View Full Version : ফরেক্স কি বাজি ধরা?
Nishpap Papi
2018-04-08, 09:28 AM
বর্তমানে বিশ্ব ছেয়ে গেসে বাজিকরদের থাবায়. প্রত্যেকটা জায়গায় চলতেসে বাজি. ফরেক্স মার্কেটে আমরা কি কেউ বাজি ধরতেসি? আপনাদের মতামত জানতে চাই.
riponinsta
2018-04-08, 10:08 AM
না ফরেক্স মার্কেট এ ট্রেড করা মানে বাজী ধরা না ফরেক্স মার্কেট এ ট্রেড করা একটা বাবশা আপনি যদি এই বাবশা ভাল করে শিখে বুঝে করতে পারেন তাহলে আপনি অনেক ডলার লাভ করতে পারবেন অনেক মানুষ আছে যারা ফরেক্স মার্কেট এ ভাল করে না বুঝে বড় বড় লট এ ট্রেড করে অ্যাকাউন্ট এর ক্ষতি করে তার চেয়ে শিখে ট্রেড করলে আরও বেশি লাভ করতে পারবেন
expkhaled
2018-04-08, 11:52 AM
বাজি ধরা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে। কিন্তু ফরেক্স ট্রেড কি কখনও ভাগ্যের উপর নির্ভর করে? না। তাহলে আমরা মার্কেট কেন এনালাইসিস করি? অনুমান করার জন্য। একটি ট্রেড আমরা যখন নেই তখন অন্তত ৭০% কনফার্ম করে তারপর নেই। কিন্তু বাজী সব সময় ৫০-৫০ হয় জিতবেন না হয় হারবেন। এখানে একটি ট্রেড যদি আপনি ভালভাবে ফিল্টার করতে পারেন তাহলে ৮০-৯০% পর্যন্ত কনফার্ম করা যায়। সুতরাং এনলাইসিস এর উপর আপনাকে ট্রেড করতে হয় তাই এটা কখনও বাজী ভাবা ঠিক নয়।
habibi
2018-04-08, 01:28 PM
বর্তমানে বিশ্ব ছেয়ে গেসে বাজিকরদের থাবায়. প্রত্যেকটা জায়গায় চলতেসে বাজি. ফরেক্স মার্কেটে আমরা কি কেউ বাজি ধরতেসি? আপনাদের মতামত জানতে চাই.
ফরেক্স আর বাজি দুটাই ভিন্ন জিনিস। ফরেক্স হচ্ছে শেয়ার ব্যবসার মত। এর লাভ/লস নির্ভর করে ট্রেডারদের ট্রেডিং এর অভিজ্ঞতা এবং দক্ষতার উপর। আপনি যদি অভিজ্ঞ ট্রেডার হন তবে আপনি অবশ্যই সফলতার সাথে প্রফিট করতে পারবেন। আর যদি অভিজ্ঞ না হয়ে ট্রেড করেন তবে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন। এখানে আপনাকে মার্কেট আনাল্যাসিস করে সিদ্ধান্ত নিতে হবে। তাই ফরেক্সকে গেম্বলিং সাথে মিশিয়ে ফেলা উচিত নয়।
Fatema
2018-04-08, 02:03 PM
হ্যা বন্ধু আমি আপনার সাথে একমত যে সারা বিশ্ব এখন বাজির থাবায় এবং ফরেক্স ট্রেডিংকেও আপনি বাজি হিসাবে নিতে পারেন তবে যদিও এটা আপনার লজিক্যাল সাইকোলজির বিরুদ্ধে।সেজন্য আমাদের উচিৎ একটা পারফেক্ট ব্যবসায়িক প্লাটফর্মকে শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশে ব্যবহার করা এবং এগুলোর নেতিবাচক ব্যবহারের সুযোগ না নেওয়া যদিও একজন ট্রেডার তা করতে পারে তবে এর ফল হিসাবে ফরেক্স মার্কেট অনেক সময় কঠিন শিক্ষা দেয়।
iloveyou
2018-04-08, 09:04 PM
ভাই বেশ ভাল কথাই বলেছেন, তবে এখানে এই ফরেক্স মার্কেটে বাজি ধরার কোন সুযোগ নেই। কেননা এই মার্কেটটি কখন কোন দিক মুভ করবে সেটার সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারবে না। তবে আমরা শুধু মোটামুটি একটা ধারনা নিয়ে মার্কেটে ট্রেড করে থাকি। তাই এটা অনেক সুন্দর ও সুশীল একটা ব্যবসা। যদি এই ব্যবসাটাকে আপনি কঠিণভাবে দেখেন তাহলে এটা কঠিণ, আর যদি সহজ ভাবে এবং ঠান্ডা মাথায় এই ব্যবসাটাকে পরিচালনা করতে পারেন, তবে আশা করা যায় আপনি ভাল উপার্জন করতে পারবেন।
Mamun13
2018-08-27, 08:18 AM
ফরেক্স মার্কেট অত্যন্ত কঠিন জায়গা,এই জায়গায় কোনো বাজিকরদের পাত্তা নাই৷আমাদের মাঝে অনেকেই আছে বাজি ধরা তাদের পেশা ও নেশা হয়ে গেছে৷তাই তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে তাদের মনমতো বাজি ধরে আয় রোজগার করতে চায়৷কিন্তু তারা জানে না ফরেক্স মার্কেট বাজি ধরার কোনো স্থান নয়৷তাই আপনারা কেউই কখনোও ভুল করেও ফরেক্স মার্কেটের কোনো বিষয় নিয়ে বাজি ধরার চিন্তা করবেন না৷ফরেক্স মার্কেট সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মুদ্রা বাজার-এখানে বিশ্বের বড় বড় ব্যাংক গুলো সহ ফিনান্সিয়াল প্রতিষ্ঠান এবং আমরা সবাই নগদ টাকা পুঁজি খাটিয়ে ব্যবসা করে থাকি৷এটা আন্তর্জাতিক ব্যবসার প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক মুদ্রা বাজার-এটা কখনোই বাজি ধরার প্ল্যাটফর্ম নয় অথবা এখানে বাজি ধরার মতো কোনো কিছুই ঘটে না৷
saraa
2020-03-16, 09:33 AM
ফোরামে দীর্ঘ সময় ধরে থাকা থ্রেডগুলি বন্ধ করা এবং দীর্ঘতর থ্রেডগুলি ভাগ করার জন্য এটি ভাল ধারণা। এটি যারা কোনও বিষয়ে তথ্য অনুসন্ধান করছে তারা যখন খুব কম পোস্ট থাকবে তখন এটি কোনও থ্রেডে সহজেই খুঁজে পেতেসহায়তারবে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে থ্রেডগুলি সমান হয় সেগুলিরও একটি থ্রেড বন্ধ রয়েছে। এটিও বেশ ভাল।আমরা ইতিমধ্যে বিষয় নিয়ে থ্রেড তৈরি করি না তা নিশ্চিত করে আমরা মডারেটরদেরও সহায়তা করতে পারি। আমরা প্রথমে থ্রেডটি অনুসন্ধান করতে পারি এবং কেবলমাত্র নতুন থ্রেড তৈরি করতে পারি যখন আমরা যাচাই করেছি যে অনুরূপ বিষয় ইতিমধ্যে বিদ্যমান নেই।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.