Log in

View Full Version : লাভ করতে কত দিন সময় লাগতে পারে



riponinsta
2018-04-02, 11:19 AM
আপনি যদি ফরেক্স মার্কেট এ সব কিছু ভাল করে বুঝতে পারেন আর সেই মত কাজ করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে ৩ মাস থেকে ৬ মাস থেকে আপনি ফরেক্স মার্কেট থেকে লাভ বের করে আনতে পারবেন আবার আপনি যত বেশি সময় যেতে থাকবে আপনার লাভ এর পরিমান তত বাড়তে থাকবে

expkhaled
2018-04-02, 11:25 AM
আপনি যদি ফরেক্স মার্কেট এ সব কিছু ভাল করে বুঝতে পারেন আর সেই মত কাজ করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে ৩ মাস থেকে ৬ মাস থেকে আপনি ফরেক্স মার্কেট থেকে লাভ বের করে আনতে পারবেন আবার আপনি যত বেশি সময় যেতে থাকবে আপনার লাভ এর পরিমান তত বাড়তে থাকবে

ভাই ৩-৬মাসে ফরেক্স এ লাভ বের করে আনবেন এইটা কিভাবে সম্ভব। আমি তাহলে ২ বছর যাবত কি করছি তাহলে। এটা কি সম্ভব আদৌ। ৬মাস তো লাগে খালি ফরেক্স কি এটা বুঝতেই তারপর ডেমো ট্রেড করা লাগে আরও অন্তত ৬মাস শুধু মাত্র এটা বুঝার জন্য এমটি ৪ দিয়ে কিভাবে ট্রেড করতে হয়। তারপর ট্রেডিং সিস্টেম বানাতে এবং ব্যবহার করে সেটাকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে আরও ৬মাস থেকে ১ বছর লেগে যায় তারপরও মনে হয় যে, আমি কি এখনও রিয়েল ট্রেড করে লাভ বের করতে পারবো? এত অল্প সময়ে ফরেক্স থেকে লাভ বের করা যাবে না।

Mamun13
2018-04-02, 10:55 PM
ফরেক্স মার্কেট আসলে কি ? এবং এই মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় ? আর এইসব ট্রেড করার প্রয়োজনে ট্রেডিং কৌশল গুলো কোথা থেকে এবং কিভাবে সংগ্রহ করবো- জানব- বুঝবো ?? ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেড এর জন্য খুঁটিনাটি সকল বিষয় সমূহ খুঁজে বের করতে করতেই তো ৬ মাস থেকে ১ বছর সময় লেগে যায়৷এরপর সেগুলো ধীরে ধীরে প্রয়োগ করতে করতে আরো ১ বছর সময় লেগে যায়৷এই দ্বিতীয় বছরে আপনি আপনার ট্রেডিং স্ট্রাটেজি নিশ্চিত হতেই সময় চলে যাবে৷ এর পরের তৃতীয় বছর লাগবে ডেমো ট্রেডে নিয়মিত প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে৷তাহলে দাঁড়ালো মোট ৩ বছর সময়৷এটা হচ্ছে ফরেক্স মার্কেটে পেশাদার trader রূপে প্রতিষ্ঠিত হওয়ার সর্বনিম্ন সময়৷

Sakib42
2021-09-20, 12:32 PM
যদি নিজেকে সঠিকভাবে অভিজ্ঞ করে তুলতে পারেন তাহলে ফরেক্স থেকে লাভ করতে বেশিদিন সময় লাগবে না। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জানে না হয় সে ক্ষেত্রে ফরেক্সকে লাভ করাটা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। প্রথম অবস্থায় সবার ধারণা সীমিত থাকে কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে যখন মানুষ নিজেকে অভিজ্ঞ করে তোলে তখন তার কাছে কঠিন কাজ গুলো সহজ রূপে এসে পড়ে এবং সে সহজেই সবকিছু ভালোমতো সম্পাদন করতে পারে। আপনি যদি ছয় মাসের মতো কঠোর পরিশ্রম করেন তাহলে আমি মনে করি ছয় মাস পর থেকে আপনি ফরেক্স থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন।

Starship
2021-09-20, 11:06 PM
আমার মনে হয় এটা শুধু আমি নয় কেউই নিশ্চিত করে বলতে পারবে না যে আপনি কত দিনে প্রফিট করতে পারবেন। তবে এটুকু বলা যায় যতক্ষণ পর্যন্ত আপনার ট্রেডিং দক্ষতা বৃদ্ধি না হবে ততদিন পর্যন্ত আপনি প্রফিট করতে পারবেন না। আপনি তখনই প্রফিট করতে পারবেন যখন আপনি একজন দক্ষ ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলবেন। তাই প্রফিট করতে চাইলে ফরেক্স বিষয়ে জানুন এবং ট্রেডিং দক্ষতা বৃদ্ধি করুন। ট্রেড করার সকল নিয়ম কানুন তা মেনে ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করুন। পরবর্তীতে তা যথাযথ রিয়েল একাউন্টে প্রয়োগ করলে আপনার প্রফিট করতে পারবেন।