PDA

View Full Version : ট্রেড এ লাভ হলে কি করবেন....



expkhaled
2018-04-10, 07:22 PM
আমরা সবাই ফরেক্স ট্রেড করি লাভ করার জন্য। কিন্তু লাভ হলে আমরা কি করি? আরও বেশী রিস্ক নেই পরবর্তী ট্রেড এর জন্য এবং ওভার কনফিডেন্ট হয়ে যাই মনে করি যে, মার্কেট এর সব বিদ্যা শেখা হয়ে গেছে এবং আমরা তখন কোন রকমের মানিম্যানেজমেন্ট এর তোয়াক্কা না করে ট্রেড করা শুরু করি এবং ফলাফল আরও বড় লস। আমাদের যা করা উচিত, লাভ হলে প্রাথমিক ভাবে অন্তত ২৪ ঘন্টা ট্রেড থেকে বিরতি নিতে হবে কারন আপনি যদি তখন মার্কেট সামনে থাকেন তাহলে আপনি আরও বড় লটে ট্রেড করতে চাইবেন। সুতরাং কিছু নিয়ম কানুন আছে যে গুলো আমাদের মেনে চলা উচিত সফলতার জন্য। লাভ হলে বেশী খুশি হওয়ার কিছু নেই কারন পরবর্তীতে লসও হতে পারে সুতরাং সিস্টেম এর দিকে নজর দিন।

iloveyou
2018-04-10, 09:18 PM
ভাই আমি যখন কোন ট্রেডে লাভ করে থাকি, তখন অন্যান্য সকলের মতই অনেক আনন্দ উপভোগ করি। এবং পরবর্তিতে যাতে আরও ভালভাবে ট্রেড নিতে পারি সেই চেষ্টায় সবকিছু আগে ভালভাবে এ্যানালাইসিস করে তারপর আমি ট্রেডিং এর পিপারেশন নিয়ে থাকি। কেননা এখানে উত্তেজিত হয়ে কিংবা বেশি রিস্ক নিয়ে ট্রেড করা কখনই উচিৎ* হবে না, এখানে ধৈর্য্য নিয়ে ধীর-স্থিরভাবে আপনাকে আগাতে হবে।

alamsat
2018-04-10, 09:38 PM
ফরেক্স এ যখন অনেক লাভ হয় সেদিন মনটা অনেক ভালো থাকে. তাই আর ও ট্রেডিং করতে মন চাই তাই ট্রেডিং ও করছি কিন্তু সব লস করে ফেলি. তাই এখন চিন্তা করছি মার্কেট যখন আমার অনুকূলে না আসবে ততক্ষন ট্রেডিং করবো না তাই ১০ দিন অপেক্ষা করতে হয় করবো কিন্তু আর ভুল ট্রেড করবো না. ভুল ট্রেড করে অনেক লস করছি আমি. তাই সবাই কে বলবো ট্রেডিং এ যখন দেখবেন আপনি লাভ করবেন তখন ই ট্রেড ওপেন করুন রিস্ক নিয়ে কোনো ট্রেড ওপেন করবেন না.

riponinsta
2018-04-12, 11:04 AM
ফরেক্স মার্কেট এ আপনি যদি পরপর অনেক গুল ট্রেড এ লাভ করেন তাহলে আবেগ এ বড় লট এ ট্রেড করা যাবে না কারন অনেক গুল ট্রেড লাভ হবার পর দুই একটা ট্রেড লস হতে পারে এতে আপনার বড় লস হতে পারে তাই আপনি যখন পরপর নিয়মিত লাভ করবেন তখন আপনি আরও সাবধান এ ফরেক্স মার্কেট এ ট্রেড করবেন

hasem79
2018-04-14, 07:20 PM
আমার সিস্টেম ঠিক আপনার উল্টো। আমি যেদিন প্রফিট করি সেদিন কম বেশি যতগুলো ট্রেড করি সব গুলোতে প্রফিটেবল থাকি। তাই যেদিন লাভ হয়ে থাকে সেই দিনে আমি আরও ট্রেড এর স্কোপ খুজে ট্রেড করে থাকি। ঠিক যেদিন একটা ট্রেড এ লস হয়ে যায় সেদিনকার মত ট্রেড অফ করে দিয়ে নিশ্চিন্তে ঘুম দেই। কারণ ঐ দিনটা যত যাই করি আমার না। তাই আমি আমার মত করে ট্রেড করাই পছন্দ করি।

Mamun13
2018-04-17, 09:43 PM
ফরেক্স মার্কেটে আপনার ট্রেডে যখন প্রফিট হবে তখন প্রফিটের টাকা সাথে সাথে তুলে হাতে নিয়ে নিবেন৷সেখান থেকে কিছু টাকা দিয়ে মা-বাবা-ভাই-বোন-স্ত্রী-সন্তান অর্থাৎ পরিবারের সকলেরই জন্য কিছু কিছু খরচ করবেন৷এতে আপনার পরিবারের সবাই আপনার প্রতি খুশি থাকবে এবং আপনার ব্যবসাকে উৎসাহ দিবে৷কিছু টাকা দিয়ে ফকির-মিসকিনদের পোলাও-মাংস রান্না করে খাওয়াবেন৷এতে তাদের আত্মা থেকে এক বিশেষ দোয়া লাভ করবেন৷সম্ভব হলে কিছু পশু-পাখিকে তাদের পছন্দনীয় খাবার খাওয়াবেন৷কারণ পশু-পাখিরাও আমাদের জন্য রহমত বরকত কামনা করতে পারে৷আমাদের আয় রোজগারের উপর তাদের সকলেরই হক রয়েছে৷তাদের সকলের দো’য়ায় আমরা যেন লসের যাতাকল থেকে মুক্ত হতে পারি৷যদিও এই বিষয়গুলো যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমি আমার প্রফিটের টাকা দিয়ে এইসব কাজগুলোই বেশির ভাগ করে থাকি৷আর যদি প্রফিটের টাকা দিয়ে আপনারা নিজের ইচ্ছামত আজে বাজে ফালতু খরচ করেন তাহলে আপনার মাথার মেজাজ অহংকারী হয়ে উঠবে এবং সেই দাপটে আত্ন-অহমিকায় আপনি পুনরায় লস করতে শুরু করবেন৷প্রফিট হলে সবাই নিজেকে নিয়ন্ত্রণ এবং সাবধান রাখার চেষ্টা করবেন৷

mdsakil
2018-04-18, 09:26 AM
আমার প্রথম লক্ষ হলো মারর্কেটে টিকে থাকা। আমি নিয়মিত লাভ করছি, আরো লাভ করতে চাই। মারর্কেটে থেকে লস হয় না এমন লোক পাওয়া যাবে না। তবে লস থেকে লাভ বেশি করতে হবে। নিজে থেকে কিছু করতে চাইছিলাম তাই এটাই শুরু করলাম। আশা করি টিকে থেকে নিয়মিত লাভ করতে পারবো। মুলধন কম তাই স্বাভাবিক ভাবে মুনাফা ও কম। এই অবস্তা থেকে মুক্তি পাওয়ার চেষ্টায় আছি কি করতে পারবো জানি না। লাভ করতে পারলে পরিবার নিয়ে ভালো ভাবে থাকতে চাই। প্রচুর লাভ করতে চাই।

souravkumarhazra6763
2018-06-24, 01:11 PM
ফরেক্স হতে প্রফিট হলে আমি তা উঠিয়ে নিয়,আমি ট্রেড এ বেশি রিস্ক নিয় না,আমি লং টাইম এন্ট্রি নিয়ে থাকি,তাই প্রফিট হবার পর ব্যস্ত হয়ে যাই না,আমি আমার এন্যালাইসিস এর মত এন্ট্রি লেট এ পেলে তখন এন্ট্রি নিয়,আমি মনে করি প্রফিট হলে উঠিয়ে নেওয়া তাই শ্রেয়।

Sakib42
2021-09-21, 03:09 PM
ট্রেডে লাভ হলে আমাদের অবশ্যই করণীয় বিষয় হচ্ছে ট্রেড ক্লোজ করে উইথড্র দিয়ে টাকা আমাদের কাছে নিয়ে আসা। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা এ কাজটি করে না আর এই কাজটি না করার পেছনে সব চেয়ে বড় কারন হচ্ছে লোভ করা। লোভ এর কবলে পড়ে তারা ট্রেড ক্লোজ করে না দেখা গেছে লাভ হলে পুনরায় আবার আবেগের বশবর্তি হয়ে এন্ট্রি নেয় এবং সেই সময় সকল ব্যালেন্স হারিয়ে ছন্নছাড়া হয়ে যায় কি করবে ভেবে পায়না। তাই আমাদের যেন এমন অবস্থা তা না পড়তে হয় তার কারণে লাভ হলে আমাদের উচিত সেই লাভ উঠিয়ে নেওয়া। এবং টাকা আমাদের একাউন্টে জমা হওয়ার পর পুনরায় ভালোমতো মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেডিং করা উচিত এটাই সবচেয়ে ভালো রাস্তা ফরেক্সে বেশিদিন টিকে থাকার জন্য।

Mas26
2021-09-21, 10:28 PM
ফরেক্স মার্কেটে আমরা অনেক ট্রেডার আছি ট্রেড লাভ হওয়ার পরে সাথে সাথে কেটে দেই।আবার অনেকে আছে ট্রেড লাভ হওয়ার পরেও চিন্তা করে মার্কেট আরো উপরের দিকে যাবে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে মার্কেট নিচে নেমে গেছে।লসে পরিণত হয়েছে এটা আসলে আপনি লাভ যদি ধরে রাখতে চান তাহলে আপনি এই লাভের মধ্যে আপনি স্টপ লস ব্যবহার করতে পারেন এবং সেটাতে আপনি খুব ভালো একটি প্রফিট করতেও পারেন আবার লস হলে একটু কম এর মধ্যে আপনার ট্রেড টা থেকে যাবে।আবার কিছু কিছু মানুষ আছে যারা ট্রেড লাভ হওয়ার পরে ক্লোজ করে দেয় ঠিকই কিন্তু পরবর্তীতে আবার ট্রেড নিয়ে থাকেন বেশি লাভের আশায় এটা আসলে ঠিক না আপনি যদি ট্রেড ক্লোজ করে দিয়ে আপনার ব্যালেন্সটা উঠিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য ভাল।

আমি মনে করি এই ভুলটা একজন ট্রেডারের পক্ষে করা আসলেই উচিত না। কারণ অনেক সময় আপনি যদি লাভ করেন তার পরেও আপনার রিক্স থেকে যায় কারণ বড় ধরনের উড্রো দিতে গেলে অনেক সময় অনেকে কারণে তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সঠিকভাবে করা থাকে না টপ লেভেল ভেরিফিকেশন না থাকলে এ ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়।

Starship
2021-09-23, 11:37 PM
এটা অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ট্রেড করে প্রফিট হলে পরবর্তীতে কি করব? আমার মধ্যে প্রকৃত এর পরবর্তী সময়ে মার্কেট থেকে দূরে থাকাটা মঙ্গলকর মনে করি। কেননা পরবর্তী সময়ে মার্কেটে ট্রেড করার জন্য আপনার যথেষ্ট হবে আর সেই সময়কে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ইতিবাচক হয় না। সেইসময়ে ট্রেডগুলো যত যত নিয়মের মধ্যে দিয়ে করা হয় না যার জন্য লসের সম্ভাবনা বেশি থাকে। তাই প্রফিট করে উইথড্র দেওয়া আমি সঠিক সিদ্ধান্ত মনে করি।

samun
2021-10-31, 04:37 PM
ফরেক্স মার্কেটে আমি সবসময় অল্প লোভের উইথড্র দিয়ে দি আমি কখনো দীর্ঘ সময় অপেক্ষা করে বেশি লাভের জন্য অপেক্ষা করি না অধিক লাভের আশায় যদি ফরেক্স মার্কেট এ আপনি দীর্ঘ সময় পার করেন তাহলে সেটি আপনার বিপরীতমুখী হতে পারে যা কেউ বলতে পারে না তাই ফরেক্স মার্কেটে আমি অল্প প্রফিট এই সেটা উঠিয়ে নিয়ে একাউন্ট এ জমা করি