PDA

View Full Version : মার্কেটের ট্রেন্ড বুঝতে স্ট্যাটেজি



Montu Zaman
2018-04-05, 01:53 PM
ফরেক্স মার্কেটের মোট পরিসংখ্যান দেখা একটা স্ট্যাটেজি, যার ফলে আপনি মার্কেটের যাবতীয় পরিসংখ্যানগত তথ্য ও ফরেক্স ট্রেডারদের কার্যক্রমের দেখতে পারবেন। যদিও ইন্সটাফরেক্স এর প্রায় ৭০ লক্ষ এর অধিক গ্রাহক রয়েছে, শুধুমাত্র তাদের লেনদেনের পরিসংখ্যান স্বভাবিকভাবেই ফরেক্স মার্কেটরে উল্লেখযোগ্য ট্রেন্ড বলে দিবে। সুতরা এই বিশাল আকাদের ট্রেডারদের তথ্য যে কোন ট্রেডারদের প্রাথমিক বিশ্লেষনের জন্য অন্যতম স্ট্যাটেজি হতে পারে।
মার্কেটের যাবতীয় তথ্য দেখতে ভিজিট করুন: https://goo.gl/BSFCrX এখানে সকল তথ্য গ্রাফের বৈশিষ্ট্যতে নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করা আছে। আপনার প্রয়োজন অনুসারে তুলনা করার জন্য চার্টগুলোতে এক বা একাধিক কারেন্সী পেয়ার নির্ধারন করতে পারবেন এবং একটি পছন্দনীয় টাইমফ্রেম সহ অন্যান্য গুরর্ত্বপূর্ণ বিষয় নির্বাচন করতে পারবেন।
যেমন: একটি কারেন্সী পেয়ারে বর্তমান ট্রেডের সংখ্যা, কত লট ট্রেড হয়েছে, মুল্যের চলমান উঠানামা, মোট পেনডিং অর্ডার এর সংখ্যা, বাই পেনডিং অর্ডার, সেল পেনডিং অর্ডার, বুলিশ ট্রেডের শতকরা হার, বুল এবং বিয়ারের গড় এন্ট্রি পয়েন্ট, গড় ওয়েটেড এন্ট্রি পয়েন্ট।

hasem79
2018-04-21, 04:50 PM
সাধারণত যারা এই মার্কেট এ কম বেশি ৬ মাস ট্রেড করছে তাদের ট্রেন্ড *বুঝতে কারো সাহায্য লাগার কথা নয়। আমি মনে করি যে এখনও ট্রেন্ডই বুঝতে পারে না তার আর যা হোক মার্কেট এ ট্রেড করতে আসা দেরী আছে। যাই হোক আপনি যদি কনফিউজ হোন বা জোর করে ট্রেন্ড আকতে যান তবে আপনাকে সাহায্য নিতেই হবে।

riponinsta
2018-04-22, 12:06 PM
আসলে ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে চাইলে একটা ট্রেডিং সিস্টেম এ নিয়মিত ট্রেড করতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে পারবেন তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করা উচিত না এই কারন এ অনেক জন ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে পারে না

BDFOREX TRADER
2018-04-25, 07:11 PM
সাধারণত যারা এই মার্কেট এ কম বেশি ৬ মাস ট্রেড করছে তাদের ট্রেন্ড *বুঝতে কারো সাহায্য লাগার কথা নয়। আমি মনে করি যে এখনও ট্রেন্ডই বুঝতে পারে না তার আর যা হোক মার্কেট এ ট্রেড করতে আসা দেরী আছে। যাই হোক আপনি যদি কনফিউজ হোন বা জোর করে ট্রেন্ড আকতে যান তবে আপনাকে সাহায্য নিতেই হবে।

আপনার মত ধারনার কারনেই বেশিরভাগ ট্রেডার নিস্ব হয়ে যায়, তারা মনে করে এই মার্কেট তাদের বাধ্যগত এবং তারা যেভাবে চায় সেভাবেই চলবে। সব সময় ততাদরে অনুমানকেই প্রাধান্য দেয়। দেখুন অাপনি যদি ইন্ডকেটর দিয়ে সহজেই মার্কে টের ট্রেড সম্পর্কে ধারনা নেন তাহলে ক্ষতি কোথায় আমাকে একটু বলবেন। আমার বক্তব্য হল অনুমান নির্ভর ট্রেড না করে বরং নিয়ম অনুসারে ট্রেড করুন। ধন্যবাদ

Montu Zaman
2018-05-03, 04:36 PM
সাধারণত যারা এই মার্কেট এ কম বেশি ৬ মাস ট্রেড করছে তাদের ট্রেন্ড *বুঝতে কারো সাহায্য লাগার কথা নয়।

আপনার প্রতি সন্মান রেখে আমি বলতে চাই, মার্কেটেরে ট্রেন্ড বোঝাটা এত সহজ নয় যতটা আপনি মনে করছেন, আপনি যে বলছেন সেটা হল একজন ট্রেডারের অনুমান নির্ভর ট্রেন্ড নির্ধারন এবং কোন কারেন্সী প্রেযার বা ইন্ট্রমেন্টে এটা ১০০% নিশ্চিত নয়।
যখন আপনি একটি পজিশন খুলতে যাবেন তখন ইন্ডকেটর দিয়ে ট্রেন্ড নিধারন করা আরা মার্কেট ট্রেন্ড অনুমান করার মতই একটা বিষয়। এর চেয়ে বরং নিশ্চিত হয়েই ট্রেন্ড বুঝে কোন অর্ডার নেওয়া উচিৎ, যেটা আপনি স্ট্যাটেজি করে ১০০% নিশ্চিত হতে পারবেন।

jakaria991
2018-09-09, 09:29 AM
আসসালামুআলাইকুম, সকলকে আমার পক্ষ অনেক অনেক ধন্যবাদ আপনাদের গুরুত্তপূন মন্তবের জন্য। কেও যদি জ্যেতিশি হয়ে থাকেন তবে অনুমান টুনুমান কিছুই লাগবে না এমনিতেই লাভ হবে , যদি কেও ল্যব এ কাজ করে থাকেন তারা হয়ত জানেন ১৬-২০ টা সেম্পল তৈ্রি করে ২-৩ পছন্দ করে কাজ করেন তবে পুরটা কিন্তু অনুমান থেকে নয় একটা সূএ ব্যবহার করেন। তবে ইন্ডকেটর বা যাই ব্যবহার করেন লাভ আপনা্র লসও আপনা্র, অতএব বুঝেশুনে ট্রেড করুন। সব যে অনুমান এটা আপনাকে মানতেই হবে।

FXBD
2018-09-23, 05:57 PM
বিশ্বে কোটিকোটি মানুষ ফরেক্স ট্রেডিং করে, যাদের প্রত্যেকের নিজস্ব অভ্যাস, প্রতিভা, পক্ষপাত, আবেগ এবং দুর্বলতা রয়েছে। তাই ট্রেন্ড বোছার জন্য কেউ কেউ ভিন্ন ভিন্ন স্ট্যাটেজি বেছে নেয়্ কেউ ইন্ডিকেটর এর ব্যবহার করে আবার কেউ ফান্ডামেন্টাল নিউজ বিশ্লেষন করে ট্রেড করতে পছন্দ করে এবং প্রত্যেকে এর একে অপরের থেকে আলাদা। তবে ট্রেন্ড ট্রেডিং স্ট্যাটেজি সত্যিই কার্যকরী ও প্রফিটেবল। এই ধরনের ট্রেডিয়ে ট্রেডাররা ট্রেন্ডিং প্রাইসের সুযোগের অপেক্ষায় থাকে যা তাদের মতে দীর্ঘ সময় ধরে চলতে পারে। এধরনের ট্রেডাররা সাধারনত যে কারেন্সিতে তারা ট্রেড করে তাতে এন্ট্রি করার পূর্বে, তার ভিতরের দুর্বলতা, কারেন্সির ভিতর ও বহিরের ঝুঁকিগুলো চিন্হিত করার চেষ্টা করে থাকে। যতক্ষন পর্যন্ত না না ট্রেন্ড রিভার্স করে। কিন্তু ট্রেন্ড রিভার্সালের সময় চিনহিত করাতে একটু সমস্যা রয়েছে। আপনাকে ফান্ডামেন্টালের দিকে ভালোভাবে নজর রাখতে হবে যাতে আপনার লাভের ট্রেডে বিকৃতিসাধন না হয়।

Yousuf Habib
2018-10-01, 04:06 PM
আমার মনে হয় যাহারা নতুন তাহারা ফরেস্কে রিয়েল মানি না ইনভেস্ট না করে ডেমো account দিয়ে মার্কেট বুঝে নেওয়া ভাল হবে কারণ নাবুঝে ট্রেড করলে ১০০% ধরা খাওয়ার চার্য, তাই কমপক্ষে এক মাস ডেমো করুন তাহলে মার্কেট বুঝতে সুবিধা হবে।

Montu Zaman
2019-11-14, 05:06 PM
যারা বুদ্ধিমান তারা ট্রেন্ড থেকেই কিন্তু প্রফিট নেয় ট্রেন্ডের সাথে থেকেই। আপট্রেন্ডে বাই ছাড়া কখনো সেল দিবেনা তারা। ডাউনট্রেন্ডে সেল ছাড়া বাই কখনো দিবেনা তারা। আর স্কাল্পাররা ছাড়া লংটার্ম ট্রেডাররা কখনো সাইডওয়েতে ট্রেড পছন্দ করেননা।ট্রেন্ড খুজতে হলে আপনাকে অবশ্যই হায়ার টাইমফ্রেমেই খুজতে হবে। লোয়ার টাইমফ্রেমে আপনি ট্রেন্ড এর কনফার্মেশন পাবেননা।এখন আসেন ট্রেন্ড এ এন্ট্রি কিভাবে নিবেন? হা সেটা কিন্তু আসলে আপনাকে টেকনিক্যালিই বুঝত হবে। নরমালি আপট্রেন্ডে সাপোর্ট থেকেই এন্ট্রি নেয়া হয়। আর ডাউনট্রেন্ডে রেজিস্টান্স থেকেই এন্ট্রি নেয়া হয়। তার সাথে আপনাকে সাপোট রেজিস্টান্স পিভট, ফিবোনাক্কি রিট্রেসমেন্ট এগুলা অবশ্যই বুঝতে হবে।আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে যে মার্কেট কিছুটা আপ হলেই সেল দিয়ে দেই। আর কিছুটা ডাউন হলেই বাই দিয়ে দেই। এটা কিন্তু ট্রেন্ডি মার্কেটে বিপদজনক যদি আপনার এন্ট্রিটা বিপরীতে পড়ে যায়। আপট্রেন্ডে কখনো সেল দেয়ার চেষ্টা করবেননা। ডাউনট্রেন্ডে কখনো বাই দেয়ার চেষ্টা করবেননা।
একটা ট্রেন্ড কিন্তু একসময় তার শক্তি হারিয়ে দূর্বল হয়ে যায়। তখন সে রিভার্স শুরু করে। তাই ট্রেন্ড এর শেষ দিকে আর ট্রেডে না থাকাই ভাল। ট্রেন্ড কখন রিভার্স করবে সেটা বলা মুশকিল। কারণ মার্কেট আগামী ৫ মিনিট পর কই যাবে এটাতো আমরা কেউই বলতে পারিনা। সেটা সম্ভবও না।তাই অনেকে অনেক সিস্টেম এপ্লাই করে কিছু কনফার্মেশন পেয়ে সেটা বুঝে যায়।মনে করেন মার্কেট একটা নির্দিষ্ট গতিতে চলার পর তার ট্রেন্ড লাইনে এসে স্থির হয়ে আছে এখন দুটি ব্যাপার ঘটতে পারে এটা আবার তার নির্দিষ্ট ট্রেন্ড এ চলা শুরু করতে পারে অথবা পুলব্যাক করতে পারে। এখানে দুটিরই সম্ভাবনা আছে। এক্ষেত্রে আপনাকে হিস্টোরী দেখে জাষ্টিফাই করতে হবে এটা কোন আগের স্ট্রং সাপোর্ট বা রেজিস্টান্স এ আছে কিনা। যদি থাকে তাহলে সেটা ব্রেক করার সম্ভাবনাই বেশি। হয়ত ট্রেন্ড শেষ হয়ে এবার রিভার্সাল শুরু হতে যাচ্ছে। সুতরাং এই জায়গায় সতর্কতা অনেক দরকার।একটা কথা মনে রাখবেন ফরেক্স এ নিজের একটা সিস্টেম বানাতেই হবে। সেটাকে দিন দিন ডেভেলপ করতেই। শুধু ট্রেন্ডলাইন আর সাপোর্ট রেজিস্টান্স দিয়ে একটি সফল সিস্টেম বানাতে পারেন।নতুন যারা মার্কেটে আসে তারা শিখতে চায়না। তারা এটা বুঝেনা যে এই মার্কেট এর শিখার কোন বিকল্প নেই। আমাদের প্রথম অবস্থায় বাংলাভাষায় কোন সুযোগইতো ছিলনা শেখার। বর্তমানে কতসাইট আছে বাংলায়। অনেক ট্রেডারই তাদের ট্রেডিং নলেজ শেয়ার করছে। মানুষের মনমানসিকতা দিন দিন উদার হচ্ছে। আমরা জানার অভাবে লস করেছি। লস করে শিখেছি। আপনারা কেন লস করবেন এমন সুবর্ণ সময়ে?জাস্ট সিম্পল একটা সিস্টেমে চলেন। নিত্য নতুন স্ট্রাটেজি আর সিস্টেম বানাবেননা। একটাকেই ডেভেলপ করেন। মানি ম্যানেজমেন্ট মানেন। সফল হবেনই।

MdRubelShaikh
2019-11-16, 12:39 PM
বিশ্বের অনেক মানুষ ফরেক্সের মাধ্যমে ট্রেড করে। আমি গত ১০ দিন যাবত কাজ করছি কিন্তুু এখুনো কোন কিছু বুঝতে পরছিনা।আমার মনে হয় কিছু নাহলে ৩-৬ মাস ধরে ধারনা নেওয়ার পরে ট্রেড করা উচিত।কারণ আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা টাকা আয় করার জন্য কাজ করি।তাহলে নাবুঝে ট্রেড না করাই ভালো।

DhakaFX
2019-11-20, 05:38 PM
প্রথমে ভালো একটি স্ট্রাটেজী নির্বাচন করুন যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন।এই কমফোর্ট ফিল করার সাথে আপনার সাইকোলজি সম্পূর্নভাবে জড়িত। সঠিক স্ট্রাটেজী তৈরি করতে এই সাইটেই বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে, আপনি সেগুলো ফলো করতে পারেন। অথবা ভাল কোন মেন্টরের সহযোগীতাও নিতে পারেন এক্ষেত্রে। আমি মনে করি ভাল যেকোন একটি স্ট্র্যাটেজিই সিলেক্ট করা ভালো যাতে করে দিনে একটি চার্ট একবারের বেশি এনালাইসিস করতে না হয়। লক্ষ্য রাখবেন আপনার সিলেক্ট করা স্ট্রাটেজীর রিস্ক-রিওয়ার্ড রেশিও যেন নুন্যতম ১ঃ২ অথবা এর চেয়ে বেশি হয়। কোনমতেই কম যেন না হয়।

FX7
2019-11-24, 01:23 PM
আমিও নতুন ফরেস মাকেটে।তেমন কিছু বুঝি না।টেন্ড সম্পকে একটা ধারনা লাগবে,বা ট্রেন্ড আকা বুঝতে হবে।আমি বেশি না ১/২মাস ফরেক্স মাকেটে এড হয়েছি।আসলে ট্রেন্ড সম্পকে আমার কোন ধারনাই নাই।ট্রেন্ড যে কাকে বলা হয় সেটাও জানি না

Tofazzal Mia
2019-12-29, 04:47 PM
আপনি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মার্কেটে ট্রেড করছেন। তরল মুদ্রার সমুদ্রে ব্যবসা করছেন, কিন্ত এই সমুদ্রের ঢেউ সম্পর্কে যদি ধারনা না রাখেন, তবেই আপনি ব্যর্থ। যারা সমুদ্রে মাছ শিকার করেন, তারা প্রতিদিন বের হবার আগেই সমুদ্রের ব্যাপারে আবহাওয়া সংবাদ শুনে নিশ্চিত হয়েই মাছ ধরতে বেরিয়ে পড়েন। একইভাবে, আপনিও মুদ্রার সমুদ্রে প্রফিট শিকার করতে নেমেছেন। আপনাকেও তো মার্কেটের আবহাওয়া সম্পর্কে ধারনা রাখতে হবে।*আবহাওয়া যদি আপনার অনুকুলে থাকে, তবেই আপনি শিকার শুরু করবেন, আর যদি প্রতিকুলে থাকে তবে তা এড়িয়ে যাবেন।*মিছে মিছি নিজের ক্ষতিবৃদ্ধি করার দরকার কি??ফরেক্স মার্কেটে ট্রেন্ডলাইনও ঠিক তেমনই। যে স্ট্রাটেজীই আপনি ফলো করেন না কেন, আপনাকে সবার আগে মার্কেটের ট্রেন্ড সম্পর্কে নিশ্চিত হতেই হবে।

mdmoshin1988
2020-01-05, 10:28 PM
একটি কারেন্সী পেয়ারে বর্তমান ট্রেডের সংখ্যা, কত লট ট্রেড হয়েছে, মুল্যের চলমান উঠানামা, মোট পেনডিং অর্ডার এর সংখ্যা, বাই পেনডিং অর্ডার, সেল পেনডিং অর্ডার, বুলিশ ট্রেডের শতকরা হার, বুল এবং বিয়ারের গড় এন্ট্রি পয়েন্ট, গড় ওয়েটেড এন্ট্রি পয়েন্ট।

Rokibul7
2020-02-22, 12:48 AM
ধন্যবাদ ভাই আপনাকে এ ধরন নের পোষ্ট শেয়ার করার জনয়।এ সব দরকারি পোষ্ট পেলে আমাদের মত নতুন টেডাররা কিছু জানতে পারবে এবং ফরেক্স এ বেশি আগ্রহি হবে। ফরেক্স এ অভিজ্ঞতা অজন এর এক মাত্র উপায় হলো জানতে ও জানার আগ্রহ থাকতে হবে।