PDA

View Full Version : আমার লাইক কমছে কেন?



maziz6989
2018-03-27, 10:14 PM
আজ হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম যে - আমার লাইকের পরিমাণ কমতে কমতে একেবারে তলানিতে এসে পড়েছে। কারণটা কি কিছুই বোধগম্য হচ্ছে না। অনেক ভাবে বোঝার চেষ্টা করে ফেইল মেরেছি। এখন মনে হচ্ছে এত এত চিন্তা করার কোন লজিকই নাই। শুধু শুধু টাইম ওয়েস্ট করছি। আমি এমন কি লিখি যে লোকজন লাইক দিবে? তারপরও কিছুটা হলেও খারাপ লাগে নিজের অবস্থান হারানো।

hasem79
2018-03-27, 10:34 PM
সম্ভবত আপনি নিয়মিত করে পোস্ট করছেন না বা - ফোরামে অনিয়মিত তাই আপনার লাইক গুলো অটো কমছে। আপনি আরও বিস্তারিত জানার জন্য মডারেটরদের সাহায্য নিতে পারেন। তবে যে কোন স্থানে একটিভ মানুষই এগিয়ে থাকে বলে আমার নিজের ধারণা।

Mamun13
2018-03-30, 07:32 PM
হাসেম ভাই একদম সঠিক কথা বলেছেন৷আমরা যখন কোনো কাজে বা ব্যবসায় বা পেশায় নিয়মিত active থাকি তখন অবশ্যই আমরা আমাদের অবস্থানকে প্রথম সারিতে এবং মজবুত করে রাখতে পারি৷আমাদের ফোরামে আমরা অনেক সদস্যই কমবেশি আলোচনা করে থাকি,অনেকেই হয়তো সময়ের অভাবে নিয়মিত স্টাডি করতে পারিনা,সময় দিতে পারি না, এজন্য পিছিয়ে থাকি৷আবার যখন নিয়মিত,কার্যকরী,তথ্যবহুল ও ভালো পোস্ট লিখতে শুরু করি তখন আমরা অনেক বেশি লাইক পেতে থাকি৷ফলে আমাদের অবস্থান প্রথম সারিতে চলে আসে৷ফোরামে আমরা কে কতটুকু সক্রিয়ভাবে কাজ করি তার একটা চমৎকার মূল্যায়ন হয় এই লাইক পাওয়ার মাধ্যমে৷এজন্য আমরা চেষ্টা করা উচিৎ প্রতিদিন অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে কিছু সময় ফোরামে স্টাডি করতে৷আমরা ফোরামে নিত্যনতুন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবো এবং পাশাপাশি সক্রিয় সদস্য হিসেবে প্রথম সারিতে দাঁড়িয়ে থাকতে পারবো৷

maziz6989
2018-03-31, 11:02 AM
এটা সত্য যে এই মাসে আমি বেশ অনিয়মিত ছিলাম ফোরামে। কিন্তু তার মানে এই না যে আমার অর্জিত লাইক কমে গিয়ে লিস্ট থেকে বাদ পড়ে যাব। আমি তো আর ফোরাম থেকে একেবারেই বিদায় নিয়ে নেই নি। তাই আমি মনে করি এখানে লাইকের বিষয়ে সাইট এর কিছু উন্নতি করা প্রয়োজন আছে।

jasminbd
2018-04-04, 12:48 PM
লাইক কমার অন্যতম কারণ হল যদি কেউ লাইক দিয়ে পরে তার আবার সরিয়ে নেয়। আরেকটি কারণ হতে পারে লাইক মাসিক হিসাব করা হলে। আমি অনেককে দেখেছি যারা লাইক দিয়ে পরে আবার সরিয়ে নেই। জানিনা তারা এতে কি মজা পায়। আমি সবসময় ভাল মানের কিছু পোস্ট করার চেষ্টা করি। যাদের ভাল লাগবে শুধু তারাই লাইক দিবেন। লাইন দিয়ে পরে তা আবার সরিয়ে নিবেন না। এই এক ধরনের অপমান। তাই আমি সবাইকে অনুরোধ করব যে, শুরু মাত্র পোস্টের মান ভাল হলে বা পোস্টটি আপনার উপকারে আসলে বা উক্ত পোস্ট থেকে আপনি যদি নতুন কোন তথ্য পেয়ে থাকেন তাহলে সেই পোস্টে লাইক দিবেন।

alamsat
2018-04-04, 03:10 PM
কাজ ভালো করলে অনেক লাইক পাওয়া যাই না করলে যাই না এটাই নিয়ম. তাই আমি বলবো ভাই নিয়মিত একটিভ থাকেন ভালো ভালো পোস্ট করুন. ইনশাল্লাহ অনেক লাইক পাবেন. আর লাইক পেলে লিখতেও ভালো লাগে. তাই ভালো ভালো পোস্ট করতে থাকেন অনেক লাইক পাবেন.

expkhaled
2018-04-04, 07:36 PM
পোষ্টিং এর পরিমান কমতে শুরু করলে লাইক এর পরিমান কমতে থাকে। যদি আবার নিয়মিত পোষ্ট করা শুরু করেন তাহলে আর লাইক বাড়তে থাকবে। আসলে এখানে পোষ্টিং বাবদ কত লাইক পেলাম সেটা বড় কথা নয়। বাস্তব সম্মত, শিক্ষনীয় কিছু পোষ্ট করাই হলো মূল লক্ষ্য হওয়া উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের ফোরাম কত তথ্য বহুল হচ্ছে। কারন অদূর ভবিষ্যতে বাংলা ফরেক্স ফোরাম হবে ফরেক্স গুরুকূল। ধন্যবাদ সবাইকে।

saraa
2020-03-16, 01:12 PM
হ্যালো আমার প্রিয় ট্রেডারদের জন্য ভাল বার্তা কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই, কখনও হাল ছাড়বেন না, কখনও বিশ্বাস করা বন্ধ করবেন না, লড়াই করা কখনই বন্ধ করবেন না, কাজের জন্য পুরষ্কারটি যদি আমাদের কোনও অসুবিধার মুখোমুখি হওয়ার মতো ক্ষমতা থাকে তবে আরও কিছু করার সুযোগ হয় যে কোনও বেদনাদায়ক পরিস্থিতি এবং আমাদের কঠোর পরিশ্রম থামানো কখনই বন্ধ করুন এটি আমাদের ট্রেডিং ক্যারিয়ারের পক্ষে ভাল হবে এবং বিশেষত ব্যবসায় আমাদের ভাল সাড়া দেয়।

Hridoy6763
2020-05-14, 10:43 AM
ভাই আপনার লাইক কম হবার কারন হতে পারে,যে সদস্যরা আপনার পোস্ট পড়ছে না,তাছাড়া আপনার পোস্ট টি মান সন্মত ও হয়ছে না,তাই কারো পছন্দ হয়ছে না বলে আপনার পোস্ট এ লাইক কম পড়ছে,লাইক বারাতে হলে আপনাকে নির্ভুল,সুন্দর,মান সন্মত পোস্ট দিতে হবে,যা পড়ে সদস্যরা লাইক দিতে বাধ্য হবে,তাই লেখার উপর গুরুত্ব দিন।

Mas26
2020-05-14, 10:59 AM
হ্যালো আমার প্রিয় ট্রেডারদের জন্য ভাল বার্তা কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই, কখনও হাল ছাড়বেন না, কখনও বিশ্বাস করা বন্ধ করবেন না, লড়াই করা কখনই বন্ধ করবেন না, কাজের জন্য পুরষ্কারটি যদি আমাদের কোনও অসুবিধার মুখোমুখি হওয়ার মতো ক্ষমতা থাকে তবে আরও কিছু করার সুযোগ হয় যে কোনও বেদনাদায়ক পরিস্থিতি এবং আমাদের কঠোর পরিশ্রম থামানো কখনই বন্ধ করুন এটি আমাদের ট্রেডিং ক্যারিয়ারের পক্ষে ভাল হবে এবং বিশেষত ব্যবসায় আমাদের ভাল সাড়া দেয়।

Nazrul123
2020-06-07, 09:29 PM
ভাই কিছুই করার নাই। ফোরামের যে রুলস সে অনুযায়ী আপনার লাইক করতন করা হয়েছে মনে হয়।

Fahmida1
2020-11-08, 03:57 PM
আপনার পোস্টের লাইক যদি কম হয়ে থাকে তাহলে আপনাকে আরও পরিশ্রম করতে হবে। পোস্ট এর মান গুলো মান সম্মত হতে হবে। তাছাড়া পোস্টগুলো পড়তে অনেকেরই ভালো লাগেনা বিদায় লাইক দেয়না। কাজেই কাজে অবহেলা করা যাবে না। আপনাকে যুদ্ধ করতেই হবে। কিভাবে ভালো লাইক পাওয়া যায় সেজন্য আপনাকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। কিভাবে পোস্ট করলে সবাই পড়ে মজা পাবে সেদিকে আপনার নজর রাখতে হবে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এমনকি ফরেক্স সম্পর্কে বেশি বেশি এনালাইসিস করতে হবে। ফরেক্স শিখতে হবে। তাছাড়া কোন জায়গাতে আপনার ভুল হচ্ছে তা যদি সংশোধন করতে পারেন তাহলে অবশ্যই ভালো লাইক পাবেন।