PDA

View Full Version : লাভ এর ট্রেড ধরে রাখতে হবে



riponinsta
2018-03-29, 12:29 PM
আপনি যদি ফরেক্স মার্কেট এ সফল হতে চান তাহলে আপনার যে ট্রেড লাভ এ যাবে সেই ট্রেড ধরে রাখতে হবে তাহলে আপনার ভাল লাভ হবে ফরেক্স মার্কেট এ এমন ও দেখা যায় পরপর ২ টা ট্রেড লস করলো তারপরের ট্রেড লাভ এ আছে সেই ট্রেড কি করে আল্প লাভ এ বন্ধ করে দেন কিন্তু এই ট্রেড থেকে আগের ২ ট্রেড এর লস তুলে আরও লাভ করা সম্ভব ছিল কিন্তু ট্রেড বন্ধ করার কারন এ ট্রেড আল্প লাভ এ বন্ধ করে দিন

maziz6989
2018-03-29, 09:59 PM
এটা আসলেই করা উচিত কিন্তু আমরা আসলে ধরতে পারি না কতটুকু লাভ কে আসলে লাভ বলে। আমরা অনেক সময় ০.২০ ডলার এর ট্রেড থেকে ২০০ ডলার এর বেশি রিটার্ন এর আশা করে বসে থাকি। এটা আমাদের কে আসলে খালি লুজারই বানায় আর কিছু না।

Mamun13
2018-03-30, 08:12 PM
আমার প্রশ্ন হচ্ছে দুইটা ট্রেড আপনার কেন লস হবে যদি আপনি সঠিকভাবে technical analysis করে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেলগুলো সঠিকভাবে বুঝে এন্ট্রি করে থাকেন ?? এনালাইসিস যদি সঠিক হয় তাহলে লস হওয়ার তেমন কোনোও কারণ দেখিনা৷এরপর প্রশ্ন হলো আরেকটি প্রফিটেবল ট্রেড আপনি নিজের ইচ্ছায় কিভাবে আরো বেশি লাভের জন্য ধরে রাখতে পারবেন ? এটা কি সম্ভব ? কখনোই না৷কারণ সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেলগুলোতেই আপনার ট্রেড কে ওপেন করতে হবে এবং ক্লোজ করতে হবে৷আপনি কি পরিমান লাভ করবেন বা কি পরিমান লাভ হবে- তা কখনোই আপনার ইচ্ছামত হবেনা বরং মার্কেটের সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল অনুসারেই এসব প্রফিট নির্ধারিত হয়ে থাকে৷ আপনি ইচ্ছা করলেই লাভের ট্রেড ধরে রাখতে পারবেন না৷আর যদি তা করেন তাহলে অবশ্যই পরবর্তীতে মার্কেট প্রাইসের রিভার্সের কারণে ঐ প্রফিটেড ট্রেডেই প্রফিট কমে গিয়ে পুনরায় লসের দিকে আসতে থাকবে৷অতএব সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল অনুযায়ী আপনাকে ট্রেডে এন্ট্রি করতে হবে এবং কম/বেশী প্রফিট নিয়ে ক্লোজ করে দিতে হবে৷

samun
2022-06-19, 06:37 PM
অভিজ্ঞ ট্রেডারদের কথা বাদ দিলাম নতুন ট্রেডারদের জন্য অবশ্যই ফরেক্স মার্কেটে সামান্য লাভ কেটে দেয়া সর্বোত্তম পন্থা তার কারণ একজন অভিজ্ঞ ট্রেডার বিভিন্ন ধরনের এনালাইসিস এর মাধ্যমে জানতে পারে এবং বুঝতে পারে যে মার্কেটের পজিশন কেমন হতে পারে বা কোথা থেকে ব্রেক হতে পারে কিন্তু একজন নতুন ট্রেডার এসকল এনালাইসিস না জানার ফলে অধিক আশায় ধরে রাখলে অবশেষে লাশের সম্মুখীন হবে তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা ও ধৈর্য বৃদ্ধি করে অবশ্যই স্বল্প মুনাফায় সন্তুষ্টি লাভ করে ফরেক্স মার্কেটে টিকে থাকার কল্পে কাজ করতে হবে

Starship
2022-06-19, 08:54 PM
ফরেক্স মার্কেটে এমন অনেক ট্রেডার আছেন যারা লস দীর্ঘ সময় ধরে বয়ে নিতে পারেন কিন্তু লাভ হলে অল্প লাভে ট্রেড ক্লোজ করে দেন। এই মন মানুষিকতা পরিবর্তন করতে হবে যদি আপনি একজন সফল ট্রেডার হতে চান। তাহলে লাভের ট্রেড দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে হবে। এতে করে পূর্বের স্টপ লস রিকভার করতে পারবেন। আমরা অনেক সময় অনেক পরিমাণে লস বয়ে নিতে পারি কিন্তু অল্প প্রফিট হলে সেই প্রফিটকৃত ট্রেড ক্লোজ করার জন্য উতলা হয়ে যায়। তাই টেক প্রফিট হিট করা পূর্ব মহুর্ত পর্যন্ত ট্রেড ধরে রাখতে হবে।