PDA

View Full Version : ট্রেডারদের জন্য ফরেক্সপিডিয়া



FXBD
2018-03-29, 05:48 PM
ফরেক্সপিডিয়া http://www.forexpedia.org/
https://fxn.instaforex.com/i/img/forexpedia_logo.png
ফরেক্সপিডিয়া হলো একটি শিক্ষামূলক রিসোর্স ওয়েবসাইট যারা আর্থিক মার্কেটে সফল হতে চায় এবং ট্রেড করতে চায় তাদের জন্য আর্থিক বিষয়গুলো পরিষ্কার করতে এই শিক্ষামূলক রিসোর্স তৈরি করা হয়েছে। ফরেক্সপিডিয়া বিনামূল্যে শিক্ষামূলক উপকরণ প্রদান করে যেটি ব্যবহার করে নতুন ট্রেডারদের ফরেক্স, স্টক মার্কেট এবং বিনিয়োগের সাধারণ বিষয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করে। যদিও, এই উপকরণগুলো বিভিন্ন পদ্ধতিগত এবং বিশ্লেষণাত্মক তথ্য নিয়ে গঠিত।

Montu Zaman
2018-04-16, 04:29 PM
আমি ফরেক্সপিডিয়া থেকে প্রতিদিন অনেক সাহায্য পাই, যেটা আমাকে এই মার্কেটি টিকে থাকার পাশাপাশী আরো বাড়তি কিছু দক্ষতা যোগ হয়। এই ওয়েবসাইটির জনপ্রিয় আর্টিকেলগুলো এবং ফরেক্স টিউটেরিয়ালগুলো
5755 5756
সহজে বোঝা যায় এবং গতানুগতিক। এছাড়া তাদের ইকোনোমিক ক্যালেন্ডেরের আপ-টু-ডেট নিউজগুলো বিশ্লেষন করা থাকে যা আমাকে মার্কেট পরিস্থিতি বুঝতে সাহায্য করে। যদিও আমি এটা মোবাইলে ব্যবহার করি সবসময় মার্কেট সম্পর্কে আপ-টু-ডেট থাকার জন্য এবং আমার রানিং ট্রেডগুলোকে সে অনুযায়ী ব্যবস্থা নেবার জন্য। আপনি গুগুল প্লে থেকে ডাউনলোড করতে ভিজিট করুন (https://play.google.com/store/apps/details?id=com.instaforex.forexpedia):

FXBD
2018-04-24, 05:33 PM
যেতেহু শেয়ার বাজারের চাইতে ফরেক্স মার্কেট কয়েকগুণ বড় তাই এই মার্কেটে সম্পর্কে অনেক কিছু জানতে হবে। কোন ট্রেডার ফরেক্সে ট্রেডিয়ে শেখার পাশাপশি দক্ষতা অর্জন করতে পারবে। কেননা www.forexpedia.org/ ওয়েবসাইট থেকে বিভিন্ন টুলস্ এর ব্যবহার ছাড়াও কিভাবে একজন ট্রেডার লাভ করবে এবং ট্রেড করবে সেটা নিয়ে স্টাডি করতে পারবে। যখন ঔ ট্রেডার একাউন্ট থেকে একটু একটু লাভ করার পর ফরেক্স এর বিষয়টা পুরোপুরি বুঝাতে পারবে এবং ফরেক্স ট্রেডিং শুরু করতে পারবে।

Tofazzal Mia
2018-05-15, 03:59 PM
ফরেক্সপিডিয়া এর সবচেয়ে ভাল দিক হলো এর আর্টিকেলগুলো এবং ইকোনোমিক ক্যালেন্ডার। আর্টিকেলগুলো সাবলীল ইংরেজী ভাষায় উপস্থাপন করা হয়েছে তাই কারো মোটামুটি ইংরেজি জানা থাকলে সে অনায়াসে এগুলো বুঝতে পারবেন যা কোন ট্রেডারদের জন্য একটা শিক্ষণীয় মাধ্যম। এছাড়া ইকোনোমিক ক্যালেন্ডার বিভাগে সকল নিউজ এর আপডেটে বিশ্লেষনসহ উপস্থাপন করা থাকে। এছাড়া আরো অসংখ্য টিউটেরিয়াল রয়েছে যেটা ব্যবহার করে একজন ট্রেডার দক্ষ হয়ে উঠতে পারে।

shohanjacksion
2018-05-26, 12:25 PM
অত্যন্ত ভাল একটি ওয়েবসাইট। এটি নতুন এবং পুরাতন সকলেরই সহায়ক হিসাবে কাজ করে থাকে।প্রকৃতপক্ষে শিক্ষার কোন শেষ নেই তাই আমি একজন পুরাতন হিসাবেও প্রতিনিয়ত অনেক নতুন নতুন অজানা তথ্যসমূহ এই ওয়েব থেকে সংগ্রহ করে থাকি। তবে সকলের প্রতি আমার একটি পরামরশ থাকবে যে, মানি ম্যানেজমেন্ট হলো মূল চাবিকাঠি্। শুধু অনেক কিছু জানলেই চলবেনা, শিক্ষাকে বাস্তবতায় পরিপূণভাবে ব্যবহারই শিক্ষার ফলপ্রকাশ বটে।

jakaria991
2018-12-09, 08:32 PM
আসসালামুয়ালাইকুম, ভাই নতুন একটি ফরেক্স সহায়ক সাইট ( ফরেক্সপিডিয়া http://www.forexpedia.org/ ) দেওয়ার জন্য ধন্যবাদ । আমি জানি না আসলে এই সাইট ট্রেডারদের জন্য কি ধরনের তথ্য প্রদান কআরে থাকে ।আমি যদিও অন্য সাইট ( http://forexfactory.com ) দেখে থাকি। যেহেতু শিক্ষার কোন শেষ নাই, আশা করি ইনশাল্লাহ এই সাইটি ( ফরেক্সপিডিয়া http://www.forexpedia.org/ ) থেকে আমরা নতুন পুরাতন সকল ফরেক্স ট্রেডারা উপকৃত হব ।

Jony Shill
2019-01-05, 10:30 AM
ফরেক্সপিডিয়া http://www.forexpedia.org/
আমরা গুগল থেকে নানান সময়ে নানান কিছু শিখে থাকি।তেমনি এই অয়েব সাইটের মাধ্যমে আমরা ফরেক্স এর আর্টিকেল ও টিওটোরিয়াল গুলো পাওয়া যাই।আর্টিকেলগুলো সাবলীল ইংরেজী ভাষায় উপস্থাপন করা হয়েছে তাই কারো মোটামুটি ইংরেজি জানা থাকলে সে অনায়াসে এগুলো বুঝতে পারবেন যা কোন ট্রেডারদের জন্য একটা শিক্ষণীয় মাধ্যম।

Rokibul7
2020-05-13, 10:43 AM
এই সাইডা থেকে ফরেক্স মাকেট এর অনেক প্রয়য়জনিও তথ্য দিয়ে সাজানো, যাতে টেডাররা ফরেক্স মাকেটে দক্ষতা নিয়ে টিকে থাকতে পারে,ধন্যবাদ ভাই আপনাকে এমন পোষ্ট শেয়ার করার জন্য।