PDA

View Full Version : এই মাসের ট্রেড!



hasem79
2018-04-11, 10:57 PM
একটা জিনিস মাথায় ঢুকে না যে - আমি যখনই মার্কেট থেকে কোন স্থানে এক্সিট করি তখনই মাার্কেট এ আসল মূভ আসে। আবার যদি কোন পজিশন হোল্ড করে বসে থাকি তবে তাতে লস হতেই থাকে। গত মাসে - ইউ এসডি/কেড পেয়ারে সেল ট্রেড করে একটা একাউন্ট জিরো করেছি। সেই পেয়ার এখন আমার টিপি ব্রেক করে আরও নিচে নেমেছে। মেজাজটা যার পর নাই খারাপ লাগে যখন এরকম ঘটে কারো সাথে। অন্য কারো সাথে কি ঘটে জানি না তবে আমি এই বস্তুর সাথে নিয়মিত পরিচিত। আর ভাল লাগে না এই ক্যাচাল।

expkhaled
2018-04-12, 09:54 AM
আপনি কোন ট্রেডিং সিস্টেম এ ট্রেড করেন সেটা একবার চেক করা দরকার। আর আপনি যদি মানিম্যানেজমেন্ট না করেন তাহলে ট্রেড এ বেশীদিন টিকতে পারবেন না সুতরাং মানিম্যানেজ অবশ্যই গুরুত্বপূর্ন ট্রেডিং এর জন্য। অবশ্যই স্টপলস টেকপ্রফিট ব্যবহার করা শিখবেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর ব্যপারে সঠিক জ্ঞান নিতে হবে। আপনার যে ট্রেড আটকে থাকে বা বিপরীত দিকে যায় তার কারণ হলো আপনি ট্রেন্ড এর শেষ দিকে ট্রেড নেন অথবা মার্কেট যখন কনসলিডেট তখন অাপনি এন্ট্রি নেন। সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্স চেক করে ট্রেড নিবেন আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। আর আপাতত আপনি ডেমো ট্রেড করেন ভাল হবে।

jasminbd
2018-04-12, 10:19 AM
একটা জিনিস মাথায় ঢুকে না যে - আমি যখনই মার্কেট থেকে কোন স্থানে এক্সিট করি তখনই মাার্কেট এ আসল মূভ আসে। আবার যদি কোন পজিশন হোল্ড করে বসে থাকি তবে তাতে লস হতেই থাকে। গত মাসে - ইউ এসডি/কেড পেয়ারে সেল ট্রেড করে একটা একাউন্ট জিরো করেছি। সেই পেয়ার এখন আমার টিপি ব্রেক করে আরও নিচে নেমেছে। মেজাজটা যার পর নাই খারাপ লাগে যখন এরকম ঘটে কারো সাথে। অন্য কারো সাথে কি ঘটে জানি না তবে আমি এই বস্তুর সাথে নিয়মিত পরিচিত। আর ভাল লাগে না এই ক্যাচাল।

তার মানে আপনি সঠিকভাবে আনাল্যসিস করে মার্কেটে এন্ট্রি নিতে পারেননি বা কোন প্রকার আনাল্যসিস ছাড়া বা প্লান ছাড়া মার্কেটে এন্ট্রি নিয়েছেন। ফান্ডামেন্টাল হোক, বা টেকনিক্যাল হোক বা সেন্টিমেন্টাল আনাল্যসিস হোক এর যে কোন একটি মাধ্যমে আপনাকে ট্রেড করতে হবে, তা না হলে এই ধরনের পরিস্থিতি বারেবারে ঘটবে।
আর আপনি যদি নিজে আনাল্যসিস করতে না পারেন তাহলে আপনি অন্যদের আনাল্যসিসগুলো থেকে সাহায়তা নিতে পারেন। এই ফোরামে ইদানিং অনেকে সিগন্যাল দিয়ে থাকে। এছাড়াও ইন্সটাফরেক্সের অনেক অভিজ্ঞ আনাল্যসিস্ট বিভিন্ন পেয়ারের সিগন্যাল দিয়ে থাকে সেখান থেকেও মার্কেটে এন্ট্রি এবং এক্সিট সম্পর্কে ধারনা পাওয়া যায়। আমি লিঙ্কটি নিচে দিয়ে দিব। আর আবারো বলছি কোন প্রকার আনাল্যসিস ছাড়া ট্রেড ওপেন করবেন না।
আনাল্যসিসঃ https://www.instaforex.com/forex_analysis

riponinsta
2018-04-12, 10:49 AM
আমার মতে হয় আপনি যে ট্রেডিং সিস্টেম এ ট্রেড করছেন সেই ট্রেডিং সিস্টেম আপনি ভাল মত বুঝতে পারছেন না এই কারন এ আপনি বারবার লস করছেন আপনি আপনার ট্রেডিং সিস্টেম টা ভাল করে বুঝে ট্রেড করেন তাহলে আপনি বেশি বেশি ট্রেড এ লাভ করতে পারবেন আর আপনার ট্রেডিং সিস্টেম এর সাথে অন্য এনাল্যসিস মিলিয়ে ট্রেড করতে পারেন

alamsat
2018-04-12, 10:55 AM
আপনি ফরেক্স নিউস এনং এনালিসিস গুলি ভালো করে পড়ে তারপর ট্রেড করেন দেখবেন লস কম হবে. আমি আপনাকে একটি লিংক দেব যদি ভালো মনে করেন নিউস ও এনালিসিস গুলি পড়ে ট্রেড করে দেখতে পারেন হয়তো লাভ করতে পারেন লিংক টি হলো- https://www.instaforex.com/forex_analysis--আপনি এখানে অনেক এনালিসিস পাবেন. সব গুলি পেয়ার এ আপনি এনালিসিস পাবেন যেটা আপনি ভালো মনে করেন সেই পেয়ার এ আপনি ট্রেড করতে পারবেন.

hasem79
2018-04-14, 05:58 PM
তার মানে আপনি সঠিকভাবে আনাল্যসিস করে মার্কেটে এন্ট্রি নিতে পারেননি বা কোন প্রকার আনাল্যসিস ছাড়া বা প্লান ছাড়া মার্কেটে এন্ট্রি নিয়েছেন। ফান্ডামেন্টাল হোক, বা টেকনিক্যাল হোক বা সেন্টিমেন্টাল আনাল্যসিস হোক এর যে কোন একটি মাধ্যমে আপনাকে ট্রেড করতে হবে, তা না হলে এই ধরনের পরিস্থিতি বারেবারে ঘটবে।
আর আপনি যদি নিজে আনাল্যসিস করতে না পারেন তাহলে আপনি অন্যদের আনাল্যসিসগুলো থেকে সাহায়তা নিতে পারেন। এই ফোরামে ইদানিং অনেকে সিগন্যাল দিয়ে থাকে। এছাড়াও ইন্সটাফরেক্সের অনেক অভিজ্ঞ আনাল্যসিস্ট বিভিন্ন পেয়ারের সিগন্যাল দিয়ে থাকে সেখান থেকেও মার্কেটে এন্ট্রি এবং এক্সিট সম্পর্কে ধারনা পাওয়া যায়। আমি লিঙ্কটি নিচে দিয়ে দিব। আর আবারো বলছি কোন প্রকার আনাল্যসিস ছাড়া ট্রেড ওপেন করবেন না।
আনাল্যসিসঃ https://www.instaforex.com/forex_analysis

আমি সচরাচর এনালাইসিস করেই তার পরে এন্ট্রি নিয়ে থাকি। গত মাসে ডলার/কানাডা পেয়ারের মূভমেন্ট কোন লজিক ছাড়াই আপসাইডে গেছে। ফান্ড/টেক/সেন্টি কোন এনালাইসিসই বলে নাই যে মার্কেট বাই মুডে থাকবে তারপরেও গেছে। এখানে এনালাইসিস না করতে পারলে এত দিন মার্কেট এ থাকতাম না।
আর আমি কখনও কারো এনালাইসিস ফলো করি না। কারো এনালাইসিস আমার লজিক মত মিললেই আমি সেটা দেখি অথবা ইগনোর করি। পরামর্শের জন্য ধন্যবাদ।

hasem79
2018-04-14, 06:00 PM
আপনি ফরেক্স নিউস এনং এনালিসিস গুলি ভালো করে পড়ে তারপর ট্রেড করেন দেখবেন লস কম হবে. আমি আপনাকে একটি লিংক দেব যদি ভালো মনে করেন নিউস ও এনালিসিস গুলি পড়ে ট্রেড করে দেখতে পারেন হয়তো লাভ করতে পারেন লিংক টি হলো- https://www.instaforex.com/forex_analysis--আপনি এখানে অনেক এনালিসিস পাবেন. সব গুলি পেয়ার এ আপনি এনালিসিস পাবেন যেটা আপনি ভালো মনে করেন সেই পেয়ার এ আপনি ট্রেড করতে পারবেন.

আমি সচরাচর কোন ব্রোকারের এনালিসিস এবং নিউজ দেখি না। আমি সাধারণত ফরেক্স ফ্যাকটরিতে নিউজ এবং মাঝে সাঝে ফোরামে দুই একটা এনালাইসিস দেখি। আমি সাধারণত নিজের বুদ্ধিতে ট্রেড করাই বেশি প্রিফার করি। ধন্যবাদ।

hasem79
2018-04-14, 06:59 PM
আমার মতে হয় আপনি যে ট্রেডিং সিস্টেম এ ট্রেড করছেন সেই ট্রেডিং সিস্টেম আপনি ভাল মত বুঝতে পারছেন না এই কারন এ আপনি বারবার লস করছেন আপনি আপনার ট্রেডিং সিস্টেম টা ভাল করে বুঝে ট্রেড করেন তাহলে আপনি বেশি বেশি ট্রেড এ লাভ করতে পারবেন আর আপনার ট্রেডিং সিস্টেম এর সাথে অন্য এনাল্যসিস মিলিয়ে ট্রেড করতে পারেন

আপনার কমেন্টটা অসাধারণ লেগেছে! আমি যে সিস্টেম এ ট্রেড করছি আমি সেটা এখন ও বুঝতে পারি নি! আসলেই আপনার কমেন্ট টা এপিক কমেন্ট হিসেবে স্বীকৃত হতে পারে। যাই হোক - একটা ট্রেডিং স্ট্রাটেজির(যেটা আপনি ফলো করেন) সংঙ্গা ভাল ভাবে শিখে নিয়েন যেটা কেউ তার নিজের স্ট্রাটেজি হিসেবে ব্যবহার করে থাকে। ধন্যবাদ।

hasem79
2018-04-14, 07:02 PM
আপনি কোন ট্রেডিং সিস্টেম এ ট্রেড করেন সেটা একবার চেক করা দরকার। আর আপনি যদি মানিম্যানেজমেন্ট না করেন তাহলে ট্রেড এ বেশীদিন টিকতে পারবেন না সুতরাং মানিম্যানেজ অবশ্যই গুরুত্বপূর্ন ট্রেডিং এর জন্য। অবশ্যই স্টপলস টেকপ্রফিট ব্যবহার করা শিখবেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর ব্যপারে সঠিক জ্ঞান নিতে হবে। আপনার যে ট্রেড আটকে থাকে বা বিপরীত দিকে যায় তার কারণ হলো আপনি ট্রেন্ড এর শেষ দিকে ট্রেড নেন অথবা মার্কেট যখন কনসলিডেট তখন অাপনি এন্ট্রি নেন। সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্স চেক করে ট্রেড নিবেন আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। আর আপাতত আপনি ডেমো ট্রেড করেন ভাল হবে।

ট্রেন্ড এবং কনসলিডেশন এর স্থানে আমি শতভাগ আপনার সাথে একমত। আমি ও নিজে বুঝতে পারি যে এখানে এন্ট্রিটা সঠিক হচ্ছে না - কিন্তু বেশির ভাগ সময় প্রফিটেবল থাকাতে মাঝে মাঝে নিজের মধ্যে ওভার কনফিডেন্ট এর কারণে কখনও সখনও ইগনোর করি। যাই হোক আপনাকে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Mamun13
2018-08-24, 08:24 PM
এরকম সমস্যা আমার বিগত কয়েক বছরে সর্বদাই হতো৷তখন মনে হতো কেন এরকম হচ্ছে ?? এর সঠিক কারণগুলো খুঁজে বের করতে করতে আমার গত পাঁচটি বছর হাওয়ার উপর দিয়ে চলে গেল৷এ ধরনের সমস্যার মূল কারণ হচ্ছে-আমি বা আমরা অনেকেই সঠিক সময়ে যথাযথ স্থানে এন্ট্রি করতে পারি না,আমরা পরিস্কার ভাবে trend বুঝতে পারিনা, পরিষ্কারভাবে support/ resistance level গুলো বুঝতে পারি না…. তাই ভূল এন্ট্রি করে বসি৷আর এই ধরনের ভুল এন্ট্রি করার পর market আমাদের বিপরীত দিকে মুভ করে৷ফলে আমাদের প্রচুর লস গুনতে হয় এবং আপনার মত একাউন্টের ব্যালেন্স প্রায়ই শূন্য হতে দেখেছি৷আমার যে কতবার ব্যালেন্স শুন্য হয়েছে তার হিসাব নাই৷এসব কিছুর মূল কারণ হচ্ছে আমরা সঠিক সময়ে যথাযথ স্থানে এন্ট্রি করতে ব্যর্থ হই৷আমরা সময় ও সুযোগের সদ্ব্যবহার করতে পারি না,কখন কোথায় Buy বা Sell এন্ট্রি করব ? তা পরিষ্কারভাবে অনেকেই জানি না৷ফলে আমাদের লস হতেই থাকে৷

shohedullaearn
2023-07-29, 10:28 AM
ভাই যে মাস নিয়ে কথা বলেছে সেটা ২০১৮ সালের ছিল কিন্তু আমি 2013 সালে এসে পোস্টটি দেখছি যে কারণে আমার মনে হয় পোষ্টের গুরুত্ব অতটা নাই বলে কিন্তু এরকমের ডেডিকেশন দিয়ে সবাই আশা করি পোস্ট করলে আমাদের অনেক সুবিধা হবে বলে আমার মনে হয়।