Log in

View Full Version : কোন সিগন্যাল প্রোভাইডাারের সিগন্যাল ইউজ



hasem79
2018-04-14, 05:51 PM
গত কয়েকদিন আগে একজন লিজেন্ডারি ট্রেডারের ( যদিও উনি কোন লিংক বা ইনভেস্টর পাস দিতে অস্বীকৃতি জানিয়েছেন) সোস্যাল মিডিয়াতে একটা বিজ্ঞাপন আমার নজর কেড়েছিল। মাত্র ১৫ ডলারের বিনিময়ে তিনি পুরো মাসে আপনাকে সিগন্যাল প্রোভাইড করবেন। তো - সেই জনাবকে বললাম যে তিনি কত পিপের সিগন্যাল দিবেন। তিনি বললেন - সেটা হতে পারে ১০০০ পিপ অবার ১০ পিপও। আমি আমার স্ট্যাটিকটিকস শেয়ার করাতে তিনি যার পর নাই মাইন্ড খেলেন এবং মন্তব্য করলেন - ইন্সটা ব্রোকারে নাকি এইসব প্রফিট মেইক করে দেখানো যায়। আমি ও তিনাকে বললাম আমাকে একটা তিনি মেইক করে দেখান। তিনি আমার ইনবক্সে এসে যা তা বলে শেষে পালিয়ে গেলেন। ট্রেডার ভাইদের প্রতি অনুরোধ এই ধরনের ধান্ধাবাজ সব স্থানে উপস্থিত আছে আপনাকে বড়শিতে গাথার জন্য। একটা কথা মাথায় রাখবেন সাবধানের মার নেই। একবার ধরা খাবার থেকে সময় দিয়ে শিখুন।

expkhaled
2018-04-14, 07:17 PM
সিগ্ন্যাল প্রোভাইডার যত দেখেছি সবই ধান্দবাজ মনে করেন নিজে ভাল ট্রেড করতে পারেন নাই তাই এখন অন্যের ট্রেড ধ্বংশ করার জন্য কাজ করে। আর এই ধান্দা বাজদের কাছে কিছু অলস ট্রেডার আছেন যারা নিজে একটু কষ্ট শিখতে বা একটু প্র্যাকটিস করলে হয় কিন্ত করেন না অলসতার কারনে তারাই ধরা খান। এত সহজে কি আর ফরেক্স থেকে আয় করা যায়। আসলে কিছু ট্রেডার আছেন যারা একটা কথা বুঝতে চান না যে ফরেক্স থেকে সিগ্ন্যাল আর রোবট দিয়ে যদি এত সহজে আয় করা যেত তাহলে অনেক মানুষের হাতে টাকা থাকতো। ফরেক্স থেকে আয় করতে হলে নিজে থেকেই করতে হবে এবং এটাই বাস্তব।

riponinsta
2018-04-15, 01:22 PM
আমার মতে ফরেক্স মার্কেট এ কারর সিগন্যাল দেখে ট্রেড না করাই ভাল কারন সিগন্যাল দেখে ট্রেড করলে আপনি কিছু শিখতে পারবেন না আর সে যদি সিগন্যাল দেওয়া বন্ধ করে দেয় তখন আপনি কি করবেন আর আপনি যদি সিগন্যাল ফ্লও করতে চান তাহলে তার ট্রেডিং সিস্টেম সহ সিগন্যাল নিবেন তাহলে আপনার ট্রেড করতে সুবিধা হবে আর আপনি ভাল লাভ ও করতে পারবেন

FXBD
2018-04-15, 04:37 PM
গত কয়েকদিন আগে একজন লিজেন্ডারি ট্রেডারের ( যদিও উনি কোন লিংক বা ইনভেস্টর পাস দিতে অস্বীকৃতি জানিয়েছেন) সোস্যাল মিডিয়াতে একটা বিজ্ঞাপন আমার নজর কেড়েছিল। মাত্র ১৫ ডলারের বিনিময়ে তিনি পুরো মাসে আপনাকে সিগন্যাল প্রোভাইড করবেন। তো - সেই জনাবকে বললাম যে তিনি কত পিপের সিগন্যাল দিবেন। তিনি বললেন - সেটা হতে পারে ১০০০ পিপ অবার ১০ পিপও। আমি আমার স্ট্যাটিকটিকস শেয়ার করাতে তিনি যার পর নাই মাইন্ড খেলেন এবং মন্তব্য করলেন - ইন্সটা ব্রোকারে নাকি এইসব প্রফিট মেইক করে দেখানো যায়। আমি ও তিনাকে বললাম আমাকে একটা তিনি মেইক করে দেখান। তিনি আমার ইনবক্সে এসে যা তা বলে শেষে পালিয়ে গেলেন। ট্রেডার ভাইদের প্রতি অনুরোধ এই ধরনের ধান্ধাবাজ সব স্থানে উপস্থিত আছে আপনাকে বড়শিতে গাথার জন্য। একটা কথা মাথায় রাখবেন সাবধানের মার নেই। একবার ধরা খাবার থেকে সময় দিয়ে শিখুন।

আপনি যদি সিগন্যাল ট্রেড করতে চান তাহলে জুলুট্রেড প্লাটফর্মে ট্রেড শুরু করতে পারেন। জুলুট্রেড একটি একটি ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার সিগন্যাল প্রদান করে এবং এটা ব্রেকারের একটা নিয়ন্ত্রিত পদ্ধতি হবার করানে প্রতারিত হবার সম্ভাবনা কম। ফলে সিগন্যাল প্রোভাইডার এর সিগন্যাল ব্যবহার করে আপনি কপিট্রেড করতে পারবেন। ৩৯ টি ব্রোকার এর পাশাপাশি আপনি ইন্সটাফরেক্সে থেকেও জুলুট্রেড ট্রেডিং অ্যাকাউন্ট খুলে, আপনার অ্যাকাউন্টে জুলুট্রেড সিগন্যাল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ট্রেডিং করার সুযোগ পাবেন। জুলু ট্রেডে নিবন্ধন করতে তাহলে ভিজিট করুন: https://goo.gl/b6QhDB

hasem79
2018-04-15, 04:49 PM
[QUOTE=FXBD;286704]আপনি যদি সিগন্যাল ট্রেড করতে চান তাহলে জুলুট্রেড প্লাটফর্মে ট্রেড শুরু করতে পারেন। জুলুট্রেড একটি একটি ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার সিগন্যাল প্রদান করে এবং এটা ব্রেকারের একটা নিয়ন্ত্রিত পদ্ধতি হবার করানে প্রতারিত হবার সম্ভাবনা কম। ফলে সিগন্যাল প্রোভাইডার এর সিগন্যাল ব্যবহার করে আপনি কপিট্রেড করতে পারবেন। ৩৯ টি ব্রোকার এর পাশাপাশি আপনি ইন্সটাফরেক্সে থেকেও জুলুট্রেড ট্রেডিং অ্যাকাউন্ট খুলে, আপনার অ্যাকাউন্টে জুলুট্রেড সিগন্যাল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ট্রেডিং করার সুযোগ পাবেন। জুলু ট্রেডে নিবন্ধন করতে তাহলে ভিজিট করুন: https://goo.gl/b6QhDB[/QUOTE

আমি বলি কি আর আমার সারিন্ধা বাজায় কি? আরে ভাই - আমি কি কোথাও বলেছি যে আমি কারো সিগন্যাল ফলো করতে ইচ্ছুক? আমি অন্যের ট্রেড ফলো করা থেকে লস করতেও বেশি সাচ্ছন্দ বোধ করি। আমি আজ পর্যন্ত অনেক সিগন্যাল প্রোভাইডারের প্রোফাইল ঘেটে দেখেছি কিন্তু মনে পড়ে না কারও সিগন্যাল ইউজ করেছি বলে। আপনি আসছেন জুলু ট্রেড নিয়ে, আগে থিমটা বুঝার চেষ্টা করে তারপরে কমেন্ট করলে ভাল হয়।

hasem79
2018-04-15, 06:45 PM
আমার মতে ফরেক্স মার্কেট এ কারর সিগন্যাল দেখে ট্রেড না করাই ভাল কারন সিগন্যাল দেখে ট্রেড করলে আপনি কিছু শিখতে পারবেন না আর সে যদি সিগন্যাল দেওয়া বন্ধ করে দেয় তখন আপনি কি করবেন আর আপনি যদি সিগন্যাল ফ্লও করতে চান তাহলে তার ট্রেডিং সিস্টেম সহ সিগন্যাল নিবেন তাহলে আপনার ট্রেড করতে সুবিধা হবে আর আপনি ভাল লাভ ও করতে পারবেন

আসলে কারো সিগন্যাল ব্যবহারে দোষের কিছু আছে বলে মনে হয় না। আপনি মাই এফক্স বুক/ফরেক্স ফ্যাকটরিতে গিয়ে দেখতে পারেন এক একজনের কত কত সাবক্রিপশন। আমি নাদান ট্রেডার - আমারো ৪১ জন সাবক্রাইবার। তো এখানে আসল জিনিস হল আপনি কার কাছ থেকে কি নিচ্ছেন তাই বড় কথা। ট্রেড শিখাটাই আসল জিনিস নাও হতে পারে। আসল জিনিস হল প্রফিট করতে পারা। আর ট্রেডিং সিস্টেম সহ মনে হয় কেউ আপনাকে সিগন্যাল দিবে না। আমি নিজেও কখনই কারো সাথে আমার স্ট্রাটেজি শেয়ার করি না। আমার কাছে মনে হয় আমার স্ট্রাটেজি আমার হাতে গড়া একটা সম্পদ যা কারো হস্তগত হতে দেওয়া আমার কাছে সত্যিই কষ্টকর মনে হয়।

hasem79
2018-04-15, 06:51 PM
সিগ্ন্যাল প্রোভাইডার যত দেখেছি সবই ধান্দবাজ মনে করেন নিজে ভাল ট্রেড করতে পারেন নাই তাই এখন অন্যের ট্রেড ধ্বংশ করার জন্য কাজ করে। আর এই ধান্দা বাজদের কাছে কিছু অলস ট্রেডার আছেন যারা নিজে একটু কষ্ট শিখতে বা একটু প্র্যাকটিস করলে হয় কিন্ত করেন না অলসতার কারনে তারাই ধরা খান। এত সহজে কি আর ফরেক্স থেকে আয় করা যায়। আসলে কিছু ট্রেডার আছেন যারা একটা কথা বুঝতে চান না যে ফরেক্স থেকে সিগ্ন্যাল আর রোবট দিয়ে যদি এত সহজে আয় করা যেত তাহলে অনেক মানুষের হাতে টাকা থাকতো। ফরেক্স থেকে আয় করতে হলে নিজে থেকেই করতে হবে এবং এটাই বাস্তব।

ভাই সবাই ধান্ধাবাজ হলে তো হইছিলই। আমি গত কয়েকদিন আগে দেখলাম একজন ট্রেডার ট্রেড করছে এবং তার ফান্ড ১০০০ কে প্লাস। আমার মনে হয় না এর পুরোটাই তার ফান্ড। অবশ্যই এখানে অনেক লোকের কন্ট্রিবিউশন আছে। ফরেক্স ফ্যকটরিতে যদি একটু ঘোরাফেরা করেন তবে দেখবেন কারো কারো সাবক্রাইবার হাজারের উপরে। সবাই যদি ধান্ধাবজই হত তবে এত এত লোক ট্রাস্ট করার কথা না।

edottc
2018-04-16, 03:50 PM
আমার মতে কোন সিগনাল ব্যাবহার নাকরে নিজে মার্কট এনালাইসেন্স করে একটা সিদ্ধান্ত নেওয় সবথেকে ভাল । কারন ধরেন যারা সিগনাল দেয় তারা হাজার হাজার ডলারের ব্যালান্স নিয়ে সিগনাল
দেয় তাই তাদের সিগনালর সাথে আপনার নাও মিলতে পারে তাই আমি মনেকরি নিজে সিগনাল তৈরি করা সবথেকে ভাল।

FXBD
2018-04-25, 06:36 PM
গত কয়েকদিন আগে একজন লিজেন্ডারি ট্রেডারের ( যদিও উনি কোন লিংক বা ইনভেস্টর পাস দিতে অস্বীকৃতি জানিয়েছেন) সোস্যাল মিডিয়াতে একটা বিজ্ঞাপন আমার নজর কেড়েছিল। মাত্র ১৫ ডলারের বিনিময়ে তিনি পুরো মাসে আপনাকে সিগন্যাল প্রোভাইড করবেন। তো - সেই জনাবকে বললাম যে তিনি কত পিপের সিগন্যাল দিবেন। তিনি বললেন - সেটা হতে পারে ১০০০ পিপ অবার ১০ পিপও। আমি আমার স্ট্যাটিকটিকস শেয়ার করাতে তিনি যার পর নাই মাইন্ড খেলেন এবং মন্তব্য করলেন - ইন্সটা ব্রোকারে নাকি এইসব প্রফিট মেইক করে দেখানো যায়। আমি ও তিনাকে বললাম আমাকে একটা তিনি মেইক করে দেখান। তিনি আমার ইনবক্সে এসে যা তা বলে শেষে পালিয়ে গেলেন। ট্রেডার ভাইদের প্রতি অনুরোধ এই ধরনের ধান্ধাবাজ সব স্থানে উপস্থিত আছে আপনাকে বড়শিতে গাথার জন্য। একটা কথা মাথায় রাখবেন সাবধানের মার নেই। একবার ধরা খাবার থেকে সময় দিয়ে শিখুন।


আমি বলি কি আর আমার সারিন্ধা বাজায় কি? আরে ভাই - আমি কি কোথাও বলেছি যে আমি কারো সিগন্যাল ফলো করতে ইচ্ছুক? আমি অন্যের ট্রেড ফলো করা থেকে লস করতেও বেশি সাচ্ছন্দ বোধ করি। আমি আজ পর্যন্ত অনেক সিগন্যাল প্রোভাইডারের প্রোফাইল ঘেটে দেখেছি কিন্তু মনে পড়ে না কারও সিগন্যাল ইউজ করেছি বলে। আপনি আসছেন জুলু ট্রেড নিয়ে, আগে থিমটা বুঝার চেষ্টা করে তারপরে কমেন্ট করলে ভাল হয়।

আপনি যদি সিগন্যাল প্রোভাইডাারের সিগন্যাল করতে না চান তাহলে এই পোষ্টটি কেন দিয়েছেন, আপনার লেখা অনুসারে
সোস্যাল মিডিয়াতে একটা বিজ্ঞাপন আমার নজর কেড়েছিল। তাহলে নজরটা কেন কেড়েছিল।
আমি প্রায় পোষ্টেই দেখেছি আপনি খুব বাজে ভাষা ব্যবহার করেন, যা ফোরামের নিয়মের বাহিরে। অতএব সাবধান এবং সংযত হোন। ফোরামের নিয়ম মেনে চলুন। ধন্যবাদ

uzzal05
2018-06-01, 07:54 AM
সিগন্যাল জিনিসটা অপনার জন্য তখনই উপকার হবে যখন সে ট্রেডের কারন ব্যাখ্যা করে সিগন্যাল দেবে। কিন্তু কি কারনে, কিভাবে ট্রেড নিচ্ছে সেটা যদি আপনাকে শেয়ার না করে তাহলে অাপনার সেই টাকা দিয়ে সিগন্যাল ক্রয় করা ব্যর্থ।

souravkumarhazra6763
2018-06-23, 12:59 PM
এখন অনেক ভালো খারাপ ট্রেডাররা সিগন্যাল প্রোভাইড করে থাকে,কিন্তু আমার মতে কারো সিগন্যাল না কিনে নিজেরা মার্কেট এন্যালাইসিস করে ট্রেড করা উচিত,কারণ আপনি যদি সিগন্যাল ব্যভার করেণ তাহলে ফরেক্স শিখতে পারবেন না তাই এর ভিতর না থাকাই ভালো।

Mamun13
2018-08-13, 08:33 AM
হাসেম ভাইকে আন্তরিক ধন্যবাদ এতোগুলো সত্য কথা বলে দেওয়ার জন্য৷আমি আপনাদেরকে বলবো অন্য কারো trading signal অনুসরণ করে ট্রেড করার চেয়ে না করাই ভালো৷আপনি যদি ফরেক্স মার্কেটে পেশাদার trader রূপে প্রতিষ্ঠিত হতে চান তাহলে অবশ্যই আপনার নিজেকেই যোগ্য করে গড়ে তুলতে হবে৷তাই আপনার নিজেকেই ফরেক্স ট্রেডের সকল বিষয়গুলো সম্পর্কে নিয়মিত দীর্ঘদিনব্যাপী স্টাডি করতে হবে,ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিন নিয়মিত প্র্যাকটিস করতে হবে,বিভিন্ন সিস্টেমের সমন্বয়ে আপনার একটি সঠিক বাস্তবসম্মত কার্যকরী ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করে নিতে হবে৷এইভাবে ধীরে ধীরে আপনি নিজেকে ফরেক্স মার্কেটের যোগ্য করে গড়ে তুলবেন৷কিন্তু সাবধান অন্য কারোর চটকদার বিজ্ঞাপন দেখে কখনোই কোনোও সিগনাল অথবা অথবা অন্য কোনোও প্রকার ট্রেডিং পরামর্শ গ্রহণ করবেন না৷মনে রাখবেন- অন্যের দ্বারা কখোনোই আপনার ১ টাকাও লাভ হবে না৷

Mamun13
2018-08-13, 08:39 AM
আমি নতুনদের বলবো অন্য কারো trading signal অনুসরণ করে ট্রেড করার চেয়ে না করাই ভালো৷আপনি যদি ফরেক্স মার্কেটে পেশাদার trader রূপে প্রতিষ্ঠিত হতে চান তাহলে অবশ্যই আপনার নিজেকেই যোগ্য করে গড়ে তুলতে হবে৷তাই আপনার নিজেকেই ফরেক্স ট্রেডের সকল বিষয়গুলো সম্পর্কে নিয়মিত দীর্ঘদিনব্যাপী স্টাডি করতে হবে,ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিন নিয়মিত প্র্যাকটিস করতে হবে,বিভিন্ন সিস্টেমের সমন্বয়ে আপনার একটি সঠিক বাস্তবসম্মত কার্যকরী ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করে নিতে হবে৷এইভাবে ধীরে ধীরে আপনি নিজেকে ফরেক্স মার্কেটের যোগ্য করে গড়ে তুলবেন৷ কিন্তু সাবধান অন্য কারোর চটকদার বিজ্ঞাপন দেখে কখনোই কোনোও সিগনাল অথবা অথবা অন্য কোনোও প্রকার ট্রেডিং পরামর্শ গ্রহণ করবেন না৷মনে রাখবেন- অন্যের দ্বারা কখোনোই আপনার ১ টাকাও লাভ হবে না৷