বেশি লাভ করতে পারবেন আপনাকে যেমন ফরেক্স মার্কেট এ সঠিক সময় এ ট্রেড করতে হবে তেমনি সঠিক সময় এ ট্রেড করলে আপনি বেশি লাভ করতে পারবেন আবার সঠিক ভাবে স্টপ লস ও দিতে হবে সঠিক ভাবে যদি স্টপ লস দিতে পারেন তাহলে আপনা লস কম হবে

Mamun13
2018-03-28, 05:22 PM
সঠিক সময়ে কাঙ্ক্ষিত প্রফিট নেওয়ার উদ্দেশ্যেই সাধারণত এই টেকপ্রফিট সিস্টেমটি সৃষ্টি হয়েছে৷আমরা আমাদের ট্রেডিৎ চার্টগুলোতে অবশ্যই সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল গুলো সঠিকভাবে চিনার-জানার-বোঝার চেষ্টা করবো৷তাহলে টেকপ্রফিট যথাযথ স্থানে সেট করে দিতে পারবো৷ তখন এই টেকপ্রফিট অনুসারেই আমাদের ওপেনিং ট্রেডটি কাঙ্ক্ষিত প্রফিট নিয়ে স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে৷সঠিক সময়ে প্রফিট টেক করার জন্য আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না অথবা পিসির সামনে দীর্ঘ সময় বসে থাকতে হবে না৷ তাই ট্রেডিং চার্টের যথাযথ স্থানে টেক প্রফিট সেট করার অভ্যাস তৈরি করুন৷আর এর আগে অবশ্যই সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেলগুলো বুঝার চেষ্টা করুন৷

expkhaled
2018-03-28, 05:32 PM
ফরেক্স মার্কেট এর আসল অভিজ্ঞতার কাজটাই এখানে প্রফিট কিভাবে করতে হবে। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের লোভ কোন ট্রেড এ লাভ হলে দেখা যায় ৩/৪ গুন লাভ হওয়ার পরও আমরা বসে থাকি কিভাবে আরও বেশী লাভ হবে কিন্ত পরবর্তীতে দেখা যায় লাভ হতে হতে একসময় লস হয়ে যায়। আবার কোন ট্রেড লস হলেও আমার সে ট্রেড কে কেটে দেই না কারন চিন্তা করতে থাকি মার্কেট ঘুরবে দেখা যায় মার্কেট আর ঘুরে না ববং আরও বেশী লস হয়। তাই আমাদের কে লোভ করা থেকে দুরে থাকতে হবে সব সময়।

iloveyou
2018-03-28, 09:14 PM
ভাই আপনি যদি সঠিক সময়, সঠিক পজিশনে ট্রেডগুলো ধরতে পারেন এবং আপনার এ্যানালাইসিস যদি সঠিক হয় তাহলে আপনার চিন্তার কোন কারন নেই। কেননা মার্কেট কখনও কখনও দেখা গিয়েছে যে টেক প্রফিটের কাছাকাছি গিয়েও ফল বেক করে, এটা আপনার দোষ না। কারন ঐ সময়টাতে মার্কেটে বায়ার এবং সেলারের মধ্যে প্রচুর ফাইট হয়ে থাকে তখন মার্কেট ইনডিসিশনে চলে আরকি অথবা নিউজের একটা ইফেক্টও বলতে পারেন। তাই হতাশ হবেন না, আপনি আপনার সিস্টেম অনুযায়ী এগিয়ে যান।

habibi
2018-03-29, 01:19 PM
আসলে আমাদের মার্কেটে ট্রেড করার আগে ভালভাবে আনাল্যসিস করা দরকার। ট্রেডিং জন্য আপনাকে আনাল্যসিস করে এমন এমনমুহূর্ত বের করে নিতে হবে যেখানে আপনি অন্তত ৭০% নিশ্চিত হতে পারবেন যে আপনি প্রফিটের সাথে ট্রেড ক্লোজ করতে পারবেন। এই ক্ষেত্রে আমি বলব যে প্রাইস অ্যাকশান স্ট্রেটেজি খুবই কার্যকর। আর একটি ট্রেড থেকে যদি ৫০-৭০ পিপ্স পফিট করা যথেষ্ট। আমরা অনেকে আছি যারা লোভে পরে আরো বেশী প্রফিট করা জন্য ট্রেড ওপেন রাখি পরে লস করে অ্যাকাউন্ট ০ তে নামিয়ে দেই। তাই ট্রেড করার আগে আমাদের আনাল্যসিস করতে হবে, এবং স্থির করতে হবে কখন এন্ট্রি নিতে হবে এবং কখন ক্লোজ করতে হবে।

cane
2018-03-29, 01:25 PM
হ্যা এ ধরনের সমস্যায় আমিও কয়েকবার পড়েছি এর কারনটা খুজে বুজতে পেরেছি সঠিকভাবে সাপোর্ট রেজিস্টান্স আমি খুজে বের করতে পারি নি।এখন সাপোর্ট রেজিস্টান্স খুজে মার্কেট বুজে নির্দিষ্ট স্থামে টেক প্রফিট সেট করে দেই এতে করে কাংখিত প্রফিট নিতে পারি।

samun
2022-07-09, 06:02 PM
ফরেস্ট মার্কেটে এনালাইসিস হল সবথেকে গুরুত্বপূর্ণ এনালাইসিস ব্যতীত কোন ট্রেডার ফরেক্স মার্কেটিং টিকে থাকতে পারবে না ফরেক্স মার্কেটে যদি প্রফিট এবং টিকে থাকতে হয় তাহলে অবশ্যই এনালাইসিস করা জানতে হবে তাছাড়া বিভিন্ন সময় প্রকাশিত নিউজ গুলো অবশ্যই দেখে সে অনুযায়ী কারেন্সির ওপর ট্রেড করতে হবে ফরেক্স মার্কেটে সর্বদা প্রফিট করতে হবে অল্প লটে কমপ্লিটস নিয়ে যাতে করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হয় তবেই ফরেক্স মার্কেটে লস কম হবে

Hridoy6763
2022-07-10, 09:31 AM
ফরেক্স মার্কেট এর সব থেকে গুরুত্ব পূর্ণ টুলস হয়ছে স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণ,আপনি ফরেক্স মার্কেট এ এন্ট্রি নিয়ে সব সময় মার্কেট এ বসে থাকতে পারবেন না,তাই আপনাকে ট্রেডিং করতে হলে নির্দিষ্ট স্থানে স্টপ লস সেট করে রাখতে হবে,কারন মার্কেট মুভমেন্ট কখন হবে আপনি সেই টা নিজেও যানতে পারবেন না,তাই আপনাকে সব সময় আপনার এন্ট্রি তে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করে ট্রেডিং করতে হবে,এটি আপনার ট্রেডিং কে সেফ রাখবে।

Mas26
2022-07-11, 10:00 AM
আসলেই সাফল্যের প্রথম এবং প্রধান শর্ত হল সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারা। আপনি যদি বেটিক সময়ে জগন্য কাজটা করে বসেন এই দায় কে নিবে। আপনি নিজের জন্য ঠিক সেই সময় টা নির্ধারণ করুন কোন সময়ে কোন কাজটা করবেন। যদি ঠিক সময়ে ঠিক কাজটা করতে না পারেন তবে মার্কেট থেকে আজ অথবা কাল আপনি ছিটকে পড়বেনই।সঠিক সময়ে কাঙ্ক্ষিত প্রফিট নেওয়ার উদ্দেশ্যেই সাধারণত এই টেকপ্রফিট সিস্টেমটি সৃষ্টি হয়েছে৷আমরা আমাদের ট্রেডিৎ চার্টগুলোতে অবশ্যই সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল গুলো সঠিকভাবে চিনার-জানার-বোঝার চেষ্টা করবো৷তাহলে টেকপ্রফিট যথাযথ স্থানে সেট করে দিতে পারবো৷ তখন এই টেকপ্রফিট অনুসারেই আমাদের ওপেনিং ট্রেডটি কাঙ্ক্ষিত প্রফিট নিয়ে স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে৷সঠিক সময়ে প্রফিট টেক করার জন্য আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না অথবা পিসির সামনে দীর্ঘ সময় বসে থাকতে হবে না৷ তাই ট্রেডিং চার্টের যথাযথ স্থানে টেক প্রফিট সেট করার অভ্যাস তৈরি করুন৷আর এর আগে অবশ্যই সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেলগুলো বুঝার চেষ্টা করুন৷কারন ঐ সময়টাতে মার্কেটে বায়ার এবং সেলারের মধ্যে প্রচুর ফাইট হয়ে থাকে তখন মার্কেট ইনডিসিশনে চলে আরকি অথবা নিউজের একটা ইফেক্টও বলতে পারেন। তাই হতাশ হবেন না, আপনি আপনার সিস্টেম অনুযায়ী এগিয়ে যান।