PDA

View Full Version : চাকরি নাকি ফরেক্স পেশা হিসাব এ নিবেন?



alamsat
2018-04-04, 10:50 PM
আমি একটি চাকরি করি. চাকরির পাশাপাশি ফরেক্স ট্রেডিং শুরু করছি. এখনো ভালো ইনকাম ফরেক্স থেকে করতে পারি নি ফেব্রুয়ারী-১৮ মাস এ ২১ ডলার ইনকাম করতে পারছি. ফরেক্স এ মাস এ ২০০ ডলার ইনকাম করতে পারলে ফরেক্স কে পেশা হিসাব এ নেবো. আর চাকরি করবো না.

souravkumarhazra6763
2018-06-18, 12:09 PM
আমি একটি প্রাইভেট কোম্পানীতে জব করি,আমি আমার জব এর পাশা পাশি ফরেক্স ট্রেড কে পেশা হিসেবে বেছে নিয়েছি,আমি আমার জব এর সাথে সাথে এই বিজিনেস চালিয়ে জাবো,এই বিজিনেস যে কনো পেশার মানুষ করতে পারবে,অনেক ট্রেডার আসে ফরেক্স কে একমাত্র পেশা হিসেবে বেছে নিয়েছে এবং সফলতার সহিত সামনে এগিয়ে যাছে।

riponinsta
2018-06-26, 05:24 PM
আমি ফরেক্স মার্কেট ট্রেড করি তার সাথে চাকরী করি কারন আমার ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আর চাকরী করতে দুইটাই ভাল লাগে তবে আমি মনে করছি আমি যদি ফরেক্স মার্কেট থেকে আরও বেশি নিয়মিত লাভ করতে পারি তাহলে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করবো আর তার পাশাপাশি অন্য একটা বাবশা করবো তবে আপনি যদি ফরেক্স মার্কেট এ অনেক ভাল করতে পারেন তাহলে ফরেক্স মার্কেট এ ফুল টাইম ট্রেড করতে পারেন

rafiuqlislam
2018-06-26, 05:54 PM
আমরা যারা বেকার তাদের কাছে চাকরি /পেশা নয় প্রয়োজন টাকার যার মাধ্যমে আমরা আমাদের জীবন জিবিকা নির্বাহ করতে পারি।তবে আমি যেহেতু নবীন তাই আমি আরও একটু ভাবতে চাই যে ফরেক্স আমি পেশা হিসাবে নিব না কি চাকরী হিসাবে নিব।

hasem79
2018-06-26, 08:47 PM
যারা এটাকে ফুল টাইম পেশা হিসেবে নিতে চান তাদের জন্য একটা কথা না বললেই নয়। এই মার্কেট যার পর নাই ঝুকির। তাই এটাকে একমাত্র অপশন হিসেবে নেওয়া সঠিক হবে না। আমাদের উচিত হল এটাকে প্যাসিভ ইনকাম হিসেবে নেওয়া।

Mamun13
2018-08-11, 08:32 AM
আলম ভাই,আপনার সিদ্ধান্ত 100% ভুল-আমার মতে৷আপনি অবশ্যই চাকরি করবেন এবং চাকরির পাশাপাশি ফরেক্স মার্কেটে নিয়মিত ট্রেড করবেন৷চাকরি ছেড়ে দিয়ে শুধুমাত্র ফরেক্স মার্কেট এ ব্যবসা করার কোনো যুক্তি আমি দেখি না৷কারণ আপনি আপনার চাকরিতে থেকেই ফরেক্স মার্কেট এ আয় রোজগার করতে পারবেন-অবশ্যই এটা সম্ভব৷আমি ব্যক্তিগতভাবে অন্য পেশায় নিয়োজিত থেকেও ফরেক্স মার্কেটে নিয়মিত ট্রেড করি গত পাঁচ বছর হয়ে যাচ্ছে৷ফরেক্স মার্কেটে প্রতিদিন অল্প কিছু সময়-মাত্র ১ ঘন্টা ব্যয় করি তাতেই আমার হয়ে যায়৷প্রতিদিন ট্রেড না করে মাসে বা সপ্তাহে লংটার্ম ট্রেড করতে পারেন৷আপনি আপনার নিজের চাকরি ছেড়ে দিয়ে ফরেক্স মার্কেটে লেগে থাকবেন-এটা আমার কাছে কখনো যুক্তিযুক্ত মনে হচ্ছে না৷কারণ আমি মনে করি- যে কোনোও পেশায় স্থায়ীভাবে লেগে থেকে ফরেক্স মার্কেটে অল্প কিছু সময় ব্যায় করেই আয় রোজগার করা সম্ভব৷আমি নিজেও তা করছি এবং অনেকেই এভাবেই ফরেক্স মার্কেটে ট্রেড করছেন৷আমি সবাইকে বলবো আপনারা আপনাদের নিজেদের নিজ নিজ পেশা একেবারে ছেড়ে না দিয়ে ফরেক্স মার্কেটে আসার কোনোও যুক্তি নাই৷

Starship
2020-10-17, 10:51 PM
আমি একটি চাকরি করি. চাকরির পাশাপাশি ফরেক্স ট্রেডিং শুরু করছি. এখনো ভালো ইনকাম ফরেক্স থেকে করতে পারি নি ফেব্রুয়ারী-১৮ মাস এ ২১ ডলার ইনকাম করতে পারছি. ফরেক্স এ মাস এ ২০০ ডলার ইনকাম করতে পারলে ফরেক্স কে পেশা হিসাব এ নেবো. আর চাকরি করবো না.

আমি নিজেও চাকরির পাশাপাশি ফরেক্স করে থাকি। ফরেক্স নিয়ে আমার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। আমরা সবাই জানি ফরেস্ট থেকে প্রফিট করতে হলে অনেক দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন হয়। তাই আমি চাকরির পাশাপাশি ফরেক্স থেকে জ্ঞান লাভ করার উদ্দেশ্যে ফরেক্স এ কাজ করে যাচ্ছি। আমার যখন ফরেক্স বিষয়ে অনেক জ্ঞান অভিজ্ঞতা অর্জন হবে তখন আমি ফরেক্স ফুলটাইম পেশা হিসেবে বেছে নেব। আমি জানি পড়েছে সঙ্গে আমি যদি লেগে থাকতে পারি তাহলে আমার অভিজ্ঞতা সঞ্চয় হবে আর তাতে আমি একসময় লাভবান হতে পারব।

EmonFX
2020-10-18, 12:07 PM
আমি মনে করি প্রাথমিক পর্যায় ফরেক্সকে পেশা হিসেবে না নেয়াই ভালো। শুরুতে চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি ফরেক্স ট্রেডিং করা ভালো। ফরেক্সে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়তে পারলে তখন ফরেক্সকে প্রধান পেশা হিসেবে নেয়া যেতে পারে। চাকরি কিংবা ব্যবসার থেকে আমি ফরেক্সকে এগিয়ে রাখবো যদি আপনি দক্ষ ট্রেডার হিসেবে নিজেকে গড়তে পারেন। তবে ফরেক্সে বেশি সময় দিতে পারলে অনেক ভালো হয়। একই সাথে একাধিক পেশায় কন্টিনিউ করলে কোনোটিতেই ফুল কন্সেন্ট্রেশন দেয়া যায় না তাই কোনটাই ভালো ভাবে করা সম্ভব হয়ে ওঠেনা। সে ক্ষেত্রে যদি কেউ ফরেক্স কে প্রধান পেশা হিসেবে নেয় সে অন্যান্য যেকোনো পেশার থেকে ফরেক্স ভালো করতে পারবে।

Sid
2020-11-17, 07:35 AM
আমি ফরেক্স মার্কেট ট্রেড করি তার সাথে চাকরী করি কারন আমার ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আর চাকরী করতে দুইটাই ভাল লাগে তবে আমি মনে করছি আমি যদি ফরেক্স মার্কেট থেকে আরও বেশি নিয়মিত লাভ করতে পারি তাহলে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করবো আর তার পাশাপাশি অন্য একটা বাবশা করবো তবে আপনি যদি ফরেক্স মার্কেট এ অনেক ভাল করতে পারেন তাহলে ফরেক্স মার্কেট এ ফুল টাইম ট্রেড করতে পারেন

md mehedi hasan
2021-09-05, 06:03 AM
ফরেক্স মার্কেটে এক বা তিন মাস রেগুলার প্রফিট করতে পারলেই পেশা হিসাবে ফরেক্স কে বেছে নিবে তো বিশাল একটা ভুল করবেন।ফরেক্স মার্কেট কোন স্বল্পমেয়াদি কোন প্রসেস না।এটা একটি দীর্ঘমেয়াদি প্রসেস।আপনি এক বা দুই বছর দেখন।এই সময়ের মধ্যে আপনি কতটা রেগুলার প্রফিট করতে পারছেন।তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিবেন যে আপনি ফরেক্স কে পেশা হিসাবে বেছে নিবেন কি না।ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার অছে যারা কিছু দিন লাভ করার পর।সবকিছু বাদদিয়ে ফরেক্স কে বেছে নিয়ছিলো।পরে দেখতে পারলো যে সে ফরেক্স মার্কেটে সবকিছু হেরে বসে আছে।

samun
2021-10-31, 11:12 AM
আমি অফিসে চাকরি কি পেশা হিসেবে নেব কারণ ফরেক্স করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়না স্বল্প সময়ের মধ্যে ফরেক্স কে নিয়ন্ত্রণ করা সম্ভব দিনে চার থেকে পাঁচ ঘন্টা সময় দিলেই যথেষ্ট তাই আমি মনে করি চাকরির পাশাপাশি খুব সহজেই যেহেতু আমি ফরেক্স করতে পারি তাই অবসর সময় না কাটিয়ে অবশ্যই আমি অন্য সকল কাজের পাশাপাশি ফরেক্সকে সহায়ক পেশা হিসেবে নিতে সবথেকে বেশি আগ্রহী