Log in

View Full Version : ট্রেডিং সিস্টেম বুঝে ট্রেড করতে হবে



riponinsta
2018-04-11, 12:13 PM
ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা নিজের ট্রেডিং সিস্টেম ভাল বুঝে না তার কারন এ লস করে ফরেক্স মার্কেট এ আপনি যে ট্রেডিং সিস্টেম এ ট্রেড করছেন সেই ট্রেডিং সিস্টেম ভাল করে বুঝে সেই ট্রেডিং সিস্টেম এ নিয়মিত ট্রেড করতে হবে আর সেই ট্রেডিং সিস্টেম এর বাইরে ট্রেড করা যাবেনা এতে আপনার লস হতে পারে

expkhaled
2018-04-11, 02:12 PM
হ্যা সিস্টেম এর বাইরে গিয়ে ট্রেড করা যাবে না। যখণ আপনি সিস্টেম এর বাইরে ট্রেড করবেন তারমানে আপনি ওভারট্রেডিং করছেন। আর ওভারট্রেডিং কখনও সুফল বয়ে আনে না। যদি আপনি সিস্টেম এর মধ্যে থেকে ট্রেড করতে চান তাহলে চার্ট কম দেখবেন। ধরুন আপনি ট্রেড নিয়েছেন তখন আর চার্ট দেখার কোন প্রয়োজন নেই, যদি চার্ট দেখতে থাকেন তাহলে আপনার ট্রেড করার ইচ্ছা জাগবে, এবং এটাই সাইকোলজিক্যাল সমস্যা ট্রেডিং এর জন্য।

iloveyou
2018-04-11, 06:54 PM
অবশ্যই আপনি যদি ট্রেড করার সময় ট্রেডিং সিস্টেম না বোঝেন কিংবা কোন ট্রেডিং সিস্টেম ছাড়া এখানে ট্রেড করেন, তাহলে সেটা হবে আপনার সবথেকে বড় ভুল। তাই এখানে ট্রেড করতে হলে আপনাকে আগে নিজের একটা ভাল ট্রেডিং সিস্টেম বানিয়ে নিয়ে সেটার বেসিসেই বুঝে-শুনে আপনাকে ট্রেড করা জানতে হবে। কেননা এখানে যতজন ট্রেডার রয়েছেন, তাদের সকলেই তাদের নিজেস্ব একটা ট্রেডিং সিস্টেম অনুযায়ী এবং সেভাবেই সেটাকে অনুসরণ করে তারা সামনে এগিয়ে চলেছে।

hasem79
2018-04-11, 07:51 PM
আপনার ট্রেডিং সিস্টেম যদি আপনি না ই বুঝেন তবে লাভ করবেন কি করে? আপনাকে আপনার স্ট্রাটেজির ইনস আউট সব ভাল ভাবে বুঝতে না পারলে আপনি কখনও প্রফিটেবল হতে পারবেন বলে আমার মনে হয় না। আপনাকে বেশ ভাল ভাবে এটা বুঝতেই হবে এর কোন বিকল্প আছে বলে আমার জানা নেই।

Mamun13
2018-08-25, 08:48 AM
ভাই,আমরা সবাই জানি প্রত্যেকটি কাজের নির্দিষ্ট কিছু সিস্টেম বা পদ্ধতি বা কলাকৌশল থাকে৷এসব কলাকৌশলগুলো ভালোভাবে শিখে বুঝে জেনে তারপর সংশ্লিষ্ট কাজটি করতে হয়৷তাহলে সেই কাজে আমরা সফল হই আর না পারলে ব্যর্থ হই-এটাই চিরন্তন বাস্তব সত্য কথা৷ফরেক্স মার্কেটেও অসংখ্য বিষয়ে রয়েছে,কলাকৌশল রয়েছে,পদ্ধতি রয়েছে,সিস্টেম রয়েছে...আপনি যাই বলুন না কেন ট্রেড করার জন্য পর্যাপ্ত পরিমাণ নিয়ম-কানুন রয়েছে৷এই বিষয়গুলো বিভিন্ন সোর্স থেকে জানতে হয় শিখতে হয় বুঝতে হয় এবং সেগুলোকে ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিন চর্চা করে করে নিজের জন্য একটি সঠিক কার্যকরী ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করে নিতে হয়৷আপনার ট্রেডিং সিস্টেম যতদিন না সেট হবে ততদিন আপনি ফরেক্স মার্কেট থেকে নিয়মিত প্রফিট করতে পারবেন না৷তাই প্রথমে ফরেক্স ট্রেডের খুঁটিনাটি সহ সকল কলাকৌশলগুলো আয়ত্ত করার চেষ্টা করুন৷

SHARIFfx
2018-08-25, 11:16 AM
আসলে বাতাস যেমন দিক পরিবর্তন করে ফরেক্স মার্কেট তেমন দিক পরিবর্তন করে। আমাদের কে মার্কেট এর ট্রেন্ড বুজতে হবে। মার্কেট এর ট্রেন্ড বুজতে পারলে ফরেক্স এ প্রফিট করা সম্ভব। তাই আমাদের কে জেই সিস্টেমে ফরেক্স এ প্রফিট করা সহজ সেই সিস্টেমে ফোল করতে হবে।

TanjirKhandokar1994
2019-07-29, 08:23 AM
অবশ্যই ফরেক্স ট্রেডিং এ ট্রেডিংং সিস্টেম বুঝে ট্রেড করতে হবে। আর এই ট্রেডিং সিস্টেম বুঝতে হলে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ হতে হবে এবং এই মার্কেটের সকল প্রকার এনালাইসিস ভালো করে জানতে হবে। এর কোন বিকল্প কিছু নাই বলে আমি মনে করি। ফরেক্সে একজন দক্ষ ট্রেডারই পারে তার ভাগ্যের পরিবর্তন করতে। আর একজন দক্ষ ট্রেডারের ট্রেডিং কৌশল অন্য সব ট্রেডারদের থেকে সবসময়ই আলাদা হয়ে থাকে। তাই আমিও আপনার সাথে একমত যে আমাদের সকলেরই উচিত ফরেক্স ট্রেডিং এ ট্রেডিং সিস্টেম বুঝে সকলের ট্রেড করা। ধন্যবাদ

Hredy
2019-07-29, 09:45 AM
ফরেক্স কোন জুয়া না এখানে বুঝেশুনে ট্রেড করতে হয়। না বুঝে ট্রেড করলে একাউন্ট জিরো হয়ে যাবে। ট্রেডিং এ দক্ষতা অর্জন এর জন্য কিছু পন্থা অবলম্বন করতে হয়। ফরেক্স মার্কেট এর সকল প্রকার এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি ফলো করতে হয়। একজন দক্ষ ট্রেডার কখনোই না বুঝে ট্রেড করবে না কারণ ফরেক্স এ টিকে থাকতে গেলে দরকার ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান এবং তার এপ্লিকেশনস। ভালো ট্রেড করে লাভ করতে হলে অবশ্যই ট্রেডিং সিস্টেম বুঝতে হবে।