PDA

View Full Version : ছোট ছোট লট এ ট্রেড করতে হবে



riponinsta
2018-04-04, 10:33 AM
আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে শুরুর দিকে ছোট লট এ ট্রেড করতে হবে এতে করে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকবেন আর ফরেক্স মার্কেট এ কেও যদি টিকে থাকতে পারে তাহলে লাভ এমনিতেই হবে এই কারন শুরুর দিকে ছোট লট এ ট্রেড করতে হবে

expkhaled
2018-04-04, 11:35 AM
হ্যা প্রথম দিকে মানে শিক্ষানবীষ অবস্থায় ছোট ছোট লটে ট্রেড করতে হবে এবং স্টপলস টেকপ্রফিট ব্যবহার করতে হবে। তাহলে আপনার একাউন্ট থাকবে সুরক্ষিত এবং বেশীদিন মার্কেট এ টিকে থাকতে পারবেন এবং সেই সুবাদে আপনি ভালভাবে শিখতেও পারবেন। যদি সঠিক ভাবে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে অন্তত ৬মাস লাগাতার ডেমো ট্রেড করতে হবে এবং সকল নিয়ম কানুন ডেমোতে প্র্যাকটিস করে তারপর ট্রেড করা শুরু করবেন। তাহলে লস কিছুটা কম হবে রিয়েল মার্কেট এ।

Mamun13
2018-04-04, 06:19 PM
ফরেক্স মার্কেটে আমরা যারা লুজার ট্রেডার সাধারনত তারাই বড় বড় লটে ট্রেড করে করে লুজার হই৷অথচ প্রকৃতপক্ষে ফরেক্স মার্কেটে ব্যবসা করার নিয়ম হচ্ছে অতি অল্প অল্প পরিমাণে ট্রেড করা এবং ছোট ছোট লটে ট্রেড ওপেন করা৷ফলে আমাদের লসের পরিমাণ অনেক কম হয়ে থাকে৷ এভাবে আমরা দীর্ঘদিন মার্কেটে টিকে থাকতে পারি৷তাই আমাদের সবারই উচিত ছোট ছোট লটে ট্রেড করার অভ্যাস গড়ে তোলা৷ছোট লটে ট্রেড করা তুলনামূলক ঝুঁকি অনেক কম থাকে এবং আমাদের অ্যাকাউন্টগুলো দ্রুত শূন্য হওয়া থেকে নিরাপদ থাকে৷

habibi
2018-04-05, 11:16 AM
নতুন ট্রেডার ক্ষেত্রে মাইক্রো লটে ট্রেড করাই শ্রেয়। কারণ প্রথমদিকে অভিজ্ঞতার কারনে বেশীর ভাগ সময় লস হয়। সে ক্ষেত্রে যদি বড় লটে ট্রেড করে তাহলে তার ফকির হতে ২ দিন লাগবে। তাই নতুন ট্রেডারদের মাইক্রো লটে ট্রেড ভাল। মাইক্রো লটে ট্রেড করে যদি লসও করে তাহলে তার আর্থিক লস কম থেকে। আমার জানাতে ইন্সটাফরেক্সের মাইক্রো লটে ট্রেডিং করার সুবিধা দিয়ে থাকে। ইন্সটাফরেক্সের 0.01 লটের মুল্য হল ১ সেন্ট। যেখানে অন্যান্য ব্রোকারের 0.01 লটের মুল্য হল ১০ সেন্ট। তাই আমি বলব যে যারা নতুন ট্রেডার তারা মাইক্রো লটে ট্রেড করুন। আর অভিজ্ঞদের ক্ষেত্রে কোন কিছু বলার নেই।

habibi
2018-06-10, 03:52 PM
নতুন ট্রেডার ক্ষেত্রে মাইক্রো লটে ট্রেড করাই শ্রেয়। কারণ প্রথমদিকে অভিজ্ঞতার কারনে বেশীর ভাগ সময় লস হয়। সে ক্ষেত্রে যদি বড় লটে ট্রেড করে তাহলে তার ফকির হতে ২ দিন লাগবে। তাই নতুন ট্রেডারদের মাইক্রো লটে ট্রেড ভাল। মাইক্রো লটে ট্রেড করে যদি লসও করে তাহলে তার আর্থিক লস কম থেকে। আমার জানাতে ইন্সটাফরেক্সের মাইক্রো লটে ট্রেডিং করার সুবিধা দিয়ে থাকে। ইন্সটাফরেক্সের 0.01 লটের মুল্য হল ১ সেন্ট। যেখানে অন্যান্য ব্রোকারের 0.01 লটের মুল্য হল ১০ সেন্ট। তাই আমি বলব যে যারা নতুন ট্রেডার তারা মাইক্রো লটে ট্রেড করুন। আর অভিজ্ঞদের ক্ষেত্রে কোন কিছু বলার নেই।

alamsat
2018-06-10, 04:36 PM
একটি একাউন্ট কে টিকিয়ে রাখতে হলে অবশ্যয় ছোট ছোট লট এ ট্রেড করা উচিৎ কারন বড় বড় লট এ ট্রেড করলে হয়ত কয়েকটি ট্রেড করে লাভ করতে পারবেন কিন্তুু একটি ট্রেড এ লস করলে আপনার লাভের টাকা সহ আপনার একাউন্ট ও শুন্য হয়ে যাবে। তাই একাউন্ট যদি বেচে থাকে তাহলে ঐ একাউন্ট থেকে ট্রেড করে আয় করা যাবে। তাই বুদ্ধিমান ঐ ব্যক্তি যে ছোট ছোট লট এ ট্রেড করে অল্প লাভে সন্তুষ্ট থাকে।

souravkumarhazra6763
2018-06-10, 05:37 PM
আমাদের বেশীভাগ ট্রেডারদের ব্যালেন্স জিরো হওয়ার অন্যতম কারণ হলো মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে আমরা অতিরিক্ত লাভের আশায় বড় বড় লট এ এন্ট্রি নিয়,এর ফলে আমরা আমাদের ব্যালেন্স হারায়,আমাদের ফরেক্স বিজিনেস এ টিকে থাকতে হলে ছোত ছোট লট এ ট্রেড করতে হবে,হয়তো প্রফিট কম হবে কিন্তু লস অ কম হবে।

rafiuqlislam
2018-06-10, 07:38 PM
ফরেক্সে ট্রেড করে টিকে থাকতে চাইলে আপনাকে ছোট ছোট লট এ ট্রেড করতে হবে।আপনি যদি মার্কেটের গতিবিধি লক্ষরেখে ধৈর্য সহকারে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ছোট ছোট লটে ট্রেড করেন তাহলে আপনি প্রফিট পাবেন এবং ট্রেডে টিকে থাকতে পারবেন।

expkhaled
2018-06-10, 07:50 PM
শিক্ষানবীষ ট্রেডার যারা তাদের লক্ষ্য রাখতে হবে কিভাবে মার্কেট এ বেশীদিন টেকা যায়। যদি টিকতে পারেন তাহলে আপনি শিখতেও পারবেন প্রফিট ও করতে পারবেন। আর সব সময় একটি সিস্টেম নিয়ে থাকবেন। প্রথম যেকোন সিস্টেমে লস হতে পারে তাই বলে আপনি সিস্টেম কে পরিবর্তন করবেন না বরং ঐ সিস্টেমটি কোথায় দূর্বলতা আছে সেটা বের করুন। আর বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায় সিস্টেম এর কোন সমস্যা থাকে না, সমস্যা যা থাকে তা আমাদের নিজেদের ভেতরে। যদি সত্যিই ট্রেডার হতে চান আপনাকে অনেক কিছুর বিনিময়ে শিখতে হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে।

iloveyou
2018-07-08, 09:13 PM
হ্যা ভাই আপনার ব্যালেন্স যদি কম থাকে আর আপনি যদি ফরেক্সে কোন নতুন ট্রেডার হন তাহলে আপনাকে অবশ্যই সবদিক বিবেচনা করে ভলিওম কম রেখে ট্রেড করতে হবে। কারন এখানে আপনি যদি মানি-ম্যানেজম্যান্টকে সেভাবে গুরুত্ব না দেন তবে সেটা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে না। সুতরাং প্রথমে ছোট-ছোট লর্ট-এ ট্রেডগুলো করুন, এরপর পর্যায়ক্রমে প্রয়োজনবোধে লর্ট-সাইজ বাড়াতে পারবেন।

rafiuqlislam
2018-07-09, 09:59 AM
ফরেক্স মার্কেটে যে কেউ ট্রেড করতে পারেন,তবে মার্কেটে প্রফিট করে টিকে থাকাই হলো আসল ব্যাপার।সে কারনে যারা নবীন তাদের অবশ্যই ছোট ছোট লটে ট্রেড করতে হবে।এর মাঝেই অভিজ্ঞতা অর্জন পূর্বক সঠিক মার্কেট এ্যানালাইসিস করে দক্ষ ট্রেডার হিসাবে নিজেকে তৈরি করতে হবে।

NasirMollah739
2019-04-21, 07:55 PM
ফরেক্স মার্কেট প্লেসে মুদ্রার মান প্রতি মুহূর্তে পরিবর্তনশীল আর এই পরিবর্তনশীল মার্কেটপ্লেস থেকে প্রফিট অর্জনের জন্য অবশ্যই প্রতিটি ট্রেডার কে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়। আর মানি ম্যানেজমেন্ট অংশে অবশ্যই প্রতিটি ট্রেডার - কি পরিমান লটে ট্রেড ওপেন করবে সেটি নির্ধারণ করে থাকে। প্রকৃতপক্ষে, ফরেক্স থেকে প্রফিট অর্জনের পাশাপাশি মার্কেটপ্লেসে টিকে থাকতে প্রতিটি ট্রেডারকে অবশ্যই ছোট ছোট লটে ট্রেড করা দরকার।কারণ, বড় লটে ট্রেড করলে যে কোন মুহূর্তে ট্রেডিং এর প্রতিকূল পরিস্থিতিতে একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বড় লটে ট্রেডিং করাটাও বেশি ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, ছোট ছোট লটে ট্রেড করলে ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্সের সুরক্ষা নিশ্চিত হয় এবং অল্প অল্প করে প্রফিট করে নিশ্চিন্তে ফরেক্স মার্কেটে টিকে থাকা যায়।

MdPiashHasan6080892
2019-04-21, 08:17 PM
ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের অবশ্যই ছোট ছোট লটে ট্রেড ধরা উচিত। কেননা আমরা যখন ফরেক্স মার্কেটে নতুন কাজ শুরু করি তখন আমাদের পূর্ণ অভিজ্ঞতার অভাব থাকে যার ফলে আমরা যখন এনালাইসিস করি তখন আমাদের ছোট ছোট ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমাদের লস হতে পারে। তাই ছোট ছোট লটে ট্রেড ধরলে লস হলেও যেন কম হয়।
কেননা বড় লটে ট্রেড করলে লস হলে যে কোন মুহূর্তে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই ছোট লটে ট্রেড কড়াই উত্তম। আপনার যখন ফরেক্স মার্কেট থেকে দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জিত হয়ে যাবে। তখন আপনি চাইলে বড় লটে ট্রেড করতে পারেন।

KaziBayzid162
2019-04-24, 12:51 PM
ফরেক্স মার্কেটে ব্যালেন্স শুন্য করে ফেলা ট্রেডার এর সংখ্যা অনেক বেশি,আর ব্যালেন্স শুন্য হয়ে যাওয়ার প্রধান কারন হল কোন প্রকার মানিমেনেজমেন্ট ছাড়ার অল্প জ্ঞান নিয়ে বড় লটে ট্রেড করা,তাই বড়,বড় লটে ট্রেড পরিহার করে ছোট রটে ট্রেড করা উচিত,কেননা তখন লস করলেও পরিমানটা কম হবে,আপনার ব্যালেন্স শুন্য হবে না,ফল স্বরুপ আপনি ফরেক্সে টিকে থাকতে পারবেন এবং যে ভুলের কারনে লস হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে নিজেকে দক্ষ করতে পারবেন,এই দক্ষতা নিয়ে বিচার বিশ্লসনের মাধ্যমে ছোট লটে ট্রেড করবেন তখন লস করার প্রবনতা কম থাকবে,এবং মার্কেটে দীর্ঘ সময় টিকে থাকতে পারবেন,আর টিকে থাকতে পারলে ফেরক্স থেকে অবশ্যই লাভ করতে পারবেন,তাই ফরেক্স মার্কটে টিকে থেকে লস এড়িয়ে লাভ করার জন্য ছোট ছোট লটে ট্রেড করাই শ্রেয়।

babubd
2019-04-25, 03:58 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন ব্যাবসা । এ ব্যাবসায় মুলত টিকে থাকাটাই বড় ব্যাপার । তাই ফরেক্সে যারা নতুন তাদের জন্য পরামর্শ হলো, প্রথমে ছোট ছোট লটে ট্রেড করে ফরেক্সের অভিজ্ঞা আর টিকে থাকার লড়াই শুরু করা । কারন ছোট ছোট লটে ট্রেড করলে যেমন আপনার মার্কেট অবিজ্ঞতা হবে তেমন টিকে থাকতে সহায়ক হবে ।

Hridoy6763
2019-04-25, 06:15 PM
ফরেক্স ট্রেড এ লট একটি গুরুত্বপূর্ণ বিষয়,আপনি যদি ভালো ট্রেড না যেনে থাকেন তাহলে এই বিজিনেস এ টিকে থাকতে পারবেন না,যদি আপনি ফরেক্স এ নতুন হন তাহলে ছোট ছোট লট এ ট্রেড করায় উওম,কারণ অল্প লট এ ট্রেড করলে মার্কেট এ টিকে থাকা যাই,ছোট ছোট লট এ ট্রেড করে ফরেক্স আয়ত্র করে পরর্বতীতে আপনার ব্যালেন্স অনুয়ায়ী ট্রেড করবেন।

AMIRSHIKDER976
2019-04-25, 08:42 PM
ফরেক্স এর ছোট ছোট লর্ড এডিট করতে হবে বিষয়টা এমন নয়। যারা নতুন আছে শুরুর দিক থেকে ছোট ছোট লর্ডের ট্রেড করলে তাদের জন্য অনেক সুবিধা থাকে। ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা কম থাকে, লস হলে কোন লস হবে ইত্যাদি। আর যারা পুরাতন আছে তারা বড় বড় লরি কাজ করলেও কোন সমস্যা নেই। এটা বিশেষ করে নির্ভর করে আপনার ব্যালেন্স এর উপরে।

bdunity
2019-04-30, 10:51 AM
ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে নতুনদের জন্য অনেকটা রিক্স । তাই প্রাথমিক ভাবে উচিৎ ছোট ছোট লটে ট্রেড করা । কারন ছোট ছোট লটে ট্রেড করতে লাভ লস আপনার সহনীয় থাকবে । যদিও লস হয় তাও সেটা আপনার আয়ত্বে থাকবে ।

babubd
2019-04-30, 11:00 AM
হ্যাঁ আমিও তাই মনে করি ।ফরেক্সে ছোট ছোট লটে ট্রেড করা ভালো । এতে ফরেক্সে লাভ বেশি হয় । কারন আপনি কখনও বেশি লটে ট্রেড করলেন কিন্তু মার্কেট আপনার বীপরিতে থাকায় আপনার বেশি লস হবে । কিন্তু ছোট লটে ট্রেড করলে মার্কেট বীপরিতে গেলে লস কম হয় । তাছাড়া নতুন ট্রেডারদের কখনও বড় লটে ট্রেড করা ভালো না । এতে বেশি লসের সম্ভবনা থাকে ।

princeeyasin
2019-04-30, 01:07 PM
ফরেক্স মানে লাভ লস এর ব্যবসা এটা মাথায় রাখতে হবে। যদি নতুন হন তাহলে আপনাকে ছোট লট এ ট্রেড করা ভাল, এতে করে আপনার অভিজ্ঞতা বাড়বে, এবং মার্কটে টিকে থাকতে পারবেন আর এক বার যদি টিকে থাকতে পারেন তাহলে আপনি লাভো বান হবেন।

princeeyasin
2019-04-30, 01:16 PM
ফরেক্স মার্কেটেে থাকার জন্য লাগবে ধৈরয আর ট্রেডমার্ক সম্পার্কে অধিক জ্ঞান অর্জন করতে হবে। অনেক সুমায় নতুন ট্রেডারা বুঝতে উঠতে পারে না কেমন লটে ট্রেড করব তাই লস হয়ার সম্ভব থাকে। এই জন্যই ট্রেড করার আগে ভাল ভাবে এনালাইসেন্স করে ট্রেড করতে হবে।

princeeyasin
2019-04-30, 01:26 PM
ফরেক্স মার্কেট এসে যেকে ও ট্রেড করতে পারে কিন্তু মার্কেট এসে টিকে থাকায় হল আসল বেপার, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এমন ও পাবলিক আছেন তারা ফরেক্স মার্কেট সম্পর্কেে ভালো ভবে না জেনে লট না মেনে ট্রেড করা সুরু করে দেয়। অবোশেষে দেখা যায় আম ছালা থুয়ে বাড়ি চলে যেতে হয়।

princeeyasin
2019-04-30, 01:37 PM
ফরেক্স মার্কেটেে যদি কাজ করার দরকার হয তাহলে আমি বলি কি আপনি কোন অজ্ঞি ফরেক্স ট্রেডার এর কাছে যান আপনি ভালো আইডিয়া পাবেন এতে করে আপনি আরো অনেক বেসি অজ্ঞতা বাড়বে এবং আপনি ফরেক্স মার্কেটেে থেকে একটি ভালো এমাউন্ট আয় করতে পারবেন।

Md.Robel
2019-04-30, 03:21 PM
আমাদের ফরেক্স নিয়ে কোনো আলোচনা করার আগে ভাবতে হবে এর সম্পর্কে আমি কি জানি।

Ronesh186
2019-05-01, 11:31 AM
ছোট ছোট লটে ট্রেড ধরলে আপনার একাউন্ট সুরক্ষিত থাকবে এবং আপনি দীর্ঘদিন ফরেক্স মাকেটে টিকে থাকতে পারবেন। বিশেষ করে যাদের ব্যালেন্স কম তাদের অবশ্যই ছোট ছোট লট নিয়ে ট্রেড ধরা উচিৎ। এতে ব্যালেন্স শূন্য হওয়ার মত ঝুঁকি থেকে আপনার একাউন্ট সুরক্ষিত থাকবে। মানি ম্যানেজমেন্ট অনুযায়ী সর্বোচ্চ ১০% রিস্ক নিয়ে ট্রেড ধরা উচিৎ বলে আমি মনে করি।

RASELRANA562917
2019-05-01, 01:35 PM
ফরেক্স মার্কেট এ যারা একেবারেই নতুন আমি তাদের বলব তারা লট ঠিক রেখে যেন ট্রেড করে।তারা যদি ভাবে অমক ভাই এত লটে ট্রেড করে আজ ১০০ ডলার প্রফিট করেছে আমিও বড় লটে ট্রেড করব।এটা হবে তাদের চরম বোকামী।আপনার ব্যালেন্স এমনিতেই কম আবার যদি বড় লটে ট্রেড করেন তাহলে মার্কেট একটু আপনার বিপরীতে গেলেই ব্যালেন্স জিরো কিচ্ছু করার থাকবে না।আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান তবে ছোট ছোট লটে ট্রেড করে অল্প অল্প প্রফিট করেন টিকে থাকতে পারবেন।বড় লটে ট্রেড করার ভুল কখনো করবেন না।আর যারা ফরেক্স এ অভিজ্ঞ তারাও লটের দিকে বেশি খেয়াল রাখবেন।লট ঠিক রেখে ট্রেড করবেন।কখনো মার্কেট আপনার বিপরীতে গেলেও মুলধন যেন জিরো না হয়ে যায় সেভাবে হিসাব করে ট্রেড করবেন।

Panna1989
2019-08-26, 04:40 AM
আমরা জানি ফরেক্স মার্কেট এ যারা একেবারেই নতুন আমি তাদের বলব তারা লট ঠিক রেখে যেন ট্রেড করে।তারা যদি ভাবে অমক ভাই এত লটে ট্রেড করে আজ ১০০ ডলার প্রফিট করেছে আমিও বড় লটে ট্রেড করব।এটা হবে তাদের চরম বোকামী।আপনার ব্যালেন্স এমনিতেই কম আবার যদি বড় লটে ট্রেড করেন তাহলে মার্কেট একটু আপনার বিপরীতে গেলেই ব্যালেন্স জিরো কিচ্ছু করার থাকবে না।আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান তবে ছোট ছোট লটে ট্রেড করে অল্প অল্প প্রফিট করেন টিকে থাকতে পারবেন।বড় লটে ট্রেড করার ভুল কখনো করবেন না।আর যারা ফরেক্স এ অভিজ্ঞ তারাও লটের দিকে বেশি খেয়াল রাখবেন।লট ঠিক রেখে ট্রেড করবেন।কখনো মার্কেট আপনার বিপরীতে গেলেও মুলধন যেন জিরো না হয়ে যায় সেভাবে হিসাব করে ট্রেড করবেন।

Hredy
2019-08-26, 06:58 AM
ফরেক্স এ টিকে থাকার জন্য লোভ কন্ট্রোল করা একান্ত জরুরি। লোভের বশবর্তী হয়ে বেশি লাভের আশায় বড় বড় লটে ট্রেড করা উচিত না। নতুনদের উচিত ধৈর্যধরে ট্রেড করা ছোট ছোট লটে তাহলে একাউন্ট সুরক্ষিত থাকার পাশাপাশি বেশিদিন টিকে থাকা যাবে ফরেক্স এ। লোভ কন্ট্রোল করতে না পারলে খারাপ পরিস্থিতির উদ্ভব হবে। এজন্য আগে ছোট ছোট লটে ট্রেড করে অভিজ্ঞতা বাড়াতে হবে তাহলে ভবিষ্যতে সফলতা পাওয়া যাবে।

Hasinapx
2019-08-26, 10:25 AM
ফরেক্স মার্কেটে টিকে থাকায় সবচেয়ে বড় চ্যালেন্জ। যারা এই মার্কেটে টিকে থাকতে পারে তারাই সফল হয়। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ছোট লটের বিকল্প নেই। বিনিয়োগ বনাম লট / ভলিউম যদি ভারসাম্য থাকে তথা মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করলে ফরেক্সে সফল হওয়া সম্ভব ।

Mahmud1984fx
2019-08-26, 11:07 AM
ফরেক্স মার্কেটে দীর্ঘ্যসময় টিকে থাকতে হলে ছোট ছোট লটের বিকল্প নেই। অনেকে বেশী লাভ করতে গিয়ে বিনিয়োগের দিকে খেয়াল না রেখে বড় লটে ট্রেড করে ব্যালেন্স জিরো করে ফেলে। সব সময় মাথায় রাখতে হবে এই মার্কেটে সফল হতে হলে দীর্ঘ্যসময় টিকে থাকতে হবে। টিকে থাকার মধ্যেই সফলতা।সুতরাং ছোট ছোট লটে ট্রেড করেই মার্কেটে টিকে থাকতে হবে।

SHARIFfx
2020-01-27, 07:22 PM
এক কথায় বলতে গেলে আপনেকে মানিমেনেজমান্ট করে ট্রেড নিতে হবে। রিস্ক মেনেজমান্ট করে আপনার বেলেন্স অনুযায়ী ভলিউম সেট করতে হবে। ডেইলী ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করতে হবে। প্রতিদিন নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নিতে হবে।

Shohedulla
2020-01-27, 08:41 PM
ছোট ছোট করলে যে লাভ হয় তা হল লোকসানের পরিমাণ অনেক কম আছে। যেহেতু লোকসান করলেও পরিমাণ ছোট হওয়ার কারণে খুব দ্রুত লোকসান উঠানো যায়। এছাড়া ঝুঁকি কম থাকে। ইনভেস্ট কম করা প্রয়োজন হয়। যার ফলে লাভ বেশি হয়।

TanjirKhandokar1994
2020-01-27, 09:00 PM
অবশ্যই ফরেক্স মার্কেটে যদি বেশি দিন টিকে থাকতে হয় তাহলে অবশ্যই মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে হবে এবং ছোট ছোট লটে ট্রেড গুলো করতে হবে। এখানে কোন ক্রমেই লোভ করা যাবে না। কেননা এখানে লোভ করলেই বিপদ। একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকবে ১০০%। আর বিশেষ করে সবসময় চেষ্টা করতে হবে লং টাইম ট্রেড করতে এতে করে ঝুঁকি কম থাকে এবং মোটামুটি ভালোই আয় করা যায়। ধন্যবাদ

Grimm
2020-01-27, 10:00 PM
ছোট ছোট লট বলতে আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করতে পারেন তাহলে আপনি কোন প্রকার সমস্যার সম্মুখীন হবেন না আর সেক্ষেত্রে আপনি দীর্ঘ সময় টিকে থেকে মুনাফা উপার্জন করতে পারবেন। কিন্তু আপনি যদি মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করেন তাহলে একসময় দেখা যাবে আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন যা আপনার একাউন্ট ধ্বংস করে দিবে। তাই সবসময় চেষ্টা করুন সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করার।

MdRubelShaikh
2020-01-28, 07:02 AM
ফরেক্স ব্যবসা অনেক মজার একটা ব্যবসা।ফরেক্স ব্যবসা থেকে আপনি আপনার চাহিদা মত টাকা আয় করতে পারবেন।ফরেক্স ব্যবসায় ছোট ছোট ট্রেড এ্যান্টি দেওয়া ভালো।ফরেক্স ব্যবসায় লোভ করা যাবেনা এবং ধর্য্য ধরে ট্রেড করতে হবে।

jahid50005
2020-01-28, 07:43 AM
লট সাইজ বা ভলিউম নির্ধারিত হয় মূলত অ্যাকাউন্ট ব্যালেন্স এর সাথে সমাঞ্জস্যতা বজায় রেখে। যেমন ধরি কারও অ্যাকাউন্ট ব্যালেন্স ১০০ ডলার তাহলে তার কখনই ১ মাইক্রো লটের উপরে ট্রেড করা উচিৎ নয় । আবার কারও ব্যালেন্স ৫০০ ডলার তার কখনই ১ মিনি লটের উপরে ট্রেড করা উচিৎ না, কিন্তু আমরা সর্বদাই অনেক উচ্চ লটে ট্রেড করি , যার ফলে আমাদের ব্যালেন্স শেষ হতে বেশি সময় লাগে না।

rakib.r
2020-01-28, 11:57 PM
আমি মনে করি লাভ বা লস যাই হোক অল্প ই ভালো। কারন আমি এর ভুক্তভোগী । আমি সব সময় ছোট লট ই কিনে থাকি। .১ এর একটা লট কিনে দেখলাম মার্কেট ডাউন হচ্ছে। ভাবছিলাম এমন তো সব সময় ই হয়। লট কেনার পর আউ ডাউন চলতেই থাকে এ টাও হয়তো তেমন ই হবে। পরে দেখলাম না মার্কেট ডাউন হতে হতে আমার ১১ ডলার লস হয়ে গেলো। ছোট লট কিন্তু আবার এনালাইজ করে লট কিনুন বা বেচুন তাহলে টিকে থাকতে পারবেন

MINARULRFL100
2020-01-29, 08:53 AM
ফরেক্স ট্রেডিং মার্কেট নতুনদের জন্য একটা চ্যালেঞ্জ।যদি এই চ্যালেঞ্জ মুকাবলা করতে পারে তাহলে নতুনরা অনেক ভালো করতে পারবে ফরেক্স মার্কেট থেকে।তাই যারা ফরেক্স মার্কেট এ নতুন তাদের উদ্দেশ্যে বলবো কখনো বড় বড় লটে ট্রেড এন্টি দিবেন না তাহলে মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না।কারন বড় লটে লস হলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।তার জন্য আপনাকে ছোট ছোট লটে ট্রেড এন্টি দিতে হবে।তবে একটা সুত্র মনে রাখতে হবেঃঃআপনার ব্যালেন্সকে ৫০০ দিয়ে ভাগ করলে ভাগফল দিয়ে ট্রেড এন্টি দিতে হবে।উদাহরণ স্বরূপঃঃআপনার ব্যালেন্স ১০০ ডলার সুতরাং ১০০/৫০০= ০.২ ডলার আপনি যদি ০.২ লট দিয়ে ট্রেড এন্টি দেন তাহলে মার্কেট যদি ২০০ পিপস উঠানামা করে তাহলে আপনার ব্যালেন্স জিরো হবে না।৫০০ পিপস উঠানামা করতে হবে তাহলে ব্যালেন্স জিরো হবে আর আমরা জানি মার্কেট একটানা কখনো ৫০০ পিপস উঠানামা করে না।তাই নতুন যারা আছে যদি এই সুত্র মেনে কাজ করি তাহলে আমাদের একাউন্ট সেইভ থাকবে।

amreta
2020-02-22, 05:40 PM
আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে শুরুর দিকে ছোট লট এ ট্রেড করতে হবে এতে করে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকবেন আর ফরেক্স মার্কেট এ কেও যদি টিকে থাকতে পারে তাহলে লাভ এমনিতেই হবে এই কারন শুরুর দিকে ছোট লট এ ট্রেড করতে হবে

আপনি যদি একজন ভাল নেতা হতে চান তবে আপনাকে অবশ্যই প্রথমে এর আন্দোলনগুলি বুঝতে হবে এবং ডেমোক্র্যাটদের অনুশীলন করতে হবে।

saraa
2020-02-22, 08:39 PM
আমাদের বাণিজ্য করার সময় আমাদের আরও সচেতন থাকা উচিত এবং আমাদের চোখ পুরোপুরি খোলা রাখা উচিত এবং এখানে ফরেক্স ট্রেডিংয়ে যা প্রয়োজন তা প্রতি মনোনিবেশ করার চেষ্টা করা উচিত। আমাদের বাণিজ্যকে লাইভে রাখার পরে আমাদের বিশ্রাম নেওয়ার দরকার নেই এর পরে আমাদের চেতনাও দরকার। একটি সতর্ক মন নিস্তেজ এবং ক্লান্ত মনের চেয়ে সঠিক এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাই সর্বদা আপনার ব্যবসায়টি সতেজ এবং সতর্ক মন দিয়ে করুন ধন্যবাদভাল বাণিজ্য কেবলমাত্র সতর্কতার সাথে করা যায় কারণ আমাদের সিদ্ধান্ত নিতে হবে পুরো মনোনিবেশের সাথে এবং বাজারের বৈচিত্রের উপর নির্ভর করে আমাদেরকে এই ক্ষেত্রে যেতে হবে। আমাদের পুরো মানসিক সতেজতা নিয়ে কাজ করতে হবে যাতে আমরা এই ক্ষেত্রে আরও ভাল পারফরম্যান্স করতে পারব। এই সময়ে মানসিক উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ তাই এই কারণে যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করে এমন কারণে অনেকে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হন।

DJSUMON777
2020-02-22, 09:07 PM
ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের সবারই উচিত ছোট ছোট লাট এ ট্রেড করা। কারণ ছোট ছোট লটে স্টেট করলে ঝুঁকি কিছুটা কম থাকে। তাছাড়া বেশি লোক নিয়ে ট্রেড করতে চাইলে অনেক বেশি ব্যালেন্সের ও দরকার হয় তাই যারা নতুন তারা হয়তো অল্প ডিপোজিট রেট শুরু করে তাই তাদের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী লট সংখ্যা এবং ছোট্ট ছোট্ট লট এ ট্রেড করা উচিত।

Fxhuman
2020-02-23, 01:06 AM
ফরেক্সে ট্রেড করে টিকে থাকতে চাইলে আপনাকে ছোট ছোট লট এ ট্রেড করতে হবে।আপনি যদি মার্কেটের গতিবিধি লক্ষরেখে ধৈর্য সহকারে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ছোট ছোট লটে ট্রেড করেন তাহলে আপনি প্রফিট পাবেন এবং ট্রেডে টিকে থাকতে পারবেন।

rakib.r
2020-04-03, 10:37 PM
ছোট লট মানে নিরাপদ লট। আপনার যদি ৫০ ডলার ব্যালেন্সে থাকে সেখান থেকে আপনি যদি ৫০ সেন্ট লস করে ফেলেন খুব বেশি লস মনে হবে না। কিন্তু সেইম লস টাই যদি একটু বড় লটে খাইতেন তাইলে সেইটা ৫ ডলার ও হয়ে যেতে পারতো। আর ৫০ ডলার এ ৫ ডলার লস করা মানে আপনার ব্যালেন্সের ১০ ভাগের ১ ভাগ টাকা আপনি লস করে ফেললেন। তাই অল্প অল্প করে লাভ করে জমান দেখবেন এক সময় এই অল্প টাকাই ভালো ভাবে থেকে যাবে

FREEDOM
2020-04-03, 10:53 PM
অবশ্যই আমাদের সকলের উচিত ছোট ছোট লটে ট্রেড করা যাতে করে আমরা ফরেক্সে টিকে থাকতে পারি। কারন বেশি লটে ট্রেড করলে এখানে টিকে থাকা অনেক কষ্টকর হবে। হয়তো মাঝে মাঝে ভালো লাভ করতে পারবেন কিন্তু যখন লস হবে তখন দেখবেন ভারসাম্য ধরে রাখা অনেক কষ্টকর হয়ে পড়বে। আমি সবসময়ই ছোট লটে ট্রেড করার চেষ্টা করি। ০.০১ থেকে ০.০৫ সেন্ট এর মধ্যে আমার প্রতিটা ট্রেডের এন্ট্রি হয়ে থাকে।

XXXTentacion
2020-04-04, 08:20 AM
শিক্ষানবিস ব্যবসায়ীদের জন্য যারা কীভাবে আরও বেশি দিন বাজারে টিকে থাকতে পারেন তার ট্র্যাক রাখতে চান। আপনি যদি টিক দিতে পারেন তবে আপনি লাভও শিখতে পারেন। এবং সর্বদা একটি ব্যবস্থা আছে। প্রথমত, যে কোনও সিস্টেমের ক্ষতি হতে পারে তাই আপনাকে সিস্টেমটি পরিবর্তন করতে হবে না, তবে সিস্টেমটি কোথায় দুর্বল তা আবিষ্কার করুন। এবং বেশিরভাগ ক্ষেত্রে সিস্টেমে কোনও সমস্যা হয় না, সমস্যা যাই হোক না কেন, আমাদের নিজের মধ্যে তা রয়েছে। আপনি যদি সত্যিই ব্যবসায়ী হতে চান তবে আপনার অনেক কিছু শিখতে হবে

rakib.r
2020-04-05, 01:01 PM
ছোট ছোট লটে ট্রেড করলেই বেশি নিরাপদ থাকা যায়। ধরেন আপনি ১০ টা ট্রেড নিবেন । এখান থেকে ৫ টাও যদি সফল হয় তবুও আপনার লস পুশিয়ে লাভ থাকবে তবে এটার জন্য আপনার স্ট্যাটিজি ডেভলপ করতে হবে, রিস্ক আর রি এও্যার্ড রেসিও টা ভালো ভাবে চুজ করতে হবে। রেশিও টা ১ঃ২ এর নিচে দিলে কোন ভাবেই আসলে কিন্তু আপনি লস পুশাইতে পারবেন না। বেশি লস না করে অল্প লাভ করে জমান দেখবেন মাস শেষে ভালো একটা প্রফিট থাকবে

Lubna1212
2020-04-05, 09:18 PM
সত্যই, প্রথম এবং সর্বাগ্রে এটি বোঝায় যে আপনাকে সামান্য পার্সেল বিনিময় করতে হবে এবং স্ট্যাপলস টেক লাভটি ব্যবহার শুরু করতে হবে begin এই মুহুর্তে আপনার কাছে একটি রেকর্ড থাকবে যা সুরক্ষিত এবং বাজারে বেশ কিছুক্ষণের জন্য পাওয়ার বিকল্প থাকবে এবং আপনার কাছে উত্থাপিত খবরের সাথে পরিচিত হওয়ার বিকল্প থাকবে। আপনি যেভাবে ফরেক্স শোকেসে যথাযথভাবে জড়িত থাকা প্রয়োজন, আপনার ডেমো 3 মাসের যে কোনও হারে বিনিময় করা উচিত এবং সমস্ত নীতি অনুশীলন করা উচিত এবং তারপরে বিনিময় শুরু করা উচিত। সেই সময়ে দুর্ভাগ্যটি আসল বাজারে মোটামুটি কম হবে।

Md.Nasim Uddin
2020-04-05, 09:44 PM
ফরেক্স মার্কেট থেকে অধিক ভাবে লাভবান হতে হলে ছোট ছোট লটে ট্রেড এ অংশগ্রহণ করা উচিত। কারণ বড় লটের ট্রেড করলে যদি লস হয় তাহলে ট্রেডারের একাউন্ট পুরো জিরো হয়ে যেতে পারে। ছোট ছোট ট্রেড করলে অল্প অল্প লাভ হয় একসময় বেশি পরিমাণে একজন ট্রেডার কে সফলতা আনতে সাহায্য করে। তাই সফলতা অর্জন করতে হলে ফরেক্স মার্কেটে ছোট ছোট লটে ট্রেডে অংশগ্রহণ করে লাভবান হতে হয়।,,,,,ধন্যবাদ।

mdmoshin1988
2020-04-05, 10:11 PM
শিক্ষানবীষ ট্রেডার যারা তাদের লক্ষ্য রাখতে হবে কিভাবে মার্কেট এ বেশীদিন টেকা যায়। যদি টিকতে পারেন তাহলে আপনি শিখতেও পারবেন প্রফিট ও করতে পারবেন। আর সব সময় একটি সিস্টেম নিয়ে থাকবেন। প্রথম যেকোন সিস্টেমে লস হতে পারে তাই বলে আপনি সিস্টেম কে পরিবর্তন করবেন না। হ্যা প্রথম দিকে মানে শিক্ষানবীষ অবস্থায় ছোট ছোট লটে ট্রেড করতে হবে এবং স্টপলস টেকপ্রফিট ব্যবহার করতে হবে। তাহলে আপনার একাউন্ট থাকবে সুরক্ষিত এবং বেশীদিন মার্কেট এ টিকে থাকতে পারবেন এবং সেই সুবাদে আপনি ভালভাবে শিখতেও পারবেন। যদি সঠিক ভাবে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে অন্তত ৬মাস লাগাতার ডেমো ট্রেড করতে হবে এবং সকল নিয়ম কানুন ডেমোতে প্র্যাকটিস করে তারপর ট্রেড করা শুরু করবেন। তাহলে লস কিছুটা কম হবে রিয়েল মার্কেট এ।

ABDUSSALAM2020
2020-04-05, 10:51 PM
চ্যাট করার সময় আপনাকে ছোট লটে ট্রেড করতে হবে এমন কোন নির্দিষ্ট নিয়ম নেই তবে হ্যাঁ এটা ডিপেন্ড করবে আপনার মূলধনের উপর যার যেমন মূলধন সে অনুযায়ী মানি ম্যানেজমেন্ট বিশ্লেষণ করে অ্যানালাইসিসের পর তারপরে ট্রেড করা উচিত এবং সেভাবেই প্রত্যেকে করে। তবে প্রথম অবস্থায় এবং নতুন অবস্থায় বা মূলধন কম হলে সে ক্ষেত্রে ছোট ছোট ট্রেড কড়াই বা ছোট ছোট লট করা উচিত তাতে করে রিক্স কম থাকে এবং সামনে এগিয়ে যাওয়া সহজ হয় ।

Md.Moniruzzaman
2020-04-06, 01:25 AM
নতুন ফরেক্স ট্রেডিং ব্যবহারকারী সদস্যদের জন্য ছোট ছোট লটে ট্রেড করা উত্তম।এতে ঝুঁকির মুখে পরার সম্ভাবনা কম থাকে। নতুন ফরেক্স ব্যবহারকারীদের আইডির নিরাপত্তা নিশ্চিত করা যায়।

XXXTentacion
2020-04-11, 10:15 AM
আপনাকে ছোট লটে বাণিজ্য করতে হবে এবং স্ট্যাপলস টেক প্রফিটটি ব্যবহার শুরু করতে হবে। তারপরে আপনার একটি অ্যাকাউন্ট থাকবে যা সুরক্ষিত এবং বাজারে দীর্ঘকাল বেঁচে থাকতে সক্ষম হবে এবং আপনি সুসংবাদটি জানতে সক্ষম হবেন। আপনি যদি ফরেক্স মার্কেটে সঠিকভাবে অভিজ্ঞতা অর্জন করতে চান তবে আপনার কমপক্ষে 6 মাসের জন্য ডেমো ট্রেড করা উচিত এবং সমস্ত নিয়ম অনুশীলন করুন এবং তারপরে ট্রেড শুরু করুন। তাহলে ক্ষতি কিছুটা হলেও হবে

sanjida
2020-04-11, 12:56 PM
ছোট ছোট লট নিয়ে যখন আপনি ট্রেড করবেন তখন আপনার রিস্ক অনেক টাই কমে যাবে। মাসে ২০ ডলার ইনকাম করা যাবে খুব কম পরিমান রিস্ক নিয়েই। ৫ দিন মার্কেট খোলা থাকে সে হিসেবে ধরলাম ২০ ডলার হলো না ১৫ ডলার তো হবেই। নতুন হিসেবে আপনার যদি এর থেকে এক মাসে বেশি লাভ আশা করেন তাহলে তো আপনি লোভ করছেন বলেই ধরা যায়

IFXmehedi
2020-04-11, 01:39 PM
আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে চাই তাহলে আমাদের অবশ্যই ছোট ছোট লটে ফরেক্স মার্কেট ট্রেড করা উচিত । আমার কাছে ছোট লটে ট্রেড করার সুবিধা অনেক , কিন্তু বড় লটে ট্রেড করা খুবই রিস্কি । ছোট লটে ট্রেড করলে লাভ একটু কম হলেও অ্যাকাউন্ট কখনই বড় লসের কবলে পরে না । তাই আমাদের সবারই উচিত ছোট ছোট লটে ট্রেড করে আমাদের ট্রেডিং শুরু করা ।

smbiplob
2020-04-11, 02:11 PM
আমি মনে করি অবশ্যই আমাদের সকলের উচিত ছোট ছোট লটে ট্রেড করা যাতে করে আমরা ফরেক্সে টিকে থাকতে পারি। কারণ হল বেশি লটে ট্রেড করলে এখানে টিকে থাকা অনেক কঠিন হবে কিন্তু মাঝে মাঝে হয়ত ভালো লাভ করতে পারবেন কিন্তু সেটা সব সময় নয় । আর যখন লস হবে তখন দেখবেন নিমেষের মধ্যেই আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে । তাই বড় লটে ট্রেড করা বাদ দিতে হবে ।

samun
2020-04-11, 02:48 PM
একাউন্ট কে টিকিয়ে রাখতে হলে অবশ্যয় ছোট ছোট লট এ ট্রেড করা উচিৎ কারন বড় বড় লট এ ট্রেড করলে হয়ত কয়েকটি ট্রেড করে লাভ করতে পারবেন। কিন্তুু একটি ট্রেড এ লস করলে আপনার লাভের টাকা সহ আপনার একাউন্ট ও শুন্য হয়ে যেতে পারে । তাই একাউন্ট যদি বাচিয়ে রাখতে হয় তবে অবশ্যই নিয়মমেনে ট্রেড করা। তাহলে ঐ একাউন্ট এ ট্রেড করে আয় করা যাবে। তাই বুদ্ধিমান ঐ ব্যক্তি যে ছোট ছোট লট এ ট্রেড করে অল্প লাভে সন্তুষ্ট থাকে।।।

KF84
2020-04-17, 11:05 AM
ফরেক্স এ আপনি যদি বেশি দিন টিকে থাকতে চান তাহলে অবশ্যই মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে হবে এবং ছোট ছোট লটে ট্রেড গুলো করতে হবে। এখানে কোন ক্রমেই লোভ করা যাবে না। কেননা এখানে লোভ করলেই বিপদ। একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকবে ১০০%। আর বড় বড় লটে ট্রেড এন্টি দিবেন না তাহলে মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না।কারন বড় লটে লস হলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।

KGF3010
2020-04-25, 09:53 AM
ফরেক্স মার্কেটেে থাকার জন্য লাগবে ধৈরয আর ট্রেডমার্ক সম্পার্কে অধিক জ্ঞান অর্জন করতে হবে। অনেক সুমায় নতুন ট্রেডারা বুঝতে উঠতে পারে না কেমন লটে ট্রেড করব তাই লস হয়ার সম্ভব থাকে। এই জন্যই ট্রেড করার আগে ভাল ভাবে এনালাইসেন্স করে ট্রেড করতে হবে।

Rion83
2020-04-25, 09:57 AM
ফরেক্স মার্কেটে যে কেউ ট্রেড করতে পারেন,তবে মার্কেটে প্রফিট করে টিকে থাকাই হলো আসল ব্যাপার।সে কারনে যারা নবীন তাদের অবশ্যই ছোট ছোট লটে ট্রেড করতে হবে।এর মাঝেই অভিজ্ঞতা অর্জন পূর্বক সঠিক মার্কেট এ্যানালাইসিস করে দক্ষ ট্রেডার হিসাবে নিজেকে তৈরি করতে হবে।

Fardin02
2020-04-25, 10:06 AM
অবশ্যই ফরেক্স মার্কেটে যদি বেশি দিন টিকে থাকতে হয় তাহলে অবশ্যই মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে হবে এবং ছোট ছোট লটে ট্রেড গুলো করতে হবে। এখানে কোন ক্রমেই লোভ করা যাবে না। কেননা এখানে লোভ করলেই বিপদ। একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকবে ১০০%। আর বিশেষ করে সবসময় চেষ্টা করতে হবে লং টাইম ট্রেড করতে এতে করে ঝুঁকি কম থাকে

zakia
2020-04-25, 12:09 PM
ফরেক্স যেমন একটি লাভবান ব্যবসা ঠিক তেমনি সাথে সাথে এটা একটা ঝুঁকিপূর্ণ ব্যবসাও বটে । এখানে টিকে থাকতে হলে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, ট্রেড দিতে হবে । ফরেক্সে টিকে থাকতে হলে ছোট ছোট লট ব্যবহার করেই ট্রেড করা উচিত, বিশেষ করে নতুনদের জন্য । কারন নতুনদের অভিজ্ঞতা কম থাকে এবং তারা বুঝেও কম । তাই তাদের ডেমোতে ভালভাবে প্র্যাকটিস করে তারপর ছোট লটে ট্রেড দিতে হবে । তাহলেই তারা ফরেক্সে টিকে থাকতে পারবে এবং ঝুকিটাও কম হবে

Channo111
2020-04-25, 01:41 PM
হ্যাঁ, শুরুতে এটিকে অপেশাদার হিসাবে ছোট জনসাধারণের মধ্যে বিকল্প হিসাবে নেওয়া এবং স্ট্যাপলস টেকপ্রোফিট প্রয়োগ করা। তাহলে আপনার অ্যাকাউন্টটি নিরাপদ হতে পারে এবং আপনি দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকতে সক্ষম হবেন এবং আপনি ভাল শিখতে সক্ষম হবেন। আপনি যদি সঠিকভাবে ফরেক্স মার্কেটের মধ্যে উপভোগ করতে চান তবে আপনাকে কমপক্ষে পর পর months মাস ডেমো পরিবর্তন করতে হবে এবং তারপরে ডেমোতে সমস্ত নিয়মাবলী এবং নিয়ম অনুশীলনের পরে ট্রেড শুরু করতে হবে। তাহলে ক্ষতিটি আসল বাজারে কিছুটা কম হবে।

SR12
2020-04-25, 01:49 PM
ছোট ছোট লটে ট্রেড করা জরুরী। কারন বেশি লটে ট্রেড করলে রিস্ক বেশি হবে সেক্ষেত্রে একাউন্ট ঝুকিতে পড়ে যেতে পারে। আমি সবসময় ছোট লটে যেমন ০.০১ থেকে ০.০২ সেন্টের ট্রেড করস পছন্দ করি এবং এতে করে মার্কেটে টিকে থাকতে আমার কোন পবলেম হয় না।

konok
2020-08-13, 02:02 PM
ফরেক্স মার্কেট এ যারা একেবারেই নতুন আমি তাদের বলব তারা লট ঠিক রেখে যেন ট্রেড করে। তারা যদি ভাবে অমক ভাই এত লটে ট্রেড করে আজ ১০০ ডলার প্রফিট করেছে আমিও বড় লটে ট্রেড করব। প্রথম অবস্থায় এবং নতুন অবস্থায় বা মূলধন কম হলে সে ক্ষেত্রে ছোট ছোট ট্রেড কড়াই বা ছোট ছোট লট করা উচিত তাতে করে রিক্স কম থাকে এবং সামনে এগিয়ে যাওয়া সহজ হয় ।

milu
2020-08-13, 03:35 PM
ফরেক্স মার্কেট এসে যেকে ও ট্রেড করতে পারে কিন্তু মার্কেট এসে টিকে থাকায় হল আসল বেপার, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এমন ও পাবলিক আছেন তারা ফরেক্স মার্কেট সম্পর্কেে ভালো ভবে না জেনে লট না মেনে ট্রেড করা সুরু করে দেয়।এতে ব্যালেন্স শূন্য হওয়ার মত ঝুঁকি থেকে আপনার একাউন্ট সুরক্ষিত থাকবে। মানি ম্যানেজমেন্ট অনুযায়ী সর্বোচ্চ ১০% রিস্ক নিয়ে ট্রেড ধরা উচিৎ বলে আমি মনে করি।

Starship
2020-08-13, 05:14 PM
ফরেক্স মার্কেটে যেসকল ট্রেডার লস করে থাকেন তাদের মধ্যে বেশির ভাগ কারণ হলো অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে বড় লটে ট্রেড করা। তাই একজন ট্রেডারের ক্ষেত্রে উচিত রিস্ক না নিয়ে ছোট ছোট লট বা ভলিউমে ট্রেড করা। এতে মার্কেট সম্পর্কে ধারনা পাওয়া যায় এবং ট্রেড বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় হয়। একজন বিগেনার ট্রেডারের ক্ষেত্রে শুরুর দিকে অভিজ্ঞতা অর্জনের দিকে মনোযোগ দেওয়া উচিত।

Devdas
2020-08-14, 09:17 AM
আমার মতে ফরেক্স মার্কেট এ যারা রিয়েল একাউন্ট এ ট্রেড করে আয় করতে চান তাহলে ছোট ছোট লটে ট্রেড করাই উত্তম। ছোট ছোট লটে ট্রেড করলে লস ও ঝুকি ও অনেকটা কম থাকে। আমি নিজেই ছোট ছোট লটে ট্রেড করে থাকি। এতে আমার অনেকটা লাভ ও সাফলতা অর্জন করি এবং ঝুকি মুক্ত থাকি। তাই ছোট লটে ট্রেড করাই অনেকটা ভাল।

Md.shohag
2020-08-14, 09:21 AM
ফরেক্স মার্কেটে আমরা যারা লুজার ট্রেডার সাধারনত তারাই বড় বড় লটে ট্রেড করে করে লুজার হই৷অথচ প্রকৃতপক্ষে ফরেক্স মার্কেটে ব্যবসা করার নিয়ম হচ্ছে অতি অল্প অল্প পরিমাণে ট্রেড করা এবং ছোট ছোট লটে ট্রেড ওপেন করা৷ফলে আমাদের লসের পরিমাণ অনেক কম হয়ে থাকে৷ এভাবে আমরা দীর্ঘদিন মার্কেটে টিকে থাকতে পারি৷তাই আমাদের সবারই উচিত ছোট ছোট লটে ট্রেড করার অভ্যাস গড়ে তোলা৷ছোট লটে ট্রেড করা তুলনামূলক ঝুঁকি অনেক কম থাকে এবং আমাদের অ্যাকাউন্টগুলো দ্রুত শূন্য হওয়া থেকে নিরাপদ থাকে৷

muslima
2020-08-15, 01:19 AM
আপনি যদি মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করেন তাহলে একসময় দেখা যাবে আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন যা আপনার একাউন্ট ধ্বংস করে দিবে। তাই সবসময় চেষ্টা করুন সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করার। যদি ফরেক্স মার্কেটে সঠিকভাবে অভিজ্ঞতা অর্জন করতে চান তবে আপনার কমপক্ষে 6 মাসের জন্য ডেমো ট্রেড করা উচিত এবং সমস্ত নিয়ম অনুশীলন করুন এবং তারপরে ট্রেড শুরু করুন।

Sid
2020-08-18, 06:01 PM
আমাদের বেশীভাগ ট্রেডারদের ব্যালেন্স জিরো হওয়ার অন্যতম কারণ হলো মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে আমরা অতিরিক্ত লাভের আশায় বড় বড় লট এ এন্ট্রি নিয়,এর ফলে আমরা আমাদের ব্যালেন্স হারায়,আমাদের ফরেক্স বিজিনেস এ টিকে থাকতে হলে ছোত ছোট লট এ ট্রেড করতে হবে,হয়তো প্রফিট কম হবে কিন্তু লস অ কম হবে।

KAZIMAJHARULISLAM
2020-08-18, 06:17 PM
ফরেক্সে যারা ঝরে যায় তাদের শতকরা 90 থেকে 95 ভাগই থাকে নবীনরা। এবং তাদের মধ্যকার একটা আলাদা উদ্দীপনা কাজ করে, তাই তারা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য এবং অতিরিক্ত তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য বড়লটে ট্রেডধরে। এবং তাদের অনভিজ্ঞতার কারণে হিতে বিপরীত হয় এবং তারা পরাজিত সৈনিক হয়ে ফিরে যায়।তাই ফরেক্সে টিকে থাকতে আমাদের সঠিক ভাবে মার্কেট এনালাইসিস করে ছোট ছোট লটে ট্রেড ধরা উচিত ,যাতে করে করে আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং ট্রেডে সফলতা পেলে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

jimislam
2020-08-19, 10:55 AM
অবশ্যই আমাদের সকলের উচিত ছোট ছোট লটে ট্রেড করা যাতে করে আমরা ফরেক্সে টিকে থাকতে পারি। কারন বেশি লটে ট্রেড করলে এখানে টিকে থাকা অনেক কষ্টকর হবে। যদি ফরেক্স মার্কেটে সঠিকভাবে অভিজ্ঞতা অর্জন করতে চান তবে আপনার কমপক্ষে 6 মাসের জন্য ডেমো ট্রেড করা উচিত এবং সমস্ত নিয়ম অনুশীলন করুন এবং তারপরে ট্রেড শুরু করুন।

Suriya Sultana Hira
2020-08-20, 12:30 PM
আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে শুরুর দিকে ছোট লট এ ট্রেড করতে হবে এতে করে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকবেন আর ফরেক্স মার্কেট এ কেও যদি টিকে থাকতে পারে তাহলে লাভ এমনিতেই হবে এই কারন শুরুর দিকে ছোট লট এ ট্রেড করতে হবে

আপনি না কথা বলেছেন। ছোট ছোট লটে ট্রেড করলে লাভের অংশ কম হলেও অতিরিক্ত লচের হাত থেকে রক্ষা পাওয়া যায় । তারপর আবার ছোট ছোট ট্রেড করলে কাজের উপর দক্ষতা অর্জন করা যায়,,,, ধন্যবাদ ।

Rokibul7
2020-08-29, 06:36 PM
যদি বড় লটে ট্রেড করে তাহলে তার ফকির হতে ২ দিন লাগবে। তাই নতুন ট্রেডারদের মাইক্রো লটে ট্রেড ভাল। মাইক্রো লটে ট্রেড করে যদি লসও করে তাহলে তার আর্থিক লস কম থেকে

sss21
2020-08-29, 06:48 PM
ফরেক্স মার্কেটে যে কেউ ট্রেড করতে পারেন,তবে মার্কেটে প্রফিট করে টিকে থাকাই হলো আসল ব্যাপার।সে কারনে যারা নবীন তাদের অবশ্যই ছোট ছোট লটে ট্রেড করতে হবে।এর মাঝেই অভিজ্ঞতা অর্জন পূর্বক সঠিক মার্কেট এ্যানালাইসিস করে দক্ষ ট্রেডার হিসাবে নিজেকে তৈরি করতে হবে।

EmonFX
2020-08-29, 07:19 PM
ছোট ছোট লট এ ট্রেড করতে হবে

ফরেক্স মার্কেটে বিশেষ করে নবিন ট্রেডারদের প্রথমে অবশ্যই ছোট ছোট লটে ট্রেড করা উচিৎ। আপনি যদি ফরেক্স মার্কেটে নতুন হয়ে থাকেন এবং বেশিদিন সাসটেইন করতে চাইলে ছোট ছেট লটে ট্রেড করে নিজেকে ঝলিয়ে নিন। ফরেক্ম মার্কেটে টিকে থাকতে পারলে প্রফিট এমনিতেই আসবে। প্রথম দিকে ট্রেড ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে স্টপ লস ও স্টপ প্রফিট ব্যাবহার করতে পারেন, এতে করে লাভের পরিমান কম হলেও লস হওয়োর সম্ভাবনা থাকে না। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা অর্জন করতে চাইলে অন্তত ৬ ছয় মাস ডেমোতে সব রকম নিয়ম কানুন মেনে প্রাকটিস করতে পারেন। তারপর রিয়েল মার্কেটে ট্রেড করলে লস কিছুটা হলেও কম হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের একাউন্টটিও দীর্ঘ্যদিন পর্যন্ত সরিক্ষিত ও নিরাপদ রাখতে পারবো। আর ইনস্টাফরেক্সে যেহেতু মাইক্রো লটে ক্রয়-বিক্রয়ের সুযোগ আছে সেহেতু এ সুযোগটা কাজে লাগানো যেতে পারে।

Smd
2020-08-29, 07:20 PM
সাধারনত তারাই বড় বড় লটে ট্রেড করে করে লুজার হই৷অথচ প্রকৃতপক্ষে ফরেক্স মার্কেটে ব্যবসা করার নিয়ম হচ্ছে অতি অল্প অল্প পরিমাণে ট্রেড করা এবং ছোট ছোট লটে ট্রেড ওপেন করা৷ফলে আমাদের লসের পরিমাণ অনেক কম হয়ে থাকে৷ এভাবে আমরা দীর্ঘদিন মার্কেটে টিকে থাকতে পারি৷তাই আমাদের সবারই উচিত ছোট ছোট লটে ট্রেড করার অভ্যাস গড়ে তোলা৷ আর বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায় সিস্টেম এর কোন সমস্যা থাকে না, সমস্যা যা থাকে তা আমাদের নিজেদের ভেতরে।

Shole33
2020-08-29, 07:21 PM
ছোট ছোট লট এ ট্রেড করতে হবে
,,,,,,,,,ফরেক্স মার্কেটে যে কেউ ট্রেড করতে পারেন,তবে মার্কেটে প্রফিট করে টিকে থাকাই হলো আসল ব্যাপার।সে কারনে যারা নবীন তাদের অবশ্যই ছোট ছোট লটে ট্রেড করতে হবে।এর মাঝেই অভিজ্ঞতা অর্জন পূর্বক সঠিক মার্কেট এ্যানালাইসিস করে দক্ষ ট্রেডার হিসাবে নিজেকে তৈরি করতে হবে।।

muslima
2020-08-30, 02:47 AM
বিশেষ করে যাদের ব্যালেন্স কম তাদের অবশ্যই ছোট ছোট লট নিয়ে ট্রেড ধরা উচিৎ। এতে ব্যালেন্স শূন্য হওয়ার মত ঝুঁকি থেকে আপনার একাউন্ট সুরক্ষিত থাকবে। মানি ম্যানেজমেন্ট অনুযায়ী সর্বোচ্চ ১০% রিস্ক নিয়ে ট্রেড ধরা উচিৎ বলে আমি মনে করি। ছোট ছোট লটে স্টেট করলে ঝুঁকি কিছুটা কম থাকে। তাছাড়া বেশি লোক নিয়ে ট্রেড করতে চাইলে অনেক বেশি ব্যালেন্সের ও দরকার হয় তাই যারা নতুন তারা হয়তো অল্প ডিপোজিট রেট শুরু করে তাই তাদের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী লট সংখ্যা এবং ছোট্ট ছোট্ট লট এ ট্রেড করা উচিত।

IFXmehedi
2020-08-30, 03:56 AM
হ্যা প্রথম দিকে মানে শিক্ষানবীষ অবস্থায় ছোট ছোট লটে ট্রেড করতে হবে এবং স্টপলস টেকপ্রফিট ব্যবহার করতে হবে। তাহলে আপনার একাউন্ট থাকবে সুরক্ষিত এবং বেশীদিন মার্কেট এ টিকে থাকতে পারবেন এবং সেই সুবাদে আপনি ভালভাবে শিখতেও পারবেন। যদি সঠিক ভাবে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে অন্তত ৬মাস লাগাতার ডেমো ট্রেড করতে হবে এবং সকল নিয়ম কানুন ডেমোতে প্র্যাকটিস করে তারপর ট্রেড করা শুরু করবেন। তাহলে লস কিছুটা কম হবে রিয়েল মার্কেট এ।

ভাই এক লাফে কখনো গাছে ওঠা যায় না । আপনি যদি কোন গাছের মগডালে উঠতে চান তাহলে আপনাকে অবশ্যই ধীরে ধীরে করতে হবে । ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে বিষয়টা কিছুটা এরকম । আপনি কখনোই খুব দ্রুতগতিতে ফরেক্স মার্কেটের সফল হতে পারবেন না । ফরেক্স মার্কেটে সফল হতে হলে আপনাকে প্রথমে ফরেক্স ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে । তারপর অনুশীলন করতে হবে এভাবে ধীরে ধীরে ফরেক্স মার্কেটের সাথে লেগে থাকে আপনি ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন ।

FRK75
2021-03-23, 11:24 PM
ফরেক্স মার্কেটেে থাকার জন্য লাগবে ধৈরয আর ট্রেডমার্ক সম্পার্কে অধিক জ্ঞান অর্জন করতে হবে। অনেক সুমায় নতুন ট্রেডারা বুঝতে উঠতে পারে না কেমন লটে ট্রেড করব তাই লস হয়ার সম্ভব থাকে।সব সময় মাথায় রাখতে হবে এই মার্কেটে সফল হতে হলে দীর্ঘ্যসময় টিকে থাকতে হবে। টিকে থাকার মধ্যেই সফলতা।সুতরাং ছোট ছোট লটে ট্রেড করেই মার্কেটে টিকে থাকতে হবে।

Devdas
2021-07-20, 10:49 AM
আমার মতে ফরেক্স এ ছোট ছোট লটে ট্রেড করাই ভাল। এতে আপনার একাউন্ট এর মানি ম্যানেজমেন্টা ধরে রাখতে পারবেন। ফরেক্স মার্কেট কার ও নিয়ন্ত্রন নেই। মার্কেট যে কোন সময়তে মুভমেন্ট করতে পারে অনেক গতিতে। এতে আপনি যদি ছোট ছোট লটে ট্রেড করেন তাহলে আপনার তেমন ঝুকি হবে না। আর যদি বেশী লটে ট্রেড করেন তাহলে আপনার একাউন্ট এ অনেক ঝুকি থেকে যাবে এবং যে কোন সময়তে আপনি বড় ধরনের লসে পরে আপনার একাউন্ট এ জিরো করে ফেলতে পারেন। তাই ছো্ট ছোট লটে ট্রেড করা উত্তম।

Smd
2021-10-25, 08:36 AM
আপনার যদি ৫০ ডলার ব্যালেন্সে থাকে সেখান থেকে আপনি যদি ৫০ সেন্ট লস করে ফেলেন খুব বেশি লস মনে হবে না। কিন্তু সেইম লস টাই যদি একটু বড় লটে খাইতেন তাইলে সেইটা ৫ ডলার ও হয়ে যেতে পারতো। আর ৫০ ডলার এ ৫ ডলার লস করা মানে আপনার ব্যালেন্সের ১০ ভাগের ১ ভাগ টাকা আপনি লস করে ফেললেন। কারণ বড় লটের ট্রেড করলে যদি লস হয় তাহলে ট্রেডারের একাউন্ট পুরো জিরো হয়ে যেতে পারে। ছোট ছোট ট্রেড করলে অল্প অল্প লাভ হয় একসময় বেশি পরিমাণে একজন ট্রেডার কে সফলতা আনতে সাহায্য করে।

Smd
2022-01-24, 05:39 PM
টিকতে পারেন তাহলে আপনি শিখতেও পারবেন প্রফিট ও করতে পারবেন। আর সব সময় একটি সিস্টেম নিয়ে থাকবেন। প্রথম যেকোন সিস্টেমে লস হতে পারে তাই বলে আপনি সিস্টেম কে পরিবর্তন করবেন না। হ্যা প্রথম দিকে মানে শিক্ষানবীষ অবস্থায় ছোট ছোট লটে ট্রেড করতে হবে এবং স্টপলস টেকপ্রফিট ব্যবহার করতে হবে। তাহলে আপনার একাউন্ট থাকবে সুরক্ষিত এবং বেশীদিন মার্কেট এ টিকে থাকতে পারবেন এবং সেই সুবাদে আপনি ভালভাবে শিখতেও পারবেন। যদি সঠিক ভাবে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে অন্তত ৬মাস লাগাতার ডেমো ট্রেড করতে হবে। আপনার কাছে একটি রেকর্ড থাকবে যা সুরক্ষিত এবং বাজারে বেশ কিছুক্ষণের জন্য পাওয়ার বিকল্প থাকবে এবং আপনার কাছে উত্থাপিত খবরের সাথে পরিচিত হওয়ার বিকল্প থাকবে। আপনি যেভাবে ফরেক্স শোকেসে যথাযথভাবে জড়িত থাকা প্রয়োজন, আপনার ডেমো 3 মাসের যে কোনও হারে বিনিময় করা উচিত এবং সমস্ত নীতি অনুশীলন করা উচিত এবং তারপরে বিনিময় শুরু করা উচিত।

IFXmehedi
2022-01-25, 06:12 PM
হ্যা প্রথম দিকে মানে শিক্ষানবীষ অবস্থায় ছোট ছোট লটে ট্রেড করতে হবে এবং স্টপলস টেকপ্রফিট ব্যবহার করতে হবে। তাহলে আপনার একাউন্ট থাকবে সুরক্ষিত এবং বেশীদিন মার্কেট এ টিকে থাকতে পারবেন এবং সেই সুবাদে আপনি ভালভাবে শিখতেও পারবেন। যদি সঠিক ভাবে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে অন্তত ৬মাস লাগাতার ডেমো ট্রেড করতে হবে এবং সকল নিয়ম কানুন ডেমোতে প্র্যাকটিস করে তারপর ট্রেড করা শুরু করবেন। তাহলে লস কিছুটা কম হবে রিয়েল মার্কেট এ।

হ্যাঁ আমিও সেটা মনে করি ফরেক্স মার্কেটে ছোট ছোট লটে ট্রেড করা উচিত । ট্রেড করার ক্ষেত্রে ছোট ছোট লট বেছে নিলে বেশি উপকার পাওয়া যায় । যখন বড় লটে ট্রেড করা হয় সে ক্ষেত্রে অনেক সময় অতিরিক্ত লস এর ফলে মার্কেট একাউন্ট ব্যালেন্স শূন্য হয়ে যায় । আবার রসের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে । ছোট লটে ট্রেড করলে অল্প অল্প করে হলেও মুনাফা অর্জন করতে পারা যায় এবং লসের পরিমাণ ও কম থাকে । তাই আমি মনে করি ফরেক্স মার্কেটের ট্রেডিং এর ক্ষেত্রে ছোট লট বেছে নেয়াই উত্তম ।

samun
2022-02-20, 10:51 PM
বড় লট এ ট্রেড করলে হয়ত কয়েকটি ট্রেড করে লাভ করতে পারবেন। কিন্তুু একটি ট্রেড এ লস করলে আপনার লাভের টাকা সহ আপনার একাউন্ট ও শুন্য হয়ে যেতে পারে । অনেক সুমায় নতুন ট্রেডারা বুঝতে উঠতে পারে না কেমন লটে ট্রেড করব তাই লস হয়ার সম্ভব থাকে। এই জন্যই ট্রেড করার আগে ভাল ভাবে এনালাইসেন্স করে ট্রেড করতে হবে। তাই একাউন্ট যদি বাচিয়ে রাখতে হয় তবে অবশ্যই নিয়মমেনে ট্রেড করা। তাহলে ঐ একাউন্ট এ ট্রেড করে আয় করা যাবে। তাই বুদ্ধিমান ঐ ব্যক্তি যে ছোট ছোট লট এ ট্রেড করে অল্প লাভে সন্তুষ্ট থাকে।

Mas26
2022-04-16, 05:48 AM
ফরেক্সে ট্রেড করে টিকে থাকতে চাইলে আপনাকে ছোট ছোট লট এ ট্রেড করতে হবে।আপনি যদি মার্কেটের গতিবিধি লক্ষরেখে ধৈর্য সহকারে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ছোট ছোট লটে ট্রেড করেন তাহলে আপনি প্রফিট পাবেন এবং ট্রেডে টিকে থাকতে পারবেন।ফরেক্স মার্কেটে আমরা যারা লুজার ট্রেডার সাধারনত তারাই বড় বড় লটে ট্রেড করে করে লুজার হই৷অথচ প্রকৃতপক্ষে ফরেক্স মার্কেটে ব্যবসা করার নিয়ম হচ্ছে অতি অল্প অল্প পরিমাণে ট্রেড করা এবং ছোট ছোট লটে ট্রেড ওপেন করা৷ফলে আমাদের লসের পরিমাণ অনেক কম হয়ে থাকে৷ এভাবে আমরা দীর্ঘদিন মার্কেটে টিকে থাকতে পারি৷তাই আমাদের সবারই উচিত ছোট ছোট লটে ট্রেড করার অভ্যাস গড়ে তোলা৷ছোট লটে ট্রেড করা তুলনামূলক ঝুঁকি অনেক কম থাকে এবং আমাদের অ্যাকাউন্টগুলো দ্রুত শূন্য হওয়া থেকে নিরাপদ থাকে৷

samun
2022-05-29, 10:45 PM
ছোট ছোট লট এ ট্রেড করা উচিৎ কারন বড় বড় লট এ ট্রেড করলে হয়ত কয়েকটি ট্রেড করে লাভ করতে পারবেন। কিন্তুু একটি ট্রেড এ লস করলে আপনার লাভের টাকা সহ আপনার একাউন্ট ও শুন্য হয়ে যেতে পারে । তাই একাউন্ট যদি বাচিয়ে রাখতে হয় তবে অবশ্যই নিয়মমেনে ট্রেড করা। একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকবে ১০০%। আর বড় বড় লটে ট্রেড এন্টি দিবেন না তাহলে মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না।কারন বড় লটে লস হলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।

Mas26
2022-05-30, 10:56 AM
আমাদের বেশীভাগ ট্রেডারদের ব্যালেন্স জিরো হওয়ার অন্যতম কারণ হলো মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে আমরা অতিরিক্ত লাভের আশায় বড় বড় লট এ এন্ট্রি নিয়,এর ফলে আমরা আমাদের ব্যালেন্স হারায়,আমাদের ফরেক্স বিজিনেস এ টিকে থাকতে হলে ছোত ছোট লট এ ট্রেড করতে হবে,হয়তো প্রফিট কম হবে কিন্তু লস অ কম হবে।প্রথম দিকে মানে শিক্ষানবীষ অবস্থায় ছোট ছোট লটে ট্রেড করতে হবে এবং স্টপলস টেকপ্রফিট ব্যবহার করতে হবে। তাহলে আপনার একাউন্ট থাকবে সুরক্ষিত এবং বেশীদিন মার্কেট এ টিকে থাকতে পারবেন এবং সেই সুবাদে আপনি ভালভাবে শিখতেও পারবেন। যদি সঠিক ভাবে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে অন্তত ৬মাস লাগাতার ডেমো ট্রেড করতে হবে এবং সকল নিয়ম কানুন ডেমোতে প্র্যাকটিস করে তারপর ট্রেড করা শুরু করবেন। তাহলে লস কিছুটা কম হবে রিয়েল মার্কেট এ।

FRK75
2023-05-24, 11:05 PM
ছোট লট মানে নিরাপদ লট। আপনার যদি ৫০ ডলার ব্যালেন্সে থাকে সেখান থেকে আপনি যদি ৫০ সেন্ট লস করে ফেলেন খুব বেশি লস মনে হবে না। কিন্তু সেইম লস টাই যদি একটু বড় লটে খাইতেন তাইলে সেইটা ৫ ডলার ও হয়ে যেতে পারতো। আর ৫০ ডলার এ ৫ ডলার লস করা মানে আপনার ব্যালেন্সের ১০ ভাগের ১ ভাগ টাকা আপনি লস করে ফেললেন। তাই অল্প অল্প করে লাভ করে জমান দেখবেন এক সময় এই অল্প টাকাই ভালো ভাবে থেকে যাবেকরার সময় আপনাকে ছোট লটে ট্রেড করতে হবে এমন কোন নির্দিষ্ট নিয়ম নেই তবে হ্যাঁ এটা ডিপেন্ড করবে আপনার মূলধনের উপর যার যেমন মূলধন সে অনুযায়ী মানি ম্যানেজমেন্ট বিশ্লেষণ করে অ্যানালাইসিসের পর তারপরে ট্রেড করা উচিত এবং সেভাবেই প্রত্যেকে করে। তবে প্রথম অবস্থায় এবং নতুন অবস্থায় বা মূলধন কম হলে সে ক্ষেত্রে ছোট ছোট ট্রেড কড়াই বা ছোট ছোট লট করা উচিত তাতে করে রিক্স কম থাকে এবং সামনে এগিয়ে যাওয়া সহজ হয় ।