View Full Version : প্রথম এ কত ডলার ডিপোজিট করা উচিত
riponinsta
2018-03-31, 10:21 AM
আমার মতে ফরেক্স মার্কেট এ যখন আপনি প্রথম এ ডিপোজিট করবেন তখন আপনি যা ডিপোজিট করতে চাচ্ছেন তার ৩ ভাগের এক ভাগ ডিপোজিট করা উচিত এতে করে আপনি ফরেক্স মার্কেট এ লস হলেও আপনার আল্প লস হবে আর পরের বার আপনার ডিপোজিট করার মত আপনার ডলার থাকবে
maziz6989
2018-03-31, 10:42 AM
কত ডলার ডিপোজিট করা উচিত বা উচিত নয় তা নির্ধারিত হয় একজন ব্যাক্তির অর্জিত ট্রেডিং দক্ষতা এবং একই সাথে রিক্স নেবার সক্ষমতার উপর। কেউ প্রথম বারে ডিপোজিট ১০ ডলারের বেশি করতে চাইবে না আবার কেউ ১০০০ ডলার ডিপোজিট করে বসে থাকবে। আমি আমার জীবনের প্রথম ডিপোজিট করেছিলাম ৫০০ ডলার। যার মধ্যে থেকে ৩৫০ ডলার বের করতে পেরেছিলাম।
expkhaled
2018-03-31, 12:41 PM
আমার মতে ট্রেড এর উপর দক্ষতা নেওয়ার আগে কোন ডিপোজিট না করাই উচিত। তারপরও যদি কেউ ডিপোজিট করতে চান তাহলে ১০০ ডলার ডিপোজিট করে মানিম্যানেজমেন্ট অর্থাত ০.০১ লটে ট্রেড করা উচিত। তাহলে লস হলেও দীর্ঘদিন ট্রেড এ টিকে থাকতে পারবেন। আর যদি ভাল ট্রেড করতে পারেন তাহলে তো আর কথাই নেই। আসলে ফরেক্স ট্রেড এ লাভ করার জন্য যত ব্যস্ততা দেখাবেন তত আপনার জন্য সমস্যা। প্রাথমিক ভাবে ২/৩ বছর ধরে নিতে হবে যে আপনার কোন লাভ হবে না। তাহলে আপনি ট্রেডিং এ টিকতে পারবেন।
iloveyou
2018-03-31, 07:19 PM
ভাই ফরেক্সে প্রথম অবস্থায় যদি আপনার দক্ষতা একটু ভাল থাকে তাহলে আপনি ১০০ ডলার ইনভেস্ট করতে পারেন। কারন এটা দিয়ে মোটামুটি ভাবে আপনি আপনার একটা ভাল মানের প্রফিট বের করতে পারবেন। তবে দক্ষতা ও অভিজ্ঞতার সাথে আপনার ইনভেস্ট যদি একটু বেশি হয় তাহলে আপনার ইনকামও তুলনামূলক ভাবে সব সময় বেশি হবে। তাই সবদিক বিবেচনা করে ডিপোজিট করা সবচেয়ে বেশি উত্তম হবে।
Mamun13
2018-03-31, 11:36 PM
আর আমি মনে করি আপনার নিজের পকেটের ১ টাকাও ডিপোজিট করে ফরেক্স মার্কেটে ট্রেড করার কোনোও আবশ্যকতা নাই৷কারণ প্রথমেই আপনাকে ফরেক্স সংশ্লিষ্ট সকল বিষয় কৌশলাদি ধীরে ধীরে শিখতে হবে এবং সেগুলো কে অবশ্যই ডেমো ট্রেডে দীর্ঘদিন প্রয়োগ করে করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে৷আপনি যখন দেখবেন আপনার প্রতিনিয়ত profit হচ্ছেই এবং সেই প্রফিট দীর্ঘদিন যাবৎ আসছেই তখন আপনি বেশ আত্নবিশ্বাস অর্জন করতে পারবেন৷নিজের ভিতরে আত্মবিশ্বাস অর্জন হওয়ার পর আমাদের এই ফোরামে নিয়মিত ভালো ভালো পোষ্ট লিখবেন, বিনিময়ে প্রতিমাসেই বেশ কিছু ডলার পাবেন এবং তা দিয়েই রিয়েল ট্রেডে ব্যবসা শুরু করবেন৷তখন যা প্রফিট হবে তাই আপনার পকেটে চলে আসবে৷অতএব নিজের পকেটের ১ টাকাও ডিপোজিট করার কোনোও প্রয়োজন নাই৷
RASHEDUZZAMAN420
2018-04-01, 01:21 AM
আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং জ্ঞান অর্জন করে থাকেন তবে আমার মনে হয প্রথমে আপনি ১০০ ডলার ডিপোজিট করে ট্রেড করলে অনেক ভার প্রফিট লাভ করতে পারবেন পাশাপাশি মার্কেট আপনার প্রতিকূরে চরে গেরেও াাপনার লসের ঝুকি কম থাকবে।
Sakib42
2021-09-20, 08:53 PM
আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার বলে দিবে আপনার আসলে কত টাকা ডিপোজিট করা উচিত প্রথম অবস্থাতে। আপনি যদি অধ্যক্ষ ট্রেডার হয়ে থাকেন তাহলে এমনি এমনি প্রথম অবস্থাতে ডিপোজিট করতে আপনি ভয় পাবেন তার পরিমাণ যতই হোক না কেন, আর আপনি যদি দক্ষতার হয়ে থাকেন তখন আপনি এমনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু ডিপোজিট করা দরকার প্রথম অবস্থায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে দক্ষ করে তারপর ডিপোজিট এর চিন্তা করা আপনার কাছে যদি দক্ষতা না থাকে সেই ক্ষেত্রে আপনার ডিপোজিট এর কোনো মূল্য থাকবে না। তাই সর্বপ্রথম নিজেকে যোগ্য করে তোল নি এরপর ডিপোজিট নিয়ে চিন্তা করুন।
Starship
2021-09-20, 10:40 PM
আমার মতে ফরেক্সের প্রথমে ডিপোজিট করার মনোনিবেশ করার চাইতে কিভাবে নিজের ট্রেডিং অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। কেননা ট্রেডিং দক্ষতা ব্যতিত আপনি যদি ডিপোজিট করেন তাহলে নিশ্চিত সেটি লস করবেন। আমরা জানি ফরেক্স অনুমান ভিত্তিক মার্কেট নয় এখানে টিকে থাকতে গেলে পর্যাপ্ত অভিজ্ঞতা এবং দক্ষতা সঞ্চয় করতে হবে। যখন আপনার অভিজ্ঞতা সঞ্চয় হবে তখন নূন্যতম ৩০০ ডলার ডিপোজিট করলে সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করলে ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারবেন।
habibi
2021-09-21, 02:31 PM
ফরেক্সে যারা একবারে নতুন তারদের প্রথম অবস্থায় নিজের ডিপোজিট দিয়ে ট্রেড করা ঠিক নয়। নিজে ডিপোজিট করার আগে তাদের ২টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে তাদের ২/৩ মাস ডেমো অ্যাকাউন্টে প্রক্টিস করে ট্রেড সম্পর্কে ধারনা নিতে হবে। তারপর বিভিন্ন ব্রোকারের নো ডিপোজিট বোনাস দিয়ে ট্রেড করে লাইভ অ্যাকাউন্টে ট্রেড করে অভিজ্ঞতা বৃদ্ধি করতে হবে। এর পর যদি আপনি আপনার ট্রেড নিয়ে মোটামুটি আত্মবিশ্বাসী হতে পারেন তারপর নিজের অর্থ দিয়ে ট্রেড শুরু করতে পারেন। তবে প্রথম ডিপোজিট ১০০ ডলারের বেশি হওয়া ঠিক হবে না। ১০০ ডলার ডিপোজিট করার পর যদি সফলতার সাথে ট্রেড করতে পারেন তারপর আস্তে আস্তে আপনার ডিপোজিটের পরিমান বাড়াতে পারেন।
Mas26
2021-09-22, 12:03 AM
আসলে ফরেক্স মার্কেট সম্পর্কে আপনার যদি খুব ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আমি মনে করি আপনি প্রথম অবস্থায় যদি সম্ভব হয় তাহলে আপনি একটু বেশি পরিমাণে ডলার ডিপোজিট করতে পারেন। তাহলে আপনার ট্রেড এর ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং আপনি যদি খুব ভালো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার প্রথম অবস্থাতে মোটেও বেশি ডলার ডিপোজিট করা উচিত হবে না কারণ এতে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে।এবং আপনি যদি অল্প ডলার ডিপোজিট করেন তাহলে হয়তো বা আপনার ক্ষতির পরিমাণ কমতে পারে। এবং যদি আপনি লাভবান হতে পারেন তাহলেও আপনার জন্য এটা যথেষ্ট হবে বলে আমি মনে করি।
তবে এর চেয়ে ভালো হয় যদি আপনার অভিজ্ঞতা কম থাকে ফরেক্স মার্কেট সম্পর্কে তাহলে আপনি ডেমোতে অনেক বেশি বেশি প্রাকটিস করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে তারপরে আপনি রিয়েল ট্রেড করার সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.