View Full Version : গোল্ড এ টেড করলে লাভ বেশি
riponinsta
2018-04-03, 12:15 PM
ফরেক্স মার্কেট এ গোল্ড একটা জনপিয় পেয়ার কারন গোল্ড অনেক বেশি মুভ করে তাই গোল্ড এ ট্রেড করলে লাভ বেশি হয় কারন আর বেশির ভাগ ট্রেডিং সিস্টেম গোল্ড এ কাজ করে আর ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা শুধু গোল্ড এ ট্রেড এ ট্রেড করে আর তারা গোল্ড এ ট্রেড করে অনেক অনেক ডলার লাভ ও করে
expkhaled
2018-04-03, 12:26 PM
গোল্ড এ ট্রেড করলে বেশী লাভ করা যায় কথা সত্য কিন্তু ভাই লসও কিন্তু হয়। যখন যায় একে সব শেষ করে নিয়ে যায়। তাই গোল্ড এর সঠিক সিগ্ন্যাল ছাড়া ট্রেড করা উচিত নয় কারন কোন ট্রেডিং সিস্টেম সহজে কাজ করতে চায় না গোল্ডে। আসলে সুযোগ পেলে গোল্ড ট্রেড করা ভাল তাতে প্রফিট তারাতারি করা যায়। কিন্তু লক্ষ্য রাখতে হবে এনালাইসিস যেন সঠিক হয়। আর গোল্ড ট্রেড করতে হলে অল্প টাকায় সম্ভব নয় কারন এটা যথেষ্ঠ দামি পেয়ার। আর স্টপলস বেশী ব্যবহার করতে হয়।
habibi
2018-04-03, 12:34 PM
গোল্ডে মুভমেন্ট অনেকাংশে নির্ভর করে ডলারে উপর। ডলার যদি শক্তিশালী হয় তাহলে স্বর্ণের দাম কমে আর ডলার দুর্বল হলে স্বর্ণের দাম বাড়ে। তাই গোল্ডে ট্রেড করার জন্য অনেকগুলো বিষয় মাথায় রাখা দরকার। যেমন গতকাল যুক্তরাষ্ট্র-চায়না ট্রেড যুদ্ধের কারণে ডলার কিছুটা দুর্বল হয়ে যায় তার পর গোল্ড প্রতি আউন্সে 1,321 ডলার থেকে বেড়ে গতকাল প্রতি আউন্স 1,344 ডলারে উঠেছিল। তবে আজকে আবার এই দাম কমে যাচ্ছে। তাই আমি বলব যে গোল্ড বেশি প্রফিট করার সুযোগ থাকলেও লস বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
Mamun13
2018-04-03, 06:33 PM
গোল্ডে ট্রেড করা নিঃসন্দেহে অত্যন্ত লাভজনক এটা আমরা যারা নিয়মিত trader আছি সবাই তা জানি বুঝি৷কিন্তু পাশাপাশি এটাও বলে রাখা অপরিহার্য যে গোল্ডে ট্রেড করতে হলে পর্যাপ্ত পরিমাণ পুঁজির প্রয়োজন হয় যা আমাদের মতো ক্ষুদ্রাতিক্ষুদ্র ট্রেডারদের একাউন্টে থাকেনা৷এছাড়া gold প্রাইস যেহেতু প্রচুর মুভমেন্ট করে থাকে এবং অত্যন্ত লোভনীয় ট্রেড তাই ঝুঁকির পরিমাণ সর্বাধিক থাকে৷আবার দীর্ঘ কয়েক বছরের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা না থাকলে আপনি কখনই গোল্ডে ট্রেড করে নিয়মিত প্রফিট করতে পারবেন না বরং অনভিজ্ঞতা,অদক্ষতা,অপর্যাপ্ত পুঁজির কারনে এবং বেশি লাভের আশায় লোভে পড়ে গোল্ডে ট্রেড করতে আসবেন আর আপনার ক্ষুদ্র ব্যালেন্সগুলো খুব দ্রুত শূন্য করে মার্কেট থেকে বেরিয়ে যাবেন৷তাই gold ট্রেড অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷
Sakib42
2021-09-19, 11:12 PM
হ্যাঁ যদি আপনি সঠিকভাবে গোল্ড এর মুভমেন্ট বুঝতে পারেন সে ক্ষেত্রে আপনি অনেক প্রফিট করতে পারবেন গোল্ড ট্রেডিং করে। তবে গোল্ড ট্রেডিং করা অত সহজ বিষয় নয়। গোল্ড ট্রেডিং অনেক রিস্কি একটি ব্যাপার গোল্ড যেমন মুহূর্তের মধ্যে আপনাকে অনেক প্রফিট দিতে পারবে সেই সাথে মুহূর্তের মধ্যে আপনাকে মার্জিন কল দিতে সহায়তা করবে যদি আপনি ভুল মার্কেট এনালাইসিস করে মার্কেটে এন্ট্রি গ্রহণ করেন। গোল্ডে বেশিরভাগ সময় তারাই প্রফিট করতে পারে যারা অনেক বেশি অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে ফরেক্স এর সাথে সংযুক্ত রয়েছে। সবার ক্ষেত্রে গোল্ড এনালাইসিস করে প্রফিট অর্জন করা সম্ভব নয়। কখনোই বেশি লোভ করবেন না, যদি না পারেন গোল্ড এনালাইসিস। বেশি লাভের আশায় লোভে পড়ে গোল্ডে ট্রেড করতে আসবেন আর আপনার ক্ষুদ্র ব্যালেন্সগুলো খুব দ্রুত শূন্য করে মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে।
Starship
2021-09-20, 08:17 AM
ফরেক্স মার্কেট এ গোল্ড একটা জনপিয় পেয়ার কারন গোল্ড অনেক বেশি মুভ করে তাই গোল্ড এ ট্রেড করলে লাভ বেশি হয় কারন আর বেশির ভাগ ট্রেডিং সিস্টেম গোল্ড এ কাজ করে আর ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা শুধু গোল্ড এ ট্রেড এ ট্রেড করে আর তারা গোল্ড এ ট্রেড করে অনেক অনেক ডলার লাভ ও করে
আপনি সঠিক বলেছেন গোল্ডে মুভমেন্ট বেশি। তবে গোল্ডে ট্রেড করলেই যে বেশি প্রফিট হবে বিষয়টি এমন নয়। আপনি যদি সঠিক এন্ট্রি না নিতে পারেন তাহলে প্রফিট করার বিপরীতে আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গোল্ডেন তুলনামূলক নতুন ট্রেডারগণ ট্রেড করা থেকে বিরত থাকা উচিত কেননা এটি একটি রিস্ক পেয়ার। তাই এই পেয়ারের ট্রেড করার জন্য আপনাকে ডেমো একাউন্টে পর্যাপ্ত অনুশীলন করতে হবে। বেশিরভাগ ট্রেডার গোল্ডে ট্রেড করার কারণে লস করে থাকেন। তার মূল কারণ হল সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো না করে অতিরিক্ত লোভ করার মাধ্যমে ট্রেড করা।
Mas26
2021-09-28, 12:55 PM
হ্যা আসলেই সত্যি কথা আসলে গোল্ডে ট্রেড করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা থাকে সেই পরিমাণ লস হওয়ার সম্ভাবনা থাকে।গোরররর ট্রেড করা আসলেই অনেক ঝুঁকিপূর্ণ তাই আমরা অনেকেই গোল্ডে ট্রেড করা থেকে বিরত থাকি।
এবং আপনার যদি ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা থাকে এবং আপনি খুব ভালো এনালাইসিস করতে পারলে গোল্ডে ট্রেড করে প্রফিট করা সম্ভব কিন্তু আপনি অনেক সময় না বুঝেশুনে ট্রেড করলে আপনার জন্য খুবই ক্ষতিকর হয়ে পড়বে।
তাই আমি মনে করি অতিরিক্ত লাভের আশায় লোক করে ফরেক্স মার্কেটে আপনার অ্যাকাউন্টটি জিরো করে মার্কেট থেকে হারিয়ে যাবেন না অনেক সময় অনেক লস করে ফরেক্স মার্কেট থেকে সারা জীবনের জন্য ছিটকে পড়ে। এই ভুলটা করার আগে আপনার সতর্ক হওয়া উচিত আমি মনে করি।
samun
2021-10-24, 08:53 PM
গোল্ডেন ট্রেড করলে লাভ হয় কথাটা সত্য তবে তার অপোজিটের কথাটাও ভাবা উচিত তিনি গোল্ড রেট করলে লস এর সম্ভাবনা অনেক বেশি থাকে গোল্ড রেট করার জন্য প্রথমে আপনাকে একজন দক্ষ ট্রেডার হতে হবে না হলে গোল্ড এ 1000 ডলার নিয়ে টিকে থাকা সম্ভব নয় তাই নতুন ট্রেডারদের জন্য গোল্ড পরিহার করে অন্য সকল কারেন্সিতে ট্রেড করা সর্বোত্তম
Mas26
2023-09-24, 11:31 AM
গোল্ড এ ট্রেড করলে বেশী লাভ করা যায় কথা সত্য কিন্তু ভাই লসও কিন্তু হয়। যখন যায় একে সব শেষ করে নিয়ে যায়। তাই গোল্ড এর সঠিক সিগ্ন্যাল ছাড়া ট্রেড করা উচিত নয় কারন কোন ট্রেডিং সিস্টেম সহজে কাজ করতে চায় না গোল্ডে। আসলে সুযোগ পেলে গোল্ড ট্রেড করা ভাল তাতে প্রফিট তারাতারি করা যায়। কিন্তু লক্ষ্য রাখতে হবে এনালাইসিস যেন সঠিক হয়। আর গোল্ড ট্রেড করতে হলে অল্প টাকায় সম্ভব নয় কারন এটা যথেষ্ঠ দামি পেয়ার। আর স্টপলস বেশী ব্যবহার করতে হয়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.