Log in

View Full Version : লস হলে লস তুলবো কি করে



riponinsta
2018-03-31, 03:47 PM
ফরেক্স মার্কেট এ কিছু ট্রেডার আছে যারা লস করলে আরও বড় লট এ ট্রেড করে এই কারন তার আরও বড় লস হয় তাই লস হলে আরও ছোট লট এ ট্রেড করতে হবে আর রিস্ক রেওয়াড বেশি ট্রেডিং সিস্টেম এ ট্রেড করলে দেখবেন আপনার লস এমনিতেই উঠে যাবে তাই ১ঃ৩ ট্রেডিং সিস্টেম এর নিচে ট্রেড করা যাবে না

iloveyou
2018-03-31, 07:11 PM
ভাই ট্রেডিং এ লস হওয়া এটা খুবি সাধারণ একটা ব্যপার। তাই বলে কখন উত্তেজিত কিংবা ইমোশোনাল হওয়া চলবে না। এ সময় আপনাকে অত্যন্ত ধৈর্য্য সহকারে ঠান্ডা মাথায় এবং স্বাভাবিক ভাবে ট্রেড করতে হবে। এবং একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে যে, আপনাকে খুব সামান্য লর্ট নিয়ে আগে আপনার লসগুলো রিকভার করার চেষ্টা করতে হবে, সেই সাথে যে জায়গা এবং যে পজিশনগুলোতে আপনার লসগুলো হয়েছে সেগুলো থেকে একটা ভাল শিক্ষা গ্রহণ করতে হবে, যেন পরবর্তিতে সে সমস্ত জায়গায় ভুলগুলো কম হয় এবং আপনার লসগুলো কমে আসে।

Mamun13
2018-03-31, 11:33 PM
যদি আমাদের trading strategy সঠিক ও মজবুত হয়ে থাকে তাহলে আমাদের লস না হওয়ারই কথা৷প্রথম দিকে অনভিজ্ঞতা ও অদক্ষতার কারণে স্বাভাবিকভাবে কমবেশি আমাদের লস হবেই৷এজন্য ফরেক্স মার্কেটে শুরু থেকেই লস দিয়ে দিয়ে ব্যবসা শিখতে হয়৷ আমাদের মাঝে অনেকেই অল্প কিছু লস করে ফেললেই অনেক বড় বড় লটে ট্রেড করা শুরু করে দেয় ঐ লসগুলো দ্রূত রিকোভার করার জন্য৷এটা খুবই ভুল চিন্তা৷লস হলে ট্রেড ক্লোজ করে দিয়ে মাথা ঠাণ্ডা করে লসগুলোর কারণ খুঁজে বের করতে হবে,সেগুলো সংশোধন করতে হবে এবং আরো স্টাডি করতে হবে৷ ডেমো ট্রেডে পর্যাপ্ত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করার পর পুনরায় রিয়েল ট্রেডে আসা উচিৎ হবে৷তাহলে রিকোভার করা সম্ভব হতে পারে৷

RASHEDUZZAMAN420
2018-04-01, 01:24 AM
সব ট্রেড থেকেই যে আপনার প্রফিট লাভ হবে বিষয়টা ঠিক তেমন নয মাঝে মধ্যে প্রতিকূল পরিবেশে আপনাকে অনেক ট্রেড রসেও ছেড়ে দিতে হতে পারে তবে আপনি যদি দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হযে থাকেন তবে খুব সহজে আপনি আপনার লসকে পুষিয়ে নিতে পারবেন।

expkhaled
2018-04-02, 11:38 AM
প্রথম কথা হলো লস কতটুকু হলো সেটা দেখতে হবে যদি দেখা যায় ১০০ভাগ লস হয়ে গেছে তাহলে সে লসকে ভূলে যেতে হবে। যদি ২০% বা ৫০% লস ও হয় তাহলে আপাতত ট্রেড করা বন্ধ রাখুন। আপনি ডেমো ট্রেড করা শুরু করুন নতুন করে আপনার সিস্টেম ভালভাবে রিভিউ করুন এবং টিউন করে নিন প্রয়োজনে ১/২ মাস ডেমো ট্রেড করুন। যখন আপনার ডেমোতে ট্রেড করে লাভ করা শুরু করবেন তখন আপনার রিয়েল ট্রেড করা শুরু করবেন কিন্তু মানিম্যানেজমেন্ট সহ। তাহলে আশা করি আপনার লস গুলো রিকভার করতে পারবেন। আর লস হলে ধৈর্য্য হারা হবেন না।

mahmudfx84
2020-07-30, 04:29 PM
যে কোন ব্যবসায় লস হতে পারে। লস তুলার জন্য বেশী অস্থির হওয়ার কোন কারণ নেই। ধরুন আপনি ১০০ডলার লস করেছেন , লস তুলতে গিয়ে বড় লটে কয়েকটি এ্যান্ট্রি দিয়ে বসলেন, ফলাফল আরো ২০০ডলার হারাতে হতে পারে, লস আরো বেড়ে গেল। কিন্তু এভাবে চিন্তা না করে ক্যাপিটাল অনুযায়ী মানি ম্যানেজমেন্টসহ সম্ভাব্য সকল নিয়ম মেনে প্রতিদিন নির্দিষ্ট টার্গেট অর্জনের চেষ্টা করুন, খেয়াল রাখতে হবে ১-২% এর উপরে রিস্ক নেওয়া যাবে না। এভাবে ট্রেড করতে করতে একসময় আপনার লস রিকভার হয়েও প্রফিট থাকবে । ইনশা আল্লাহ।

FREEDOM
2020-07-30, 04:59 PM
লস হলে আসলে লস রিকোভার করা অনেক কঠিন হয়ে পড়ে আমরা আসলে লস খেলে দুশ্চিন্তায় পড়ে যাই কিভাবে রিকোভার করবো এবং দ্রুত রিকোভার করার জন্য খুব তারাহুরো করে ফেলি যে কারনে আরো বেশি লসে পড়তে হয়। আসলে আমার মনে হয় আমার মত অনেক ট্রেডারই এই একই সমস্যায় ভুগে থাকে যে কারনে ফরেক্সে আর সফল হওয়া সম্ভব হয় না।

Devdas
2020-07-30, 08:39 PM
ফরেক্স এ লস হলে আবার লস তোলার জন্য আবার বেশী লটে ট্রেড করা আর লসে পরা। কেননা, এতে লোভ ও আবেগ এ কাজ করে। আমর মতে যদি একটি বা কোন ট্রেড এ লস হয় তখন ঐ ট্রেডটি বন্ধ করে আবার ভাল করে মার্কেট এনালাইসিস করে সঠিক ট্রেড করা উচিত। আর ট্রেডটি যে অনেক কম লটে ও লিভারেজ এ ট্রেড হয়। তাহলে আস্তে আস্তে লাভ হলে আপনার লস এর টাকাটা উঠাতে পারবেন। হয়তো একটু দেরি হয়। তবে আপনি হারানো ক্যারিটাল ফিরে পাবেন।

rakib.r
2020-07-30, 10:24 PM
ফরেক্সে আবেগ মুক্ত থাকতে হবে, আবেগের বসে পড়লেই ফরেক্সে লসের সম্মুক্ষীন হতে হয় । আসলে লাভ হোক বা লস হোক এটাকে ব্যাবসার একটা অংশ হিসেবেই ধরে নিতে হবে। যদি লস করে থাকেন তাহলে আসলে ভেঙ্গে পড়লে হবে না। মাথা ঠান্ডা রেখে সবার আগে লস করার কারন খুজতে হবে, তারপর আর যেনো সেই ভুল না হয় সেদিকে খেয়াল রেখে আরো সুন্দর ভাবে এনালাইজ করে সাবধানতা অবল্পম্বন করে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নিতে হবে। লসের এমাউন্ট টা একবারে খুব সহজেই তুলার কথা চিন্তা করা যাবে না বরং আসতে আসতে রিস্ক ফ্রি ভাবেই ফরেক্স থেকে লস রিকভার করে নিতে হবে । মনে রাখবেন ধৈর্য ই ফরেক্সে টিকে থাকার বড় একটা অস্ত্র

IFXmehedi
2020-08-01, 02:23 AM
ভাই ট্রেডিং এ লস হওয়া এটা খুবি সাধারণ একটা ব্যপার। তাই বলে কখন উত্তেজিত কিংবা ইমোশোনাল হওয়া চলবে না। এ সময় আপনাকে অত্যন্ত ধৈর্য্য সহকারে ঠান্ডা মাথায় এবং স্বাভাবিক ভাবে ট্রেড করতে হবে। এবং একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে যে, আপনাকে খুব সামান্য লর্ট নিয়ে আগে আপনার লসগুলো রিকভার করার চেষ্টা করতে হবে, সেই সাথে যে জায়গা এবং যে পজিশনগুলোতে আপনার লসগুলো হয়েছে সেগুলো থেকে একটা ভাল শিক্ষা গ্রহণ করতে হবে, যেন পরবর্তিতে সে সমস্ত জায়গায় ভুলগুলো কম হয় এবং আপনার লসগুলো কমে আসে।

ভাই লাভ-লস যেকোনো ব্যবসারই খুবই সাধারণ একটা কথা । তাই আপনার যখন কোন ট্রেডে লস হবে তখন হতাশ না করে আমি মনে করি আপনার উচিত মার্কেট ভালোভাবে এনালাইসিস করে পরবর্তীতে ধীরেসুস্থে ট্রেড করা । কারণ আপনি যখন মাথা গরম করে ট্রেডিং করবেন তখন আপনি যখনই ট্রেড করুন না কেন আপনার অবশ্যই লস হবে । আপনি যদি ফরেক্স মার্কেটে মাথা ঠান্ডা রেখে ট্রেডিং করতে পারেন। তবে আপনি এই মার্কেট থেকে অর্থ উপার্জন করতে পারবেন । আর লস হলে আপনাকে বুঝতে হবে আপনার জানার ভুল আছে অনেক ।

Hridoy6763
2020-08-01, 08:58 AM
বিজিনেস মানেই লাভ এবং লস,লাভ যেমন হবে ঠিক লসও হবে,আপনি একটানা এই বিজিনেস থেকে লাভ করতে পারবেন না তাই লস এর স্বীকার হতে হবে,লস হলে আপনাকে লস রিকোভার করার ট্রাই করতে হবে মাথা ঠান্ডা করে,ট্রেড করার জন্য ব্যস্ত হলে হবে না,যখন আপনি আপনার কনফারমেশন পাবেন তখন ট্রেড করে লস রিকোভার করবেন।

Smd
2020-08-01, 01:58 PM
এটা খুবই ভুল চিন্তা৷লস হলে ট্রেড ক্লোজ করে দিয়ে মাথা ঠাণ্ডা করে লসগুলোর কারণ খুঁজে বের করতে হবে,সেগুলো সংশোধন করতে হবে এবং আরো স্টাডি করতে হবে৷আপনার লসগুলো রিকভার করার চেষ্টা করতে হবে, সেই সাথে যে জায়গা এবং যে পজিশনগুলোতে আপনার লসগুলো হয়েছে সেগুলো থেকে একটা ভাল শিক্ষা গ্রহণ করতে হবে, যেন পরবর্তিতে সে সমস্ত জায়গায় ভুলগুলো কম হয় এবং আপনার লসগুলো কমে আসে।

Md.shohag
2020-09-13, 06:54 PM
লস হলে আসলে লস রিকোভার করা অনেক কঠিন হয়ে পড়ে আমরা আসলে লস খেলে দুশ্চিন্তায় পড়ে যাই কিভাবে রিকোভার করবো এবং দ্রুত রিকোভার করার জন্য খুব তারাহুরো করে ফেলি যে কারনে আরো বেশি লসে পড়তে হয়। আসলে আমার মনে হয় আমার মত অনেক ট্রেডারই এই একই সমস্যায় ভুগে থাকে যে কারনে ফরেক্সে আর সফল হওয়া সম্ভব হয় না।

Fahim420
2020-09-13, 10:40 PM
ট্রেডিং এ লস হওয়াটা স্বাভাবিক বেপার এমনকি কিছু কিছু ক্ষেত্রে মেনে নিতে হবে লস হওয়াটা। এখন লসের দিক বিবেচনা করে যদি পরবর্তী ট্রেড বড় অংকে দেই তাহলে ট্রেডিং এ টিকে থাকটা খুবই ঝুকির মধ্যে থাকবে। তাই ফরেক্সে আবেগ মুক্ত থাকতে হবে, আবেগের বসে পড়লেই ফরেক্সে লসের সম্মুখীন হতে হয়। যদি লস করে থাকেন তাহলে ভেঙে পড়া যাবে না । ঠান্ডা মাথায় সেই লস তুলার জন্য অল্প অল্প পরিমাণে ধৈয্যর সাথে ট্রেডিং করে যেতে হবে।

ABDUSSALAM2020
2020-09-13, 11:17 PM
ফরেক্সের লস হলে লস তুলব কিভাবে পরে যদি কাউকে ট্রেনিং করার পর লস হয় তাহলে তাকে ধৈর্য সাথে কাজ করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে তাকে লস তুলতে হবে ফরেক্স অনলাইন বাজারে মার্কেট যেখানে লাভ লস দুটাই হবে তাই ফরেক্সে যদি কেউ লস করে এবং লস করে জটিলস্ তুলতে চায় তাহলে তাকে ধৈর্য সাথে কাজ করে যেতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে কিভাবে লস থেকে লাভ সে করবে যদি কারো বারবার লস হয় সে ক্ষেত্রে জন্য সে লাভের জন্য পরবর্তীতে আবার টেস্ট করবে সফলতা আসবে তার কথা চিন্তা করতে হবে না তাকে লাভের প্রত্যাশায় আবার ফেক সাইটে লিংক থেকে আয় করতে হবে এবং লাভ করতে হবে লাভ এর উৎস হল সফলতার জন্য কাকে আবার চেষ্টা করতে হবে লস হওয়ার পরেও তাহলে একদিন তার লাভ আসবে এবং লাভ হবে।

milu
2020-09-14, 09:46 AM
ভাই ট্রেডিং এ লস হওয়া এটা খুবি সাধারণ একটা ব্যপার। তাই বলে কখন উত্তেজিত কিংবা ইমোশোনাল হওয়া চলবে না। এ সময় আপনাকে অত্যন্ত ধৈর্য্য সহকারে ঠান্ডা মাথায় এবং স্বাভাবিক ভাবে ট্রেড করতে হবে। আমাদের মাঝে অনেকেই অল্প কিছু লস করে ফেললেই অনেক বড় বড় লটে ট্রেড করা শুরু করে দেয় ঐ লসগুলো দ্রূত রিকোভার করার জন্য৷এটা খুবই ভুল চিন্তা৷লস হলে ট্রেড ক্লোজ করে দিয়ে মাথা ঠাণ্ডা করে লসগুলোর কারণ খুঁজে বের করতে হবে,সেগুলো সংশোধন করতে হবে এবং আরো স্টাডি করতে হবে৷

SHARIFfx
2020-09-14, 10:15 AM
লস হবার কারন হচ্ছে আপনার এনালাইসিস দুর্বল। তাই আগে উচিৎ দিন ক্ষমতা অর্জন করা। ভালো করে সঠিক প্রাইজ থেকে এন্ট্রি নিলে ভালো প্রফিট আসবেই। তাই টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে।

Sid
2020-10-28, 11:30 AM
সব ট্রেড থেকেই যে আপনার প্রফিট লাভ হবে
বিষয়টা ঠিক তেমন নয মাঝে মধ্যে প্রতিকূল
পরিবেশে আপনাকে অনেক ট্রেড রসেও ছেড়ে
দিতে হতে পারে তবে আপনি যদি দক্ষ এবং
অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হযে থাকেন তবে খুব
সহজে আপনি আপনার লসকে পুষিয়ে নিতে পারবেন।

Starship
2021-04-18, 03:24 PM
ফরেক্সে যাতে লস না হয় সে অনুযায়ী আমরা পর্যাপ্ত এনালাইসিস এবং দক্ষতা অর্জন করার পরও অনেক সময় নষ্ট হয়। আর লাভ বা লস হবে এটাই স্বাভাবিক। কিন্তু লাভ হলো বেশি খুশিতে আত্মহারা হওয়া যাবে না কিংবা লস হলে ভেঙ্গে পড়া যাবে না। আমার ক্ষেত্রে আমি লস হলে উত্তেজিত না হয় পরবর্তীতে সে লস ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করি। অনেকে সময় ট্রেড লস হলে তা রিকভার করার জন্য অতিরিক্ত লটে ট্রেড করে থাকে যার ফলে ব্যালেন্স জিরো হতে হয়। তাই লস হলেও আপনাকে ধৈর্য ধরে তা পরবর্তীতে যত যত এনালাইসিস এর মাধ্যমে মার্কেট নিশ্চিত করতে হবে।

Mas26
2021-04-18, 03:46 PM
আসলে ফরেক্স মার্কেট এ লস হলে সেই লস রিকভার করা টা একটু কঠিন হয়ে যায়। আর যদি আপনি চিন্তা করেন যে লস রিকোভার করতেই হবে সেক্ষেত্রে আপনার একটু রিকস নিতেই হবে আর অধিকাংশ সময়ই আমরা ঝুঁকি নিয়ে রিকভার করতে গিয়ে আরো লস এর মুখে পড়ি। অনেক সময় দেখা যায় আমাদের একাউন্ট জিরো হয়ে যায় আসলে আপনার লস রিকভার করার জন্য মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে এবং মার্কেট ভালোভাবে এনালাইসিস করার মাধ্যমে ট্রেড নিতে হবে যদি আমরা মাথা ঠান্ডা রেখে মার্কেটের মানিমেনেজ মেনট এর মাধ্যমে সুন্দরভাবে একটি ট্রেড নিতে পারি তাহলে হয়তো আমাদের লস রিকভার করা সম্ভব হবে।

samun
2021-04-30, 09:14 AM
লস হলে অবশ্যই তা রিকভারি করা সম্ভব এর জন্য অবশ্যই একটু দক্ষতার সাথে চ্যাট করতে হবে নিউজ পরবর্তী সময়ে কারেন্সি নির্বাচন করে ট্রেড করতে হবে সাধারনত নিউজ এর পরবর্তী সময়ে ট্রেড করলে একটি ভালো ফলাফল অর্জন করা যায় অল্প অল্প অল্প করে মার্কেটে লস রিকভার করতে হবে একবারে রিকভার করতে চাইলে সেটা আবার হুমকিস্বরূপ হতে পারে

Smd
2021-08-26, 05:43 PM
স্বাভাবিকভাবে কমবেশি আমাদের লস হবেই৷এজন্য ফরেক্স মার্কেটে শুরু থেকেই লস দিয়ে দিয়ে ব্যবসা শিখতে হয়৷ আমাদের মাঝে অনেকেই অল্প কিছু লস করে ফেললেই অনেক বড় বড় লটে ট্রেড করা শুরু করে দেয় ঐ লসগুলো দ্রূত রিকোভার করার জন্য৷এটা খুবই ভুল চিন্তা৷লস হলে ট্রেড ক্লোজ করে দিয়ে মাথা ঠাণ্ডা করে লসগুলোর কারণ খুঁজে বের করতে হবে,সেগুলো সংশোধন করতে হবে। মাথা ঠান্ডা রেখে সবার আগে লস করার কারন খুজতে হবে, তারপর আর যেনো সেই ভুল না হয় সেদিকে খেয়াল রেখে আরো সুন্দর ভাবে এনালাইজ করে সাবধানতা অবল্পম্বন করে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নিতে হবে। লসের এমাউন্ট টা একবারে খুব সহজেই তুলার কথা চিন্তা করা যাবে না।

FRK75
2022-01-19, 06:08 PM
লস হলে ট্রেড ক্লোজ করে দিয়ে মাথা ঠাণ্ডা করে লসগুলোর কারণ খুঁজে বের করতে হবে,সেগুলো সংশোধন করতে হবে এবং আরো স্টাডি করতে হবে৷আপনার লসগুলো রিকভার করার চেষ্টা করতে হবে, সেই সাথে যে জায়গা এবং যে পজিশনগুলোতে আপনার লসগুলো হয়েছে সেগুলো থেকে একটা ভাল শিক্ষা গ্রহণ করতে হবে, যেন পরবর্তিতে সে সমস্ত জায়গায় ভুলগুলো কম হয় এবং আপনার লসগুলো কমে আসে।

EmonFX
2022-01-19, 06:16 PM
ফরেক্স মার্কেট এ কিছু ট্রেডার আছে যারা লস করলে আরও বড় লট এ ট্রেড করে এই কারন তার আরও বড় লস হয় তাই লস হলে আরও ছোট লট এ ট্রেড করতে হবে আর রিস্ক রেওয়াড বেশি ট্রেডিং সিস্টেম এ ট্রেড করলে দেখবেন আপনার লস এমনিতেই উঠে যাবে তাই ১ঃ৩ ট্রেডিং সিস্টেম এর নিচে ট্রেড করা যাবে না

লস ট্রেডিং এর একটি অংশ। কোনো ট্রেডে লস হলে সেই লস ট্রেড রিকভার করতে গিয়ে একাধিক ট্রেড ওপেন করা বোকামি ছাড়া আর কিছুই নয়। ইতোমধ্যে আমি হাড়ে হাড়ে এর কুফল ভোগ করেছি। আমি এখন পর্যন্ত যতবার ব্যালেন্স হারিয়েছি তার অন্যতম কারণ ছিলো লস রিকভার করতে গিয়ে পুনরায় ট্রেড নিয়া। ভুল থেকে শিক্ষা নিয়ে এমন অবস্থা থেকে বের হয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। আমাদের উচিত কোন ট্রেড লসে গেলে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে অপেক্ষা করা। তাছাড়া লস দীর্ঘমেয়াদী না করার জন্য অবশ্যই এস এল ও টি পি ইউজ করা উচিত। তাতে করে লস হলেও ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকেনা। আপনার যদি ২০০ ডলার ক্যাপিটাল থাকে আর ২% রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে পুরো ব্যালেন্স জিরো হতে হলে প্রায় ১০ টির বেশি ট্রেডে লস করতে হবে। কিন্তু আপনি যে মাপের ট্রেডারই হন না কেনো কখনোই টানা ১০ টি ট্রেডে লস করবেন না। অবশ্যই কিছু না কিছু ট্রেডে আপনি প্রফিট করবেনই। তাই লসকে দীর্ঘমেয়াদি না করে এবং একাধিক ট্রেড ওপেন না করে বরং এস এল দিয়ে ট্রেড ওপেন করা উচিত বলে আমি মনে করি।

আমরা অনেকেই আছি যারা ট্রেড করি কিন্তু প্রফিট রাখতে পারি না। এটা একটা বড় problem।

একটা উদাহরণ দিচ্ছি:
ট্রেড করার সময় এমন হয় আজকে ট্রেড করলাম ২০$ প্রফিট হলো। প্রফিট করে আমি খুশি হতে গেলাম এর পর আবার ট্রেড দিলাম কিন্তু এবার আমি loss করলাম। তারপর রাগের মাথার রিভেঞ্জ ট্রেড করলাম আরো loss করলাম এমন হয়। তাই না?

এমন কেনো হয় ? একবার নিজেকে প্রশ্ন করেছেন?

এমন হবার কারণ এক মাত্র আপনি নিজেই।

আপনি যখন প্রথম ট্রেড টা করেছিলেন ওটা আপনার ঠান্ডা মাথার এনালাইসিস ছিল তাই প্রফিট টা হয়েছে।

দ্বিতীয় ট্রেড টা অনেক খুশির কারণে একটা ভুল এনালাইসিস ছিল তাই loss করেছেন।

আর তৃতীয় ট্রেড টা করেছেন রাগের মাথায়।

এই কথা গুলো কেনো বললাম
কারণ একটাই ধরুন আপনার ১০০০ ডলার ইনভেস্ট আছে আপনি প্রতিদিন ১০/১৫ ডলার প্রফিট টার্গেট রাখেন যখন আপনার ১০/১৫ ডলার প্রফিট হবে এর পর আর ওইদিন ট্রেড করবেন না। যা পেয়েছেন আলহামদুলিল্লাহ । এভাবে যদি মেইনটেইন করেন তাহলে মাসে আপনার প্রফিট এবং লস মিলে এভারেজ ১৫০/২০০ ডলার প্রফিট থাকবে।
১০০০ ডলার একাউন্ট এ মাসে ১৫/২০% আসা টা অনেক বেশি। কিন্তু আমরা তাতে সুখী না। আমাদের আরো দরকার। একদিন ৫০০ ডলার প্রফিট লাগবে। তাই loss টা বেশি করি। আর বলি forex ভাল নয়।

Smd
2022-01-19, 10:16 PM
এতে লোভ ও আবেগ এ কাজ করে। আমর মতে যদি একটি বা কোন ট্রেড এ লস হয় তখন ঐ ট্রেডটি বন্ধ করে আবার ভাল করে মার্কেট এনালাইসিস করে সঠিক ট্রেড করা উচিত। আর ট্রেডটি যে অনেক কম লটে ও লিভারেজ এ ট্রেড হয়। তাহলে আস্তে আস্তে লাভ হলে আপনার লস এর টাকাটা উঠাতে পারবেন। আসলে লাভ হোক বা লস হোক এটাকে ব্যাবসার একটা অংশ হিসেবেই ধরে নিতে হবে। যদি লস করে থাকেন তাহলে আসলে ভেঙ্গে পড়লে হবে না। মাথা ঠান্ডা রেখে সবার আগে লস করার কারন খুজতে হবে, তারপর আর যেনো সেই ভুল না হয় সেদিকে খেয়াল রেখে আরো সুন্দর ভাবে এনালাইজ করে সাবধানতা অবল্পম্বন করে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নিতে হবে।

Smd
2022-01-19, 10:17 PM
এতে লোভ ও আবেগ এ কাজ করে। আমর মতে যদি একটি বা কোন ট্রেড এ লস হয় তখন ঐ ট্রেডটি বন্ধ করে আবার ভাল করে মার্কেট এনালাইসিস করে সঠিক ট্রেড করা উচিত। আর ট্রেডটি যে অনেক কম লটে ও লিভারেজ এ ট্রেড হয়। তাহলে আস্তে আস্তে লাভ হলে আপনার লস এর টাকাটা উঠাতে পারবেন। আসলে লাভ হোক বা লস হোক এটাকে ব্যাবসার একটা অংশ হিসেবেই ধরে নিতে হবে। যদি লস করে থাকেন তাহলে আসলে ভেঙ্গে পড়লে হবে না। মাথা ঠান্ডা রেখে সবার আগে লস করার কারন খুজতে হবে, তারপর আর যেনো সেই ভুল না হয় সেদিকে খেয়াল রেখে আরো সুন্দর ভাবে এনালাইসেস করে সাবধানতা অবল্পম্বন করে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নিতে হবে।