Log in

View Full Version : ট্রেড ব্যাল্যান্স



habibi
2018-04-04, 01:17 PM
ট্রেড ব্যাল্যান্স হল পণ্য আমদানি এবং রপ্তানি মধ্যবর্তী বিন্দু আমদানির পরিমাণ রপ্তানির চেয়ে বেশি হলে বাণিজ্য ঘাটতি যখন রপ্তানি পরিমাণ আমদানির পরিমানের তুলনায় বেশি হলে বাণিজ্য ভারসাম্য তৈরি হবে পণ্য রপ্তানি যে কোন দেশে যে তহবিল আসে বাণিজ্য surplus দ্বারা বোঝা যায়।
মাঝে মাঝে ট্রেড ব্যাল্যান্স পণ্য এবং সেবা খাতে বিভক্ত করা হয়।
বাণিজ্য উদ্বৃত্ত চলতি অ্যাকাউন্টের সঙ্গে অংশে যোগ করা হয়।

jasminbd
2018-04-04, 01:32 PM
অস্ট্রেলিয়ান ডলারের জন্য এটি খুবই প্রভাব বিস্তারকারী একটি নিউজ।
আজ অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো আস্ট্রেলিয়ার ট্রেড ব্যাল্যান্স এর নিউজ প্রকাশ করবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7:30am। এই নিউজ প্রকাশের পর অস্ট্রেলিয়ান ডলারের উঠানামা কিছুতা বাড়তে পারে। আগে মাসে এর রিডিং ছিল 1.06B আর এই মাসে এর পূর্বাভাস হল 0.68B। নিউজ প্রকাশের পর যদি ট্রেড ব্যাল্যান্স Actual এর সংখ্যা ফরকাস্ট এর চেয়ে বেশি হয় তাহলে এটি অস্ট্রেলিয়ান ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা ফরকাস্ট এর চেয়ে কম হয় তাহলে তা অস্ট্রেলিয়ান ডলারকে দুর্বল করবে। তাই আগেভাগে এই এই কারেন্সিতে আপনার ট্রেডিং স্ট্রেটেজি সেট করে নিন।

jasminbd
2018-05-28, 12:51 PM
আগামী ২৯শে মে রোজ মঙ্গলবার সুইজারল্যান্ডের ফেডারেল পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ সময় দুপুর 12:00pm এ CHF জন্য হাই ইমপ্যাক্টের নিউজ ট্রেড ব্যলান্স( Trade Balance) এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর CHF উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 1.77B আর এই মাসে এর পূর্বাভাস হল 2.23B এর মানে বেকারত্বের হার একই থাকার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা ফরকাস্ট এর চেয়ে বেশি হয় তাহলে এটি CHF শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা ফরকাস্ট এর চেয়ে কম হয় তাহলে তা CHF দুর্বল করবে। তাই আগেভাগে এই এই কারেন্সিতে আপনার ট্রেডিং স্ট্রেটেজি সেট করে নিন।

habibi
2018-06-05, 01:15 PM
যারা অস্ট্রেলিয়ান ডলারে ট্রেড করেন তাদেরকে অবগত করছি যে আগামীকাল ৬ই জুন বাংলাদেশের লোকাল টাইম সকাল ৭.৩০ ট্রেড ব্যলান্স এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে ট্রেড ব্যলান্স 1.03b হবে। আগে মাসে এটি ছিল 1.53b । যদি ট্রেড ব্যলান্স pmi এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা অস্ট্রেলিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে পাউন্ড বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় অস্ট্রেলিয়ান ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর পাউন্ডের ভোলাটিলিটি বাড়তে পারে।

jasminbd
2018-06-26, 04:44 PM
আগামী ২৭ শে জুন রোজ বুধবার নিউজিল্যান্ডের পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ সময় ভোর 4:45am এ NZD জন্য হাই ইমপ্যাক্টের নিউজ ট্রেড ব্যলান্স( Trade Balance) এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর নিউজিল্যান্ডের ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 263M আর এই মাসে এর পূর্বাভাস হল 100M । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা ফরকাস্ট এর চেয়ে বেশি হয় তাহলে এটি নিউজিল্যান্ডের ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা ফরকাস্ট এর চেয়ে কম হয় তাহলে তা নিউজিল্যান্ডের ডলারকে দুর্বল করবে। তাই আগেভাগে এই এই কারেন্সিতে আপনার ট্রেডিং স্ট্রেটেজি সেট করে নিন।

habibi
2018-08-02, 08:03 PM
যারা কানাডিয়ান ডলারে ট্রেড করেন তাদেরকে অবগত করছি যে আগামীকাল বাংলাদেশের লোকাল টাইম সকাল ৬.৩০ কানাডিয়ান ট্রেড ব্যলান্স এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে ট্রেড ব্যলান্স -2.3b হবে। আগে মাসে এটি ছিল -2.8b। যদি ট্রেড ব্যলান্স এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা কানাডিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে কানাডিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।

fxjaman
2018-11-21, 09:16 PM
আসলে এই ফরেক্স মার্কেটে বাণিজ্য ভারসাম্য নীতি এটা নির্ভর করে বিশ্বের অর্থনৈতিক অবস্থা, ইনভেস্টর, ব্যাংকসমূহ এবং অন্যান্য বড় বড় খাতসমূহের উপর ভিত্তি করে। এছাড়াও সাধারণ দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করলে ডিমান্ড এবং সাপলাই অর্থাৎ* চাহিদা ও সরবরাহ, আমদানি ও রপ্তানি কিরকম সেটা আগে অনুমান করতে হবে।

md mehedi hasan
2018-12-06, 01:36 PM
ট্রেড ব্যালেন্স একটি গুরুত্বপূর্ণ নিউজ অষ্ট্রেলিয়া পিয়ারের জন্য।ট্রেড ব্যালেন্স নিউজটি প্রত্যেক মাসের প্রথম পাচ দিনের মধ্যে প্রকাশিত হয়।যদি ট্রেড ব্যালেন্স নিউজটি ইফেক্টিভ হয় তাহলে ৩০ থেকে ৫০ পিপস পর্জন্ত মার্কেট মুভ করতে পারে।এছাড়ও অষ্ট্রেলিয়া পিয়ারে হাই ইমপ্যক্টের কিছু নিউজ বছরে এক থেকে দুবার বা তারও বেশি প্রকাশিত হয়।এগুলো হল ক্যাশ রেট ,বিজনেন্স কনফিডেন্স,আর বি এ গভ স্পক ইত্যাদি।এই সব হাই ইমপ্যক্টের নিউজ ফল করে আমরা প্রচুর লাভোবান হতে পারি।

Rokibul7
2020-05-13, 12:13 PM
ট্রেড ব্যালেন্স একটি গুরুত্বপূর্ণ নিউজ। ট্রড ব্যালেন্স ব্যানিজ এবং রপ্তানির সূচক।এই নিউজ মাকেট এর ৫০ পিপস মুভ করে থাকে।তাই যারা নিউজ টেড করেন তারা এ সব নিউজ এর উপর নজর রাখবেন