PDA

View Full Version : মার্কিন ডলার ইনডেক্স



jasminbd
2018-04-05, 12:47 PM
ইউএস ডলার ইনডেক্স হলো মার্কিন ডলারের বিপরীতে ছয়টি প্রধান মুদ্রার (ইউরো, কানাডিয়ান ডলার, জাপানি ইয়েন, সুইস ফ্রাঙ্ক এবং সুইডিশ ক্রোনা) গড় ওঠানামার হার। ইউএস ডলার ইনডেক্স উদ্ভাবিত হয় ১৯৭৩ সালে, যার প্রাথমিক মান ছিল ১০০। ১৯৯৯ সালে প্রবর্তিত ইউরোকে অন্তর্ভুক্ত করার জন্য ইউএস ডলার ইনডেক্সকে পরিবর্তন করা হয়। ইউএস ডলার ইনডেক্স nybot -এ ২৪ ঘণ্টা ট্রেডিং হয়।

jasminbd
2018-04-08, 04:38 PM
আজকে ইউএস ডলার ইনডেক্সের ফর্মুলা নিয়ে আলোচনা করব
USD x = 50.14348112 x EUR/USD(0.576) x USD/JPY(0.136) x GBP/USD(-0.119) x USD/CAD(0.091) x USD/SEK(0.042) x USD/CHF(0.036)

ট্রেডিংয়ের ক্ষেত্রে ব্যবহার
কম্পিউটার ইনডিকেটর ইউএস ডলার ইনডেক্স এর মাধ্যমে ট্রেডাররা প্রধান কারেন্সিগুলোর বিপরীতে মার্কেটে মার্কিন ডলার সূচকের ওঠানামা পর্যবেক্ষণ করতে পারে।

মেটাট্রেডারে ইউএস ডলার ইনডেক্সের টেকনিক্যাল ব্যবহারের ক্ষেত্রে (ইউরো/ইউএসডি ও অন্যান্য লেনদেন) সাধারণত ইউএস ডলার ইনডেক্স ও অন্যান্য সম্পদের মধ্যে ডাইভারজেন্স ও কনভারজেন্স নির্ণয় করা হয়।

যদি ইউএস ডলার ইনডেক্স ও এর সাথে সম্পর্কিত আর্থিক সম্পদের (স্বর্ণ, অপরিশোধিত তেল ইত্যাদি) প্রাইস উভয়েই বৃদ্ধি পায়, তাহলে লেনদেনকৃত সম্পদের রিভার্স হতে পারে। একইভাবে, যখন ইনডেক্স ও সম্পদের প্রাইস কমতে থাকে, তখন শীঘ্রই সম্পদের প্রাইসর রিভার্সাল হতে পারে।
ইউরো ইনডেক্স লাইন ঊর্ধ্বমুখী থাকার সময় পেয়ারের চার্টে প্রাইস যদি নিম্নমুখী হয়, তাহলে ইনডিকেটরের মান ও প্রাইস মধ্যে ডাইভারজেন্স ঘটে। এর ফলে শীঘ্রই কারেন্সি জোড়া ঊর্ধ্বমুখী হতে পারে।
বিকল্প: প্রাইস ঊর্ধ্বমুখী থাকার সময় ইউএস ডলার ইনডেক্স নিম্নমুখী হলে শীঘ্রই কারেন্সিপেয়ারের নিম্নমুখী রিভার্সাল হতে পারে।
মনে রাখুন! ইউএস ডলার ইনডেক্স ব্যবহার করার আগে আপনার জানা উচিত কোন আর্থিক সম্পদগুলো ইউএস ডলার এর বিপরীতে ও কোনগুলো একই দিকে ওঠানামা করে।

Rakib Hashan
2022-08-02, 08:20 AM
আমেরিকান ডলার ইনডেক্স সম্প্রতি কিছুটা পুলব্যাক করে গত ৩ সপ্তাহ আগের লো (সাপোর্ট) এরিয়াতে হিট করেছে। তবে কট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে নতুন কোনো সেলের তথ্য বা ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। বিগ ইনভেস্টররা তাদের লং পজিশন কিছুটা ক্লোজ করে প্রোফিট টেক করার কারনে এমনটা হয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তবে তারা আবারো লং পজিশনে এন্টার করতে পারে বলেও সম্ভাবনা প্রকাশ করেছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এর ফলে হয়তো আমেরিকান ডলার ইনডেক্স আবারো কিছুটা আপ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এ সপ্তাহে আবার আমেরিকান লেবার মার্কেট নিউজ রিপোর্ট পাবলিশড হবে। তাই এই রিপোর্টকে কেন্দ্র করে মেজর পেয়ারগুলোতে আমেরিকান ডলার ইনডেক্স কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখাতে পারে, তবে সর্বোপরি বুলিশ মুডে থাকার সম্ভাবনা বেশি।
http://forex-bangla.com/customavatars/682418271.png